Grameen Travels & Sundarban Cargo

Grameen Travels & Sundarban Cargo Alrajhi Building Shop No 18
Opposite AllaRakha Hotel
Batha,Riyadh, Saudi Arabia

27/01/2024

Alrajhi Building Shop No 18
Opposite AllaRakha Hotel
Batha,Riyadh, Saudi Arabia

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস | ( টাকার বিনিময়ে সাহায্য) -____________________________...
27/01/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস | ( টাকার বিনিময়ে সাহায্য) -

_____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।

আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।

বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।

বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।

তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।

_______________________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?
_______________________________________

___________________________________
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
___________________________________

১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ৫০০ টাকা

২. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১০০০ টাকা

৩. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে সম্মানিত যাত্রীকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১০০০ টাকা

৪. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে সম্মানিত রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জন প্রতি ১৫০০ টাকা

__________________________________________________
✈ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈
__________________________________________________

১. ইমিগ্রেশন থেকে সম্মানিত যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা.........................................................................................................

____________________________________________________
নোট:
_________________________________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়।

২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_________________________________________________

ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে https://wa.me/message/IL5JDJBMOWTMM1 এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি Whats app এ যোগাযোগ করতে পারবেন।

12/12/2022
23/10/2022

প্রেস রিলিজ
তারিখ: ২৩শে অক্টোবর, ২০২২ খ্রি.
সিলেট থেকে জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। আগামীকাল ২৪শে অক্টোবর সোমবার বিমানের ফ্লাইট বিজি২৩৫ ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল ০৪:৫০টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল ০৫:৩০টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ০৬:৩০টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০:১০টায়। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত ১২:১০টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ০৯:৪৫টায়, এরপর সিলেট থেকে সকাল ১০:৪৫টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:২৫টায়।

সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

এখানে সকল এয়ারলাইন্স এর টিকেট পাওয়া যায় ও সমগ্র বাংলাদেশে বিমান ও সিপের মাধ্যমে কার্গো করা হয়। বিমানের মাল ১৫ থেকে ২০ দি...
15/08/2022

এখানে সকল এয়ারলাইন্স এর টিকেট পাওয়া যায় ও সমগ্র বাংলাদেশে বিমান ও সিপের মাধ্যমে কার্গো করা হয়।

বিমানের মাল ১৫ থেকে ২০ দিনের মধ্যে ডেলিভারি দাওয়া হয় এবং সিপের মাল ২ মাস থেকে ৩ মাস এর মধ্যে বাংলাদেশর যেকোনো জায়গায় ডেলভারি দাওয়া হয়।

গ্রামীণ ট্রাভেলস এন্ড সুন্দরবন কার্গো
রিয়াদ বাতা মার্কেট..
আলরাজি বিল্ডিং
দোকান নং : ১৮

যোগাযোগ: +966507765787 imo+WhatsApp

প্রেস রিলিজতারিখ: ০২ আগস্ট ২০২২ খ্রি.অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন শুরু। সম্মানিত যাত্র...
02/08/2022

প্রেস রিলিজ
তারিখ: ০২ আগস্ট ২০২২ খ্রি.
অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন শুরু।

সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ০১ আগস্ট ২০২২ তারিখ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে সম্মানিত যাত্রীবৃন্দ নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন এবং ডিজিটাল বোর্ডিং পাশ/কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে। উল্লেখ্য, বিমান গত ০১ জুন ২০২২ তারিখে প্রথম অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে।

বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘন্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ/কার্ড বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

The National Flag Carrier of Bangladesh.

