15/04/2022
মালয়েশিয়া যেতে হলে জানতে হবে, মানতে হবে🔰
যারা এখন মালয়েশিয়া যেতে চাচ্ছেন কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য যে নিয়ম তা সঠিক ভাবে পুরন করতে পারছেন না?
মালয়েশিয়া সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু নিয়ম দিয়ে দিয়েছে যা মালয়েশিয়া যাওয়ার আগে আপনার নিজের পূরন করা আবশ্যক। তা না হলে কেউ মালয়েশিয়া ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। তাই এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার না হতে চাইলে ভ্রমনের পূর্বে এই নিয়মগুলো পূরন করে নিশ্চিন্তে ভ্রমন করুন। মালয়েশিয়া ভিসা জমা দেয়ার পূর্বে এবং ভিসা পাওয়ার পর আপনাকে যা করতে হবে।
১। Mysejahtera App একটিভেট করতে হবে।
২। pre Departure form ফিল আপ করতে হবে।
৩। ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট মালয়েশিয়া ওয়েবসাইট থেকে ভেরিফাই করতে হবে। (মিনিমাম ২ দিন আগে ভেরিফাই করতে হবে তা না হলে Mysejahtera অ্যাপ্লিকেশান এ আপডেট হবে না )।
৪। ভ্রমনের ৪৮ ঘন্টা আগে RT-PCR টেস্ট করতে হবে।
৫। ওখানে যাওয়ার পর ২৪ ঘণ্টার ভিতর RT-Ag টেস্ট করতে হবে।