Alvi holiday's & air ticket

  • Home
  • Alvi holiday's & air ticket

Alvi holiday's & air ticket Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alvi holiday's & air ticket, Travel Agency, .
(1)

Alvi Holidays is an IATA Accredited & Bangladesh Civil Aviation Authority (CAAB) authorized travel management agency providing international & domestic travel products & services to 100+ destinations with 500+ airlines, 900,000+ hotels & 200+tour package

15/04/2022

মালয়েশিয়া যেতে হলে জানতে হবে, মানতে হবে🔰
যারা এখন মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য যে নিয়ম তা সঠিক ভাবে পুরন করতে পারছেন না?
মালয়েশিয়া সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু নিয়ম দিয়ে দিয়েছে যা মালয়েশিয়া যাওয়ার আগে আপনার নিজের পূরন করা আবশ্যক। তা না হলে কেউ মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। তাই এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার না হতে চাইলে ভ্রমনের পূর্বে এই নিয়মগুলো পূরন করে নিশ্চিন্তে ভ্রমন করুন। মালয়েশিয়া ভিসা জমা দেয়ার পূর্বে এবং ভিসা পাওয়ার পর আপনাকে যা করতে হবে।

১। Mysejahtera App একটিভেট করতে হবে।
২। pre Departure form ফিল আপ করতে হবে।
৩। ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট মালয়েশিয়া ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে হবে। (মিনিমাম ২ দিন আগে ভেরিফাই করতে হবে তা না হলে Mysejahtera অ্যাপ্লিকেশান এ আপডেট হবে না )।
৪। ভ্রমনের ৪৮ ঘন্টা আগে RT-PCR টেস্ট করতে হবে।
৫। ওখানে যাওয়ার পর ২৪ ঘণ্টার ভিতর RT-Ag টেস্ট করতে হবে।

💥থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ--------------------------------------১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে ...
13/04/2022

💥থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
--------------------------------------
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম এক লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী/ সার্টিফিকেট ।
৩। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে ।
৪। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি।
৫। ছবি ২ কপি ৩৫x৪৫ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
৬। সাথে স্পাউস থাকলে তার, পাসপোর্ট, ছবি, ন্যাশনাল আইডি কার্ডের কপি, ম্যারিজ সার্টিফিকেট।
৭। সাথে বাচ্চা থাকলে তাদের পাসপোর্ট, ছবি, জন্ম সনদ ও স্কুলের আইডি কার্ড কপি।
-------------------------------------------------
• ভিসা প্রসেসিং সময়ঃ ৭ থেকে ১০ দিন।
বিস্তারিত জানতে::
+8801613625114

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন  দেশে আসার পর বিমানবন...
10/04/2022

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।

*** যাত্রীদের দেশে আসার আহগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ** http://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।

*** বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

*
*
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

09/04/2022


অবশেষে ভারত ভ্রমণে বুস্টার ডোজ করোনা টিকা নিয়ম বাতিল করা হয়েছে। ২ ডোজ টিকা দেওয়া থাকলেই আপনি ভারত ভ্রমণ করতে পারবেন।

10/03/2022

বাংলাদেশে থেকে স্পেনে যেতে হলে কিছু বিধি নিষেধ মানতে হবে। স্পেন সরকারের নিয়ম অনুযায়ী, ট্রাভেল হেলথ ফর্ম ফিলাপ করতে হবে। বাংলাদেশ বর্তমানে স্পেনের রিস্ক কান্ট্রি তালিকায় আছে, সেজন্য ট্রাভেল হেলথ ফর্ম, ভ্যাক্সিন সার্টিফিকেটের পাশাপাশি করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসলেই যেতে পারবেন।

তবে এক্ষেত্রে এয়ারলাইন্সের শর্তই চূড়ান্ত বলে ধরে নিতে হবে। আপনি যে এয়ারলাইনের যাত্রী, তাদের সাথে যোগাযোগ করুন, তারা যদি আপনাকে নিশ্চিত করে তাহলেই আপনি করোনা পরীক্ষা ছাড়া যেতে পারবেন।

