VISAQuest

VISAQuest We Offering a seamless fusion of visa expertise, recruitment, and invaluable manpower resources.

🇹🇩 Bucharest 🎀 The Capital of Romania 🇹🇩Nu este Las Vegas ci Bucuresti 🎀 Capitala Romaniei!
05/12/2024

🇹🇩 Bucharest 🎀 The Capital of Romania 🇹🇩

Nu este Las Vegas ci Bucuresti 🎀 Capitala Romaniei!

🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿বাংলাদেশ থেকে ইউকে/লন্ডন ভিসা পাওয়ার উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য : যেগুলো সবার অবশ্যই জেনে রাখা উচিত । শেয়ার করে ...
05/12/2024

🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿বাংলাদেশ থেকে ইউকে/লন্ডন ভিসা পাওয়ার উপায় ও গুরুত্বপূর্ণ তথ্য : যেগুলো সবার অবশ্যই জেনে রাখা উচিত । শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।

🟢যুক্তরাজ্যের রাজধানী লন্ডন বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। শিক্ষা, কাজ, বিনিয়োগ, ভ্রমণ কিংবা স্থায়ীভাবে বসবাস করার জন্য লন্ডনে যাওয়ার নানা সুযোগ রয়েছে। সঠিক ভিসা ক্যাটাগরি বেছে নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই লন্ডনে যাওয়া সম্ভব।

🟢 লন্ডন যাওয়ার জন্য ভিসার ক্যাটাগরি
লন্ডনে যাওয়ার জন্য বিভিন্ন ভিসা ক্যাটাগরি রয়েছে। আপনি যে উদ্দেশ্যে লন্ডনে যেতে চান তার ওপর নির্ভর করে সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

১. ভিজিটর ভিসা (Visitor Visa):
লন্ডনে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য এই ভিসা প্রয়োজন। এটি সাধারণত ৬ মাস মেয়াদী হয়।

২. স্টুডেন্ট ভিসা (Student Visa):
লন্ডনের বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হলে এই ভিসার জন্য আবেদন করতে হবে।

৩. ওয়ার্ক পারমিট ভিসা (Work Permit Visa):
লন্ডনে বৈধভাবে কাজ করার জন্য এই ভিসা প্রয়োজন। বিভিন্ন পেশার জন্য যেমন কৃষি শ্রমিক, নার্স, ইঞ্জিনিয়ার, এবং নির্মাণ শ্রমিক, আলাদা ওয়ার্ক পারমিট দেওয়া হয়।

৪. ইনভেস্টমেন্ট ভিসা (Investment Visa):
লন্ডনে ব্যবসায় বা বিনিয়োগ করার উদ্দেশ্যে এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

৫. সেটলমেন্ট ভিসা (Settlement Visa):
পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য বা স্থায়ীভাবে বসবাসের জন্য এই ভিসা দেওয়া হয়।

🟢 ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
যে ভিসা ক্যাটাগরিতেই আবেদন করুন না কেন, কিছু সাধারণ কাগজপত্র প্রয়োজন হবে:
1. ভিসার আবেদনপত্র: সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র।
2. বৈধ পাসপোর্ট: মেয়াদ ভিসার মেয়াদের পরেও কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
3. বায়োমেট্রিক তথ্য: আঙুলের ছাপ এবং ছবি।
4. ভিসা ফি: অনলাইনে পরিশোধ করতে হবে।
5. আর্থিক সচ্ছলতার প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরের চিঠি।
6. বাসস্থানের প্রমাণ: লন্ডনে থাকার জায়গার বুকিং বা চুক্তি।
7. ভ্রমণ বীমা: ভ্রমণের সময়কালীন স্বাস্থ্যসেবার ব্যয় বহনের নিশ্চয়তা।
8. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট: স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজন।
9. কাজের অফার লেটার: ওয়ার্ক পারমিটের জন্য আবশ্যক।
10. মেডিকেল সার্টিফিকেট: নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজন।
11. পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট।
12. ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট: (যদি প্রয়োজন হয়)।

🟢লন্ডন ভিসার আবেদন প্রক্রিয়া (স্টেপ বাই স্টেপ)

১. সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করুন:
আপনার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করুন।

২. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন:
উপরের তালিকা অনুযায়ী আপনার ভিসা ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও স্ক্যান করুন।

৩. অনলাইনে আবেদন করুন:
যুক্তরাজ্যের সরকারি ভিসা পোর্টালে ভিসার জন্য আবেদন করতে হবে।

