EMRAN - Europe Information Zone

EMRAN - Europe Information Zone রোমানিয়া সহ বিভিন্ন দেশের তথ্য দিয়ে ভিসা প্রত্যাশী ভাই দের সাথে থাকার প্রত্যয়ে আমার এই পেজ।

সবার স্বপ্ন যায় বাড়ী❤️❤️আমার স্বপ্ন হয়ত আর যাবে না বাড়ী 🥹🥹সিদ্ধান্ত নিয়ে নিলাম আর যাবো না দেশে।😞😞 হবে না হয়ত আর দেখা সেই...
09/02/2024

সবার স্বপ্ন যায় বাড়ী❤️❤️
আমার স্বপ্ন হয়ত আর যাবে না বাড়ী 🥹🥹
সিদ্ধান্ত নিয়ে নিলাম আর যাবো না দেশে।😞😞

হবে না হয়ত আর দেখা সেই চেনা পরিবেশ, চেনা মুখগুলো । মিটে যাবে হয়তো রয়ে যাওয়া লেনদেন একদিন। কিছু অভিযোগ হয়তো থেকেই যায় শত চেষ্টার পরেও থাকে তাই থাকবে না চেষ্টাটুকুও। বৃথা কেন আর বাড়ানো মায়া যেখানে ভালোবাসা বাচে কোন রকমে হাপিয়ে হাপিয়ে। সেই শহর আর থাকে না আমার যেখানে আমার অস্তিত্ব সংকটে পড়ে। পাশে থাকার মানুষ আর চাই না, জানি না পারবো কিনা হতে কারো পাশে থাকার মানুষ। তবে এই চেষ্টা করাই যায় 😏😏।

সময় কারো জন্য যেমন থামে না তেমনি সময়ের চাহিদা অসময়ের প্রাপ্তি তে সুখ দিতে পারে না। আমি যেটা পাই নি সেটা আমার ছেলে পাবে না এটা চাই নয়। সাধ আর সাধ্যর পার্থক্যে শুধু আমি ই থাকতে চাই। বাকি টা আল্লাহর ইচ্ছা।

আহ! সেই শান্তি 😾😾
09/02/2024

আহ! সেই শান্তি 😾😾

30/01/2024

Best SalmoN Cutting skill👽

18/01/2024

ইতালিতে সুশি (SUSHI) খুবই জনপ্রিয়। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভালো।

#সুশি

17/01/2024

এমন চিংড়ী এর আগে কখনো দেখি নাই। কেমন যেন তার থেকেও আশ্চর্য লাগছিলো জীবিত দেখে
কি ভাবে সম্ভব সেটাই ভাবছি 🤔😏

15/01/2024

ইতালিতে সালমন মাছ অনেক দামী এবং বহুল ব্যবহৃত মাছ। এটা ছাড়া রেস্টুরেন্ট চলেই না। দুইভাবে মাছ কাটা হয়। এখানে সোজাভাবে কিভাবে মাছ কাটা হয় দেখানো আছে। পরের ভিডিও তে অন্যটা দেখানো হবে ইনশাআল্লাহ।

কার কার পছন্দ❤️❤️
09/01/2024

কার কার পছন্দ❤️❤️

কেমন??
08/01/2024

কেমন??

05/01/2024

ইতালিতে অলিভ সংগ্রহ যেভাবে করে। সবাই শেয়ার করে দিন যাদের এ কাজ সম্পর্কে ধারণা নাই আশা করি ধারণা পাবে।

04/01/2024

ইতালির সাসসারি তে একমাত্র বুফে রেস্টুরেন্ট। নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো।

01/01/2024

আজকে রেস্টুরেন্টে চাইনিজ প্ল্যাটার।। কিভাবে এই কাচা চিংড়ী খায় ভাবতেও পারি না 😊😊

