11/06/2024
✅ স্বপ্নের দেশ আমেরিকার ভিসা পাওয়া খুবই সহজ!!!যদি সঠিক নিয়মে ভিসা প্রসেসিং করা হয়।
বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸
সুতরাং আপনি যদি আমেরিকায় 🇺🇸 টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের উপর।
🟢 আমেরিকার ভিসাটি যেহেতু ইন্টারভিউ উপর নির্ভর করে তাই DS-160 ফর্ম ছাড়া আপনার কোনো ডকুমেন্ট উনারা দেখতে চাইবেন না। এজন্য আপনাকে অবশ্যই দক্ষ কারো দ্বারা DS-160 ফর্মটি পূরণ করাতে হবে। কেননা এই ফর্মের উপর ভিত্তি করে আপনার ভিসা অনেকাংশে নির্ভর করছে।
🟢 পাশাপাশি আপনি যে ইন্টারভিউ দিবেন তার একটা গাইডলাইন আপনাকে দেয়া হবে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে। তাই আপনি যদি অবহেলার সাথে ফর্মটি পূরণ করেন তাহলে আপনার ফর্মে অনেক ইনফরমেশন গ্যাপ থেকে যাবে। যার ফলে আপনার ভিসাটি রিফিউজ হওয়ার সম্ভবনা থাকে।
🔹 আমরা আপনাকে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যে সকল সহায়তা করব:
১. DS-160 ফর্ম সঠিক ও নির্ভুলভাবে পূরণ করে দিবো।
২. ইন্টারভিউ ডেট রিসিডিউল করে এগিয়ে নিয়ে আসবো। (২ মাস বা ১ মাসের মধ্যেও দিতে পারবো)
৩. আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে একটি ট্রেনিং অথবা গাইডলাইন দিবো।
৪. ইন্টারভিউ এর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা, ডি এস ১৬০ ফাইলের গুরুত্বপুর্ন দিকগুলো সহজে মার্কিং করে দিয়ে আপনার ইন্টারভিউ কে সহজবোধ্য করে দেয়া, আপনার আমেরিকার প্রতিদিনের ট্রাভেল প্লান, হোটেল বুকিং সুন্দরভাবে গুছিয়ে দেয়া যাতে ভিসা অফিসার বোঝতে পারে আপনি একজন প্রকৃত ভ্রমনকারী।
উপরিউক্ত বিষয়গুলোর উপর নির্ভর করবে একজন ট্রাভেলারের ভিসা পাওয়া না পাওয়া। সুতরাং আপনার একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার পরবর্তী জীবনের মোড়। ট্রাভেল বিষয়ক আপনাদের যেকোনো পরামর্শ প্রদানের জন্য আমরা প্রস্তুত।
🔹 আমরা আমেরিকা যেসব ভিসা প্রসেসিং করে থাকি:-
১. টুরিস্ট ভিসা (B1/B2)
২. মেডিকেল ভিসা (B2)
৩. বিজনেস ভিসা (B1)
🔹 এম্বাসি ফি জমা দেয়ার জন্য যা যা লাগবে তা হল:
১. আপনার পাসপোর্ট এর ফার্স্ট পেইজের স্ক্যান কপি।
২. একটি ইমেইল এড্রেস।
৩. দুইটি ফোন নাম্বার।
৪. আপনার বর্তমান ঠিকানা
🔹 আমেরিকান টুরিস্ট ভিসার জন্য আপনাকে যেসকল ইনফরমেশন প্রদান করতে হবে:
১. আপনার বৈধ কাতার আইডি কপি
২. আপনার পেশা ও কর্মস্থলের সকল তথ্য। আপনার বর্তমান কোম্পানির নাম ও কোম্পানির ঠিকানা।
৩. আপনার ব্যাবসা প্রতিষ্ঠান থাকলে উক্ত কোম্পানির সকল লাইসেন্স কপি।
৪. আপনার বর্তমান ঠিকানা (বাসা নং, স্ট্রীট নং, জোন নং)
৫. কাতারে সর্বপ্রথম এন্ট্রির তারিখ।
৬. আপনার বাবা, মা, স্ত্রী (যদি থাকে) সবার জন্ম তারিখ।
৭. আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও পাসের সন (যদি থাকে)
৭. ফেইসবুক আইডি লিং
৮. বিগত ৫ বছরের মধ্যে ভ্রমনকৃত দেশের নাম (যদি কোনো দেশ ভিজিট করে থাকেন)
৯. ২x২ সাদা ব্যাকগ্রাউন্ড এর ল্যাব কপি ছবি।
📞 আমাদের ফোন নাম্বারঃ-
📲 +974 50584442
📲 +974 50584442 (WhatsApp)
🏢 আমাদের ঠিকানাঃ মুনতাজা ট্রেডিং সেন্টার, বিল্ডিং নং ২, ফ্লোর ৭, অফিস নং ৭১৫।
অফিস সময়ঃ প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৬:০০ টা।
শুক্রবার ০৪:০০ টা থেকে রাত ০৯:০০ টা।