Mahedi Hasan Ashik

Mahedi Hasan Ashik পৃথিবী ঠিক ততটুকুই সুন্দর,যতটা আপনার দৃষ্টিভঙ্গিতে আটকায়।
(20)

চিরন্তন সত্য।আমি মনে করি প্রতিটা মানুষ তার যায়গায় সে পারফেক্ট।
25/12/2023

চিরন্তন সত্য।
আমি মনে করি প্রতিটা মানুষ তার যায়গায় সে পারফেক্ট।

24/12/2023
24/12/2023

বাঙালি নো এডভান্সের ফাইল দেওয়ার আশায় যারা ঘুরে তারা কেন আজো দেশে পরে আছে কিছু আলামত শুনাই।

এক নাম্বারে এরা ৩/৪ যায়গায় ট্রাই মারে কিন্তু এজেন্সি বা এজেন্টের লাভ লস এদের দেখার সময় নাই,এক যায়গায় হলেই হলো। এইদিকে এজেন্সিরা পারমিট এনে মা*রা খেয়ে বসে আছে।

আরেকদল আছে এরা এডভান্স ও দিবেনা সিকিউরিটি ও দিবেনা একবারে বিমানে উঠে যায়গামত পৌঁছে টাকা দিবে।
আর এদের মনে কয়েক হাজার প্রশ্ন,দিন শেষে বাড়িতে কথা বলে জানাবো৷

বিন্দু মাত্র সিকিউরিটি ছাড়া আপনার কাজটা কে করবে? আপনি কেন আজো দেশেই পরে আছেন একটু বুঝে নিয়েন। আপনাদের জন্য ইউরোপ না।

Romanian Beauty,Brasovরোমানিয়ান সৌন্দর্য, ব্রাসভFrumusețea României, Brașov
23/12/2023

Romanian Beauty,Brasov
রোমানিয়ান সৌন্দর্য, ব্রাসভ
Frumusețea României, Brașov

আমাদের দেশ সব সময় গুজব ছড়ানো নিয়ে এক নাম্বারে থাকে। লিথুনিয়া ২০২৩ সালের এখনো ১০০০+ কোটা খালি আছে,সেই সাথে তারা অলরেডি ২০...
22/12/2023

আমাদের দেশ সব সময় গুজব ছড়ানো নিয়ে এক নাম্বারে থাকে। লিথুনিয়া ২০২৩ সালের এখনো ১০০০+ কোটা খালি আছে,সেই সাথে তারা অলরেডি ২০২৪ সালে থার্ড কান্ট্রি থেকে ৪০০০০+ লোক নিবে বলে ঘোষনা করছে। আশা করা এই শ্রম বাজারটা যদি সঠিক ভাবে কাজে লাগানো যায়,এইটাও আমাদের জন্য ভাল একটা শ্রমবাজার হতে পারে।

দেশে এই পর্যন্ত অনেক রকমের রিউমার ছড়িয়ে গেছে,কিন্তু একটার ও কোন প্রমান মেলেনি আজ পর্যন্ত। লিথুনিয়া থেকে লোক ব্যাক আসা,ভিসা রিফিউজ হওয়া এইসব সব আজগুবি নিউজ একটা মহল ছড়াচ্ছে।

লিথুনিয়া এখন আর ন্যাশনাল ডি ভিসা প্রদান করেনা,তারা ২ বছরের টি আর সি সহ দেয়,তাহলে আপনাকে আটকানোর ক্ষমতা কি ইমাগ্রিশনের আছে যদি জটিল কোন সমস্যা না হয়? যদি তারা রিফিউজ এর করার থাকত তাহলে নতুন কোটার পরিকল্পনায় আসতো না৷ এই মুহুর্তে লিথুনিয়ার পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেড করা একটা বড় ঝামেলা,তবে এইটা পেরিয়ে আসতে পারলে মোটামুটি ভাল কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিতে পারলে আপনি টি আর সি ৯৯% পাবেন৷ এইসব গুজবে কান না দিয়ে সঠিক লাইনে আপনার ফাইল থাকলে এগিয়ে যান।

নোটঃ ইউরোপের জন্য কেউ কম সময়ে চলে যাবেন এই আশায় কখনো কোথাও ফাইল দিয়ে প্রতারিত হবেন না। ইউরোপ মানেই ১-১.৫ বছর।