🌏 যুক্তরাজ্যের ভিসা পোর্টাল https://www.gov.uk/apply-to-come-to-the-uk

৪. ভিসা ফি প্রদান করুন:
নির্ধারিত ভিসা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।

৫. বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট নিন:
সাক্ষাৎকারের জন্য স্থানীয় ভিসা আবেদন কেন্দ্রে (ভিএফএস) অ্যাপয়েন্টমেন্ট নিন।
- VFS Global: UK Visa Application Center https://visa.vfsglobal.com

৬. কাগজপত্র জমা দিন:
নির্ধারিত দিনে ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করুন।

৭. সাক্ষাৎকার:
কিছু ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে সাক্ষাৎকার দিতে হতে পারে। এ সময় আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হয়।

৮. ভিসার সিদ্ধান্ত:
ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হয়।

🌏গুরুত্বপূর্ণ লিংকসমূহ
1. যুক্তরাজ্যের সরকারি ভিসা ও ইমিগ্রেশন সাইট:
https://www.gov.uk/browse/visas-immigration

2. VFS Global বাংলাদেশ:
https://visa.vfsglobal.com/bgd/en/gbr

3. বোয়েসেল (সরকারি সংস্থা):
http://www.boesl.gov.bd

4. ইউকে হাই কমিশন ঢাকা:
https://www.gov.uk/contact-consulate-dhaka

লন্ডনে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে সঠিক পরিকল্পনা, ভিসার প্রয়োজনীয়তা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং ভিসার কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত করুন।

❌পরামর্শ: দালাল বা ভুয়া এজেন্টের উপর নির্ভর না করে বিশ্বস্ত সংস্থা বা সরকারি মাধ্যমে ভিসা প্রসেসিং করুন।


“Every airport is a gateway to a new adventure ✈️🌍”
05/12/2024

“Every airport is a gateway to a new adventure ✈️🌍”

কিভাবে সহজে অস্ট্রেলিয়ার ভিসা  পাওয়া যায় বিস্তারিত দেখুনঅস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ, যেখানে পড়াশোনা, ক...
03/12/2024

কিভাবে সহজে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যায় বিস্তারিত দেখুন

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ, যেখানে পড়াশোনা, কাজ, বা পর্যটনের জন্য অসংখ্য মানুষ যেতে চান। তবে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার প্রক্রিয়া অনেকের কাছে জটিল মনে হতে পারে। আজ আমি আপনাদের জানাব, কিভাবে কিছু সাধারণ ধাপ অনুসরণ করে সহজে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যায়।

ভিসার ধরন নির্ধারণ
প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে যে, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন:

1. **ট্যুরিস্ট ভিসা (Visitor Visa):** পর্যটন বা পরিবার পরিদর্শনের জন্য।
2. **স্টুডেন্ট ভিসা (Student Visa):** পড়াশোনার জন্য।
3. **ওয়ার্ক ভিসা (Work Visa):** কাজের জন্য।
4. **পার্মানেন্ট রেসিডেন্সি (PR) ভিসা:** স্থায়ীভাবে বসবাসের জন্য।

আপনার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ক্যাটাগরি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা
ভিসা প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্র নিশ্চিত করুন:

1. **পাসপোর্ট:** বৈধ ও মেয়াদউত্তীর্ণ নয় এমন পাসপোর্ট।
2. **আবেদন ফর্ম:** অনলাইনে সঠিকভাবে পূরণ করা আবেদন ফর্ম।
3. **ব্যাংক স্টেটমেন্ট:** অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ।
4. **ছবি:** নির্ধারিত সাইজ ও ফরম্যাটে তোলা ছবি।
5. **স্বাস্থ্য পরীক্ষা:** কিছু ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার রিপোর্ট জমা দিতে হয়।
6. **ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (যদি প্রয়োজন হয়):** আইইএলটিএস বা সমমানের স্কোর।

অনলাইনে আবেদন
অস্ট্রেলিয়ার ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। এর জন্য [অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে](https://immi.homeaffairs.gov.au) একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর ধাপে ধাপে তথ্য পূরণ করুন এবং কাগজপত্র আপলোড করুন।

আবেদন ফি পরিশোধ
প্রত্যেক ভিসার জন্য নির্ধারিত ফি রয়েছে। আবেদন জমা দেওয়ার সময় অনলাইনে ফি পরিশোধ করতে হবে। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে করা যায়।

