কাতারে সবচেয়ে সেরা অভিজাত এলাকার নাম দ্য পার্ল। এখানকার চমৎকার স্থাপত্যশৈলী ও নান্দনিক ডিজাইর
কাতারে সবচেয়ে সেরা অভিজাত এলাকার নাম দ্য পার্ল। এখানকার চমৎকার স্থাপত্যশৈলী ও নান্দনিক ডিজাইনের ঘরবাড়ি এবং পথঘাট দেখে মনে হবে, আপনি যেন চলে এসেছেন স্বপ্নের কোনো এক নগরীতে।
বাদল আকাশ ট্রাভেলস দোহাকাতার
কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি কাতারে এ স্বাগতম। এটি কাতার, ফিফা বিশ্বকাপ 2022 এর হোম, বিশ্বের সেরা বিমান সংস্থা এবং বিশ্বের সেরা বিমানবন্দর।
#কাতারএয়ারওয়েজ।
#বাদলআকাশট্রাভেলস।
#দোহাকাতার
কাতারের দোহার অ্যাসপায়ার জোন টর্চ টাওয়ারে,বিশ্বের বৃহত্তম 360 ডিগ্রি স্ক্রিনটি আনুষ্ঠানিকভা।
কাতারের দোহার অ্যাসপায়ার জোন টর্চ টাওয়ারে,বিশ্বের বৃহত্তম 360 ডিগ্রি স্ক্রিনটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থানের সৃষ্টি করে সেহলিয়ায় অবস্থিত সবজি মার্কেটে।
কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশীর কর্মসংস্থানের সৃষ্টি করে সেহলিয়ায় অবস্থিত সবজি মার্কেটে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান রুমানা হাইপার মার্কেটের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ক*টূ*ক্তি করার প্রতিবাদ জানিয়েছে।
ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। 🗣️✊
-কাতার কুয়েত সৌদি আরব আরব আমিরাত ওমান
এবং বাহরাইনরেন সুপারশপ গুলোতে ভারতীয় পণ্য বর্জন করেছে। 🚷❌
-কুয়েতে মোদির ছবি ময়লার ঝুড়িতে লাগানো হয়েছে। 🚯
-‘বয়কট ভারত’ আন্দোলন বিশ্বে সাড়া ফেলেছে।☑️
প্রতিবাদে আরবরা সফল;✅🔥💯
প্রতিবাদ একটি দেশের ভীত নাড়িয়ে দিতে পারে, বয়কট একটি দেশকে পঙ্গু করে দিতে পারে।🚯⚠️
আমার রাসুলকে গালি দিবে আর আমরা চুপ করে বসে থাকব এটা তোমরা কিভাবে চিন্তা করতে পারো‼️
আরবরা চোখ খুলতে শুরু করেছে, ডাস্টবিনে মোদির ছবি, গণহারে ইন্ডিয়াকে বয়কট এমনকি রাসুলুল্লাহ'র সম্মান রক্ষায়
টুইটারে এখন টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ #إلا_رسول_الله_يا_مودي
কারণ বিজেপি নেত্রী শর্মা নুপুর আমাদের নবীকে গালি দিয়েছিল।🚫
আমরা বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ ক
🩸রক্ত কে দিবেন ভাই? আমি দিবো, আমি দিবো..! এভাবে রাতের ঘুম হারাম করে দূরদূরান্ত থেকে রক্ত দিতে ছুটে
🩸রক্ত কে দিবেন ভাই?
আমি দিবো, আমি দিবো..!
এভাবে রাতের ঘুম হারাম করে দূরদূরান্ত থেকে রক্ত দিতে ছুটে এসেছে চট্টগ্রামে। আল্লাহ প্রিয় ভাইদের উত্তম প্রতিদান দান করুক(আমিন)।💔
মানবতা কাকে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে গেলে বুঝতে পারবেন আর আমরা রক্তদানে নানা অজুহাত খুজে রক্তদান করতে চাইনা আফসোস এমন মানুষগুলোর জন্য,দোয়া করি অজুহাত দেওয়া মানুষদের যেনো কখনো রক্তের প্রয়োজন না পড়ে।
বিশ্বকাপে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাতারে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের ভিড়।
বিশ্বকাপে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাতারে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের ভিড়।আর এই সুযোগ কাজে লাগাতে বিভিন্ন প্রতিষ্ঠান চালু করছে বাংলাদেশিরা।
#কাতার_ইউনিভার্সিটি থেকে #ডাক্তার হয়ে #প্রবাসী_বাবার_স্বপ্ন_পূরণ করলেন বাগেরহাটের শাহরিয়ার।
#কাতার_ইউনিভার্সিটি থেকে #ডাক্তার হয়ে #প্রবাসী_বাবার_স্বপ্ন_পূরণ করলেন বাগেরহাটের শাহরিয়ার রফিক। এভাবে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এসব প্রবাসীরা। ২০২২ সালে ৪৫ তম সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।