আমার স্বপ্ন পূরণের পথে কোন বাধা ই  আমাকে আটকাতে পারে নাই আল্লাহর রহমতে সব পূরণ করেছি ❤️❤️যেটা হয় নি বা পারি নাই সেটা আমা...
28/12/2023

আমার স্বপ্ন পূরণের পথে কোন বাধা ই আমাকে আটকাতে পারে নাই
আল্লাহর রহমতে সব পূরণ করেছি ❤️❤️
যেটা হয় নি বা পারি নাই সেটা আমার দেখা স্বপ্ন ই নয় 🦍🦍

24/11/2023

আয় বাড়াতে প্রতিনিয়ত আয়ু কমাচ্ছি সেদিকে আমাদের নজর ই নাই।
আফসোস 🥹🥹

কতটুকই বা ছিল কষ্ট 🥹🥹যেটা ভুলে অতীতের সময় কে আরো উপভোগ করতে পারি নাই।😔😔ক্লান্তিতে ভরা দু'চোখ আমার 🥹🥹 বারবার আমাকে ডোবায় ...
03/11/2023

কতটুকই বা ছিল কষ্ট 🥹🥹
যেটা ভুলে অতীতের সময় কে আরো উপভোগ করতে পারি নাই।😔😔
ক্লান্তিতে ভরা দু'চোখ আমার 🥹🥹
বারবার আমাকে ডোবায় সেই চিন্তায় 😔😔
চলে যাওয়া দিন
ছিলো কি এতটাই কঠিন
কেড়ে নিলো জীবনের আগামীর দিন 😞😞😞

23/09/2023

আল্লাহ আমাদের রক্ষা করুন 😔😔😔

23/09/2023

ইতালিতে কৃষি কাজে এভাবে পানি দেওয়া হয় । এই পদ্ধতিতে একবার খরচ হয় কিন্তু এর সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়। বাংলাদেশে এমন পদ্ধতি ব্যবহার হলে আরো ভালো ফসল উৎপাদন সম্ভব।

তার মানে এশিয়া কাপ আমরাই জিতছি 🤣🤣
18/09/2023

তার মানে এশিয়া কাপ আমরাই জিতছি 🤣🤣

02/09/2023

যুদ্ধ নাকি ভালোবাসা??
❤️❤️❤️

30/07/2023

প্রতিটি মানুষের জীবন এক একটি গল্প
যেখানে তার থেকে বড় কোন চরিত্র নেই
কি-বা দুখ কি-বা সুখ
যেখানে একা হাতে সামাল দেবার, সবাইকে আগলে রাখার চেষ্টা

24/07/2023

❤️❤️জীবনের অনেক ক্ষেত্রেই ব্যর্থতা আসে কিন্তু থামো তখন ই যখন শ্বাস বন্ধ হয় তার আগে নয় কারণ সফলতা কোথায় আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না।
বিশ্বাস রাখো তোমার গন্তব্যে তুমি যাবেই ইনশাআল্লাহ ❤️❤️

গুলু গুলু বিড়াল ছানা ❤️❤️❤️আমার ছানার সাথে 😁😁😁
16/07/2023

গুলু গুলু বিড়াল ছানা ❤️❤️❤️আমার ছানার সাথে 😁😁😁

Alhamdulillah completed 10 years of marriage today.  The person I got as my life partner is everything in my life.  Few ...
14/07/2023

Alhamdulillah completed 10 years of marriage today. The person I got as my life partner is everything in my life. Few people are lucky like me to have such a wife. I am loved not only by my wife but also by my in-laws. The way they loved me in my every moment as if I was their own son or more. I am eternally grateful to them, they have always been by my side even in my sad times and I know they will be. Thanks to Allah, I got a girl like her as a wife. His contribution in every step of my life is immense. May Allah keep us together like this till death. My family and my in-laws maintain good relations with everyone. Everyone will pray for us.

