Singapore Entertainment

Singapore Entertainment Mohammad Azim Bhuiyan

27/01/2024

তুরস্কের এক ভাই এর মুখে বাংলা কথা

বিদেশি মানুষের মুখে বাংলা কথা.
23/01/2024

বিদেশি মানুষের মুখে বাংলা কথা.

14/09/2023

Singapore Mariana Bay
Singapore Entertainment

30/08/2023

মুক্তির পথ ও পাথেয়

হাদীসের গল্প
বদলে ফেলো চৌকাঠ
বদলে ফেলো চৌকাঠ
ইসমাঈল (আ.)ছিলেন ইব্রাহিম (আ)-এর ছেলে এবং আল্লাহর একজন মনোনীত বান্দাহ (নবী)। আল্লাহর ইচ্চায় ইব্রাহিম (আ) ইসমাঈল (আ) ও তার মা হাজেরাকে তৎকালিন জনবিহীন প্রান্তরে মক্কার হারামের কাছে রেখে আসেন। প্রসঙ্গক্রমে সেখানে জুরহাম গোত্রের বসবাস শুরু হলে জনবহুল হয়। ইসমাঈল (আ) ধীরে ধীরে বড় হতে লাগলেন। ইসমাঈল আ. (জুরহাম গোত্রে) বিয়ে করার কিছুদিনপর তার মা হাজেরা মারা যান।

একদিন ইসমাঈল (আ)-এর গৃহে একজন বৃদ্ধ আগন্তুক এসে ইসমাঈল (আ)-এর খোজ নেন। তার স্ত্রী তাকে জানাল, ইসমাঈল (আ) জীবিকার খোজে বের হয়েছেন। বৃদ্ধ তাদের সংসারের অবস্থা জানতে চাইলে ইসমাঈল (আ)-এর স্ত্রী তাকে জানায়, সংসার খুব কষ্টে চলছে, অভাব তাদের নিত্য সঙ্গী। ( স্ত্রী হয়ত এই বৃদ্ধকে উটকো ঝামেলা মনে করে আরো বাড়িয়ে বলতে লাগল)-দিন খুব দুঃখের মাঝে চলছে। বৃদ্ধলোকটি বলল: আমি চলে যাচ্ছি,ইসমাঈল আসলে তাকে আমার কথা বলবে, আর বলবে সে যেন তার ঘরের চৌকাঠ বদলে ফেলে।
ইসমাঈল (আ) ঘরে এসে বুঝতে পারলেন কেউ এসছিল। তিনি জানতে চাইলেন কেউ এসেছিল কীনা। স্ত্রী বললেন, একজন বৃদ্ধ এসেছিল । ইসমাঈল (আ) বললেন, তিনি কী বললেন?
: তিনি আমাদের সংসারের অবস্থা জানতে চাইলেন
: তুমি কী বললে?
: অভাবের কথা বললাম। সংসার খুব টানাটানিতে যাচ্ছে।
: তিনি কিছু বলে গেছেন কি?
: তিনি বলে গেছেন, আমি যেন আপনাকে তার কথা বলি, আর তিনি আপনাকে ঘরের চৌকাঠ পাল্টাতে বললেন।
ইসমাঈল (আ) বললেন: দেখ, তিনি আমাকে বলে গেছেন যেন আমি তোমাকে ত্যাগ করি। তাই তুমি তোমার নিকটজনের কাছে চলে যাও।

ইসমাঈল (আ) তাকে তালাক দিয়ে ঐ গোত্রেরই আরেক মেয়েকে বিয়ে করেন। এর কিছুদিন আবারো ঐ বৃদ্ধের আগমন ঘটে ইসমাঈল (আ)-এর ঘরে। তখন তিনি বাইরে ছিলেন। বৃদ্ধ ইসমাঈল (আ)-এর কথা বললে, স্ত্রী জানায় তিনি জীবিকার জন্য বাইরে গেছেন। বৃদ্ধ তাদের সংসারের অবস্থা জানতে চাইলে স্ত্রী জানাল: আল্লাহর রহমতে আমরা ভালই আছি, সংসার ভাল চলছে। বৃদ্ধ বলল: আমি চলে যাচ্চি, সে ঘরে আসলে তাকে আমার কথা বলবে, আর তাকে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ না পাল্টায়।
ইসমাঈল (আ) ঘরে এসে কিছু একটা বুঝতে পেরে জানতে চাইলেন ঘরে কেউ এসেছিল কীনা? ইসমাঈল (আ)-এর স্ত্রী জানালেন, একজন বৃদ্ধ এসেছিলেন। তিনি আমাদের সংসারের অবস্থা জানতে চাইলেন, আমি বললাম: আমরা ভাল আছি।
ইসমাঈল (আ) বললেন: তিনি কিছু বলে গেছেন কী?
: তিনি আপনার কাছে তার কথা বলতে বলেছেন; আর বলেছেন আপনি যেন ঘরের চৌকাঠ না পাল্টান।
ইসমাঈল (আ) বললেন: ঐ বৃদ্ধলোকটি ছিলেন আমার বাবা ইব্রাহীম (আ)। আর তিনি আমাকে বলে গেছেন আমি যেন তোমাকে ত্যাগ না করি।