ভ্যাকসিন নিলে বাংলাদেশে  আসতে করোনা পরীক্ষা লাগবে নাকরোনা ভাইরাসের জন্য টিকা নিলে  বাংলাদেশে প্রবেশে করতে  করোনার পরীক্ষ...
09/03/2022

ভ্যাকসিন নিলে বাংলাদেশে আসতে করোনা পরীক্ষা লাগবে না
করোনা ভাইরাসের জন্য টিকা নিলে বাংলাদেশে প্রবেশে করতে করোনার পরীক্ষার প্রয়োজন হবে না। কোন যাত্রীকে বাংলাদেশে এসে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। মঙ্গলবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না। যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
আর যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষারও বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।
বেবিচক জানিয়েছে, টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলের সাতদিন আইসোলেশনে থাকতে হবে। ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।
নির্দেশনায় এয়ারলাইনগুলোকে বলা হয়েছে, ফ্লাইটে করোনা আক্রান্ত যাত্রী ধরা পড়লে আলাদা বসার জন্য ছোট আকারের উড়োজাহাজে শেষের রো-র এর সব সিট খালি রাখতে হবে। যেসব বড় উড়োজাহাজে ৩০০ জন যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে ৯৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যেসব বড় উড়োজাহাজে ৩০০ জনের বেশি যাত্রী ধারণে সক্ষম, সেই উড়োজাহাজে ৯০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না।
*
*
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

Share your videos with friends, family, and the world

Direction is much more important than speed.
07/03/2022

Direction is much more important than speed.

06/03/2022
06/03/2022

মালয়েশিয়ায় যেতে হলে বাংলাদেশ থেকে MySejahtera অ্যাপের মাধ্যমে প্রি-ডিপারচার ফরম পূরণ করতে হবে। মালয়েশিয়ায় অবস্থিতি বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, অনেক বাংলাদেশি MySejahtera অ্যাপের মাধ্যমে প্রি-ডিপারচার ফরম পূরণ না করেই ফ্লাইটে উঠছেন, ফলে মালয়েশিয়ায় আসার পর নানা রকম জটিলতা তৈরি হচ্ছে।
মালয়েশিয়ার বিমানবন্দরে বাংলাদেশিদের নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলে বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ গিয়েছে।
যে সকল বাংলাদেশী মালয়েশিয়া যাচ্ছেন, তাদের MySejahtera অ্যাপের মাধ্যমে প্রি-ডিপারচার ফর্ম পূরণের জন্য অনুরোধ জানাচ্ছে বাংলা এভিয়েশন। ফর্মটি পূরণ করার পদ্ধতি নিচে দেওয়া হলো।
MySejahtera অ্যাপ ডাউনলোড করুন নিচের লিংকে গিয়ে https://play.google.com/store/apps/details...
((((((((((( অসচেতন প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ফাঁদের বিষয়ে জানতে এই পোষ্ট দেখুন shorturl.at/lpF67 )))))))))))))
ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos

06/03/2022

#বিগ_ব্রেকিং_নিউজ
আলহামদুলিল্লাহ করোনা পূর্ববর্তীকালীন স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসছে সৌদি আরব। আজ থেকে করোনাকালীন সব বাধ্যতামূলক নিয়ম শিথিল করা হচ্ছে।
১. বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হচ্ছে।
২. সৌদি আসা যাত্রীদের জন্য আর পিসিআর টেস্টের বাধ্যকতা থাকছে না।
৩. মক্কা, মদিনা এবং সব মসজিদে দূরত্ব রেখে দাঁড়ানোর নিয়ম শিথিল করা হচ্ছে।
দূরত্ব বজায়ে দাঁড়াতে না হলেও মসজিদে মাস্ক পরিধান করতে উৎসাহিত করা হচ্ছে এখনও।
৪. সব দেশের নাগরিক এবং সবধরনের ফ্লাইট সৌদি আরবের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি!
আরো বিস্তারিত আসছে...