ইন্টারভিউ এবং বায়োমেট্রিক
কিছু ক্ষেত্রে ভিসার জন্য সাক্ষাৎকার বা বায়োমেট্রিক দিতে হতে পারে। যথাসময়ে ভিসা অফিসে উপস্থিত হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করুন।

ভিসা প্রসেসিং ট্র্যাক করা
আপনার আবেদন জমা দেওয়ার পর ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। প্রয়োজনে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করুন।

সফল ভিসার জন্য টিপস

1. **সঠিক তথ্য প্রদান করুন:** আবেদন ফর্মে কোনো ভুল তথ্য দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে।
2. **কাগজপত্র সম্পূর্ণ রাখুন:** প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন।
3. **আর্থিক সক্ষমতা নিশ্চিত করুন:** ব্যাংক ব্যালেন্স ও অন্যান্য অর্থনৈতিক তথ্য যথাযথভাবে জমা দিন।
4. **ভিসা অফিসের নির্দেশনা মেনে চলুন:** ইমিগ্রেশন অফিসার যা নির্দেশ দেন, তা ঠিকভাবে পালন করুন।

উপসংহার
অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া তেমন কঠিন নয়, যদি সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, সঠিক তথ্য প্রদান, এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলা ভিসা পাওয়ার পথ সহজ করে দেয়। যদি আপনার উদ্দেশ্য এবং প্রয়োজন স্পষ্ট হয়, তবে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।

আপনার বয়স যদি হয় ১৮ থেকে ৩০ বছর হয়। তাহলে এই বিষয়গুলো আপনার জন্য।১.যাদের পাসপোর্ট নেই তারা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফে...
03/12/2024

আপনার বয়স যদি হয় ১৮ থেকে ৩০ বছর হয়। তাহলে এই বিষয়গুলো আপনার জন্য।

১.যাদের পাসপোর্ট নেই তারা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

২.পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে রাখুন। ২-৩ ধরনের CV তৈরি করে রাখুন।

৩.একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।ফ্যামিলি সাপোর্ট ভালো থাকলে দেশ-বিদেশ ট্রাভেল এর চেস্টা করুন।

৪. ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন। গাড়ী ড্রাইভিং শিখে রাখুন। কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো শিখে রাখুন।

৫.রান্না বা নিজের খাবার নিজে তৈরী করা শিখুন।বিনোদনের পিছনে সময় নষ্ট না করে পেশাদার যেকোনো কাজ শিখে রাখুন।

৬.ইন্টারনেট ব্রাউজিংয়ের আসক্তি থেকে বেরিয়ে আসুন। ভাগ্যে থাকলে বিদেশ যাবেন, তাই বলে কাজ বন্ধ না করে কাজ শিখুন অথবা চাকুরি করুন, ডিপ্রেশন আসবে না, বিদেশ গিয়ে কাজ করতে হতাশ হবেন না।

একটা সময় যখন নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভূগবেন। তখন এসব কিছুর গুরুত্ব অনুধাবন করতে পারবেন।

সর্বশেষে সবার জন্য দোয়া রইল ও আমার জন্য দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ,𝐒𝐜𝐡𝐞𝐧𝐠𝐞𝐧 𝐂𝐨𝐮𝐧𝐭𝐫𝐲 𝐕𝐢𝐬𝐚 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝. 💯🇪🇺𝐌𝐢𝐝𝐝𝐥𝐞-𝐄𝐚𝐬𝐭 𝐭𝐨 𝐑𝐨𝐦â𝐧𝐢𝐚 🇷🇴মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে আমাদের সম্মানীত ...
03/12/2024

আলহামদুলিল্লাহ,
𝐒𝐜𝐡𝐞𝐧𝐠𝐞𝐧 𝐂𝐨𝐮𝐧𝐭𝐫𝐲 𝐕𝐢𝐬𝐚 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝. 💯🇪🇺
𝐌𝐢𝐝𝐝𝐥𝐞-𝐄𝐚𝐬𝐭 𝐭𝐨 𝐑𝐨𝐦â𝐧𝐢𝐚 🇷🇴

মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে আমাদের সম্মানীত ক্লাইন্ট “মামুন মিয়া” গত এপ্রিল মাসে আমাদের কাছে ফাইল জমা করেন।
আমরা ১৪.০৬.২০২৪ তারিখে তার ফাইল রোমানিয়ান ইমিগ্রেশনে ফিজিক্যাল সাবমিশন করে, মাত্র ১২ দিনে ২৬.০৬.২০২৪ তারিখে তার ওয়ার্ক পারমিট এপ্রোভ হয়।