বাংলাদেশ আসার পর  লাগেজ বেল্টে গিয়ে দেখেন আপনার লাগেজ আসেনি, তাহলে দ্রুত বিমানবন্দরের  ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ গিয়ে ...
20/07/2022

বাংলাদেশ আসার পর লাগেজ বেল্টে গিয়ে দেখেন আপনার লাগেজ আসেনি, তাহলে দ্রুত বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগ গিয়ে অভিযোগ দিন। হারানোর লাগেজের বিষয়ে ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করতে হয়। অভিযোগ করার পর লিখিত পিআইআর কপি বুঝে নিবেন। ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ খুজে পেতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সহায়তা নিন।

পিআইআর করার ২১ দিনের মধ্যে লাগেজ না দিতে পারলে এয়ারলাইন্সগুলো যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। ফলে আপনি যদি পিআইআর না করে বিমানবন্দর থেকে চলে আসেন, আপনি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন।

এয়ারলাইন আপনাকে ২ দিনের মধ্যে লাগেজ বাড়িতে পৌছে দেয়ার কথা বলে নানা ভাবে পিআইআর করতে বাঁধা দেবে। কিন্তু আপনি পিআইআর করা ছাড়া কোন অবস্থায় বিমানবন্দর ত্যাগ করবেন না।

বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কিংবা এয়ালাইন যদি প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করতে না চায় বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টের অভিযোগ জানান। মনে রাখবেন,পিআইআর করা ছাড়া বিমানবন্দর থেকে চলে আসলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বর্তমানে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, ইতিহাদ, ফ্লাই দুবাই, মালয়েশিয়ান এয়ারলাইন, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজের যাত্রীরা সব চেয়ে বেশি লাগেজ নিয়ে ভোগান্তিতে পড়ছেন। যাত্রীর সঙ্গে একই ফ্লাইটে লাগেজে আনছে না। এভিয়েশন খাতের পরিভাষায় এটাকে বলা হয় “লাগেজ লেফ্‌ট-বিহাইন্ড” ।

বাংলা এভিয়েশনের পরামর্শ, আপনি যে এয়ারলাইনের যাত্রী হন না কেনো, হারানোর লাগেজের বিষয়ে ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (পিআইআর) করে তারপর বিমানবন্দর ত্যাগ করুন।

অন্য প্রবাসীদের এ বিষয়ে সচেতন করতে পোষ্টটি শেয়ার করুন।

16/07/2022

যেকোনো দেশের যাওয়া ও আসার বিমানের টিকেট পাওয়া যায়
এবং বাংলাদেশে মালামাল বিমান ও জাহাজের সুন্দরবন কার্গো মাধ্যমে অল্প সময়ের মধ্যে পৌছে দেই আমরা

04/05/2022
বিদেশগামী ও প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর।বিদেশে যাত্রার সময় অথবা বিদেশ থেকে দেশে আসার পর  যদি আপনার ঢাকায় থাকার প্রয়োজন...
21/03/2022

বিদেশগামী ও প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর।

বিদেশে যাত্রার সময় অথবা বিদেশ থেকে দেশে আসার পর যদি আপনার ঢাকায় থাকার প্রয়োজন হয় তাহলে স্বল্প খরচে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে থাকতে পারবেন। সেন্টারটি আজ উদ্বোধন করা হয়েছে। বেশ সুন্দর মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার ব‍‍্যাবস্থা আছে। সার্বক্ষনিক বিদ্যুৎ ও ফ্রী ওয়াই-ফাই ব্যাবস্তা আছে | প্রতিরাত অবস্থানের জন্য আপনাকে ২০০ টাকা গুনতে হবে। অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ পত্রাদি থাকতে হবে যেমন পাসপোর্ট এয়ার টিকেট ইত্যাদি, সেন্টার থেকে এয়ারপোর্টে যাওয়ার পরিবহন ব্যবস্থা রয়েছে।

16/01/2022
16/01/2022
16/01/2022

Address

Riyadh

Opening Hours

Monday 10am - 11:30pm
Tuesday 10am - 11:30pm
Wednesday 10am - 11:30pm
Thursday 10am - 11:30pm
Friday 12:30pm - 11:59pm
Saturday 10am - 11:30pm
Sunday 10am - 11:30pm

Telephone

+966507765787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Travels & Sundarban Cargo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grameen Travels & Sundarban Cargo:

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Riyadh

Show All