TourFly.bd

TourFly.bd ✅EU/Schengen Visa Processing.
✅Air Ticketing.
✅Document Logistics Supporting.

Welcome to Schengen, Bulgaria and Romania! As of today, there will be no more checks when travelling across land borders...
01/01/2025

Welcome to Schengen, Bulgaria and Romania!

As of today, there will be no more checks when travelling across land borders between Bulgaria or Romania and any Schengen member country. Border checks for air and sea travel were lifted in March 2024.

Today we celebrate them becoming fully-fledged members of the largest free travel area in the world.

আপনাকে স্বাগতম শেনজেন বুলগেরিয়া এবং রোমানিয়া আজ থেকে, বুলগেরিয়া বা রোমানিয়া এবং কোনো শেনজেন সদস্য দেশের মধ্যে স্থল সীমানা অতিক্রম করার সময় আর কোনো চেক করা হবে না। 2024 সালের মার্চ মাসে বিমান এবং সমুদ্র ভ্রমণের জন্য সীমান্ত চেক প্রত্যাহার করা হয়েছিল।

আজ আমরা তাদের বিশ্বের বৃহত্তম বিনামূল্যে ভ্রমণ এলাকার সম্পূর্ণ সদস্য হওয়ার উদযাপন করছি।

TourFly.bd 🤝🤝🤝

“পুরাতন কে বিদায় জানিয়ে,নতুন কে বরণ করে,আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,খুবই আনন্দে ও উৎসবে।পরিবার বর্গের সাথে সময়,কাটুক স...
31/12/2024

“পুরাতন কে বিদায় জানিয়ে,
নতুন কে বরণ করে,
আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,
খুবই আনন্দে ও উৎসবে।
পরিবার বর্গের সাথে সময়,
কাটুক সুমধুর ভাবে।
Happy New Year”

আলহামদুলিল্লাহট্যাুরফ্লাই.বিডি পরিবারে যুক্ত হয়েছে এয়ার টিকেটিং।Croatia(zagreb) TO DhakaDhaka TO Croatia (zagreb)আমরা এখ...
31/12/2024

আলহামদুলিল্লাহ
ট্যাুরফ্লাই.বিডি পরিবারে যুক্ত হয়েছে এয়ার টিকেটিং।
Croatia(zagreb) TO Dhaka
Dhaka TO Croatia (zagreb)
আমরা এখন থেকে নিজেদের ক্লাইন্ডের টিকেটিং এর পাশাপাশি অন্যদেরও হেল্প করতে পারবো।

আমাদের সাভিস সমূহঃ
★ভিসা প্রসেসিং (শুধু মাএ ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট)
★এয়ার টিকিটিং। (বিশ্বের সব দেশের)
★ডকুমেন্ট লজেস্টিক সাপোটিং।(ইন্ডিয়াতে ইউরোপের সকল এম্ভাসি থেকে ডকুমেন্ট সত্যায়িত করন)

TourFly.bd পরিবারের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

বড়দিনের এই শুভ মুহূর্তে আপনার জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক। নতুন বছরের প্রত্যাশায়, আপনার প্রতিটি ...
24/12/2024

বড়দিনের এই শুভ মুহূর্তে আপনার জীবনে সুখ, শান্তি এবং ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক। নতুন বছরের প্রত্যাশায়, আপনার প্রতিটি দিন হোক আনন্দময় এবং সফল। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দিন এবং পরিবারে সুখের পরিবেশ সৃষ্টি করুন।

বড়দিনের উষ্ণ শুভেচ্ছা রইল!

শুভ বড়দিন! 🌟🎄

অনেকেই গ্রুপে জানতে চান ইউরোপের কোন দেশে কেমন বেতন, আপনাদের এই প্রশ্নের উত্তর এই এক ছবিতেই খুঁজে পাবেন ইন শা আল্লাহ। বি:...
20/12/2024

অনেকেই গ্রুপে জানতে চান ইউরোপের কোন দেশে কেমন বেতন, আপনাদের এই প্রশ্নের উত্তর এই এক ছবিতেই খুঁজে পাবেন ইন শা আল্লাহ।

বি: দ্র: এখানে মূলত একটা দেশের গড় মাথাপিছু ইনকামের তথ্য প্রকাশ করা হয়েছে। অনেকেই আছেন তথ্যে দেয়া বেতনের চেয়ে কম বা বেশি বেতন পান, আর বেতনের ব্যাপারটা নির্ভর করে দেশ আর যোগ্যতার উত্তর।

