Taibakka Hajj & Umrah Services

Taibakka Hajj & Umrah Services Hajj & Umrah Services for Duyufur Rahman

16/06/2024

হাজীদের কুরবানির জিম্মাদারী নিয়ে আমাদের Taibakka টিম চলে গিয়েছে জবাই খানায়। হাজীদের পাথর মারা শেষ হবে, আমাদেরকে জানাবে, এরপর তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ।

হজ করতে গিয়ে কুরবানী করা নিয়ে অনেকেই টেনশনে থাকেন- - নতুন যায়গায় কোথায় কীভাবে ব্যবস্থাপনা হবে - আমানতের সাথে সঠিক সময়ে ক...
10/06/2024

হজ করতে গিয়ে কুরবানী করা নিয়ে অনেকেই টেনশনে থাকেন-
- নতুন যায়গায় কোথায় কীভাবে ব্যবস্থাপনা হবে
- আমানতের সাথে সঠিক সময়ে কুরবানী করা হয়েছে কি না
- কুরবানীটা সঠিক পদ্ধতিতে দেয়া হচ্ছে কি না
- আমার হজের কোন ক্ষতি যেন না হয়
- কোন ধোঁকার শিকার হলাম না তো?
- কুরবানীর পশু ন্যায্য মূল্যে পাবো তো?
হজের একটা আবশ্যকীয় বিধান হল কুরবানী করা। দু:খজনকভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আমানতের সাথে আদায় খুব কমই হয়।
আমরা শতভাগ আমানতের সাথে এই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিচ্ছি ইন শা আল্লাহ৷ বিগত ১০ বছর ধরে হাজীদের এই সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
* শতভাগ নিশ্চিতভাবে আপনার পশু সরকারি অথরাইজড জবাইখানাই জবাই হবে ইন শা আল্লাহ।
* আমলের ধারাবাহিকতার ওয়াজিব হুকুম নিশ্চিতকরণে এমন সময়েই জবাই হয় যার অনেক আগে হাজী সাহেবদের কংকর মারার আমল শেষ হয়ে থাকে। তাই আপনাকে কুরবানী হয়েছে কি না এই অনিশ্চয়তায় বসে থাকতে হবে না। কুরবানী হওয়ামাত্রই জানিয়ে দেয়া হবে।
* জবাইকৃত সমস্ত পশু সৌদি সরকার অথরাইজড সাদাকা কোম্পানির মাধ্যমে গরিব মিসকিনদের নিকট পৌঁছে যাওয়া।
* অত্যন্ত সাশ্রয়ী মূল্য। আমাদের নির্ধারিত মূল্য একইসাথে পশুর মূল্য, জবাই খরচ এবং গরিব মিসকিনদের নিকট পৌঁছে দেয়ার সার্ভিস ফি সবমিলিয়ে ধরা হয়েছে৷ অর্থাৎ আপনার আর কোন খরচ নেই।
কনফার্ম করার জন্য পেইজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন।

07/06/2024

আলহামদুলিল্লাহ, অনেক প্রখ্যাত আলেম উলামা আমাদের ওনাদের হজের দমে শুকর তথা পশু কুরবানির দায়িত্ব দিয়েছেন! এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য এবং জিম্মাদারিও বটে!

এখনো যারা নিজেদের হজের গুরুত্বপূর্ণ আমল পশু কুরবানির ব্যবস্থা করতে পারেন নি, নিশ্চিন্তে আমাদের দায়িত্ব দিতে পারেন ইন শা আল্লাহ৷

বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন।

হজের একটা আবশ্যকীয় বিধান হল কুরবানী করা। দু:খজনকভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আমানতের সাথে আদায় খুব কমই হয়। আমরা শতভাগ আমা...
22/05/2024

হজের একটা আবশ্যকীয় বিধান হল কুরবানী করা। দু:খজনকভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আমানতের সাথে আদায় খুব কমই হয়।

আমরা শতভাগ আমানতের সাথে এই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিচ্ছি ইন শা আল্লাহ৷

* শতভাগ নিশ্চিতভাবে আপনার পশু সরকারি অথরাইজড জবাইখানাই জবাই হবে ইন শা আল্লাহ।

* আমলের ধারাবাহিকতার ওয়াজিব হুকুম নিশ্চিতকরণে এমন সময়েই জবাই হয় যার অনেক আগে হাজী সাহেবদের কংকর মারার আমল শেষ হয়ে থাকে।

