Golden Fursan Travel & Tourism

Golden Fursan Travel & Tourism সকল প্রকার টিকেট এর জন্য যোগাযোগ করুন
(3)

ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা রিনিউ বা সময়  বাড়াতে চাইলে নিম্ন নাম্বার এ যোগাযোগ করুন।শারাল হজ্জ মক্কা 0509175589📞 Imo & Wha...
16/08/2023

ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা রিনিউ বা সময় বাড়াতে চাইলে নিম্ন নাম্বার এ যোগাযোগ করুন।শারাল হজ্জ মক্কা
0509175589📞 Imo & Whatsapp

✈️ অফার চলছে তারাতারি আপনার টিকেটটি কনফার্ম করুনজেদ্দা ঢাকা যাওয়া আসা ১৫০০ রিয়াল।☎️0509175589শারাল হজ্জ গোল বিল্ডিং এর ন...
17/07/2023

✈️ অফার চলছে তারাতারি আপনার টিকেটটি কনফার্ম করুন
জেদ্দা ঢাকা যাওয়া আসা ১৫০০ রিয়াল।
☎️0509175589
শারাল হজ্জ গোল বিল্ডিং এর নিচে।

01/06/2023
Very important update18 may and 19 may JEDDAH AIRPORT passenger
18/05/2023

Very important update
18 may and 19 may JEDDAH AIRPORT passenger

Add Extra Baggage at Discounted Rates
18/05/2023

Add Extra Baggage at Discounted Rates

সবাইকে ঈদের শুভেচ্ছা
21/04/2023

সবাইকে ঈদের শুভেচ্ছা

28/03/2023
২০২৩ সনের হজ্ব যাত্রীদের খরচ ৩০% কমানোর সংবাদ প্রসঙ্গে হাবের প্রেস বিজ্ঞপ্তি।
17/01/2023

২০২৩ সনের হজ্ব যাত্রীদের খরচ ৩০% কমানোর সংবাদ প্রসঙ্গে হাবের প্রেস বিজ্ঞপ্তি।

12/01/2023

আজ থেকে আগামী ৫ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকাল রাত থেকে ব্লকড।

রাস্তার কাজ ধরেছে, সাথে ইজতেমা চলমান।
সুতরাং হাতে ৫থেকে ৬ ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে বের হবেন।

Terminal 1 jeddah
12/12/2022

Terminal 1 jeddah

Family visit visa stamping requirements
08/11/2022

Family visit visa stamping requirements

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান সৌদি কোম্পানি ফর ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনস এর অফিস পরিদর্শন করেন এবং উ...
26/10/2022

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান সৌদি কোম্পানি ফর ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনস এর অফিস পরিদর্শন করেন এবং উক্ত কেন্দ্রের সরঞ্জাম, ব্যবস্থাপনা এবং প্রক্রিয়া সম্পর্কে অবগত হন, যা সৌদি ভিজিটর ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও বাংলাদেশী শ্রমিকদের আঙুলের ছাপ নিবে।

তথ্যসূত্রঃ সৌদি দূতাবাস ঢাকা

24/10/2022

24/10/2022

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যে মঙ্গলবার ২৪ অক্টোবর বিকাল ৩টা হতে ২৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩টি বিমানবন্দর বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দরগুলো হচ্ছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও বরিশাল বিমানবন্দর।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়া, বৃষ্টি হলেও বিমান চলাচলে উপযোগ পরিস্থিতি আছে। এ কারণে এখন পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়নি। হুট করে খুব বেশি খারাপ পরিস্থিতি না হলে বন্ধ করার সিদ্ধান্ত নেবে না বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সময়ে আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। অথবা আপনি যে এজেন্সি থেকে টিকিটে কেটেছেন তাদের সাথে যোগাযোগ করুন।

হাতে সময় নিয়ে বিমানবন্দরে যাত্রা করুন, যাতে ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে পারেন।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ সময়ে বিদেশ থেকে আসা কোন কোন ফ্লাইটের ক্ষেত্রে লাগেজ ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।