20/12/2024

মালয়েশিয়া টু রোমানিয়া

শিউর সর্ট ভিসা হবে ইনশাআল্লাহ্।

বতমান সময়ে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্য কে ভালো কে খারাপ এটা বোঝা সবথেকে বড় চেলেন্জ। যেখানেই ফাইল জমা দিবেন অবশ্যই আপনাক...
16/12/2024

বতমান সময়ে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্য কে ভালো কে খারাপ এটা বোঝা সবথেকে বড় চেলেন্জ। যেখানেই ফাইল জমা দিবেন অবশ্যই আপনাকে আগে দেখতে হবে তার মাধ্যমে আগে কেউ ভিসা পেয়েছে কি না। সবকিছু যাচাই বাছাই করে তারপর ফাইল সাবমিশন করুন।

TourFly.bd বিগতো ৪ বছর ধরে শুনামের সাথে মেনপাওয়ার সেক্টরে কাজ করে আসতেছে ! আমরা কখনো বলি না ১০০% কাজ করতে পারবো, আমরা সর্বচ্চ চেষ্টা করি এবং করবো।

ট্যুরফ্লাইবিডির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যোগাযোগঃ
+40 77099 3066 (cl & wp)
[email protected]

Amazing Sculpture of Bruno Catalano, Amalfi, Italy.
29/10/2024

Amazing Sculpture of Bruno Catalano, Amalfi, Italy.

থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী বছরের শুরুর দিকে ...
29/10/2024

থাইল্যান্ড সরকার বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী বছরের শুরুর দিকে কার্যকর হতে পারে। এই পদক্ষেপ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজতর করবে এবং ভ্রমণের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখার মহাপরিচালক রাষ্ট্রদূত হ্বরায়ূত পংপ্রাপান্তের সঙ্গে বৈঠক করেন। এ সময় হ্বরায়ূত পংপ্রাপান্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জানান, এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থাইল্যান্ড ইতোমধ্যেই তাদের ৬৯টি দূতাবাসের মাধ্যমে ই-ভিসা সুবিধা চালু করেছে, যা বিশ্বব্যাপী ভ্রমণকারীদের জন্য ইতিবাচক সাড়া ফেলেছে। এই সুবিধাটি ভ্রমণকারীদের জন্য আরও সুবিধাজনক ও আকর্ষণীয় করে তুলবে, বিশেষত যারা ব্যবসা, শিক্ষা বা পর্যটনের উদ্দেশ্যে থাইল্যান্ড ভ্রমণ করতে চান।
এই নতুন ব্যবস্থা চালু হলে, বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভ্রমণ করা আরও সহজ হয়ে যাবে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
TourFly.bd
WEIS Tours & Travels
World Excursions & Immigration Services-WEIS

পৃথিবী তার নিজ নিয়মে চলে। প্রতি বছর প্রকৃতিক নিয়মে পশ্চিমা দেশগুলার সময় পরিবতন হয়। এটা আসলে অবাক করার মতন।  প্রচলিত একটি...
27/10/2024

পৃথিবী তার নিজ নিয়মে চলে। প্রতি বছর প্রকৃতিক নিয়মে পশ্চিমা দেশগুলার সময় পরিবতন হয়। এটা আসলে অবাক করার মতন। প্রচলিত একটি ছন্দ আছে সময় পরিবতনশীল কিন্তু এটা ছন্দ না শুধু এটা বস্তবেই হয়ে থাকে।

পৃথিবীতে সবই পরিবতনশীল।

সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজ পবিএ শুক্রবার। সবাই একে অন্যর প্রতি দোয়া করি এবং সকল বিবাদ ভুলে গিয়ে একসাথে জীবন গড়ি।
25/10/2024

সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজ পবিএ শুক্রবার। সবাই একে অন্যর প্রতি দোয়া করি এবং সকল বিবাদ ভুলে গিয়ে একসাথে জীবন গড়ি।