21/12/2023

রোমানিয়া এম্বাসি নতুন কিছু রুলস দিছে গতকাল এজেন্টদের সাথে কথা বলে।
রুলস গুলা নিচে দিয়ে দিলাম।
১/ গ্যারান্টি লেটারে কোম্পানি নাম্বার এবং মেইল আইডি থাকা লাগবে। ইডিট করে দিলে যদি ধরা খায় এইটা ভিসা রিফিউজ হতে পারে। অরজিনাল হার্ড কপি জমা দিলে সেক্ষেত্রে অনেক ভাল হয় আর সন্ধ্যেহ থাকেনা,স্কেন প্রিন্ট কপিও তারা নিবে।
২/ মেডিকেল ভিসায় এম্বাসি ফেইস করা যাবেনা (এইটা পরিবর্তন আসতে পারে আমার মতে)
৩/ একবার যদি কেউ এপয়েন্টমেন্ট মিস করে তার ফাইল আর জমা নেওয়া হবেনা। সেক্ষেত্রে আবার নতুন করে অনলাইন করে আবার এপয়েন্টমেন্ট এর অপেক্ষা করা লাগবে।
৪/ পূর্বে যারা পোর্টালে এপয়েন্টমেন্ট আসার পরেও ভিবিন্ন ঝামেলার কারনে এপয়েন্টমেন্ট মিস করছে তাদের গুলা আর জমা নিবেনা। রুলস অনুযায়ী নতুন অনলাইনে নতুন এপয়েন্টমেন্ট পেলে সেক্ষেত্রে ৬ মাস পরে সেন্ট ফর ভেলিডিয়েশন হলেও এইটা তারা কনসিডার করবে।
এই ক্ষেত্রে নতুন অনলাইনে এপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হবে। এইটার ব্যাপারে একটু সুনজর না দিলে অনেকেই এইটা নিয়ে অনেক ঝামেলা পোহানো লাগবে৷

এই রুলস গুলা এত কঠিন করে দিছে যে এর চেয়ে মনে হচ্ছে যে এরা ভিসা দিবেনা বলে দিলেই ভাল হত৷ এক দিকে ইন্ডিয়ার ভিসা করানো খুবই কঠিন কাজ হয়ে গেছে,তার উপর ডাবল এন্ট্রি বা ট্যুরিস্ট ভিসা করানো আরো কঠিন। এত কাহিনি করে এম্বাসি ফেইস করেও ভিসার কোন নিশ্চয়তা না পাওয়া সত্যি এইটার চেয়ে বড় হয়রানি আমি আর দেখিনা।

যারা বাংলাদেশ থেকে রোমানিয়া নতুন করে ফাইল দিয়ে আসতে চান,আমার মতে কেউ আর রোমানিয়া ট্রাই না করাই ভাল বাংলাদেশ থেকে৷। সেই সাথে এজেন্সিরাও উচিৎ বাংলাদেশ থেকে রোমানিয়ার কাজ না নেওয়া। শুধু মাত্র মধ্যপ্রাচ্য থেকে হলে ঠিক আছে।

Bucharest,Romania🇹🇩
21/12/2023

Bucharest,Romania🇹🇩

কাশ্মির পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ।। এখানকার সব কিছুই মনে হয় একদম পিউর।। সময় পেলে কখনো ঘুরে আসতে পারেন কাশ্মিরে।
18/12/2023

কাশ্মির পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ।। এখানকার সব কিছুই মনে হয় একদম পিউর।। সময় পেলে কখনো ঘুরে আসতে পারেন কাশ্মিরে।

18/12/2023

রোমানিয়া রিফিউজ খাওয়া অনেক লোক সার্বিয়া এপ্লাই করতেছে। সেই সাথে আমিও কিছু ইংরেজি জানা স্কিল্ড লোক চাইছিলাম,কোম্পানি ইন্টারভিউ নিয়ে ইংলিশ জানলে লোক নিবে। যাই হোক সবাই ইন্টারভিউ দিলো আমিও সামনেই বসে ছিলাম,কৌতূহলি হয়ে কে কেমন ইন্টারভিউ দেয় দেখার জন্য৷

মাশাল্লাহ ইন্টারভিউ দেখে নিজের মুখ কোথায় লুকাবো সে চিন্তায় ছিলাম। প্রশ্ন করে একটা উত্তর দেয় আরেকটা,কি বলতেছে এরা নিজেরাই জানেনা এইটার বাংলা কি হবে।
এর পরেও রিফিউজ খাইলে দোষ দা*লা*ল মামার।