14/10/2022

ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা রিনিউ বা সময় বাড়াতে চাইলে নিম্ন নাম্বার এ যোগাযোগ করুন। আমরা আপনাদের সকল সুবিধা দিতে প্রস্তুত।আপনাদের সুবির্ধাতে পাশেই আছি 🔴
শারাল হজ্জ মক্কা
0509175589📞 Imo & Whatsapp

সকল প্রকার টিকেট এর জন্য যোগাযোগ করুন

প্রতিটি এয়ারলাইনে  একজন যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত। কোন এয়ারলাইন ২০ কেজি আবার কোন এয়ারলা...
30/04/2022

প্রতিটি এয়ারলাইনে একজন যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত। কোন এয়ারলাইন ২০ কেজি আবার কোন এয়ারলাইন্স ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের সুবিধা দেয়। বাংলা এভিয়েশনের পরামর্শ, টিকিট কাটার সময় আপনি কত কেজি ওজনের ব্যাগ , কয়টি ব্যাগ সাথে নিতে পারবেন তা জেনে নিবেন।

এয়ারলাইনের নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামাল ব্যাগে নিলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে । চার্জ না দিলে ব্যাগ থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

বাংলা এভিয়েশনের পরামর্শ, এয়ারলাইনের নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামাল ব্যাগে নিতে চাইলে এয়ারলাইনের চার্জ সম্পর্কে জেনে সেই সম পরিমান টাকা নিয়ে বিমানবন্দরে আসুন। লাগজের অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের।

তা না হলে বিমানবন্দরে চেক ইন করার সময় আপনাকে অতিরিক্ত ওজন কমাতে গিয়ে বিপাকে পড়তে হবে। অনেক সময় বিমানবন্দরে পরিবার কিংবা পরিচিত কেউ না থেকে অতিরিক্ত মালামাল ফেলে আসতে হয়।

ফ্লাইট ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। বোডিং কাউন্টার বন্ধ হওয়ার আগে আপনি আপনার লাগেজ বুকিং না দিলে সেটি সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না। অতিরিক্ত ওজন কমাতে গিয়ে অনেকেই ফ্লাইট মিস করেন। ফলে আপনি বিমানবন্দরে যেয়ে বোডিংয়ের সময় ঝামেলা এড়াতে বাড়ি থেকেই নির্ধারিত ওজনের মধ্যে লাগেজ নিয়ে আসুন।

বিদেশ থেকে বাংলাদেশে আসতে কিংবা বাংলাদেশে থেকে বিদেশ যেতে একই নিয়ম । ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

একবার আপনি এই গেটটি অতিক্রম করলে.........যে জায়গাটিকে আপনি চিরকালের জন্য বাড়ি বলেছিলেন সেটি আর আপনার বাড়ি নয় এবং ফির...
16/04/2022

একবার আপনি এই গেটটি অতিক্রম করলে.........
যে জায়গাটিকে আপনি চিরকালের জন্য বাড়ি বলেছিলেন সেটি আর আপনার বাড়ি নয় এবং ফিরে যাওয়ার কোনও সুযোগ নেই।

যে দেশটি চিরকাল আপনার বাড়ি ছিল সেই দেশটি এখন এমন একটি জায়গা যেখানে আপনি বেড়াতে আসবেন।
আপনার রুম, আপনার বাড়ি"কেবল আপনার স্মৃতিতে থাকবে এবং তারপরে একবার আপনি প্লেনে চড়ুন ধীরে ধীরে বাংলাদেশকে মেঘের মধ্যে তারপর মানচিত্র থেকে বিলুপ্ত হতে দেখবেন, যখন আপনি বুঝতে পারবেন,
আপনি যা ভালোবাসতেন তা আকাশের নীচে বিবর্ণ হয়ে গেছে এবং সেই জীবনটিই আপনি আবার নতুন করে শুরু করার জন্য রেখে গেছেন।💔

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন  দেশে আসার পর বিমানবন...
11/04/2022

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।

*** যাত্রীদের দেশে আসার আহগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ** http://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।

*** বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

Jeddah New Airport
09/02/2022

Jeddah New Airport

ফ্যামেলী ভিজিটে বিদেশে যাবেন।NOC এর জন্য যা যা লাগবে।
29/12/2021

ফ্যামেলী ভিজিটে বিদেশে যাবেন।
NOC এর জন্য যা যা লাগবে।

19/11/2021

জন্ম_নিবন্ধন
জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয়হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার
নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনিয় সেবা নিন,

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint

কপি-Sheikh Rakhin ভাইয়া❤️ — with Mohammad Shakil and 4 others.

