03/07/2024
মেঘালয় গিয়ে আপনি কোন কোন প্লেস গুলা ভ্রমণ করবেন
তা ঠিক করতে পারছেন না তাহলে এই পোস্টটি আপনার জন্য - শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইন্সে আপনার মেঘালয় ভ্রমণের সহযোগী হবে এই পোস্ট
উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মত সুন্দর গ্রাম; সব কিছু মিলে প্রকৃতির অনাবিল এক সৌন্দর্য মেঘালয়।
বাংলাদেশ থেকে কম খরচে ও সহজেই মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি ও ডাওকির দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে ভ্রমণপ্রেমীদের কাছে এই অঞ্চলের খুব কদর।
➡️মেঘালয় যেনো এক স্বর্গরাজ্য
ভ্রমণ একজন মানুষকে বাঁচিয়ে রাখে। তবে কর্মব্যস্ত জীবনে ভ্রমণ করার সময় কোথায়! তাই বলে কি ভ্রমণ পিপাসু মানুষগুলো থমকে যায়! ভ্রমণ প্রিয় মানুষগুলো অপেক্ষায় থাকে ছুটির। কিছু সময়ের জন্য হলেও কর্মব্যস্ত জীবনকে বিদায় জানিয়ে ছুটে চলে পাহাড়, সমুদ্র কিংবা ঝর্ণায়। তাই তো ছুটির দিনগুলোতে বা দীর্ঘ সময়ের জন্য কোনো ছুটি পেলে ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে প্রথমেই প্রাধান্য পায় কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। কেউ বা বাছাই করে নেয় পাহাড়-পর্বত। আবার কেউবা বাছাই করে নেয় সমুদ্র-সৈকত। তবে লম্বা ছুটি পেলে এবং পাহাড়-পর্বত, সাগর, মেঘ সব কিছুর অনুভূতি একসাথে নিতে চাইলে যেতে পারেন প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ে। যেখানে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই একটু লম্বা সময়ে পেলে ঘুরতে যাচ্ছে।
মেঘালয় যেখানে পাহাড় ছুয়ে যায় আকাশকে, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, মেঘেরা বিচরণ কিরে আকাশজুড়ে। এসব কিছুর সংমিশ্রণ যেনো এক স্বর্গ রাজ্য। তবে মেঘালয়ের সেরা জায়গা কোনটি বা কোথায় গেলে দেখতে পারবেন প্রকৃতির সেই অনাবিল অপরুপ দৃশ্য! এ নিয়েই আজকে ভ্রমণ আয়োজন।
মেঘালয় রাজ্যের আকর্ষণীয় দুইটি শহর রয়েছে। যার মধ্যে শিলং ও চেরাপুঞ্জি অন্যতম। আর বাংলাদেশ থেকে আসা ভ্রমণ পিপাসুরা সব থেকে বেশি এই স্থানগুলোতেই ঘুরতে আসেন এবং পছন্দও করেন। এই স্থানগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। যেমন-
➡️মাওলিনং গ্রাম
শিলংয়ের মাওলিনং গ্রাম। মেঘালয়ের আকর্ষনের জায়গায় শিলং আর শিলংয়ের আকর্ষণ এই মাওলিনং গ্রাম। শিলংয়ের মূল শহর থেকে ৯০ কি.মি দূরে এই গ্রামের অবস্থান।
মাওলিনং গ্রামের পাহাড়ে আর এখানকার ঐতিহ্য বাড়িঘর গুলির মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সৌন্দর্য। তবে এই গ্রামের মূল আকর্ষণ মাওলিনং ঝর্ণা। ঝর্নার আশেপাশে ঘিরে রয়েছে বাহারি রঙের অর্কিড আর নানা লতাপাতার সমাহার। যা একজন ভ্রমণ পিপাসুকে দেবে পূর্ণ তৃপ্তি। এই গ্রামে ঝর্নার পাশাপাশি রয়েছে ৮৫ মিটার উঁচু হাই-স্কাই ওয়াচ যেখান থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলের পুরো সমতল দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে জীবন্ত শেকড়ের ব্রীজ যা এখানকার ভ্রমণাকর্ষণ গুলোর মধ্যে অন্যতম।