17/10/2024

বর্তমানে আলোচনার একটি বিশেষ খবর #রোমানিয়াঃ
আবারো #রোমানিয়া ৩ #লক্ষ শ্রমিক নিবে, সবাই আসতে পারবে, আবারও আগের মতন ভিসা দিবে, এসে আমরা ২/১ দিন রোমানিয়া থেকে ফ্লাইটে করে #ইতালি_ফ্রান্ছ সহ অন্যান্য দেশে চলে যাবো। আগে যেত #লড়িতে এখন যাবে #ফ্লাইটে। বিষটি কতো সহজ। এই চিন্তা করে যারা #সপ্ন দেখছেন এবং কিছু এজেন্ট সপ্ন দেখাচ্ছে আবারো রোমানিয়া ৩ লক্ষ লোক নিবেন তাদের জন্য বলতে হচ্ছে -------
#রোমানিয়ার #শ্রম বাজারটা #বাঙ্গালিরা এমনভাবে গো*া মেরেছেন যাতে করে প্রায় সকল #কোম্পানিগুলা বাঙ্গালির সভাব চরিএ সম্পকে যানে এবং তারা বাঙ্গালি আনতে চায় না প্রয়োজনে তারা নিজের কাজ নিজে করবে।

বিঃদ্রঃ কারো নতুন সপ্ন ভেঙ্গে দিলে ক্ষমা করবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।

16/10/2024

#ইউরোপের #বর্তমান #অবস্থাঃ
বর্তমানে দিন দিন ইউরোপের প্রায় প্রতিটি দেশ অবৈধ অধিবাসিদের জন্য তাদের নিয়ম নিতি কঠোর করছে। তারা আগের থেকে কঠোর অবস্থানে যাচ্ছে। প্রতিনিয়ত চেন্জ হচ্ছে নিয়মনিতি। অবৈধ অধিবাসিদের জন্য ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই যারাই ইউরোপে আসার জন্য চিন্তা বা মনস্থির করেছেন তারা অবশ্যই যেই দেশে আসবেন সেখানে কর্ম করবেন এবং সেই দেশের বৈধ থাকবেন। ছুটাছুটি করে কখনো ভালো কিছু আশা করা সম্ভব নয়। এতে করে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, এবং দেশে বদনাম।

আবারো  #রোমানিয়া ০৭-১০-২০২৪আলোচনার আরেক নাম  #রোমানিয়া। যা হাজারো যুবকের স্বপ্ন ভাঙ্গার দেশ হিসেবে পরিচিত। দিন দিন তাদের...
07/10/2024

আবারো #রোমানিয়া ০৭-১০-২০২৪
আলোচনার আরেক নাম #রোমানিয়া। যা হাজারো যুবকের স্বপ্ন ভাঙ্গার দেশ হিসেবে পরিচিত। দিন দিন তাদের কমী সংকট বড় আকার ধারন করছে। ২০২৫ সালে তারা ৩ লক্ষ শ্রমিক নিবে কিন্তু কথা হলো #বাংলাদেশী কতটুকু জায়গা করে নিতে পারে এটা ভাবার বিষয় কারন বাংলাদেশীরা রোমানিয়াতে প্রথম স্থান অর্জন করেছে লোক পালিয়ে যাবার দিক থেকে।
এখন ইতিহাস দেখার পালা ২০২৫ এ কি হয়। আমরা বাঙ্গালি মানেই ব্রান্ড জাতি।

As Romania faces a labour shortage after many Romanians went abroad to work, the need for foreign workers on the local market is forecast to be between 200,000 and 250,000, driven by the demands of various industries, especially in the construction and hospitality (Horeca) sectors. Commenting on the...

আগামী নভেম্বর 10, 2024  তারিখ থেকে চালু হচ্ছে EES সিস্টেম (Entry/Exit System)। এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর প্রশ্ন: ...
03/10/2024

আগামী নভেম্বর 10, 2024 তারিখ থেকে চালু হচ্ছে EES সিস্টেম (Entry/Exit System)। এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর

প্রশ্ন: আমি পর্তুগালে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট (Temporary Resident Permit) ধারী, আমার জন্য EES সিস্টেম (Entry/Exit System) ব্যবহার প্রক্রিয়া কি হবে?