ICYMI | Jawazat invites Non-Saudis arriving in the Kingdom to register on Muqeem site. Non-Saudi passengers and their co...
19/08/2021

ICYMI | Jawazat invites Non-Saudis arriving in the Kingdom to register on Muqeem site. Non-Saudi passengers and their companions traveling to Saudi Arabia MUST have completed filling out their immunization data in the vaccination registration website before departure to the Kingdom, through the following website: https://muqeem.sa/ #/vaccine-registration/home. Airlines shall verify the completion of the registration process for passengers through the following methods:

• Passenger must present a successful registration message on their mobile phone
• Passenger must present a printed certificate with the registration number

👇Links to Register
🔺To register ‘Vaccinated Visitor’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=VaccinatedVisitor

🔺To register ‘Not Vaccinated Visitor’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=NotVaccinatedVisitor

🔺To register ‘Medical Visitor’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=MedicalVisitor

🔺To register ‘Vaccinated Resident’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=VaccinatedResident

🔺To register ‘Not Vaccinated Resident’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=NotVaccinatedResident

🔺To register ‘Domestic Labor Arriving with a Saudi Citizen’
https://muqeem.sa/ #/vaccine-registration/register-domestic-labor

🔺To check Registration
https://muqeem.sa/ #/vaccine-registration/check

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ...
18/07/2021

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!
সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ্রমণকারীদের সৌদিতে প্রবেশের পুর্বেইে মুকিম ই-পরিষেবার এই লিংকে যেয়ে https://muqeem.sa/ #/vaccine-registration/home রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করেছে। জাওয়াত জানিয়েছে এতে করে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অপেক্ষার সময় কমবে। এই নির্দেশনা সৌদি নাগরিক ব্যতীত সকল দেশের সকল ইমিউন- নন ইমিউন- ভেকসিনেটেড- নন ভেকসিনেটেড, নতুন- পুরাতন রেসিডেন্ট (প্রবাসী কর্মী), সব ধরণের ভিসাধারি, এবং সকল ভিজিটরের জন্য প্রজোয্য হবে।
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাপ্রাপ্তদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=VaccinatedResident
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাহীনদের রেজিষ্ট্রেশন লিংক -https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=NotVaccinatedResident
📌নতুন যারা টিকা নিচ্ছেন এই লিংকে রেজিষ্ট্রেশন করুন.
🔺 টিকা প্রাপ্ত ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=VaccinatedVisitor

📌নতুন যারা টিকা নেননি তারা এই লিংকে রেজিষ্ট্রেশন করুন।
🔺 টিকা ছাড়া ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=NotVaccinatedVisitor

