Shifa Travels & tourism

Shifa Travels & tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shifa Travels & tourism, Travel Service, Aziziya, riyadh, Riyadh.

16/10/2024

রিয়াদ টু ঢাকা মাত্র ৫৪৫ রিয়াল
যেকোন এয়ারলাইন্সের টিকেট নিয়ে শিফা ট্টাভেল্স আছে আপনার সাথে।

বাংলাদেশের অকৃতিম বন্ধু।ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল।প্রিয়তম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদ...
22/09/2024

বাংলাদেশের অকৃতিম বন্ধু।ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল।প্রিয়তম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদি আরবের জাতীয় দিবসের শুভেচ্ছা সবাইকে।
আসুন দেশটির আইনের প্রতি শ্রদ্ধ্যাশীল থেকে কাজ করি।দেশের সম্মান বৃদ্ধি করি।

17/09/2024
সকল এয়ারলাইন্সের টিকেট,যে কোন দেশ থেকে উমরার ভিসা করতে পারেন আমাদের কাছ থেকে।রিয়াদ থেকে প্রতিদিন মক্কা-মদীনার উমরার বাস ...
15/09/2024

সকল এয়ারলাইন্সের টিকেট,যে কোন দেশ থেকে উমরার ভিসা করতে পারেন আমাদের কাছ থেকে।রিয়াদ থেকে প্রতিদিন মক্কা-মদীনার উমরার বাস পাবেন।

11/09/2024

অক্টোবরে উমরা করুন মাত্র একলক্ষ পনেরো হাজার টাকায়।
বিস্তারিত ইনবক্সে।

07/09/2024

বর্তমান পরিস্থিতি সৌদি প্রবাসীরা মন দিয়ে শুনুন।

🇧🇩টারমিনেট করার ৬০ দিন পর আর কিছুই করার থাকে না।
যা করার ৬০ দিনের মধ্যেই করতে হবে।

🇧🇩ফাইনাল এক্সিট বৈধভাবে কফিল ছাড়া কেউই কাটতে পারে না।

🇧🇩রোকসা আমেল খুরুজ নেহায়া অটোমেটিক উঠেনি এটা গুজব।

🇧🇩নতুন হুরুব কাটে না

🇧🇩হাউজ ড্রাইভার ইকামার মেয়াদ শেষ হলেও বৈধ হতে পারে না।কফিল ছাড়া।।

🇧🇩ধরা খেয়ে দেশে গেলে ৯০ ভাগ লোক সৌদিতে নতুন ভিসায় আসতে পারে না।

🇧🇩হুরুব নিয়ে দেশে গেলেও নতুন ভিসায় আসতে দেয় না।

🇧🇩ইকামার মেয়াদ না থাকলেও টার্মিনেট করা যায় যদি চুক্তি থাকে।

🇧🇩কফিল ছাড়া হাউজ ড্রাইভার পেশা পরিবর্তন করতে পারে না।

🇧🇩হাউজ ড্রাইভার আমেল মাঞ্জিল কফিল ছাড়া জেয়ারা ভিসা তুলতে পারে না।

🛑আপনি কি হুরুবের লোক,মাত্র ২/৩ দিনে এক্সিট লাগিয়ে দেশে যেতে চান?

🛑ইকামা এক্সপেয়ার এক্সিট নিয়ে দেশে যেতে চান
তথ্য পেতে যোগাযোগ করুন 0538464388

05/09/2024

আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসি ভাই এবং বোনেরা ভালো আছেন, আপনাদের ক্লান্তি দূর এবং মন সতেজ করতে, আপনাদের পাশে আছে, শিফা ট্রাভেল এন্ড ট্যুরিজম। সৌদি এয়ারলাইন্সের টিকেটের আপডেট।

📳 টিকেট এবং আমাদের সেবা সমূহ পেতে নিছে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

✅ ২ লাগেজ ১৬৩০ রিয়াল, ডিরেক্ট ফ্লাইট, ছুটি ২৫ দিন থেকে ১,২,৩,৫,৬,৭ মাস পর্যন্ত,সিট থাকা সাপেক্ষে।

✅ ২ লাগেজ সিঙ্গেল টিকেট ডিরেক্ট ফ্লাইট ৮৬০ রিয়াল।

✅ সিঙ্গেল টিকেট ট্রানজিট ফ্লাইট ৫৮০-৬৫০ রিয়াল।

📞 0531430480: 0537305850||

31/08/2024

শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা। যাদের কেনসেল ভিসার জড়িমানা আছে, তাদের সব জড়িমানা মাফ হয়ে যাবে, যারা দেশে যাবেন বিনা জেল জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন। চাইলে ভিসাও লাগাতে পারবেন।
সুযোগটি কাজে লাগাতে পারেন।

29/08/2024

রিয়াদ থেকে ঢাকা সৌদি এয়ারলাইন্স মাত্র ৪৮০ রিয়াল ভাবা যায়?