12/07/2023

বিভিন্ন অনলাইন শপ গুলা মানুষের কাজের অনীহা বাড়ায় দিচ্ছে।
এরা কাটা-বাছা থেকে শুরু করে রান্না পর্যন্ত করে দিচ্ছে।
হয়ত দেখা যাবে খাইয়েও দেবার ব্যবস্থা করছে।
নিজের কাজ নিজে করুন সাশ্রয় হবে

10/07/2023

এত চিন্তা 😔😔 কিসের?
সাথে কিছুই যাবে না। রিযিকের এক দানা বেশি খাবার ক্ষমতাও তোমার নাই। তাই এমন ভাবার কোন কারণ নাই যে তোমার সব শেষ হয়ে যাচ্ছে। তোমার জন্য যা বরাদ্দ তার সবটাই পেয়েছো পাচ্ছো আর বাকি টাও পাবে কিন্তু অন্যকে হিংসা করে তার থেকে কোন কিছু কেড়ে নেবার ক্ষমতা তোমার নেই।
নিচের লেখাটির মতই বাস্তবতা যা আমরা দেখেও না দেখার ভান করি।

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে.!

#কালেক্টেড.!

মানুষ যেন প্রিয়জনে বাঁচা ভূলে গেছে 😔😔প্রয়োজন কখন যেন সব দূরে নিয়ে যায় মানুষ তা টের পায় না 😔😔এভাবেই সব হারিয়ে যায় আর জীবন...
30/06/2023

মানুষ যেন প্রিয়জনে বাঁচা ভূলে গেছে 😔😔
প্রয়োজন কখন যেন সব দূরে নিয়ে যায় মানুষ তা টের পায় না 😔😔
এভাবেই সব হারিয়ে যায় আর জীবনের অংকে শূণ্যতা ছাড়া কিছুই থাকে না।
তাই প্রিয়জনকে আঁকড়ে বাঁচার চেষ্টা করুন ।
একদিন প্রিয়জন শেষ হয়ে যাবে কিন্তু প্রয়োজন কখনোই শেষ হবে না ।
তাই ছোট্ট এই জীবনে আক্ষেপ করার চেয়ে প্রয়োজন কমিয়ে প্রিয়জনে বাঁচুন, জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।

Hair is not cut for many days.How many days like this? So I cut my hair 😁😁Which one feels good?
26/06/2023

Hair is not cut for many days.
How many days like this?
So I cut my hair 😁😁

Which one feels good?

বেশি না মাত্র ৩৯।  না রে ভাই বাংলাদেশ না এটা ইতালির সার্দেনিয়া তে। অবস্থা কত খারাপ এমন অবস্থায় না পড়লে বোঝা যায় না ।  আর...
21/06/2023

বেশি না মাত্র ৩৯। না রে ভাই বাংলাদেশ না এটা ইতালির সার্দেনিয়া তে। অবস্থা কত খারাপ এমন অবস্থায় না পড়লে বোঝা যায় না । আর রাতে সেই গরম। সবাই বেশি করে দোয়া করেন 🤣🤣🤣

কোন একদিন ইতালির কোন এক শহরে  রৌদ্রস্নাত এক অবেলায় চেয়ে আছি আমি আমার দিকেই খুজতে হারিয়ে ফেলা সেই আগের আমাকে 😔😔
18/06/2023

কোন একদিন ইতালির কোন এক শহরে রৌদ্রস্নাত এক অবেলায় চেয়ে আছি আমি আমার দিকেই খুজতে হারিয়ে ফেলা সেই আগের আমাকে 😔😔

Address

Bistrita-Bargaului

Opening Hours

Monday 09:00 - 00:05
Tuesday 09:00 - 00:05
Wednesday 09:00 - 00:05
Thursday 09:00 - 00:06
Saturday 09:00 - 00:05
Sunday 09:00 - 00:05

Telephone

+8801721404007

Alerts

Be the first to know and let us send you an email when EMRAN - Europe Information Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EMRAN - Europe Information Zone:

Videos

Share



You may also like