23/08/2023
04/08/2023

Singapore Changi airport terminal 3

24/07/2023
18/07/2023

12/07/2023

I gained 214 followers, created 23 posts and received 74 reactions from April to July! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

10/07/2023

07/07/2023

Follow for following

06/07/2023

# Turtle
Singapore Botanical garden

২০২৩ সালের জরিপ
30/06/2023

২০২৩ সালের জরিপ

17/06/2023

সিংগাপুর এ হুমাইরা❣️

03/06/2023

মালয়েশিয়া শিশু পার্ক।

24/05/2023

পন্ডিত জওহরলাল নেহেরুর প্রেমিকা ছিলেন পদ্মজা নাইডু। জওহরলাল তার সাথে লিভ টুগেদার করতেন। পদ্মজা ভেবেছিলেন কমলার মৃত্যুর পর জওহরলাল তাকে বিয়ে করবেন কিন্তু তার আশায় গুঁড়েবালি। এক সময় তাঁর বিয়ের বয়স শেষ হয়ে যায়। সে না পায় সংসার, না পায় সন্তান । জওহরলাল যদি কোনো সাধারণ ব্যক্তি হতেন তাহলে না হয় পদ্মজা 'বিয়ের প্রলোভনে ধর্ষণ' এর মামলা করতে পারতেন। কিন্তু তাঁর মতো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের মামলা শুধু অসম্ভব নয়, অকল্পনীয়ও বটে।

মানুষের ভালোবাসায় প্রত্যাখ্যাত পদ্মজা একসময় কুকুর, বিড়াল পুষতে শুরু করেন। পদ্মজা যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে কলকাতার রাজভবনে আসেন, তখন তার সাথে এসেছিল একটি বিড়াল ও চারটি এলসেশিয়ান কুকুর। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল মার্কো। কলকাতার রাজভবনে মার্কো যেদিন মারা যায়, সেদিন পুরো রাজভবনে নেমে এসেছিল বিষাদের ছায়া। কার্পেটের টুকরো কেটে, সদ্য কেনা তুলো বিছিয়ে খাটিয়ায় কাঁধে চড়িয়ে মার্কোকে রাজভবনের দক্ষিণ পশ্চিম কোণে ছায়া ঘেরা ছোট পুকুর পাড়ে শ্ৰীমতী পদ্মজা নাইডুর সম্মুখে তার অশ্রুসজল চাপা কান্নার মধ্যে সমাধিস্থ করা হয়। সে এক এলাহী কান্ড!

রাজভবনের প্রায় সকল কর্মচারীর চোখেই সেদিন জল। ঘন ঘন টেলিফোনও এলো রাজভবনের টেলিফোনে। পদ্মজার শোক ভোলানোর জন্যে কলকাতার হোমরা চোমরা ব্যক্তিরা ছুটে এলেন সান্ত্বনা দিতে। মার্কোর মৃত্যু শোকে তৎকালীন সেক্রেটারীর আদেশে কলকাতার রাজভবনের কর্মচারীদের আধাবেলা ছুটি হয়ে যায়। পদ্মজা কবিতা লিখতেন। মার্কোর সমাধির শ্বেত পাথরের ওপর পদ্মজার নিজের লেখা কবিতা খোদাই করা হয়।

১৯৬১ সালের ৭ জুন পদ্মজা দুই মাসের জন্য বিলেত বেড়াতে যান। সে সময় হঠাৎই তার আরেকটি কুকুর মারা যায়। মনিবহীন সেই মৃত কুকুরটিকে লেজে দড়ি বেঁধে রাজভবনের মাঠ দিয়ে টেনে মার্কোর পাশে সমাধিস্থ করা হয়। তার মৃতদেহ কেউ খাটিয়ায় বহন করেনি, কেউ সামান্যতম শোক প্রকাশও করেনি। রাজ্যপাল পদ্মজা নেই, কে তার কুকুরকে সম্মান দেখাবে! কে পদ্মজাকে দেখিয়ে দেখিয়ে কেঁদে কেঁদে বলবে- ম্যাডাম, মার্কো ইজ গোয়িং, মার্কো ইজ নো মোর। কে কুকুরের শব কাঁধে বইবে?

ছোট্ট এই একটিমাত্র ঘটনা প্রমাণ করে ক্ষমতা থাকলে অনেক চাটুকার কুকুরেরও পা চাটে, অনেকেই সামনে কষ্ট পাওয়ার নিখুঁত অভিনয় করে। ক্ষমতা বা অবস্থানে থেকে কখনো প্রকৃত উপকারী চেনা যায় না। প্রকৃত বন্ধু চিনতে হয় অক্ষমতা ও আড়ালে থেকে।

-সংগৃহীত

17/05/2023

Marina garden

17/05/2023

Singapore

12/05/2023

Singapore Changi airport
Jewel. সিংগাপুর এয়ারপোর্টে

06/05/2023

Singapore Mariana water dance show
সিংগাপুর ওয়াটার ডান্স

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Singapore Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singapore Entertainment:

Videos

Share


Other Tourist Information Centers in Singapore

Show All