Dublar Char Sundarban

  • Home
  • Dublar Char Sundarban

Dublar Char Sundarban Sundarban package tour

সুন্দরবন ভ্রমণের জন্য সেপ্টেম্বর ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ এর অগ্রিম বুকিং চলছে।(খুলনা — সুন্দরবন — খুলনা)☎বুকিং হটলাইন : +8...
17/09/2023

সুন্দরবন ভ্রমণের জন্য সেপ্টেম্বর ২০২৩
থেকে এপ্রিল ২০২৪ এর অগ্রিম বুকিং চলছে।
(খুলনা — সুন্দরবন — খুলনা)

☎বুকিং হটলাইন : +8801571141424 / +8801838996633 ....

ভ্রমণ খরচ - নন এসি ৭৫০০- ১২৫০০/-
এসি ১৩৫০০-২১৫০০/-

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে
বিলাস বহুল পর্যটকবাহী জাহাজে ৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ।
সুন্দরবনে কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর, ও ফ্যামিলি ট্যুর এর জন্য বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ।
সন্মানিত পর্যটকবৃন্দ..শুভেচ্ছা নিবেন । আমরা আপনাকে প্রকৃতির একেবারে কাছাকাছি নেওয়ার জন্য আগামী ০১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সুন্দরবন ট্যুর। কারন আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ৩ মাস সুন্দরবন বন্ধ থাকার পরে ০১ সেপ্টেম্বর থেকে আবারো পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন।
আপনাদের ভালো মানের সার্ভিস ও নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর । আপনারা জানেন যে ভালো সার্ভিস ও নিরাপত্তার ব্যাপারে আমরা কখনও আপোষ করি না।
ইতোমধ্যে আমরা আগামী সিজনের অগ্রীম বুকিং নেওয়া শুরু করেছি। আমাদের রয়েছে এসি/ননএসি,ভিভিআইপি, ভিআইপি ও প্রিমিয়াম কোয়ালিটির ভ্যাসেল যার বেড ক্যাপাসিটি ৯-৭৫ জন পর্যন্ত। গ্রুপ বা কর্পোরেট ট্যুরের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী বুকিং করে রাখতে পারেন। যারা ফ্যামিলি বা ফ্রেন্ডস মিলে প্রাইভেট ট্যুর করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে প্রাইভেট ও প্রিমিয়াম ভ্যাসেল।

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের প্যাকেজ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার চেয়েও আমাদের সুন্দরবন ভ্রমণ থাকবে।

সমূহ : ১৫,১৬,১৭ সেপ্টেম্বর/২২,২৩,২৪ সেপ্টেম্বর/২৮,২৯,৩০ সেপ্টেম্বর/৬,৭,৮ অক্টোবর/১৩,১৪,১৫ অক্টোবর/২০,২১,২২ অক্টোবর/২৭,২৮,২৯ অক্টোবর/৩,৪,৫ নভেম্বর/১০,১১,১২ নভেম্বর/১৭,১৮,১৯ নভেম্বর/২৪,২৫,২৬ নভেম্বর .......

আপনার প্রতিষ্ঠান এর কর্পোরেট গ্রুপ ট্যুর সহ যে কোন ট্যুর এর আয়োজন এর ব্যাপারে আস্থা রাখুন আমাদের উপর।

সুন্দরবন এ এসি বা নন এসি জাহাজ এ ফ্যামিলি ট্রিপ , কর্পোরেট ট্রিপ , স্টাডি ট্যুর , গ্রুপ ট্যুর এর জন্য স্পেশাল প্যাকেজ করে দেয়া হবে আলোচনা সাপেক্ষে।সুন্দরবন এ গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর , কর্পোরেট ট্যুর ও ফ্যামিলি নিয়ে সুন্দরবন সহ দেশ এর ভেতর ও বাইরে যে কোন স্থানে ভ্রমনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে । আমরা স্বল্প খরচে আপনাদের বাস টিকেট, জাহাজ রিজার্ভেশন, হোটেল /রিসোর্ট , খাওয়া দাওয়া সকল কিছুর ব্যাবস্থা করে দেবো । সম্পূর্ণ ভ্রমনের নির্ঝঞ্জাট ভাবে ব্যাবস্থা করবো ।

এছাড়া কর্পোরেট বা গ্রুপ বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন ।

সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, শহরের যানযট ও কোলাহল থেকে দূরে কোথাও রিফ্রেশমেন্টের জন্য সুন্দরবন-ই সেরা।এখানে আপনি পাবেন একের ভিতর চার;

যেমনঃ নৌ বিহার_ওয়াইল্ড লাইফ_প্রকৃতি_সাগর।

আমাদের ভ্রমনের স্থানঃ (১) হাড়বাড়িয়া / আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র (২) জামতলা সী বীচ (৩) কটকা অভয়ারণ্য (৪) কচিখালি/হিরোন পয়েন্ট (৫) ডিমের চর/ দুবলার চর ( ৬) করমজল (৭) ক্যানেল ক্রূজিং।

বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে:-অনেকগুলো সমুদ্র সৈকত,নৌ ভ্রমন,দক্ষ গাইড,ফরেস্ট গার্ড উইথ আর্মস,অভিজ্ঞ সেফ,তিন বেলা সুস্বাদু স্বাস্থ সম্মত খাবার,বিশুদ্ধ খাবার পানি,জাহাজের ক্যাবিনে রাত্রি যাপন, ওয়াইল্ড লাইফ, ফরেস্ট ট্রেকিং, বনে খালে মাছ ধরা,বিচে খেলাধুলা, রাতে বারবিকিউ নাইট,ক্যানেল ক্রুজিং।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: ব্রেড, মাখন,জেলি, ডিম, কলা,মধু, চা/কফি।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, মুরগির রোস্ট, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

#মোবাইল:
☎️+8801571141424 (WhatsApp) +8801838996633

Evergreen tour ..

🛑আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ:
Sundarban Travelar

অফিস:B.I.W.T.A Launch Ghat , Khulna, Bangladesh.

🔵 Sundarban Travelar

#সুন্দরবন #সুন্দরবন_ভ্রমন

ুন্দরবন #বাংলাদেশ

ঈদ এর ছুটিতে সুন্দরবন ভ্রমন অফার:খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ২৪ শে এপ্রিল থেকে ২৬ শে এপ...
13/04/2023

ঈদ এর ছুটিতে সুন্দরবন ভ্রমন অফার:
খুলনা-সুন্দরবন-খুলনা

৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ
২৪ শে এপ্রিল থেকে ২৬ শে এপ্রিল ২০২৩ ইং

এবার ঈদ এর ছুটি অপরূপ সৌন্দর্য,পৃথিবীর সবচেয়ে বড় একক ম্যানগ্রোগ বনাঞ্চল, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এ উপভোগ করার সুযোগ ।

# ভ্রমণ স্পট :
🛑▪হাড়বাড়িয়া ।
🛑▪জামতলা সী-বীচ।
🛑▪কটকা অফিস পাড়।
🛑▪টাইগার পয়েন্ট।
🛑▪কচিখালি।
🛑▪করমজল।
🛑▪ডিমের চর।
🛑▪ক্যানেল ক্রুজিং।

#খাবার: প্রতিদিন ৩ বেলা খাবার সাথে ২ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার।

🌿 সুন্দরবন এ রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, পাখির কিচির মিচির আর বনের ভিতরে উঁকি দেওয়া সূর্য উদয় উপভোগ, নৌ বিহার এবং ওয়াইল্ড লাইফ এর সঙ্গে রোমঞ্চকর স্মরনীয় মুহুর্তকে স্মৃতির ডায়েরীতি লিপিবদ্ধ করতে পর্যটনবাহি শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চে সুন্দরবন ভ্রমন করুন 🍂

🌳ভ্রমন সঙ্গি হয়ে সাথে থাকবে🌷🌲

হেড অফিস: বি,আই,ডব্লিউ,টি,এ লঞ্চ ঘাট,
খুলনা- ৯১০০

হটলাইন: #01571-141424

নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী ।

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন সিজন, বরাবরের মতোই প্রতি শপ্তাহে থাকবে আমাদের আয়োজনে সুন্দরবন ট্যুর, দ্যা ওয়ে...
17/07/2022

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের সুন্দরবন সিজন, বরাবরের মতোই প্রতি শপ্তাহে থাকবে আমাদের আয়োজনে সুন্দরবন ট্যুর, দ্যা ওয়েভের বুকিং শুরু হয়ে গেছে, যারা ফ্যামিলি এবং কর্পোরেট ট্যুর করতে চান সুন্দরবনে এডভান্স বুকিং করতে পারেন।

বিস্তারিত জানতে কল করুন 01571141424

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dublar Char Sundarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share