Romanian Embassy in Doha, Qatar 🇶🇦 এ আমরা তার ভিসা এপ্লিকেশন করি ০৯.০৭.২০২৪ এ। এবং অ্যাপয়েনমেন্ট ডেট পাই ০৫.১১.২০২৪ এর। অবাক করার বিষয় হলো, ভিসা ইন্টারভিউ দেওয়ার মাত্র ৪ ঘন্টার মধ্যেই আমরা তার ভিসা ডিসিশন মেইল পাই।এবং পরবর্তী দিনে রোমানিয়ান ওয়ার্ক ভিসা সহ সে তার পাসপোর্ট সংগ্রহ করে। গত ১লা ডিসেম্বর সে তার স্বপ্নের দেশ রোমানিয়া এসে পৌঁছায়।

আমরা মালেয়শিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমান ও
ও কুয়েত থেকে রোমানিয়ান ওয়ার্ক ভিসা প্রসেসিং করে থাকি।

আপনাদের স্বপ্ন ও বিশ্বাস ই আমাদের অঙ্গীকার।

💯

The Government of the United Mexican States has streamlined visa application procedures for Bangladeshi nationals, makin...
03/12/2024

The Government of the United Mexican States has streamlined visa application procedures for Bangladeshi nationals, making it easier to obtain a visa for visiting Mexico. Previously, Bangladeshi citizens had to apply for visas through the Mexican Embassy in New Delhi. Under the new arrangement, they can now submit visa applications at any Mexican Embassy or Consulate in the Asia-Pacific region or other locations worldwide. This information was provided earlier to netizens via the MoFA, Bangladesh's official page on Facebook.

Furthermore, Mexican immigration regulations permit visitors from all countries to stay in Mexico for up to 180 days without a Mexican visa, provided they hold a valid passport and a valid visa from Canada, the United States, Japan, the United Kingdom, or any Schengen Area country.

According to the post, this initiative is anticipated to strengthen connectivity, boost trade and investment, foster cultural exchanges, and enhance people-to-people interactions between Bangladesh and Mexico.

Source: MoFA, Bangladesh (https://www.facebook.com/share/p/14v7qmjqDz/?mibextid=xfxF2i)

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য  পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে   নেওয়া যাক কিভাবে পাস...
01/12/2024

আপনারা অনেকেই ইউরোপ,আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর চেষ্টা করেন,আসুন জেনে নেওয়া যাক কিভাবে পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন--

আপনার পাসপোর্টকে স্ট্রং করতে চাইলে প্রথমেই সঠিক পরিকল্পনা করে আপনাকে এগুতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে। আমরা অনেকেই ভুল করি গ্রুপ ট্যুর করতে কারন অনেকে একসাথে ৪-৫ টা দেশ একসাথে ভিজিট করে অল্প সময় থেকে দেশে ফিরে আসি,এটি আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করেনা বরং আপনার পাসপোর্টের উল্টো ক্ষতি করে এবং টাকাও নষ্ট হয়,

যা যা করবেন:
যে কোন দেশে গেলে চেষ্টা করবেন মিনিমাম সে দেশে ৩ রাত অবস্থান করার, কারন আপনি যে দেশেই যান না কেন অন্তত তিন রাত অবস্থান করলে সেই ট্রাভেল হিস্ট্রি কার্যকর হবে। একদিন গিয়ে পরদিন ফিরে আসা শুধুমাত্র পাসপোর্টে সিল বাড়ায়, কিন্তু কার্যকর ট্রাভেল হিস্ট্রির জন্য যথেষ্ট নয়।

মাল্টি-ডেস্টিনেশন ট্যুর পরিকল্পনা করুন:
মালদ্বীপ, শ্রীলংকা একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু এই দেশ গুলোতে ভিসা করার কোন ঝামেলা নেই, প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করার চেষ্টা করুন, এতে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হবে।
অথবা,সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে ভ্রমণ করতে পারেন। যেহেতু দেশ গুলা কাছাকাছি সেক্ষেত্রে আপনার বিমান ভাড়াও অনেক কমে আসবে,এই দেশ গুলা ভিজিটের পর মাজারি দেশ যেমন ডুবাই ,সৌদি একসাথে ভিজিট করুন,ইনশাআল্লাহ আপনার পাসপোর্ট যথেষ্ট শক্তিশালী হবে,

