প্রবাসী সেবা কেন্দ্র তোকবা

প্রবাসী সেবা কেন্দ্র তোকবা দূতাবাস রিয়াদ অনুমোদিত '"প্রবাসী সেবা কেন্দ্র"'
Expatriates Digital center (EDC)

Thoqbah branch

16/12/2024

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

16/12/2024
11/12/2024
01/12/2024

প্রিয় প্রবাসী,

শ্রমবাজারের স্থিতিশীলতা বাড়ানোর জন্য মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে, ১ ডিসেম্বর ২০২৪ থেকে প্রবাসী কর্মীদের জন্য অতিরিক্ত ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়সীমা প্রযোজ্য তাদের জন্য, যারা কাজ থেকে অনুপস্থিতির (হুরুব) রিপোর্ট পেয়েছেন এবং যারা হুরুব প্রাপ্তির পর এখনও তাদের ইকামা স্থানান্তর করতে সক্ষম হননি।

আমরা আপনাকে অনুরোধ করছি, ২৯ জানুয়ারি ২০২৫ এর পূর্বে Qiwa প্ল্যাটফর্মে উপলব্ধ পরিষেবার মাধ্যমে আপনার ইকামা দ্রুত স্থানান্তর করে নিন।

গোল্ডেন সার্ভিসেস এর সকল ধরনের চাকরির খবর পেতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটির সাথে সংযুক্ত হয়ে যান!

WhatsApp Link: https://whatsapp.com/channel/0029VaMz6j08V0tv2f46AA0t
Facebook ID: www.facebook.com/goldenservices.sa
Website: www.goldenservicesksa.com

আপনার বায়োডাটা জমা দিন:
Email: [email protected]

এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত হওয়ার অনুরোধ রইল!

শুভেচ্ছান্তে,
টিম গোল্ডেন সার্ভিসেস

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
23/11/2024

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

04/10/2024
03/10/2024

Notice

18/09/2024

জুবাইল ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য

জেদ্দা কনস্যুলেট টিম এর জিজান সফর। ২০-২১ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার। স্থান : হ্যাটি টাইম পার্কের কাছাকাছি ক্লাব। বলদিয়া ...
17/09/2024

জেদ্দা কনস্যুলেট টিম এর জিজান সফর। ২০-২১ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার। স্থান : হ্যাটি টাইম পার্কের কাছাকাছি ক্লাব। বলদিয়া অফিসের সামনে। সাগর পাড়ে।


01/09/2024

হাইল ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য

01/09/2024

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার জন্য জরুরী বিজ্ঞপ্তি

এই পাসপোর্টটি তোকবা, আল খোবার  ১৪ নং রোডে পাওয়া গিয়েছে। পাসপোর্টটি প্রবাসী সেবা কেন্দ্র তোকবা, আল খোবার  অফিস থেকে সংগ্র...
10/06/2024

এই পাসপোর্টটি তোকবা, আল খোবার ১৪ নং রোডে পাওয়া গিয়েছে। পাসপোর্টটি প্রবাসী সেবা কেন্দ্র তোকবা, আল খোবার অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ রইলো।

08/06/2024

Golden Services - الخدمة الذهبية

Address

AL THOQBAH , MADINA Street , CROSS-16/17
Khobar
31952

Opening Hours

Monday 9am - 1pm
4pm - 10pm
Tuesday 9am - 1pm
4pm - 10pm
Wednesday 9am - 1pm
4pm - 10pm
Thursday 9am - 1pm
4pm - 10pm
Friday 4pm - 10pm
Saturday 9am - 1pm
4pm - 10pm
Sunday 9am - 1pm
4pm - 10pm

Telephone

+966138991820

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী সেবা কেন্দ্র তোকবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী সেবা কেন্দ্র তোকবা:

Videos

Share