At Tawbah Umrah office jubail

At Tawbah Umrah office jubail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At Tawbah Umrah office jubail, Travel Service, ngarkanda, Jubail.

কম খরচে উমরাহ পালন ও সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করা হয়।
সঠিক পরামর্শ পেতে পেইজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।
যোগাযোগঃ
+8801795109932(bd)
+966598535730 (soudi)

01/12/2024

জুবাইলে একজন লোক কাফালা করে নেওয়া হবে।

কাজঃ কাগজপত্র এগিয়ে যুগিয়ে দেয়া।
চা বানানো। অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইত্যাদি
মুটামুটি আরবি জানলে হবে।

✓ডিউটিঃ ৮ ঘন্টা ।
✓বেতন ১৪০০ রিয়াল।
✓থাকা-খানা কফিলের।
✓২ বছর পর পর ৩ মাসের ছুটি।
✓শুক্রবার ছুটি।
✓যুবক বয়সী লোক চাওয়া হয়েছে।
✓কাজের স্থানঃ জুবাইল

Iqama Expear হলেও চলবে।
যারা জুবাইলে অবস্থান করছেন শুধুমাত্র তারাই নক করবেন।

আগ্রহী ভাইরা নিজের ছবি ও মোবাইল নাম্বার ইনবক্সে দিয়ে নক করেন।

26/10/2024

خطبة الجمعة...

26/10/2024

গতকাল জুমায় খুতবার আযান। ভালো লাগছে তাই রেকর্ড করলাম।

29/09/2024

আজকে আসর নামাজের পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম।

21/09/2024

জামায়াতের সাথে আমাদের তফাৎ কোথায় জানেন ?

জামায়াতে অটো সিস্টেম নাই । খেটে বড় হতে হয়; চেটে বড় হওয়ার কোন অপশন নাই । ফলে আমিরের পোলা অটো আমির হয় না ।

কিন্তু .. আমাদের নেতার পোলা নেতা হয় । আমিরের পোলা অটো আমির হয় । মুহতামিমের পোলা রেডিমেট মুহতামিম হয় । পীরের পোলা অটো পীর হয় ।

যোগ্যতা বলে কেউ দায়িত্ব পায় না । কিংবা এক অঙ্গনের সফল ব্যাক্তিকে আমার সব অঙ্গনের সফল ব্যাক্তি ধরে নেই ।

ভাইরাল যেহেতু হইছে; ভেতরে কিছু একটা অবশ্যই আছে ।

18/09/2024

সত্য কথা ও স্পষ্ট বার্তায় ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে।

16/09/2024

আজ মন খারাপের দিন। পৃথিবীতে যদি কোনো দিন থাকে বিষাদের, যদি কোনো দিন থাকে কান্নার, তবে সেটা আজকের দিন।

কারণ এ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। আসুন দুরুদ পড়ি।
صَــــــــــلَّی اللّهُ عَلَيْـــــــــهِ وَ سَــــــلَّمَ

15/09/2024

গত ১৩/৯/২০২৪ তারিখে মসজিদে নববীতে জুম'আর খুৎবার একাংশ ।
ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বিদাআত!
যারা আরবী ভাষা বুঝেন তাদের জন্য এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন।

কোন কোন ভাইয়েরা সৌদি আরবে মিলাদুন্নবী উদযাপন সে বলে প্রচার করছে।
এবং এটা সত্যিই সৌদি আরবের অনেক জায়গায় ইনডোর অডিটরিয়ামে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। এগুলো সৌদির শি'আ সম্প্রদায়ের লোকেরা করে থাকে।
সর্বোপরি কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে আনন্দিত কিন্তু নতুন একটি ঈদ পালন করবো না।

আল্লাহ আমাদের কে শিয়াদের কার্যকলাপ থেকে হেফাজত করেন।

কুরবানীর ঈদে আমাগো লগে গরু কাটা-কুটি করবা; আমরা মন্ডপ পাহারা দিমু 😉
12/09/2024

কুরবানীর ঈদে আমাগো লগে গরু কাটা-কুটি করবা; আমরা মন্ডপ পাহারা দিমু 😉

10/09/2024

সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, কিন্তু জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে।

আর ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে।

তিনি একজন হি'ন্দু। তার জন্ম ভা'রতে। তার মৃত্যু ভা'রতে। তার সমাধিস্থল ভা'রতে। তার জাতীয়তা ভা'রতী। তার মৃত্যু (৭ই আগস্ট ১৯...
05/09/2024

তিনি একজন হি'ন্দু। তার জন্ম ভা'রতে। তার মৃত্যু ভা'রতে। তার সমাধিস্থল ভা'রতে। তার জাতীয়তা ভা'রতী। তার মৃত্যু (৭ই আগস্ট ১৯৪১) বাংলাদেশের জন্মের (১৯৭১) পূর্বে। তার লিখিত সংগীতে রয়েছে শিরকের মতো দুর্গন্ধযুক্ত কথা। ৯০% মুসলমানের দেশে এমন একজন বিদেশি হিন্দুর কথিত সংগীত জাতীয় সংগীত হয় কীভাবে?

26/07/2024

Makkah Al Mubarakah To At Tawbah Umrah office jubail

20/07/2024

চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের ওপর গু*/লি চালানোর অর্ডার মানতে হয়, তাইলে চাকরি ছেড়ে দেন। আরেকজনের সন্তান মে/রে এই চাকরির বেতন দিয়ে আপনার সন্তানের ভাত কিনবেন কিভাবে? একদিন হয়তো আপনাকে মেরে আপনার সন্তানই তার সন্তানের ভাত কিনবে!

19/07/2024

Address

Ngarkanda
Jubail

Website

Alerts

Be the first to know and let us send you an email when At Tawbah Umrah office jubail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to At Tawbah Umrah office jubail:

Videos

Share

Category