উত্তর: আপনি যেহেতু পর্তুগালে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট (Temporary Resident Permit) ধারী, আপনার জন্য EES সিস্টেম (Entry/Exit System) ব্যবহার প্রক্রিয়া কিছুটা আলাদা হবে, কারণ আপনি শেনজেন অঞ্চলের ভেতরে একজন বৈধ রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবেন। তবে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে EES সিস্টেমের আওতায় আপনাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

EES সিস্টেমের প্রভাব আপনার ক্ষেত্রে কেমন হবে:

1. শেনজেন অঞ্চলের বাইরে যাওয়া ও আসা:

আপনার যদি পর্তুগালের টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থাকে এবং আপনি শেনজেন জোনের বাইরে ভ্রমণ করেন (যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বা অন্য কোনো দেশ), তখন আপনার প্রবেশ ও প্রস্থান EES সিস্টেমে রেকর্ড করা হবে।

শেনজেন অঞ্চলে ফেরার সময়, EES আপনার রেসিডেন্ট পারমিট যাচাই করবে এবং আপনাকে প্রবেশ করার অনুমতি দেবে। বায়োমেট্রিক তথ্য (যেমন ফিঙ্গারপ্রিন্ট বা মুখের ছবি) নেওয়া হতে পারে।

2. শেনজেন অঞ্চলের ভেতরে ভ্রমণ:

শেনজেন অঞ্চলের ভেতরে (যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি) ভ্রমণ করলে EES সিস্টেম প্রয়োজন হবে না, কারণ আপনার রেসিডেন্ট পারমিট শেনজেন অঞ্চলে বৈধতা প্রদান করে।

তবে, আপনি যদি শেনজেন অঞ্চলের বাইরে গিয়ে ফেরেন, তখন EES আপনার ভ্রমণ সম্পর্কিত তথ্য সংরক্ষণ করবে।

3. Overstay বা মেয়াদোত্তীর্ণ বিষয়ে শিথিলতা:

যেহেতু আপনার টেম্পোরারি রেসিডেন্ট পারমিট আছে, তাই সাধারণ পর্যটকদের মতো ৯০ দিনের সীমা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু, আপনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে সেটি নবায়ন করতে হবে, তা না হলে EES সিস্টেমের মাধ্যমে এটি রেকর্ড হবে।

সংক্ষেপে:

আপনি যদি শুধুমাত্র শেনজেন জোনের ভেতর ভ্রমণ করেন, EES সিস্টেম আপনাকে প্রভাবিত করবে না।

কিন্তু শেনজেন জোনের বাইরে ভ্রমণ করলে, আপনার প্রবেশ ও প্রস্থান EES সিস্টেমে রেকর্ড করা হবে এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হতে পারে।

আপনার রেসিডেন্ট পারমিট মেয়াদ ঠিক রাখতে এবং শেনজেন অঞ্চলে বৈধভাবে থাকার নিয়মগুলি অনুসরণ করতে হবে।

আলহামদুলিল্লাহ  #সাবিয়াআরো ১ টা ফাইল অনলাইন সম্পূর্ন। চেষ্টা করতে দোষ কোথায়। কার রিজিক কোথায় সেটা তো কেউ যানে না তাই চেষ...
23/09/2024

আলহামদুলিল্লাহ #সাবিয়া
আরো ১ টা ফাইল অনলাইন সম্পূর্ন। চেষ্টা করতে দোষ কোথায়। কার রিজিক কোথায় সেটা তো কেউ যানে না তাই চেষ্টার মধ্যেই সফলতা। সফলতা জিনিসটা কারো জীবনেই সহজে আসে নাই। সবকিছুর পিছনে চেষ্টা এবং ধর্য। তাই নিজের লক্ষ্য থেকে পিছনে না গিয়ে চেষ্টা করে যান সফলতা আসবেই ইনশাআল্লাহ।

Mohinul Islam
TourFly.bd
World Excursions & Immigration Services-WEIS

 #ক্রয়েশিয়া আলহামদুলিল্লাহ 🤲🏻🇭🇷 মাএ ১০ দিনে ডেলিভারি। *সুপার ফাস্ট**সুপার ফাস্ট* কাজ হলে কাজ করতেও মজা, কাজ নিতেও মজা। T...
19/09/2024

#ক্রয়েশিয়া
আলহামদুলিল্লাহ 🤲🏻🇭🇷 মাএ ১০ দিনে ডেলিভারি। *সুপার ফাস্ট*
*সুপার ফাস্ট* কাজ হলে কাজ করতেও মজা, কাজ নিতেও মজা।

TourFly.bd World Excursions & Immigration Services-WEIS

Address

Sector 6, Militari Residence
Bucharest
077040

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when TourFly.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category