রোমানিয়ার ভিসার জন্য কোম্পানির মালিক কে পাঠালাম ইন্ডিয়াতে একটু সুপারিশ করবে এম্বাসিতে। সবাই যেহেতু ইন্ডিয়া ছিল সবার সাথে কোম্পানির মালিক দেখা করবে,আমিও ব্যবস্থা করলাম দেখা করার। সবার ইংরেজি শুনে কোম্পানির মালিক আকাশ থেকে মাটিতে পরে গেছে। এদিকে এম্বাসি বললো নূন্যতম ইংলিশ না জানলেত আমরা ভিসা দিতে পারছিনা।

মোট কথা মেক্সিমাম লোক রোমানিয়া এম্বাসিতে সব প্রশ্নের উত্তর ঠিকই দিয়ে আসে,তবে এরা ভাবে এরা ঠিক উত্তর দিয়ে আসছে। তবে এরা এইটা জানেনা এম্বাসি প্রশ্ন করছে একটা এরা উত্তর দিছে আরেকটা। দিন শেষে নিজেদের দোষ ঢাকার ভয়ে, সবাই ইন্টারভিউ ভাল দিছে এমনটা দাবী করে। আমি নিজ চোখে এবং নিজ কানে যে ইন্টারভিউ দেখতেছি এই কয়দিন,আমার মতে রোমানিয়া এম্বাসি অহেতুক সবাইকে রিফিউজ করতেছেনা।

২০% লোক বয়স এবং অভিজ্ঞতার কারনে ভাল ইংলিশ জেনেও রিফিউজ খাচ্ছে। তবে আমি পুরা হতাশ। ফেসবুকে যুক্তিতর্ক আর অহেতুক কমেন্ট ছাড়া আমাদের আর কোন যোগ্যতা নাই।

এমন দা*লা*ল কোথায় পাওয়া যায়?আমিও ইতালির ফাইল দিমু🤣🤣
15/12/2023

এমন দা*লা*ল কোথায় পাওয়া যায়?
আমিও ইতালির ফাইল দিমু🤣🤣

13/12/2023

রোমানিয়া থেকে গেইম না দিয়ে লিগ্যাল প্রসেসে সেঞ্জেন দেশ ক্রোয়েশিয়া যেতে পারেন। এই ব্যাপারে ১০০% সহযোগিতা করা যাবে।। শর্ত একটাই সেখানে আপনাকে অবশ্যই কাজ করা লাগবে। রোমানিয়া থেকে গেইম দিতে যে টাকা লাগে তার চেয়ে কম খরচে আপনাকে সেঞ্জেনে লিগ্যাল থাকার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ।

রোমানিয়া,তুর্কি,আজারবাইজান যাদের টি আর সি কার্ড আছে শুধু মাত্র তারাই আবেদন করতে পারবেন৷ যদি কেউ ফুড ডেলিভারি কাজের জন্য এই সকল দেশ থেকে ক্রোয়েশিয়া যেতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করতে পারেন আমার সাথে। কমেন্ট আপনার নাম্বার দিন যোগাযোগ করা হবে।

অবশ্যই আপনি টি আর সি কার্ড সহ বৈধ থাকা লাগবে এই সব দেশে

ঠান্ডার একটা লিমিট আছে🥶🥶এই ঠান্ডার মধ্যে কোন রকম বেচে থাকাই যেন অনেক কিছু। Photo: Oradea,Romania
12/12/2023

ঠান্ডার একটা লিমিট আছে🥶🥶
এই ঠান্ডার মধ্যে কোন রকম বেচে থাকাই যেন অনেক কিছু।

Photo: Oradea,Romania

10/12/2023

২০২৪ সালে যদি শুনেন রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসবে তাহলে খুব বেশি অবাক হয়েন না কেউ। এম্বাসি বর্তমানে এমন অবস্থায় আছে যে যে দেশের পারমিট বেশি সে সব দেশে গিয়ে ফাইল জমা নেওয়া ছাড়া তাদের অবস্থান ঠিক থাকবেনা। অন্যথায় আইনি নোটিশ হতে পারে অতিরিক্ত লোকজনের ঝামেলা কারনে। সুসাইটি থেকে অনেক প্রেশার আছে তাদের উপর।

