Travel BIRD Europe

Travel BIRD Europe ইউরোপ সম্পর্কে সঠিক তথ্য পেতে পেইজটি ফলো আমাদের দিয়ে সাথে থাকুন।

"নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি"

02/12/2024

ক্রোয়েশিয়া ভি এফ এস এপয়েন্টমেন্ট সম্পর্কে উনি যে স্ট্যাটাস দিয়েছিলেন সে ব্যাপারে উনি অনুতপ্ত। উনার ভুল উনি বুঝতে পেরেছে পরবর্তীতে উনি কখনো এরকম পোস্ট করবেনা বলে ওয়াদা করেছে।

আলহামদুলিল্লাহ আগামী বছর ঢাকায় পর্তুগাল দূতাবাস চালু হতে পারে 🇧🇩🤝🇪🇺
01/12/2024

আলহামদুলিল্লাহ আগামী বছর ঢাকায় পর্তুগাল দূতাবাস চালু হতে পারে 🇧🇩🤝🇪🇺

দিল্লি না ঢাকা? এম্বাসি ফেইস করতে দিল্লি যেতে হবে না।সকল এম্বাসিন বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ 🇧🇩🤝🇪🇺       #
01/12/2024

দিল্লি না ঢাকা? এম্বাসি ফেইস করতে দিল্লি যেতে হবে না।
সকল এম্বাসিন বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ 🇧🇩🤝🇪🇺

#

ক্রোয়েশিয়া এপয়েন্টমেন্ট নিয়ে ঢাকা থেকে শুরু হয়ে গেছে বাণিজ্য।যারা এপয়েন্টমেন্ট ডেইট নিয়ে বাণিজ্য করবেন তারা একটু সাবধান ...
01/12/2024

ক্রোয়েশিয়া এপয়েন্টমেন্ট নিয়ে ঢাকা থেকে শুরু হয়ে গেছে বাণিজ্য।
যারা এপয়েন্টমেন্ট ডেইট নিয়ে বাণিজ্য করবেন তারা একটু সাবধান হয়ে যান।। অলরেডি অনেকেই শুরু করে দিছেন তাদের কাছে রিকুয়েস্ট করবো এপয়েন্টমেন্ট নিয়ে সিন্ডিকেট কইরেন না।।

এখন আমরা রিকুয়েস্ট করতেছি যদি কেও তারপরও এই সব কার্যকম করেন তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তী সময় ব্যবস্থা নেওয়া হবে।।

✍️ ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ।

ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বড় পরিবর্তন আসতে যাচ্ছে। চোখ রাখুন ইনশাআল্লাহ ভাল একটা রেজাল্ট আসবে ...
28/11/2024

ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বড় পরিবর্তন আসতে যাচ্ছে। চোখ রাখুন ইনশাআল্লাহ ভাল একটা রেজাল্ট আসবে শিঘ্রই।

আমাদের ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ যখন মানব বন্ধন শুরু করি অনেকেই হাস্যকর ভাবে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা একটু একটু করে সফলতার ধারপ্রান্তে আছি। আমরা এক এক করে সকল এম্বাসি ভিসা সেন্টার বাংলাদেশে স্থাপনের দাবী চালিয়ে যাব।

26/11/2024

শুধুমাত্র দলের জন্য যারা নিজের ঈমান বিসর্জন দিয়ে ইসকনের পাশে দাঁড়ি‘য়েছে তাদের হাশর যেন হয় ফেরাউন আর নমরুদের সাথে।

আলহামদুলিল্লাহ  আগামী জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশী কর্মী এবং শিক্ষার্থীরা VFS এর মাধ্যমে ঢাকায় তাদের বুলগেরিয়ান ভিসার...
25/11/2024

আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশী কর্মী এবং শিক্ষার্থীরা VFS এর মাধ্যমে ঢাকায় তাদের বুলগেরিয়ান ভিসার আবেদন জমা দিতে পারবে। তারা এই প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য কাজ করছে।

22/11/2024

IELTS ছাড়া ভিসার জন্য আন্দোলন টা কবে কেউ জানলে বইলেন তো একটু..?

রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অফ বাংলাদেশ ইউরোপ এন্ড ডেভলপমেন্ট কান্ট্রি ( RABBED) ও ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ এর যৌ...
18/11/2024

রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অফ বাংলাদেশ ইউরোপ এন্ড ডেভলপমেন্ট কান্ট্রি ( RABBED) ও ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ এর যৌথ আলোচনা সভা রাবিদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় যে সকল সিদ্ধান্ত হয়।

১) আগামীকাল পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক বিকাল ৪:০০ টায়।
২) খুব শীঘ্রই একটি জাতীয় সংলাপের ডেট ফাইনাল করে উপদেষ্টা, সচিব, জনশক্তি রপ্তানি বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডার এর সমন্নয় ঘটানোর মধ্যে দাবীর বিষয় জনসমর্থন সৃষ্টি করা।

