Binimoy Travel & Tourism

Binimoy Travel & Tourism All Airlines Ticket & Cargo Are Available Here.
(1)

13/09/2023
01/02/2023

** হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
** এজন্য জন্য ২ মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে।
** ২ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত এ সময়ে রানওয়ে বন্ধ থাকবে।
** এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

21/09/2022
12/08/2022

Baby born in mid-air on flynas during flight from Jeddah to Cairo

প্রেস রিলেজঃ- আচ্ছালামুয়ালাইকুম এই মুহুর্তে সকল সৌদি আরব বসরত সকল প্রাপ্ত বয়স্ক নাগরিক জন্য   বাধ্যতামূলক করা হয়েছে।।।সম...
20/12/2021

প্রেস রিলেজঃ-
আচ্ছালামুয়ালাইকুম
এই মুহুর্তে সকল সৌদি আরব বসরত সকল প্রাপ্ত বয়স্ক নাগরিক জন্য বাধ্যতামূলক করা হয়েছে।।।
সম্মানিত সৌদি প্রবাসী ভাইদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহারা সাম্প্রতিক সময় দেশে যেতে ইচ্ছুক।।
Apps মাধ্যমে অবশ্যই গ্রহন করে নিবেন।

(কপি পোষ্ট)

 োজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এন...
29/09/2021

োজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে

সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছেন। যেখানে (নির্দেশিকা এডিশন নং -১৮) তারা জানিয়েছেন সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাওয়াক্কালনায় ইমিউন বাই ওয়ান ডোজ লেখা থাকলেও তাদেরকে ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে।

নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় মুকীমদের ক্ষেত্রে সৌদিতে (এস্ট্রেজেনেকা, মডার্ণা, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দিবেনা। ফলে এক ডোজ গ্রহনকারীদেরকে এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দর থেকে ফেরত দিচ্ছে এবং সামনেও দিবে।

সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সেবিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশে গৃহীত টিকার সার্টিফিকেট ও সৌদিতে গৃহীত সার্টিফিকেট আপলোড করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিংকে (https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration ) গিয়ে আবেদন করে এপ্রুভাল পেয়ে মুকিম পোর্টালে নিবন্ধনের চেষ্টা করে দেখতে পারেন।

উল্লেখ্য ইতোপূর্বে একডোজ টিকা নিয়ে ইমিউন হলে কোয়ারেন্টিন ছাড়াই আসতে পারতেন। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দূর্ভোগে পরবেন। এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষের দিকে হলে কোন দিক না তাকিয়ে কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করে চলে আসাই ভালো মনে করছি।

এখানে আরো উল্লেখ্য যে সৌদিআরব তার অভ্যন্তরেও টিকার ফুল ডোজ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে চেষ্টা করছে। ফলে কোয়ারেন্টিন নীতিমালার এই পরিবর্তনও তাদের রাষ্ট্রীয় সার্বিক পলিসিরই অংশ।

البوابة الخارجية للتطعيمات - تقديم طلب لإعتماد اللقاح داخل المملكة

19/09/2021
27/08/2021
24/04/2021

প্রবাসীদের জন্য একটু স্বস্থির নিশ্বাস

বিদেশ থেকে দেশে আসলে এখন থেকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তার বদলে ৫ দিন করা হয়েছে। ফলে এখন বাধ্যতামূলক কোয়ারেন্টিন ৫ দিন।
*** তবে যাদের যাদের করোনার দুটি ভ্যাকসিন নেওয়া আছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে না। তারা বাড়িয়ে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। স্থানীয় প্রশাসন তা নিশ্চিত করবে।
*** যাদের করোনার ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, কিন্তু ২য় ডোজ নেননি এবং তাদের করোনা নেগেটিভ সার্টিফিকটে থাকলে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাদের দেশে আসার পর আবার করোনা টেষ্ট করা হবে। তাতে নেগেটিভ রিপোর্ট আসলে বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন।

Address

7444 محمد الازرقي، Ad Dirah, Riyadh 12633 3402
Riyadh
126337444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binimoy Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Riyadh

Show All