➡️লাইট লুম গ্যান্ড ক্যানিয়ন গিরিখাত
যারা ট্রেকিং করতে পছন্দ করেন বা মেঘালয়ে গিয়ে ট্রেকের খোজ করেন তাদের জন্য রয়েছে শিলংয়ের লাই লাতলুম গিরিখাত। চার থেকে পাঁচ ঘণ্টার এই ট্রেকে আপনি পৌঁছে যাবেন এমন এক স্বর্গীয় জায়গায় যেখান থেকে মেঘালয়ের পুরো দৃশ্যটা চোখের দৃষ্টিতে ধরা পড়বে। এই গিরিখাতে পৌছাতে চার-পাঁচ ঘণ্টার ট্রেক করা খুবই কষ্টসাধ্য। তবে একবার পৌঁছে গেলে চারদিকের অপরূপতা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।
এইদিকে ভারতে সব থেকে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে। এখানে দেখার মত অনেক কিছুই আছে। তবে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হলো ডাবল ডেকার জীবন্ত শেকড়।
➡️ডাবল ডেকার জীবন্ত শেকড়
প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশাল এই শেকড়। রূপ নিয়েছে প্রকাণ্ড সেতুতে, তাও আবার উপরে এবং নিচে মোট সেতু সংখ্যা দুটি।
এখানে আপনাকে পার হতে হবে মাসে আচ্ছাদিত পিচ্ছিল ২,০০০ সিঁড়ি যা পার হতে ভালো ভালো ট্রেকারদেরও লাঠির প্রয়োজন হয়। এই ২০০০ সিঁড়ি পার হয়ে এখানে পৌছাতে প্রয়োজন সাহসের। সাহস করে একবার এই লম্বা দুর্গম পথ পার করতে পারলেই দেখা মিলবে এই স্বর্গ রাজ্যের।
➡️দ্য এলিফেন্ট ফলস
প্রচুর ভ্রমণ আকর্ষণের মধ্যে এখানে লুকিয়ে আছে এলিফ্যান্ট ফলসের মতো আরো অনেক আকর্ষণ। এই জলপ্রপাতের কালো পাথরগুলো মিলিত হয়ে এক ঐরাবত আকৃতির সৃষ্টি করেছিল, সেই থেকে এর নাম দ্য এলিফ্যান্ট ফলস। যদিও দূর্ভাগ্যবশত মেঘালয়ের এক ভূমিকম্পে সেই আকৃতি আর এখন নেই, তারপরেও এই জলপ্রপাতের সৌন্দর্য একদমই কমেনি । তিন ধাপে গঠিত এই জলপ্রপাতের প্রতি ধাপেই খেলা করে অজস্র জলরাশি।
এছাড়াও আরও বেশকিছু ভ্রমণ স্থান রয়েছে যার মধ্যে মেঘালয়ের জোয়াইয়ের লালং পার্ক, ডন বস্কো সেন্টার অফ ইনডিজেনাস কালচার, উমিয়াম লেকের মত কিছু জায়গা।
সবশেষে ভ্রমণ পিপাসুদের কিছু কথা জানা অবশ্যই প্রয়োজন। সেটা হলো ভ্রমণে যাওয়ার আগে একটা ব্যাকপ্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিন।
*️⃣*️⃣*️⃣মেঘালয় গিয়ে কোন কোন ঝর্ণা গুলো দেখবেন নিম্মে লিস্ট আকারে দেয়া হলো
✅ উমক্রেম রিভার
✅ উমক্রেম ফলস্
✅ বোরহিল ফলস্
✅ মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম)
✅ লিভিং রোড ব্রিজ
✅ নরয়িয়েট ভিউ পয়েন্ট
✅ মাউজিজং ভিউ পয়েন্ট সেভেন সিস্টার্স ফলস্
✅ মৌসুমাই কেভ
✅ চেরাপুঞ্জি ইকোপার্ক
✅ লাইটলুমনরেম ফলস্
✅ নোহকালিকায় ফলস্
✅ ওয়াকাবা ফলস্
✅ মউডক ভিউ পয়েন্ট
✅ শিলং সিটি ভিউ পয়েন্ট
✅ উইসডাং ফলস্
✅ কিনরেম ফলস
✅ ডেন্থেইল ফলস্
✅ প্রুট ফলস
✅ জোয়াই ভ্যালি
✅ ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ
✅ নাম না জানা দ্যা গ্র্যান্ড ক্যানিয়ন
✅ ফি ফি ফলস্
✅ ক্রাংসুরি ওয়াটার ফলস
✅ সোনাংপেডাং
➡️পাহাড়, পর্বত, সমুদ্র যেখানেই ভ্রমণে যান সেখানে সতর্কতা অবলম্বনে ভ্রমণ করুন।