সভায় উপস্থিত ছিলেন
ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের (EVSUB) পক্ষ থেকে।
★নাফিসা ইসলাম খান
আহ্বায়ক (EVSUB)
★মেহেদী হাসান আশিক
সদস্য সচিব (EVSUB)
★শামস মান্না
যুগ্ন আহবায়ক (EVSUB)
★মীর মুরাদ
যুগ্ন আহবায়ক (EVSUB)
★সোহেল রানা
সদস্য উপদেষ্টা মন্ডলী (EVSUB)

শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান (BTEA)

রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অফ বাংলাদেশ ইউরোপ এন্ড ডেভলপমেন্ট কান্ট্রি (RABBED) এর পক্ষ থেকে।
★আরিফুর রহমান
প্রেসিডেন্ট (রাবিদ)
★সৈয়দা পারবিন আক্তার
অর্থ সম্পাদক (রাবিদ)

খোকন দাস
ভারপ্রাপ্ত সম্পাদক (সাপ্তাহিত প্রভাসন ম্যাগাজিন)
আরো অন্যারা।

ইনশাআল্লাহ আমরা ভাল কিছু নিয়ে আসতেছি শিঘ্রই।

আলহামদুলিল্লাহ আশা করি আমাদের মনের আসা পূরণ হবে। আসা করছি খুব দ্রুত সুসংবাদ পেতে পারি।
17/11/2024

আলহামদুলিল্লাহ আশা করি আমাদের মনের আসা পূরণ হবে। আসা করছি খুব দ্রুত সুসংবাদ পেতে পারি।

ইন্ডিয়া কিংবা নেপালে নয় বাংলাদেশেই হোক ইউরোপের সকলের দেশের সকল ধরনের ভিসার আবেদনের সেন্টার। এই দাবীতে আজ জাতীয় প্লেস ক্ল...
15/11/2024

ইন্ডিয়া কিংবা নেপালে নয় বাংলাদেশেই হোক ইউরোপের সকলের দেশের সকল ধরনের ভিসার আবেদনের সেন্টার। এই দাবীতে আজ জাতীয় প্লেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ।

আছে কি কোন সলুশন?🙃
13/11/2024

আছে কি কোন সলুশন?🙃

প্রত্যেক ইউরোপ গামী বাংলাদেশের নাগরিকদের প্রাণের দাবী ইউরোপীয় এম্বাসি গুলো আমাদের নিজের দেশেই।১৫ তারিখের মানব বন্ধনে সকল...
09/11/2024

প্রত্যেক ইউরোপ গামী বাংলাদেশের নাগরিকদের প্রাণের দাবী ইউরোপীয় এম্বাসি গুলো আমাদের নিজের দেশেই।

১৫ তারিখের মানব বন্ধনে সকলের যোগ দিন।

স্থানঃ জাতীয় প্লেস ক্লাব
সময়ঃ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।

আমাদের দেশে দূতাবাস চাই, দেশের মাটিতে সেবা পাই।” 🇧🇩🤝🇪🇺
03/11/2024

আমাদের দেশে দূতাবাস চাই, দেশের মাটিতে সেবা পাই।” 🇧🇩🤝🇪🇺

02/11/2024

আমাদের মানব বন্ধন আগামি ১৫ নভেম্বর ২০২৪ তারিখ নির্ধারন করা হলো। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা আমরা শান্তিপূর্ণ ভাবে সেখানে অবস্থান করবো। এরপর আমরা আর সেখানে উপস্থিত থাকছি না। সুতরাং যারাই আসবেন ১০ টার মধ্যে উপস্থিত থাকবেন সেখানে।

স্থানঃ-জাতীয় প্রেস ক্লাব
সময়: সকাল ১০ টা
তারিখ ১৫ নভেম্বর।

আপনারা সবাই যারা একমত ইউরোপীয় ভিসা সার্ভিস গুলা বাংলাদেশে নিয়ে আসার জন্য,সবাই এখানে সময় মত একত্রিত হবেন আমাদের সঙে।

-দিল্লি না ঢাকা-🇧🇩ঢাকা ঢাকা🇧🇩 যেতে চাই না ভারতে -এম্বাসি চাই বাংলাদেশে-এই লক্ষ অর্জন করতে আগামী ১৫ নভেম্বর একটা ইভেন্টের...
02/11/2024

-দিল্লি না ঢাকা-
🇧🇩ঢাকা ঢাকা🇧🇩
যেতে চাই না ভারতে
-এম্বাসি চাই বাংলাদেশে-

এই লক্ষ অর্জন করতে আগামী ১৫ নভেম্বর একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। পরবর্তী পোস্টের মাধ্যমে সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে তাই সকলেই উপস্থিত থেকে সফল করুন।

দিল্লি নয় ❌ ঢাকায় হোক সকল দেশের এম্বাসি 🇪🇺🤝🇧🇩১৫ নভেম্বর আমাদের সকলের দাবি পুরন হোক 🇪🇺🤝🇧🇩
02/11/2024

দিল্লি নয় ❌ ঢাকায় হোক সকল দেশের এম্বাসি 🇪🇺🤝🇧🇩

১৫ নভেম্বর আমাদের সকলের দাবি পুরন হোক 🇪🇺🤝🇧🇩

Address

Bucharest

Alerts

Be the first to know and let us send you an email when Travel BIRD Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category