01/30/2025
যারা USA তে B1/B2 বা অন্য Non-Immigrant ভিসায় সীমিত সময়ের জন্যে আছেন এবং ভ্রমনের মেয়াদ বাড়াতে চান বা সিম্পলি F1 ভিসায় কনভার্ট হতে চান আজকের পোস্টটি তাদের জন্য।
ভ্রমণকাল বাড়ানো:👇
👉আপনার কারনসহ USCIS এ আবেদন ফি আর বায়োমেট্রিক ফি জমা দিয়ে ভ্রমণকাল বাড়ানোর আবেদন করতে পারেন।
B1/B2 থেকে F1:👇
👉শিক্ষা-প্রতিষ্ঠানে এপ্লাই করে i-20 ম্যানেজ করতে হবে। আর এর পরের কাজ মূলত দুইভাবে করা যায়।👇
১. এপ্লাই F1 ভিসা ফ্রম আউটসাইড:-
এই পদ্ধতিটা সবচেয়ে সহজ আর দ্রুত।মেক্সিকোতে US ভিসাদারিদের নরমালি ভিসা প্রয়োজন হয়না। এবং সেখানে অনেকগুলা কনস্যুলেট আছে যেখানে সহজেই এপয়েনমেন্ট নিয়ে এপ্লাই করতে পারবেন F1 স্টিকার এর জন্য।
২.ভিসা কনভার্সন:-
আপনার i-20 এবং উপযুক্ত কারনসহ ফী জমা দিয়ে USCIS এর কাছে এপ্লাই করতে হবে। কিন্তু এই প্রসেসটা কিছুটা সময় সাপেক্ষ প্রথম পদ্ধতির চেয়ে।
আপনাদের ভিসা সংক্রান্ত এরকম কাজের জন্য আগ্রহী হলে কল, মেসেজ অথবা ওয়াটসঅ্যাপ এ নক করুন আমাদের সাথে স্ক্রীন এ দেওয়া নাম্বারে। Visa Hero সবসময় আছে আপনাদের পাশে একটি আস্থার জায়গা হিসেবে। এবং Canada, USA, Uk, Australia, China ও Schengen সহ অন্যান্য যে কোনও দেশের টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা সর্ম্পকে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
ধন্যবাদ সবাইকে😊