* জবাইকৃত সমস্ত পশু সৌদি সরকার অথরাইজড সাদাকা কোম্পানির মাধ্যমে গরিব মিসকিনদের নিকট পৌঁছে যাওয়া।

* অত্যন্ত সাশ্রয়ী মূল্য। আমাদের নির্ধারিত মূল্য একইসাথে পশুর মূল্য, জবাই খরচ এবং গরিব মিসকিনদের নিকট পৌঁছে দেয়ার সার্ভিস ফি সবমিলিয়ে ধরা হয়েছে৷ অর্থাৎ আপনার আর কোন খরচ নেই।

কনফার্ম করার জন্য পেইজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন।

প্রশান্তি পায় মন যেখানে!
18/05/2024

প্রশান্তি পায় মন যেখানে!

মদিনায় মসজিদে নববীর মিম্বর। এখানে দাঁড়িয়েই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন!
03/09/2022

মদিনায় মসজিদে নববীর মিম্বর।

এখানে দাঁড়িয়েই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন!

মদিনার ঘ্রাণ পাচ্ছেন? ওইযে সবুজ গম্বুজ দেখা যায়!
02/09/2022

মদিনার ঘ্রাণ পাচ্ছেন? ওইযে সবুজ গম্বুজ দেখা যায়!

ন্যাশনাল জিওগ্রাফির একটি ডকুমেন্টারী দেখছিলাম "Inside Mecca" নামের ৷ তিন মহাদেশ থেকে তিনজন মুসলিম পবিত্র হজ্জ্ব পালনের জ...
01/09/2022

ন্যাশনাল জিওগ্রাফির একটি ডকুমেন্টারী দেখছিলাম "Inside Mecca" নামের ৷ তিন মহাদেশ থেকে তিনজন মুসলিম পবিত্র হজ্জ্ব পালনের জন্য মক্কা মুকারাম্মায় আসা এবং হজ্জ্বের আহ্কামগুলো পালনের উপর নির্মান করা হয়েছিল সেই ডকুমেন্টারী ৷

ফিদেলমা - ইসলাম ধর্মে পুনঃদীক্ষিত একজন মার্কিন মহিলা সেই ডকুমেন্টারীর অন্যতম একটি চরিত্র ছিল ৷ ডকুমেন্টারীর এক পর্যায়ে কোন একটি গেট দিয়ে হারাম শরীফে প্রবেশ করেন তিনি ৷ চোখের সামনে হঠাত উদ্ভাসিত হলো বাইতুল্লাহ ৷ পবিত্র কা'বা জীবনের প্রথমবারের মতো দেখতে পেয়ে আবেগ সামলাতে পারলেন না ফিদেলমা ৷ ডুকরে কেঁদে উঠলেন তিনি ৷ মুখে তালবিয়াহ, আর চোখ ভর্তি কান্না নিয়ে কা'বা-র দিকে ছুটে গেলেন ফিদেলমা!

দৈনিক নুন্যতম পাঁচবার যেই কিবলা'র দিকে ফিরে সালাত আদায় করেন পৃথিবীর লক্ষ-কোটি মুসলমান, হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম, হযরত ইব্রাহীম (আলাইহি ওয়া সাল্লাম), হযরত ঈসমাইল (আলাইহি ওয়া সাল্লাম), রাসুলে আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্মৃতি বিজড়িত যেই স্থান, মহিমান্বিত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায়ের লক্ষ্যে তৈরী পৃথিবীর সর্বপ্রথম প্রার্থনার স্থান যেই কা'বা, সেই কা'বা-কে নিজ চোখে প্রথমবার দেখার অনুভুতি কেমন হতে পারে - এটা চিন্তা করলেই গায়ের পশম দাঁড়িয়ে যায় আমার ৷

আমার তাওফিক হয় নি এখনো হজ্জ্ব করার ৷ আল্লাহ পাকের ঘর কা'বা নিজ চোখে এখনো দেখতে পারি নি ৷ টিভিতে কিংবা কম্পিউটারে দেখে মন ভরে না ৷ তাই অনেকদিন ধরে বিচিত্র একটি 'কাজ' করে আসছি আমি!