গ্রুপ ট্যুরের সঠিক ব্যবহার করুন:
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজুন, তবে অবশ্যই নিশ্চিত করুন যে প্যাকেজে অন্তত ৭২ ঘণ্টা করে প্রতিটি দেশে থাকার ব্যবস্থা আছে কিনা,

পরবর্তী ট্যুরের মাঝে সময়ের গ্যাপ রাখুন:
প্রতিটি ট্যুরের মধ্যে ১-২মাসের ব্যবধান রাখুন।তাহলে ভিসা অফিসার বুঝবে আপনি একজন নিয়মিত ট্রাভেলার,সেক্ষেত্রে বড় কোন দেশের ভিজিট ভিসা পেতে আপনার খুব একটা সমস্যা হবেনা, চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশের কিছু দর্শনীয় স্থানগুলোর ছবি মোবাইল ফোনে তুলে রাখার,পরবর্তিতে এগুলা কাজে আসতে পারে,

ডকুমেন্টেশন ঠিক রাখুন:সবসময় চেষ্টা করবেন ডকুমেন্ট গুলা যেন সুন্দর এবং স্মার্ট ভাবে গুছানো থাকে,যাতে বড় কোন দেশে আবেদন করলে ভিসা অফিসার আপনার ফাইল হাতে নিয়েই বুজতে পারে আপনি সত্যি কারের একজন টুরিস্ট, তখন আপনাকে ভিসা দিতে সে কোন সন্দেহ করবেনা,

আপনার ট্রাভেল প্ল্যানিং সঠিকভাবে করলে কম খরচে দারুণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনার পাসপোর্টে একটি স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা সম্ভব,এবং পরবর্তীতে আপনার দালাল ছারাই যে কোন বড় দেশের ভিসা পেতে অনেক ইজি হবে, ধন্যবাদ, লেখাটি পছন্দ হলে শেয়ার করে দিবেন,

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
01/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

*📚 Study in Italy - Admission Deadlines & Fees 2024-2025🇮🇹*1️⃣ Politecnico di MilanoFee: €50Opens: Oct 1, 2024 Deadline:...
01/12/2024

*📚 Study in Italy - Admission Deadlines & Fees 2024-2025🇮🇹*

1️⃣ Politecnico di Milano
Fee: €50
Opens: Oct 1, 2024
Deadline: Dec 2, 2024
English Proficiency required

2️⃣ University of Padua (First Call)
Fee: €30
Opens: Nov 2, 2024
Deadline: Feb 2, 2025
English Proficiency required

3️⃣ University of Macerata
Fee: No Fee
Opens: Nov 4, 2024
Deadline: Mar 31, 2025
English Proficiency required

4️⃣ University of Bergamo (First Call)
Fee: €30
Opens: Nov 7, 2024
Deadline: Jan 15, 2025
English Proficiency required

5️⃣ University of Pavia
Fee: €35
Opens: Nov 13, 2024
Deadline: Nov 21, 2024
English Proficiency required

6️⃣ University of Pavia (Limited)
Fee: €35
Opens: Nov 13, 2024
Deadline: Jun 6, 2025
English Proficiency required

7️⃣ University of Siena
Fee: €40
Opens: Nov 15, 2024
Deadline: Jan 15, 2025
IELTS required

8️⃣ University of Camerino
Fee: No Fee
Opens: Nov 15, 2024
Deadline: Mar 15, 2025
English Proficiency required

9️⃣ University of Pisa
Fee: No Fee
Opens: Nov 15, 2024
Deadline: Feb 16, 2025
English Proficiency required

আমেরিকায় এখন সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে। আপনি যদি ভারতের, মালয়েশিয়ার, থাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা অন্য কোনো...
30/11/2024

আমেরিকায় এখন সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে। আপনি যদি ভারতের, মালয়েশিয়ার, থাইল্যান্ড, সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা পেয়ে থাকেন, তবে এ সুযোগ আপনার জন্য উপযুক্ত। বয়স যদি ৩০ এর বেশি হয়, ফ্রেশ পাসপোর্টও চলবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারেন।

আমরা অভিজ্ঞ ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মাধ্যমে আপনার ভিসা আবেদন সম্পূর্ণ নির্ভুলভাবে প্রক্রিয়া করি। আমরা সর্বাধিক ভিসা গ্যারান্টি দিয়ে থাকি এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে পরিচালিত হয়।

U.S.A Embassy-তে Multiple Visit Visa-র জন্য প্রয়োজনীয় Documents:

Business Man হলে:
1. ট্রেড লাইসেন্স
2. টিন সার্টিফিকেট
3. পাসপোর্ট
4. ব্যাংক স্টেটমেন্ট
5. ভিজিটিং কার্ড
6. আপনার ছবি (পাসপোর্ট সাইজ + 2’’x 2’’ সাইজ)
7. হোটেল বুকিং + টিকিট বুকিং
8. এসেট ইভালুয়েশন

Service Holder/Employee হলে:
1. স্যালারি সার্টিফিকেট
2. কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার
3. পাসপোর্ট
4. টিন সার্টিফিকেট
5. ভিজিটিং কার্ড
6. আপডেট রেজিউমে
7. NOC লেটার
8. ব্যাংক স্টেটমেন্ট
9. আপনার ছবি (পাসপোর্ট সাইজ + 2’’x 2’’ সাইজ)
10. হোটেল বুকিং + টিকিট বুকিং
11. এসেট ইভালুয়েশন

🎉 সুখবর! 🎉জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার এম্বাসি ঢাকাতে কাজ শুরু করবে! 🇭🇷এখন আর আপনাকে ইন্ডিয়া বা নেপালে যেতে হবে না ভিসার জন...
30/11/2024

🎉 সুখবর! 🎉

জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার এম্বাসি ঢাকাতে কাজ শুরু করবে! 🇭🇷
এখন আর আপনাকে ইন্ডিয়া বা নেপালে যেতে হবে না ভিসার জন্য। এই পরিবর্তন আপনার সময়, অর্থ এবং ঝামেলা কমাবে।
তৈরি হোন, সহজেই ক্রোয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ করুন! 🌍✈️

বিস্তারিত জানতে প্রস্তুত থাকুন!

🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না 🙏১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।২. ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছ...
27/11/2024

🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না 🙏

১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।
২. ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না ।
৩. এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না।
৪. ভিসা পাবার আগে পুরো টাকা দিবেন না। ভিসা না হলে এডভান্স টাকা কি করনীয় তা না জেনে টাকা দিবেন না।
৫. সাগর পথে যাবেন না ।
৬. বাংলাদেশ থেকে গেইম দিয়ে এশিয়ার কোন দেশে গিয়ে ইউরোপ গেইম দিবেন না ।
৭. দ্রুত ভিসা লাগবে বা ভিসা না হলে জীবন শেষ, এমন পরিস্থিতি থাকলে ইউরোপ এপ্লাই করবেন না।
৮. যে দেশ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না ।
৯. বেশি লোভ করবেন না।
১০. পরিবারের একান্ত আদর-যত্নের মানুষ থাকলে না ভেবে ফাইল জমা করবেন না। ভিসা পাওয়ার আগ পর্যন্ত ইউরোপ যাচ্ছেন বলে এলাকায় বলে বেড়াবেন না।
১১. যে কোন পরিস্থিতি মোকাবেলা করে কাজ-কর্ম করতে প্রস্তুত না থাকলে এপ্লাই করবেন না।
১২. ইউরোপ এসে ২-৪ মাস কাজ না পেলে চলার ব্যবস্থা না থাকলে আসবেন না।
১৩. পরিবার ছেড়ে দুরে থেকে এসে কষ্টের কাজ করার ইচ্ছা না থাকলে আসবেন না।
১৪. পরিবারের দামি সব সম্পদ বিক্রি করে আসবেন না।
১৫. নিজের, পরিবারের বা দেশের ঝুকি হয় এমন কিছু করে ইউরোপ আসবেন না।
১৬. এজেন্ট//এজেন্সি সম্পর্কে ভালো মত না জেনে ফাইল জমা দিবেন না। আর জমা দিলে যেভাবে বলবে মেনে নিবেন, তাদের মত কাজ করতে দিবেন।
১৭. ডিপ্রেশন/ টেনশন/হায়-হোতাশ করলে ইউরোপের জন্য জমা না দিয়ে মিডলইস্টে চলে যাবেন।
১৮. একসাথে একাধিক এজেন্সিতে ফাইল জমা দিবেন না।
১৯. ফাইল জমা দিয়ে ইউরোপ কনফার্ম আসতেছেন এমন কিছু সবাইকে বলবেন না। ভিসা না পেলে বেশি কষ্ট পাবেন।
২০. আপনার এজেন্সিকে সময়-সুযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্রসেস সম্পন্ন করুন।

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা...
27/11/2024

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:

ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ
আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ
ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে।

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ
নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:

1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।

3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।

4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।

5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।

6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।

7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।

8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।

9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।

ধাপ ৪: ভিসা আবেদন জমা
ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।

ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।

ধাপ ৬: সাক্ষাৎকার
কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকতে পারেন। এই সময় আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।

ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায়। তবে, কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে।

ধাপ ৮: পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প করা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি VFS Global বা দূতাবাস থেকে এটি সংগ্রহ করতে পারেন।

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,  প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।শুরু হয় ইউরো...
26/11/2024

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**

এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।

শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।

জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ইনশাআল্লাহ।

পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।

সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।

এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।

বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।

কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।

ধন্যবাদ

যাদের স্কলারশিপ দরকার তারা হাঙ্গেরির সরকারি স্কলারশিপে আবেদন করতে ভুলবেন না। এবছর ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে...
26/11/2024

যাদের স্কলারশিপ দরকার তারা হাঙ্গেরির সরকারি স্কলারশিপে আবেদন করতে ভুলবেন না। এবছর ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেলে ১৪০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে। IELTS থাকা বাধ্যতামূলক নয়। IELTS না থাকলেও আবেদন করতে পারবেন। ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। স্কলারশিপের সুযোগ-সুবিধা সমূহ:

১। কোন প্রকার টিউশন ফি দিতে হবে না।
২। ব্যাচেলর ও মাস্টার্স লেভেলে প্রতি মাসে ১১০ ইউরো করে পাবেন। এটা কিন্তু কম না। এই টাকা দিয়ে বিন্দাস মাস চলে যাবে। পিএইচডি ক্যানডিডেটরা ৩৫০-৪৫০ ইউরো করে পাবেন।
৩। হেল্থ ইনসুরেন্স কভারেজ পাবেন।
৪। থাকাও ফ্রী। মানে থাকার জন্য ও কোন টাকা খরচ করা লাগবে না।

স্কলারশিপের ডিটেইলস এখানে পাবেন। https://stipendiumhungaricum.hu/about/

প্রতি সেমিস্টারে বা বছরে মাত্র ২-৩ লক্ষ টাকা বা এর থেকেও কম টাকা টিউশন ফি দিয়ে নিচের (ইউরোপ) দেশ গুলোতে ব্যাচেলর কিংবা ম...
26/11/2024

প্রতি সেমিস্টারে বা বছরে মাত্র ২-৩ লক্ষ টাকা বা এর থেকেও কম টাকা টিউশন ফি দিয়ে নিচের (ইউরোপ) দেশ গুলোতে ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে পারবেন।

১। ইতালি: ইতালির অনেক ভার্সিটির টিউশন ফি ০-২০০০ ইউরোর মধ্যে। অনেক ভার্সিটি আবার থাকা-খাওয়ার জন্য প্রতি বছর ভাতা দেয়।
২। স্পেন: এই দেশটিতে বেশির ভাগ বাংলাদেশী যায় কাজের জন্য। কিন্তু এই দেশটিতে বেশ কিছু ভার্সিটি আছে দেখানে বছরে টিউশন ফি মাত্র ৩০০-৩৫০০ ইউরো।
৩। ফ্রান্স: ফ্রান্সে অনেক ভার্সিটি পাবেন যেগুলো টিউশন ফি বছরে ১০০০ ইউরোর থেকেও কম।
৪। লিথুনিয়ার: এই দেশটিতে টিউশন ফি শুরু ১০০০+ ইউরো থেকে। একটু খুঁজলে কিছু ভার্সিটি পেয়ে যাবেন যেখানে কম খরচে পড়তে পারবেন।
৫। পর্তুর্গাল: এই দেশটিতে এখন অনেক বাংলাদেশী কারণ Permanent Residency পাওয়া সহজ। দেশটিতে প্রতি বছর ৫০০-১৫০০ ইউরো খরচ করতে পড়তে পারবেন।

🎯 নিজে নিজেই থাইল্যান্ড ভিসা করার প্রক্রিয়া: (Visa Requirements Updated)Source: Royal Thai Embassy, ​​Dhaka থাইল্যান্ড ...
26/11/2024

🎯 নিজে নিজেই থাইল্যান্ড ভিসা করার প্রক্রিয়া: (Visa Requirements Updated)

Source: Royal Thai Embassy, ​​Dhaka

থাইল্যান্ড ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদন ফরম

• আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে আবেদনকারীর স্বাক্ষর করতে হবে।

২. পাসপোর্ট

• থাইল্যান্ড ভ্রমণের জন্য বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার কমপক্ষে ৬ মাস মেয়াদ বাকি থাকতে হবে।