যাত্রার ৭২ ঘন্টা পূর্বেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অপরদিকে গতকাল সৌদি সিভিল এভিয়েশন গত ১৩/০৬/২০২১ তারিখেই সকল এয়ারলাইন্সকে ১৬/৬/২০২১ তারিখ হতে সকল যাত্রীকে যাত্রার পূর্বে উক্ত রেজিষ্ট্রেশন ছাড়া বিমান আরোহনে অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তাই যারা বাংলাদেশ হতে সৌদি আরবে আসবেন তাদেরকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে মুকিম ই-পরিষেবার উপরোক্ত লিংকে অবশ্যই রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া যারা বাংলাদেশে টিকা গ্রহোন করেছেন এবং সার্টিফিকেট আছে তারা সেই টিকার তথ্য সৌদি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে প্রদত্ত টিকার অনুদিত সনদ সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration গিয়ে আপলোড করে আবেদন করতে হবে। উল্লেখ্য টিকা নিয়ে এখানে রেজিষ্ট্রেশন সম্পন্ন না করলে তা তাওয়াক্কালনায় দেখাবেনা, ফলে দৈনন্দিন নানা জটিলতার মুখোমুখি হতে হবে। (ইতোমধ্যে কয়েকজন সফল রেজিষ্ট্রেশনকারী বাংলাদেশী জানিয়েছেন তাদের টিকার সনদ ঢাকাস্থ সৌদি দূতাবাস হতে সত্যায়িত করে আনার পরেই তা কার্যকর হয়েছে)
তাওয়াক্কালনা সংক্রান্ত ভালো খবর হলো এপটি বাংলাদেশ থেকেও এখন থেকে ওপেন করা যাবে মর্মে এপ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেক্ষেত্রে সৌদি সীম কার্ডটি সচল রাখতে হবে মর্মে সূত্র জানিয়েছে।

মোঃ মামুনুর রশিদ
রিয়াদ, ১৬/০৬/২০২১

যারা রেজিষ্ট্রেশন করতে পারবেন না ইনবক্সে যোগাযোগ করবেন। করে দেওয়ার চেষ্টা করব ইংশাল্লাহ।

البوابة الخارجية للتطعيمات - تقديم طلب لإعتماد اللقاح داخل المملكة

জরুরী বিজ্ঞপ্তিএতদ্দ্বারা সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসী অথবা যারা নতুন করে সৌদি আরবে আসছেন তাঁদেরকে জানানো যাচ...
15/07/2021

জরুরী বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসী অথবা যারা নতুন করে সৌদি আরবে আসছেন তাঁদেরকে জানানো যাচ্ছে যে, সৌদি সরকার করোনা ভাইরাসের টিকা হিসেবে নিম্নোক্ত টিকাসমূহকে গ্রহনযোগ্য বলে অনুমোদন দিয়েছেনঃ

১। ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ),
২। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ),
৩। মর্ডানা (২ ডোজ) ও
৪। জনসন এ্যন্ড জনসন (১ ডোজ)

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন তাঁরা উপরোক্ত যেকোন একটি কোম্পানির টিকার ডোজ গ্রহণ করলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
টিকা গ্রহণ করা হলেও ভ্রমণের পূর্বে (৭২ ঘণ্টার মধ্যে) অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করতে হবে।
টিকার পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কোন বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে প্রবেশ করলে তাঁকে বাধ্যতামূলকভাবে ০৭ (সাত) দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইকামাধারী অভিবাসীগণ যারা সৌদি আরবে টিকা গ্রহণ করে ছুটিতে দেশে গিয়েছেন এবং যাঁদের তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাঁদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা, কিন্তু PCR-Negative সার্টিফিকেট লাগবে। উল্লেখ্য যে, প্রথম ডোজ গ্রহণের ১৮০ দিন পর্যন্ত তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন প্রদর্শন করে। এ সময়ের মধ্যে ভ্রমণ করলে কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
যারা প্রথমবারের মত সৌদি আরব আসছেন অথবা ইকামাবিহীন অভিবাসী তাঁদের জন্য সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া হলে এবং ভ্রমণের আগে ১৪ দিন অতিবাহিত হলে এবং টিকা গ্রহণের সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবেনা।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সৌদি আরব আসার আগে এই লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে, https://muqeem.sa/ #/vaccine-registration/home । এছাড়া বাংলাদেশে গৃহীত টিকার তথ্য সৌদি সিস্টেমে আপডেটের জন্য এই লিঙ্কে আবেদন করতে হবে-
https://www.moh.gov.sa/en/eServices/Pages/Covid19-egistration.aspx
সৌদি আরবে ভ্রমণ এবং কোয়ারেন্টাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://covid19.cdc.gov.sa/travel-measures-en/