রোমানিয়া এবার সত্যি সেঞ্জেন এর বাতাস লাগছে। রোমানিয়া সেঞ্জেন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে,নিচে দেওয়া পোস্ট টি স্বয়ং রোমা...
10/12/2023

রোমানিয়া এবার সত্যি সেঞ্জেন এর বাতাস লাগছে। রোমানিয়া সেঞ্জেন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেছে,নিচে দেওয়া পোস্ট টি স্বয়ং রোমানিয়ান প্রাইম মিনিস্টার এর আইডি থেকে নেওয়া। তাছাড়া ভিবিন্ন টি ভি নিউজ চ্যানেল গুলাতেও এই নিয়ে অনেক পজেটিভ নিউজ ছড়িয়ে পরেছে। ইতিমধ্যে বহুবার রোমানিয়া সেঞ্জের নিউজ আসলেও,কখনো প্রাইম মিনিস্টার বা জাতীয় টিভি নিউজ গুলাতে কখনো নিউজ হয়নি৷ দেখা যাক এবারে পানি কত দূর গড়ায়।

সোর্স লিংক গুলা কমেন্টে দেওয়া হলো।

09/12/2023

এই মুহুর্তে বাংলাদেশিদের জন্য ইউরোপের ভিসা রিফিউজ এর শীর্ষে আছে ইতালি,রোমানিয়া,সার্বিয়া।। সার্বিয়া শুধু ভিসা গুলা দেখা যায় রিফিউজ কেউ দেখেনা। সার্বিয়া এক সাথে যত রিফিউজ হয় তা অন্যান্য দেশের বছরেও হয়না।

রোমানিয়া একটা সময় ৯৯% ভিসা রেশিও থাকলেও বর্তমানে তা ৩০/৪০% এসে ঠেকেছে।

ইতালি একটা সময় সঠিক ডকুমেন্ট থাকলে ১০০% ভিসা রেশিও ছিল,এখন তা ১০% ঠেকেছে। এগুলা আমাদের কর্ম ফল নাকি অন্য কিছু আমি জানিনা।

তবে সঠিক লিংকে পর্তুগাল,লিথুনিয়া,সার্বিয়া ভাল ভিসা হচ্ছে। সার্বিয়া রিফিউজ এর ক্ষেত্রেও শীর্ষের আছে আবার ভিসার ক্ষেত্রেও শীর্ষে আছে।

Winter Is Coming🥶🥶
03/12/2023

Winter Is Coming🥶🥶

25/11/2023

সবাই ফেসবুকে ভিসা পায় ছবি দেয়,আমি দেইনা! তার মানে কি আমি ভিসা পাচ্ছিনা? অবশ্যই আমার লোক ভিসা পাচ্ছে,আমার প্রচুর পরিমান জমাও হচ্ছে,কিন্তু আমি বলছিলাম কোন প্রকার ভিসার আপডেট আমি ফেসবুকে দিব না তাই দেইনা। সব মিলিয়ে ১৪,১৫,১৬ তারিখ আমার জমার মধ্যে ৫০% লোক ভিসা পাইছে এখন পর্যন্ত৷ বাকিদের এখনো কোন রেজাল্ট আসেনাই। বিষয়টা দু:খজনক। অনেক কেন্ডিডেট ভাল ইন্টারভিউ দিয়েও ভিসা পায়নি😢

24/11/2023

রোমানিয়া নতুন করে আরো প্রচুর লোকের কোটা দিবে। এখানে অনেক বাংলাদেশি আছে যারা নতুন এই পারমিট ব্যবসার সাথে জড়িত হয়েছেন। পুরাতন যারা আছে আরা অন্তত জানে সামনে কিভাবে আগানো লাগবে যদিও রোমানিয়ার কাজ করে। এরপরেও নতুন দের জানার স্বার্থে বলা। রোমানিয়ার প্রতিটা লয়ার পারমিটের জন্য ১০০০-১২০০ ইউরো পর্যন্ত এডভান্স নিয়ে থাকে,ভিসা হোক বা না হোক তারা আর এই টাকা কাউকে ব্যাক করেনা,যার কারনে বাংলাদেশের সমস্ত এজেন্ট সহ সকল ক্লাইন্ট বিপদে পরে যায়। তাই সবার উচিৎ এখন থেকে কোন রোমানিয়ান কে এডভান্স দিয়ে কাজ না করা। সে পারমিট দিবে সবই ঠিক আছে,কিন্তু তার পকেট থেকে খরচ করে দিক৷ ভিসা হওয়ার আগ পর্যন্ত কাউকে এক টাকাও দেওয়া যুক্তিযুক্ত নয়। এদের কারনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিপদে আছে এই মুহূর্তে। সেটা হোক এজেন্ট বা ক্লাইন্ট সবাই সর্বহারা হওয়ার মুহুর্তে।