06/03/2022
06/03/2022

দুবাইগামী যাত্রীদের দুবাই যেতে প্রয়োজন হবেনা করোনা টেস্ট।

06/03/2022

সিনোফার্ম এবং সিনোভ্যাক নিয়েও যেতে পারবেন সৌদি আরব।

আলহামদুলিল্লাহ ।০২-০২-২০২২
02/02/2022

আলহামদুলিল্লাহ ।
০২-০২-২০২২

27/12/2021

বিএমইটি সংশোধন , ৭৮%,৮৯% সমস্যার দ্রুত সমাধানে ইনবক্স করুন

🇦🇪 ুবাই_UAE_🇦🇪   ১/৩_মাসের_টুরিস্টভিসা/ VISIT VISA_ফোল_প্যাকেজ।  েসিডেন্ট_/বিজনেস/_পার্টনারশিপ_ভিসা।  .কাজের ভিসা, (1200...
21/12/2021

🇦🇪 ুবাই_UAE_🇦🇪 ১/৩_মাসের_টুরিস্টভিসা/ VISIT VISA_ফোল_প্যাকেজ। েসিডেন্ট_/বিজনেস/_পার্টনারশিপ_ভিসা। .কাজের ভিসা, (1200-6000 দিরহাম) বেতন
📞 কল করুন : +971543317340 What'sApp
🎯 প্রসেসিং: মাত্র পাঁচ দিনের মধ্যে ভিসাসহ ফ্লাইট করার সুবর্ণ সুযোগ। ভিসা 100% গ্যারান্টেড।
🎯_আপনি কেন দুবাই যাবেন ?
🇦🇪 বিজনেস/রেসিডেন্ট/পার্টনার/ ইনভেস্টর ক্যাটাগরির ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ যা পরবর্তী আট বছর পর্যন্ত নবায়ন করা যাবে।
🇦🇪 সপরিবারে দুবাইয়ে স্ত্রী-সন্তান সহ ভিসা পাবার ও বসবাসের সুবর্ণ সুযোগ।
🇦🇪 দুবাইয়ের রয়েছে ব্যবসা ও কাজের মাধ্যমে প্রচুর ইনকাম করার সুবিধা।
🇦🇪 মাল্টিপল এন্ট্রি ভিসা যার মাধ্যমে যতবার খুশি ততবার আসা-যাওয়া করার সুবর্ণ সুযোগ।
🇦🇪 আপনি চাইলে সপরিবারে রেসিডেন্ট পার্মিট ভিসা নিয়ে দুবাইয়ে ব্যবসা/জব করার সুবর্ণ সুযোগ।
🎯_🇦🇪_ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে যা পাচ্ছে...
👉 বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সময়ে ও কম খরচে ভিসা ডেলিভারি দেয়া হয়।
👉 আমরাই দিচ্ছি ভিসা হাতে পাওয়ার পর পেমেন্ট করার সুবিধা।
👉 আমরা অতি দ্রুত ফ্লাইট এর ব্যবস্থা করে থাকি।
👉 আমরা ভিসা প্রসেসিং করে দিলে যাত্রীদের এয়ারপোর্টে হয়রানির শিকার হতে হয় না।
👉 সকল প্রকার ডকুমেন্টস রেডি করার জন্য আমাদের রয়েছে সুদক্ষ টিম।
🎯 এত শত সুযোগ যখন হাতের মুঠোয় তাহলে আর দেরি কিসের এখনি যোগাযোগ করুন Alvi holiday's & air ticket
🇦🇪_👉_🎯_প্রয়োজনীয় ডকুমেন্টস
👉 পাসপোর্ট
👉 ছবি

📞 কল করুন : +971543317340 Dubai What'sApp
, , ,

11/12/2021

Address


Telephone

+8801813625114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alvi holiday's & air ticket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share