সম্ভবত ২০০৬ এর দিকে 'গুগল আর্থ' নামের একটি এপ্লিকেশন এর নাম শুনলাম প্রথম ৷ প্রথম যেদিন ইনস্টল করলাম, সেইদিন-ই প্রেমে পড়ে গেলাম এর ৷ পৃথিবীর অষ্টম আশ্চর্যের সন্ধান পেলাম যেন আমি ৷ শুরু হলো আমার 'ভার্চুয়াল ভ্রমন'!

'গুগল আর্থ' আসার পর থেকে কয় লক্ষবার যে মক্কায় গিয়েছি- হিসেব নেই ৷ হারাম শরীফের 'থ্রি ডি ভিউ' আসার পরে ভার্চুয়াল ভ্রমণের সংখ্যা আরো বেড়েছে ৷ জাবাল-আন-নুর (হেরা পাহাড়), ইয়েমেনী কিংবা ইরাকি কর্নার, মাকাম-ই-ইব্রাহীম থেকে কাবা'র দিকে তাকাই, আমার রক্ত চলাচল বেড়ে যায় ৷ কম্পিউটারের মাউস টেনে টেনে নিজেকে হাজরে আসওয়াদ হাতিম কিংবা কাবা-র দরজার সামনে নিয়ে যাই, আমার বুকের ভেতর লক্ষ ওয়াটের বাতি জ্বলে উঠে ৷

মহিমান্বিত আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা - তিনি যেন আমাকে পবিত্র হজ্জ্ব পালনের তাওফিক দেন ৷ আমার নিয়ত যাতে আমি পূর্ণ করতে পারি ।

ফিদেলমা কিংবা লক্ষ-কোটি সৌভাগ্যবান মুসলমানদের মতো আমিও একদিন নিজ চোখে কা'বা দেখে ফুঁপিয়ে কাঁদতে চাই!

লিখেছেনঃ মরহুম জাভেদ কায়সার রহ.

14/08/2022

পরিচিত অনেকেই উমরা সফরে মাসজিদুন নববীর রিয়াজুল জান্নাতের নির্দিষ্ট জায়গায় নামাজ না পড়ে অন্য জায়গায় পড়েছেন৷ এর একটা কারণ হল মসজিদের ডেকোরেশনের পরিবর্তন৷ আগে সহজেই বোঝা যেত কোন অংশটা রিয়াযুল জান্নাত। এখন পুরো মসজিদে একইরকম কার্পেট হওয়ার কারণে বোঝার উপায় নেই৷ তবে যারা অধিক পুরাতন এবং অভিজ্ঞ তারা সাথে থাকলে সহজে চিনিয়ে দিতে পারেন।

এছাড়া রিয়াজুল জান্নাতে দুয়া করার গুরুত্বপূর্ণ আমলও সঠিকভাবে সম্পন্ন হয় না। পুরুষরা সহজেই করে নিতে পারেন, মূলত সমস্যায় পড়েন নারীরা। কারণ দেশ থেকে যারা টিম করে আসেন বিভিন্ন এজেন্সির সাথে, পুরুষদের মধ্যে এক্সপার্ট থাকলেও নারীদের জন্য আলাদাভাবে চিন্তা করা হয় না।

আমতা শুধুমাত্র নারীদের জন্য মদিনায় বিশেষ সার্ভিস ব্যবস্থার আয়োজন করেছে।

মদিনার স্থানীয়, বাঙ্গালী,যিয়ারাহতে অনেক অভিজ্ঞ এবং দক্ষ মেয়ে/মহিলা মেন্টর দিয়ে মাসজিদে নববীর আমলসমূহ এবং কেউ চাইলে তাদের মদিনার বিশেষ জায়গাগুলোয় নিয়ে যাওয়া, ইতিহাস বর্ণনা করা, ইত্যাদি সার্ভিস দিয়ে সহায়তা করবেন,ইন শা আল্লাহ।

যে-সব বোনেরা কিছুদিনের ভেতর উমরায় আসবেন, তারা পেইজে নক করবেন।বিস্তারিত জানানো হবে ইন শা আল্লাহ।

এত টাকা খরচ করে উমরায় আসা হচ্ছে বোনদের, সফরটা যেন পরিপূর্ণ কামিয়াব হয় সেই প্রচেষ্টাটাই আমাদের থাকবে ইন শা আল্লাহ।সবাই সবার পরিচিতদের জানাতে পারি।

জাযাকুমুল্লাহ খাইরান।

Address

Al-Madinah
Medina

Alerts

Be the first to know and let us send you an email when Taibakka Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Medina

Show All