একটা সময় ছিল পারমিট মানেই ভিসা,তখন না হয় এডভান্স দেওয়া ঠিক আছে। এই পরিস্থিতিতে আপনারা নতুনরা যদি এডভান্সের পথে হাঠেন তাহলে পুরাতনরা কিছুই করতে পারবেনা। লয়ার গুলা বারবার আপনাদের উদাহরন টানবে বারবার৷ নতুনদের সমস্যা হচ্ছে আগে যারা ভিবিন্ন যায়গায় কাজ করছে সেখানে গিয়ে উলটা ঝামেলা পাকাইছে নিজেদের সফলতার লোভে। উলটা এখন পারমিট বিপদে আছেন আপনারাই। ২০২৪ সালের কোটায় কোন এডভান্স পেমেন্টের কাজ করবেন না কেউ দয়াকরে।
রোমানিয়ায় এখন প্রচুর প্রতারক চক্র আছে,যার মধ্যে ১০০% লোকই রোমানিয়ান। এরা আপনাকে মেসেস দিয়ে দিয়ে টাকা নিবে পরে আর রেসপন্স করবেনা।ভিবিন্ন ভাল ভাল লোক দেখাবে অমুকের সাথে কাজ করে তমুক এর সাথে কাজ করে এগুলা বিশ্বাস করে কেউ টাকা দিবেন না কোন রোমানিয়ানকে।

দয়াকরে আমার এই কথা গুলা সবাই মানার চেষ্টা করেন এবং সব গুলা রোমানিয়ান গ্রুপে ছড়িয়ে দিন এই পোস্ট গুলা।

ইউরোপ আমেরিকা অনেক ঘুরা হবে,দেখা হবে অনেক কিছুই। মুসলিম সংস্কৃতি আর হাজারো বাঙালি ভাইদের মধ্যে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্য...
17/11/2023

ইউরোপ আমেরিকা অনেক ঘুরা হবে,দেখা হবে অনেক কিছুই। মুসলিম সংস্কৃতি আর হাজারো বাঙালি ভাইদের মধ্যে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্য রকম।।
আলহামদুলিল্লাহ কাতারে বাংলাদেশি ভাইরা মোটামুটি অন্য দেশের তুলনায় অনেক ভাল আছেন।

ফ্লাইট নাম্বার ৪৫আলহামদুলিল্লাহ আরো তিনজন সুন্দর ভাবে রোমানিয়া পৌঁছেছেন। আপনাদের জন্য শুভ কামনা রইলো।আলহামদুলিল্লাহ এই ন...
16/11/2023

ফ্লাইট নাম্বার ৪৫
আলহামদুলিল্লাহ আরো তিনজন সুন্দর ভাবে রোমানিয়া পৌঁছেছেন। আপনাদের জন্য শুভ কামনা রইলো।

আলহামদুলিল্লাহ এই নিয়ে সর্বমোট রিসেন্টলি ৪৫ জন লোক রোমানিয়া ফ্লাইট হলো। এরপরেও কিছু লোক আছেন সারাদিন এই সেই মন্তব্য করে বেড়ান। আপনাদের আর কোন কাজ নাই নাকি এগুলা করা ছাড়া।

আলহামদুলিল্লাহ উনারা ৯ জন রোমানিয়ায় প্রবেশ করেছেন।।ইউরোপের মাটিতে স্বাগতম💐
15/11/2023

আলহামদুলিল্লাহ উনারা ৯ জন রোমানিয়ায় প্রবেশ করেছেন।।ইউরোপের মাটিতে স্বাগতম💐

13/11/2023

বিগত এক মাসের চেয়ে আজকের ভিসা রেশিও একটু ভাল। আশা করি ৫০/৬০% ভিসা রেশিও থাকবে,এর বেশি আর এশিয়ানদের জন্য ভিসা দিবেনা কোন দেশ।। আজকে অনেক এজেন্ট এবং অনেকেই ভিসার মেইল পেয়েছেন।