29/08/2024

সৌদি এয়ালাইন্স আবারো ৫০ ভাগ ডিসকাউন্ট দিয়েছে।
অফার সিট থাকা সাপেক্ষে পাবেন।
(অফার রিয়াদ থেকে)
✅১ লাগেজ ট্রানজিট ১২০০ রিয়াল,ছুটি ১,২,৩ মাস পর্যন্ত।
✅২ লাগেজ ট্রানজিট ১২৬০ রিয়াল,ছুটি ১,২,৩ মাস।
✅১ ব্যাগেজ ডাইরেক্ট ১৫০০ রিয়াল,ছুটি ১,২,৩ মাস।
✅২ ব্যাগেজ ডাইরেক্ট ১৫৮০ রিয়াল,ছুটি ১,২,৩ মাস

(শিফা ট্রাভেল্স, আজিজিয়া, রিয়াদ)
যোগাযোগ : 0531430480, 0537305850

27/08/2024

ডিসেম্বরে রিয়াদ,দাম্মাম,জেদ্দা থেকে যারা ছুটিতে যাবেন এখনই টিকেট করে রাখুন কম দামে।

আলহামদুলিল্লাহ্!সৌদি আরবে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশ ৩০ পারা প্রথম স্থান হাফেজ আনাস, ১৫ পারা ১ম স্থান হাফেজ মু...
21/08/2024

আলহামদুলিল্লাহ্!
সৌদি আরবে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশ ৩০ পারা প্রথম স্থান হাফেজ আনাস, ১৫ পারা ১ম স্থান হাফেজ মুয়াজ।
অভিনন্দন সোনার ছেলেদের।

21/08/2024

ভারত থেকে ঢুকছে পানি, বন্যায় তলিয়েছে ফেনী- কুমিল্লা অঞ্চল।
আল্লাহ্ পাক সহায় হোন।

17/08/2024

প্রবাসীদের বিমান টিকেট প্রাপ্তি সহজ করুন।

নতুন স্বাধীনতার প্রথম কয়েকদিন এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিবর্তন-ক্যান্সেলের কারনে অসংখ্য সৌদি প্রবাসী আটকা পড়েছেন দেশে।অনেকে ভিসার মেয়াদ হারিয়েছেন, এই সুযোগে বিমানের টিকেটের দাম এখন আকাশছোয়া। আমরা লক্ষ করছি দেশের যেকোন সংকটকালে মাফিয়াদের প্রথম টার্গেট হয় প্রবাসীরা।পাচ হাজার টাকার এয়ারপোর্টের প্রাইভেট গাড়ী ভাড়া নিয়েছে পয়ত্রিশ হাজার টাকা এমন অভিযোগও আছে।নতুন দায়িত্বপ্রাপ্ত প্রবাসীকল্যাণ উপদেষ্টা জনাব ড.আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষন করতে পারেন কেউ?

09/08/2024

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগড় প্রবাসের মহানায়কদের সমস্যাগুলো সমাধান করুন।

08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারে সম্ভাব্য উপদেষ্টা যারা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সম্ভাব্য উপদেষ্টাদের একটি তালিকা পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরা হলেন—

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রেজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নুরজাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুকী আযম

শুভ আরবী নববর্ষ
07/07/2024

শুভ আরবী নববর্ষ

24/05/2024

জুম্মা মোবারক
শিফা ট্রাভেল্স আজিজিয়া রিয়াদে আপনাকে স্বাগতম।

23/05/2024

শিফা ট্রাভেল্স আপনার বিশ্বস্ত সঙ্গী
সকল এয়ারলাইন্সের টিকেট নিন সুলভ মুল্যে

আগামী আগস্ট মাস থেকে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় প্রবাসী ও শ্রমজীবী বাংলাদেশিদের উন্নত যাত্রীসেবা দেওয়ার লক্ষ...
07/05/2024

আগামী আগস্ট মাস থেকে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় প্রবাসী ও শ্রমজীবী বাংলাদেশিদের উন্নত যাত্রীসেবা দেওয়ার লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু করতে যাচ্ছে। প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০সহ মোট ২৪ টি এয়ারক্রাফট রয়েছে।

ভ্রমণের সময় আপনার ছোট কিন্তু মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, গয়না, ঘড়ি, ক্যামেরা ইত্যাদি চেক ইন লাগেজে রাখবেন না।  নিজের স...
21/04/2024

ভ্রমণের সময় আপনার ছোট কিন্তু মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, গয়না, ঘড়ি, ক্যামেরা ইত্যাদি চেক ইন লাগেজে রাখবেন না। নিজের সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন।

কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।

১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হাত ব্যাগে করে সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।

আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।

দীর্ঘ একমাস পর শিফা ট্রাভেল্স এর চেয়ারম্যান জনাব মাওলানা উসমান গনী রাসেল ভাইকে তার প্রতিষ্ঠানে স্বাগতম জানাই আজ সকালে।
17/04/2024

দীর্ঘ একমাস পর শিফা ট্রাভেল্স এর চেয়ারম্যান জনাব মাওলানা উসমান গনী রাসেল ভাইকে তার প্রতিষ্ঠানে স্বাগতম জানাই আজ সকালে।

15/04/2024

দাম্মাম থেকে ঢাকা ডিরেক্ট ফ্লাইট,
চলছে বিশেষ অফার।
যোগাযোগ করুন
শিফা ট্রাভেল্স রিয়াদ।

15/04/2024

দাম্মাম থেকে ঢাকা ডিরেক্ট ফ্লাইট,
চলছে বিশেষ অফার।
যোগাযোগ করুন
শিফা ট্রাভেল্স রিয়াদ।

14/04/2024

দেশ-বিদেশ ভ্রমনে যেকোন এয়ারলাইন্সের টিকেট নিন শিফা ট্রাভেল্স থেকে।
আপনার প্রশান্তিদায়ক ভ্রমনে আপনাদের সাথে আছি সবসময় ইনশা আল্লাহ্ ।
মোবাইল 0538464388

Address

Aziziya, Riyadh
Riyadh
14513

Telephone

+966582561443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Travels & tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifa Travels & tourism:

Videos

Share

Category


Other Travel Services in Riyadh

Show All