• পাসপোর্টে কমপক্ষে ২টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে ভিসা স্টিকার এবং ইমিগ্রেশন স্ট্যাম্পের জন্য।

৩. পাসপোর্টের ফটোকপি

• পাসপোর্টের তথ্য পৃষ্ঠার একটি সেট ফটোকপি।

• সর্বশেষ থাই ভিসার পৃষ্ঠার ফটোকপি (যদি আগে থাইল্যান্ডের ভিসা নেওয়া থাকে)।

• নবায়ন পৃষ্ঠার ফটোকপি (যদি প্রযোজ্য হয়)।

৪. প্রথম আবেদনকারীর নথিপত্রের ফটোকপি

• স্পনসরশিপ লেটার।

• ব্যাংক স্টেটমেন্ট।

• ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।

• বিবাহ সনদপত্র এবং/অথবা সম্পর্ক প্রমাণের সনদপত্র (যদি প্রযোজ্য হয়)।

৫. সক্রিয় ফোন নম্বর

• আবেদনকারীর একটি সক্রিয় ফোন নম্বর অবশ্যই থাকতে হবে।

৬. পাসপোর্ট সাইজের ছবি

• দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি (মাপ: ৩.৫ × ৪.৫ সেমি), সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা এবং সর্বশেষ ৬ মাসের মধ্যে।

৭. অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণ

• বর্তমান ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।

• সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, যাতে সন্তোষজনক লেনদেন থাকে।২০,০০০ ভাত (প্রতি ব্যক্তি) বা ৪০,০০০ ভাত (পরিবার)।
বাংলাদেশি টাকায় যা ৬০,০০০ টাকা (প্রতি ব্যক্তি) বা ১,২০,০০০ টাকা (পরিবার)।

• শুধুমাত্র মূল ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি লেটার গ্রহণযোগ্য।

• যদি আবেদনকারীর কোম্পানি তাকে স্পন্সর করে, তবে কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের সাথে ট্রেড লাইসেন্স সংযুক্ত করতে হবে।

• থাই দূতাবাস আবেদনকারীর ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট চাওয়ার অধিকার রাখে।

৮. রাউন্ড-ট্রিপ টিকিট বা বুকিং নিশ্চিতকরণের ফটোকপি

৯. ভিসার জন্য আবেদনকারীর অনুরোধ পত্র এবং কর্মক্ষেত্র থেকে সুপারিশ পত্র

• কর্মচারীদের জন্য: বেতন ব্যাংক স্টেটমেন্ট (প্রয়োজনে), বেতন স্লিপ বা বেতন সার্টিফিকেট।

• ডাক্তারদের জন্য: BMDC সার্টিফিকেট বা হাসপাতালের সুপারিশ পত্র।

• আইনজীবীদের জন্য: বার কাউন্সিলের সনদপত্র বা ল’ ফার্মের সুপারিশ পত্র।

• শিক্ষার্থীদের জন্য: বিদ্যালয়/বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশ পত্র, শিক্ষার্থী কার্ড অথবা ভর্তি প্রমাণপত্র।

১০. পরিবারসহ আবেদন করলে সম্পর্কের প্রমাণপত্র প্রয়োজন
- বিবাহ সনদপত্র (যদি বাংলা হয়, তবে মূল নথির ইংরেজি অনুবাদ এবং নোটারাইজ করা কপি জমা দিতে হবে)।

১১. ব্যবসায়ীদের জন্য
- প্রোপাইটরশিপ ব্যবসা: ট্রেড লাইসেন্স (মূল নথি, ইংরেজি অনুবাদ এবং নোটারাইজ করা কপি)।
- লিমিটেড কোম্পানি: মেমোরেন্ডাম অব আর্টিকেল (যদি আবেদনকারীর নাম ট্রেড লাইসেন্সে উল্লেখ না থাকে)।

১২. প্রাপ্তবয়স্কের সম্মতি পত্র (মাইনরদের জন্য)
- ১৮ বছরের নিচে বাচ্চাদের জন্য: বাবা-মায়ের সম্মতি পত্র।
- যদি বিদেশি পাসপোর্টে বাবা-মায়ের নাম উল্লেখ না থাকে, তবে জন্ম সনদপত্র জমা দিতে হবে।

এগুলো নিশ্চিতভাবে প্রস্তুত করে আবেদন জমা দিলে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হবে।

Address

Crinul De Pădure 1, Sector 6
Bucharest
061771

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when VISAQuest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VISAQuest:

Videos

Share