সকল প্রশংসা মহান আল্লাহর।আলহামদুলিল্লাহ আজকে উনারা ১০ জন সহি সালামতে রোমানিয়া পৌঁছে গেছেন। তাদের সবার মনের খুব আক্ষেপ ছি...
13/11/2023

সকল প্রশংসা মহান আল্লাহর।
আলহামদুলিল্লাহ আজকে উনারা ১০ জন সহি সালামতে রোমানিয়া পৌঁছে গেছেন। তাদের সবার মনের খুব আক্ষেপ ছিল ইউরোপের মাটিতে যাওয়ার। আল্লাহ তাদের সাহায্য করেছেন।

কিছু মানুষের গালি শুনলেও শত মানুষের দোয়া নিয়ে সামনে আগাতে চাই। আমি জানি আমি সবার মন রক্ষা করা সম্ভব নয় এই মুহূর্তে।

08/11/2023

গ্যারান্টি ছাড়া কোন ফ্লাইট হবে না এখন থেকে। যাদের টিকেট নেওয়া হইছে সবার ফ্লাইট পিছানো হবে। গ্যারান্টি শিউর করে ফ্লাইট নিন। অইখানে গেলে আপনার থাকা,কাজ,টি আর সি গ্যারান্টি আমার।

এই সফর মনে থাকবে থাকবে।। জীবনের প্রয়োজনে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। শুকরিয়া।
07/11/2023

এই সফর মনে থাকবে থাকবে।। জীবনের প্রয়োজনে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। শুকরিয়া।

06/11/2023

রোমানিয়া এম্বাসি🤣

সেপ্টেম্বর,অক্টোবর এপয়েন্টমেন্ট নাই। নভেম্বর,ডিসম্বর,জানুয়ারি এপয়েন্টমেন্ট দিয়া বসে আছে।

এখন আবার ফেব্রুয়ারি,মার্চ বাদ! এপ্রিল,মে মাসের এপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিছে।

আসলে এরা চাইতেছে কি,করতেছে কি? কি বুঝাইতে চাইতেছে?

03/11/2023

রোমানিয়া এম্বাসির অবস্থা এতই নাজুক যা বলে বুঝানো সম্ভব না। আমার মতে এই মূহূর্তে কেউ ফাইল জমা না দেওয়াই ভাল।। একদিকে কেন্ডিডেট এর চাপে এজেন্ট চেপ্টা আরেক দিকে এম্বাসির রিজেক্টের চাপে কেন্ডিডেট চেপ্টা। কেউ কাউকে ছাড়তেছেনা। দিল্লীতে আসার পর যা বুঝলাম সবাই চরম লেভেলের চাপে আছে। অনেক এজেন্ট কেন্ডিডেট এনে বসিয়ে রাখছে,কেন্ডিডেট সেই লেভেলের চাপে রাখছে এজেন্সিদের। এজেন্সিরাও নিজেদের চাপ সামাল দিতে না পেরে সব ফাইল জমা করতেছে আর শয়ে শয়ে রিফিউজ আসতেছে। এম্বাসির পরিস্থিতি অন্তত আগামি ২ সপ্তাহ এমন থাকবে এইটা মোটামুটি নিশ্চিত বলা যায়। পরবর্তিতেও যে খুব বেশি একটা ভাল যাবে তা নয়,বর্তমানের চেয়ে একটু ভিসা রেশিও বাড়বে। এম্বাসি নিজেরাও নজরদারিতে আছে এই ভিসা দেওয়া নিয়ে। আরো মারেন গনহারে ডাংকি,অন্যদিকে কোম্পানির মালিকদের হুশ নাই লোক পালানোর কারনে,পুলিশ স্টেশন আর বাড়ি দৌড়ঝাপ চলতেছে।

দুঃখের এই নাজুক অবস্থাতেই বাঙালি আজকে গিয়ে কালকে পলায়ন করছে। আমরা আসলে কবে কৃতজ্ঞ হবো জানা নাই,সবাই নিজের চিন্তাটাই করতেছে।

আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর দেখা হলো। অনেকেই ফাইল দিয়েছিল কখনো দেখা হয়নি তাদের সাথে। আলহামদুলিল্লাহ অবশেষে অনেকের সাথেই দ...
31/10/2023

আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর দেখা হলো। অনেকেই ফাইল দিয়েছিল কখনো দেখা হয়নি তাদের সাথে। আলহামদুলিল্লাহ অবশেষে অনেকের সাথেই দেখা হইছে। সবার জন্য শুভ কামনা রইলো আমার।