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ...
16/06/2021

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!
সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ্রমণকারীদের সৌদিতে প্রবেশের পুর্বেইে মুকিম ই-পরিষেবার এই লিংকে যেয়ে https://muqeem.sa/ #/vaccine-registration/home রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করেছে। জাওয়াত জানিয়েছে এতে করে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অপেক্ষার সময় কমবে। এই নির্দেশনা সৌদি নাগরিক ব্যতীত সকল দেশের সকল ইমিউন- নন ইমিউন- ভেকসিনেটেড- নন ভেকসিনেটেড, নতুন- পুরাতন রেসিডেন্ট (প্রবাসী কর্মী), সব ধরণের ভিসাধারি, এবং সকল ভিজিটরের জন্য প্রজোয্য হবে।
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাপ্রাপ্তদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/...
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাহীনদের রেজিষ্ট্রেশন লিংক -https://muqeem.sa/...
🔺 টিকা প্রাপ্ত ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/...
🔺 টিকা ছাড়া ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/...

যাত্রার ৭২ ঘন্টা পূর্বেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অপরদিকে গতকাল সৌদি সিভিল এভিয়েশন গত ১৩/০৬/২০২১ তারিখেই সকল এয়ারলাইন্সকে ১৬/৬/২০২১ তারিখ হতে সকল যাত্রীকে যাত্রার পূর্বে উক্ত রেজিষ্ট্রেশন ছাড়া বিমান আরোহনে অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তাই যারা বাংলাদেশ হতে সৌদি আরবে আসবেন তাদেরকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে মুকিম ই-পরিষেবার উপরোক্ত লিংকে অবশ্যই রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

লিখেছেনঃ দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ
জনস্বার্থেঃ প্রবাস পরবাস টিম

*Few Seats Available on* *IndiGo* *17 June Jeddah - Lucknow*Call 📱 0509175589
14/06/2021

*Few Seats Available on*

*IndiGo*

*17 June Jeddah - Lucknow*
Call 📱 0509175589

*🎉 Good News For Jeddah People 🎊**Below Are The Centers Designated To Administer The First Dose Of The  💉AstraZeneca Vac...
13/06/2021

*🎉 Good News For Jeddah People 🎊*

*Below Are The Centers Designated To Administer The First Dose Of The 💉AstraZeneca Vaccine Without Appointment For Iqama Holders, Passport Holders, Visitors With Border Number, And Unknown People*

⏰ *Timings: 8 Am - 4 Pm*

*Go To Any Govt Medical Health Center Near You*

1-
مركز صحي الریان
012 228 5615
https://maps.app.goo.gl/pJAT5yuFr6imw4AR8

2-
Health Center East of The Highway
012 679 6983
https://maps.app.goo.gl/J4JxM8mAVSopzBXSA

3-
مركز صحي مدائن الفهد
012 680 9624
https://maps.app.goo.gl/R23q8NtpuiSp9QAbA

4-
Al Balad Medical Center
012 644 2855
https://maps.app.goo.gl/VguPE2k9qo6TRdPV9

5-
Al-Rabwah PHC Center
012 662 5686
https://maps.app.goo.gl/SpZ1nPRVRCd2Hbos9

6-
Al Azziziyah Health Center
051 531 3964
https://maps.app.goo.gl/VcHJ9Bbz697LHdXk6

7-
مركز صحي مشرفة
051 531 3970
https://maps.app.goo.gl/KpVTjb4np2J5kmSr5

8-
مركز صحي حي السلامة
051 531 3963
https://maps.app.goo.gl/cT9novJLgzbnZYoP8

9-
مركز صحي الروابي
012 620 8212
https://maps.app.goo.gl/FD1yt2nzC3djcja67

10-
university district PHC Center
012 689 6580
https://maps.app.goo.gl/oUeAryye8HEVSiWH7

11-
مركز صحي حي الرحاب
012 672 2917
https://maps.app.goo.gl/GD2SZ8zL1C6JiTVf8

12-
مركز صحي الحرازات
059 793 4818
https://maps.app.goo.gl/d6PLwXs4zojU2CN89

13-
مركز صحي كيلو ١٤
059 475 3462
https://maps.app.goo.gl/4jrDzonspnxT9PUJ8

14-
المحجر/ Al Mahgar Medical Center
012 636 0478
https://maps.app.goo.gl/hvcxLFPbY5dQwSYC9