আলহামদুলিল্লাহ আজকে আরো ১১ জন রোমানিয়ার যাত্রী কোম্পানিতে ভাল ভাবে পৌঁছেছেন। আপনাদের সুন্দর ভাবে কামনা করি। ইনশাল্লাহ এই...
31/10/2023

আলহামদুলিল্লাহ আজকে আরো ১১ জন রোমানিয়ার যাত্রী কোম্পানিতে ভাল ভাবে পৌঁছেছেন। আপনাদের সুন্দর ভাবে কামনা করি। ইনশাল্লাহ এই মাসে আরো অনেকেই যাবেন,সবাই প্রস্তুতি নিয়ে নিন।

আজকে থেকে লিথুনিয়ার জন্য বাংলাদেশি কেন্ডিডেট যারা আছে,তাদের সবার পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজ করা লাগবে।।আমার মাধ্যমে যারা...
26/10/2023

আজকে থেকে লিথুনিয়ার জন্য বাংলাদেশি কেন্ডিডেট যারা আছে,তাদের সবার পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজ করা লাগবে।।
আমার মাধ্যমে যারা ফাইল জমা দিছেন প্রত্যেকের অরজিনাল পুলিশ ক্লিয়ারেন্স অতি দ্রুত জমা করুন আমার সাথে যোগাযোগ করে। যাদের পারমিট আসছে এবং যাদের আসবে সবাই অরজিনাল পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে যাবেন আমার কাছে।

আলহামদুলিল্লাহ দুই দিনের জন্য একটু রিলেক্স হওয়ার জন্য দেশে আসা আমার,এর মধ্য দিয়ে জানুয়ারি পর্যন্ত সবার জন্য ভাল খবর আছে ...
23/10/2023

আলহামদুলিল্লাহ দুই দিনের জন্য একটু রিলেক্স হওয়ার জন্য দেশে আসা আমার,এর মধ্য দিয়ে জানুয়ারি পর্যন্ত সবার জন্য ভাল খবর আছে ইনশাল্লাহ। আজকে অনেকের এপয়েন্টমেন্ট পাওয়া হইছে আলহামদুলিল্লাহ।

14/10/2023

দিল্লীর প্রতিদিনের ঘঠনায় আমি খুবই মর্মাহত। এই মুহুর্তে আমি কাউকে দিল্লী পাঠানোর মত সাহস পাচ্ছিনা সত্যি বলতে। ইউরোপের ভিসা কখনোই ১০০% ছিল না বা থাকবেওনা। ভিসা রিজেক্ট মানে আপনার লাইফ শেষ এতটা আবেগি হওয়ার মত মনোভাব বাদ দিতে হবে। দিল্লীতে আত্ম*হ*ত্যার চেষ্টা এবং অনেক আত্ম*হ*ত্যার নজির দেখা যাচ্ছে,এগুলা আসলে দিন দিন এজেন্ট এজেন্সির মনোভল নষ্ট করতেছে। এই ভাবে চললে ভবিষতে কেউ সহজে কাউকে দিল্লীতে পাঠাতে চাইবেনা সেই সাথে ধীরে ধীরে নিজেদের কাজ ঘুটিয়ে নিবে। এইগুলা আসলে অনেকের উপরেই প্রভাব ফেলতেছে। এতটা ভীতু মন নিয়ে বিদেশ যাত্রায় নামলে হবেনা। মানুষ হাজার বার ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়ায়,কিন্তু এইটা কোন সমাধান নয়। যদি কোন এজেন্টের সাথে একবার এই ঘঠনা ঘটে যায় সে এজেন্ট জীবনে মনে হয়না কোন কাজ সামনে নিয়ে যাবে।

আপনাদের অনেকের অনেক মতামত থাকতে পারে,এত সময় অপেক্ষার পর এইটা ছাড়া উপায় নাই অনেক যুক্তি।আসলে পৃথিবীতে যত যুক্তিবাদী আছে ৯০% বাংলাদেশে বাকিরা অন্যান্য সব দেশে আছে।

আ*ত্মহ*ত্যা পৃথিবীর কোন কাজেরই সমাধান নয়।আমি চাইবো আর কোন এজেন্সি কোন প্রকার ভিসা কপি বা অন্যান্য সফলতার ছবি ফেসবুকে পোস্ট না করুক। আজ থেকে এসব আমিও পোস্ট করে অন্যের ডিপ্রেশনের কারন হবোনা। প্রয়োজনে আপনারা ব্যর্থতা গুলা সবার মাঝে শেয়ার করুন,কিভাবে করলে ব্যর্থ হবেনা সেটা শেয়ার করুন। পাশের বন্ধুর সফলতা দেখে বিজের ব্যর্থতা মেনে নেওয়া খুবই কষ্টকর।

আলহামদুলিল্লাহ আরো তিন জন ভাইকে আজকে কোম্পানির কাছে বুঝিয়ে দিলাম। সবার উজ্জ্বল ভবিষৎ কামনা করি। ইনশাল্লাহ আশা রাখি এই বছ...
13/10/2023

আলহামদুলিল্লাহ আরো তিন জন ভাইকে আজকে কোম্পানির কাছে বুঝিয়ে দিলাম। সবার উজ্জ্বল ভবিষৎ কামনা করি। ইনশাল্লাহ আশা রাখি এই বছর আমার বাংলাদেশি শত ভাই এর স্বপ্ন পূরন হবে। আসগা রাখি আগামি কিছু দিনের মধ্যে আরো ৫০ জনের ফ্লাইট হবে। সবাইকে প্রস্তুতি নিয়ে নিবেন খুব শিঘ্রই ফ্লাইটের ব্যবস্থা করতেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত দেশের এবং আমাদের মান সম্মানটা রাখবেন,কেউ পালিয়ে যাবেন না। আজকে একটা বাঝে অভিজ্ঞতার স্বীকার হতে হইছে কোম্পানির মালিকের কাছে,অসহায়ের মত শুনে যাওয়া ছাড়া উপায় ছিল না। দিন শেষে সব দোষ আমাদের উপরেই পরে,অথচ আপনাদের শত বুঝানোর পরেও থাকতে চান না আপনারা এইটা কেউ একবার ও দেখেনা।

যারা ফ্লাইট দেখেন না আশা করি এখন থেকে দেখবেন ফ্লাইট।

12/10/2023

বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে সহজীকরন ও ভিসামুক্ত যাতায়াত নিশ্চিত করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শংকরকে অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। শ্রীলংকায় অনুষ্ঠিত ‘আইওরা সম্মেলনের’ সাইড লাইনের আলোচনায় এই অনুরোধ করেছেন তিনি।
সূত্র: যমুনা টিভি
যদি এমনটা সত্যি হয়ে যায় তাহলে বাংলাদেশিদের ইউরোপ স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব কিছু হবেনা।

বুখারিস্টে বাংলাদেশি রেস্টুরেন্ট সিম্বাস ফুড এর মালিক সালমান ভাই,শাহাদাত ভাই সহ আরো ভাই ব্রাদাররা মিলে রাতের ডিনার এর সম...
12/10/2023

বুখারিস্টে বাংলাদেশি রেস্টুরেন্ট সিম্বাস ফুড এর মালিক সালমান ভাই,শাহাদাত ভাই সহ আরো ভাই ব্রাদাররা মিলে রাতের ডিনার এর সময় আড্ডা। মায়ার ভাই পর্তুগাল ছেড়ে রোমানিয়া আসলে ভালই আড্ডা জমে,ভালই কমেডি করে।
মায়ার ভাই Open Mind এর সদস্য🤣
ভালবাসা অভিরাম 🥰

হাজার বছরের ঐতিহ্য বহন করে যে শহর।Sighisoara Citadel in RomaniaBuilt: 12th Century
08/10/2023

হাজার বছরের ঐতিহ্য বহন করে যে শহর।
Sighisoara Citadel in Romania
Built: 12th Century

রোমানিয়াতে আপনাদের স্বাগতম। আপনাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।শুধু ভিসা হয় ফ্লাইট হয়না কেন?! আপনাদের জন্য মূলত পোস্ট টা দি...
07/10/2023

রোমানিয়াতে আপনাদের স্বাগতম। আপনাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

শুধু ভিসা হয় ফ্লাইট হয়না কেন?! আপনাদের জন্য মূলত পোস্ট টা দিলাম। ইনশাল্লাহ আগামি মাস থেকে পুরাধমে ফ্লাইট দেখতেই থাকবেন।

Address

București
Bucharest
030171

Telephone

+971567041179

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahedi Hasan Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Services in Bucharest

Show All