15-
مركز صحي الثعالبة
012 637 6349
https://maps.app.goo.gl/bbV7m2PRwiKAEe2U8

16-
مركز صحي القوزين
012 236 1596
https://maps.app.goo.gl/wyw3zetakQ6YeZHn7

17-
مركز صحي القرینیة
012 288 5991
https://maps.app.goo.gl/uU5tFTr8Waw5hvMF8

★★★☆☆ · Medical Center

Hotline 00966509175589
10/06/2021

Hotline 00966509175589

06/06/2021

Update my office

সৌদি আরব গামী কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। আজ রাত ১২ টার পর থেকে যাদের ফ্লাইট : অবশ্যই নিচের কাগজপত্রগুলো নিয়ে আসবেন। ...
06/06/2021

সৌদি আরব গামী কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

আজ রাত ১২ টার পর থেকে যাদের ফ্লাইট : অবশ্যই নিচের কাগজপত্রগুলো নিয়ে আসবেন। ভুল এড়ানোর জন্য আপনি যে একাউন্টে টাকা নিতে চান সেই একাউন্টের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন অথবা নিজ দায়িত্বে হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন।

০১. স্মার্টকাডের ফটোকপি
০২. পাসপোর্ট এর ১ম ৪ পৃস্ঠার ফটোকপি
০৩. পাসপোর্টে সংযুক্ত ভিসার ফটোকপি
০৪. টিকেটের ফটোকপি
০৫. হোটেল বুকিং এর ফটোকপি।

এগুলো সঠিকভাবে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেয়া সাপেক্ষে ২৫,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আপনার একাউন্টে জমা করে দেয়া হবে।

31/05/2021

কক্সবাজার -ঢাকা-কক্সবাজার ফ্লাইট আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে।
Cox's Bazar to dhaka to Cox’s Bazar flight is available from tomorrow 1st june✈️

আলহামদুল্লিলাহ....✅ সৌদি সরকার আবারও নতুন সিদ্ধান্ত যাদের ১ ডোজ ভ্যাক্সিন দেওয়া হয়েছে তাদের সৌদি আসার পর কোয়ারেন্টাইন বা...
24/05/2021

আলহামদুল্লিলাহ....

✅ সৌদি সরকার আবারও নতুন সিদ্ধান্ত যাদের ১ ডোজ ভ্যাক্সিন দেওয়া হয়েছে তাদের সৌদি আসার পর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়।

✅ এবং আগামী ১০/২১/১৪৪২ হিজরি পর্যন্ত সকল দেশের সাথে সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে সেই দেশ গুলোর ইকামা ও এক্সিট রি এন্টি ভিসা বিজিট ভিসা ফ্রি ভাবে বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

 #ব্রেকিং_নিউজ,সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ হাঃ নির্দেশে সৌদি প্রবাসী যারা বর্তমানে ছুটিতে আছেন তাদের ভিসা এবং ইকামা...
24/05/2021

#ব্রেকিং_নিউজ,

সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ হাঃ নির্দেশে সৌদি প্রবাসী যারা বর্তমানে ছুটিতে আছেন তাদের ভিসা এবং ইকামার মেয়াদ ০২/০৬/২০২১ ইং পর্যন্ত বিনামূল্যে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ।

এতে করে ফ্লাইট বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে প্রবেশ করতে পারেনি নির্দিষ্ট সময়ে মধ্যে এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথবা আকামার মেয়াদ। তারা কোন রকম ট্রাভেলস এজেন্সি সহায়তা ছাড়া অথবা দূতাবাসের সহায়তা ছাড়া আগের ছুটির পেপার দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

জনস্বার্থেঃ প্রবাস_পরবাস
এডমিন প্যানেল।
সুত্রঃসৌদি প্রেস এজেন্সী।

Address

Makkah
Mecca
1297

Alerts

Be the first to know and let us send you an email when Golden Fursan Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golden Fursan Travel & Tourism:

Videos

Share

Category

Nearby travel agencies