13/09/2024
~~~~~~~~~~~বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া~~~~~~~~~~~~
~~~~~~~~~ কেপ টাউনে কন্স্যুলার সফরের নোটিশ~~~~~~~~~~~
বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলার টিম আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৪, শনিবার ও রবিবার কেপ টাউন সফর করবেন।
তাদের কন্স্যুলার সেবা প্রদানের সময়সূচি নিমম্নরূপ:-
সময়:- শনিবার:- সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত
রবিবার:- সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত
আপনার মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট নবায়ন করা প্রয়োজন হলে নির্ধারিত ফরম পূরণ করে পাসপোর্টের কপি ও ফি জমা দেয়ার রশিদের কপিসহ টিমের কাছে জমা দিন। ফরমের কোন ঘর খালি রাখবেন না। ফি জমা দেয়ার রশিদে রেফারেন্স হিসেবে আপনার নাম ও মোবাইল নম্বর ঠিক মত লিখুন। সফরকারী দলের কাছ থেকে ফরম নিতে পারবেন। আমাদের ফেসবুকে ফরম পাওয়া যায়। ফরম ডাউনলোড করুন: www.dip.gov.bd. হারিয়ে যাওয়া অথবা পুড়ে যাওয়া পাসপোর্টের জন্য পুলিশ এফিডেভিট জমা দিন।
আপনার আবেদন যে কোন সময়ে ইমেইলেও পাঠাতে পারেন: [email protected]
হাতে লিখা পাসপোর্ট এর পরিবর্তে মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট পেতে চাইলে ৩ কপি ছবি, পুরোনো পাসপোর্টের কপি, অনলাইন ডিজিটাল জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার পরিচয়পত্রের কপি এবং ফি জমার প্রমাণসহ নিজে হাইকমিশনে এসে আবেদন করুন। আপনার জমা দেয়া সনদ যাচাই বাছাই করে ঠিক পাওয়া গেলে আবেদন গ্রহণ করা হবে। এ আবেদন অনলাইনে গ্রহণ করা হয় না।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী শিশুর পাসপোর্টের আবেদন কিভাবে করতে হয় তা জানার জন্য আমাদের অন্য নোটিশ পড়ে দেখুন। আবেদনকারীর বয়স ৬ বছর পূর্ণ হলেই ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য প্রিটোরিয়া আসা বাধ্যতামূলক।
ট্রাভেল পারমিটের জন্য ২ কপি ছবি, মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট, অথবা অনলাইন ডিজিটাল জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার পরিচয়পত্রের কপি এবং ফি জমার প্রমাণসহ নিজে এসে আবেদন করুন। আপনার জমা দেয়া সনদ যাচাই বাছাই করে ঠিক পাওয়া গেলে আবেদন গ্রহণ করা হবে। এ আবেদন অনলাইনে গ্রহণ করা হয় না।
পুলিশ রিপোর্ট এর জন্য পূরণকৃত আবেদনপত্র, পাসপোর্টের কপি ও ফি জমার প্রমাণসহ জমা দিন।
যে কোন আবেদনের কপিতে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন। আপনার যে কোন আবেদনের সব কিছুর মূল কপি নিজের কাছে রাখুন।
আবেদনের ফিঃ নতুন পাসপোর্ট: র্যান্ড ১৬৫০, স্টুডেন্ট পাসপোর্ট ফী- র্যান্ড ৫০০ (প্রতিষ্ঠানের ফী প্রদানের রশিদ ও রেজাল্ট কার্ড মূল কপি জমা দিতে হবে), ট্রাভেল পারমিট র্যান্ড ৪৪০ এবং পুলিশ রিপোর্ট র্যান্ড ১৫০। ফি জমার রশিদের কপিতে আপনার নাম ও মোবাইল নম্বর ঠিক করে লিখুন।
আপনার আবেদনের ফি মিশনের ব্যাঙ্ক একাউন্টে (FNB, No. 62 42 20 38 283) করুন। FNB ব্যাঙ্কেরও মাধ্যমে ফি প্রদান করলে তা অতি দ্রুত আমাদের কাছে পৌঁছে। আপনার আবেদনও দ্রুত ঢাকায় পাঠানো যায়। সকল বাংলাদেশীর জন্য এ নিয়ম প্রযোজ্য।
সফরকারী টিমের কাছ থেকে আপনার পাসপোর্ট পেতে চাইলে (যদি রেডি থাকে) আপনার রেফারেন্স নম্বর আমাদের জানান।
ই-পাসপোর্ট সংক্রান্ত কোন কার্যক্রম (নতুন আবেদন গ্রহণ/নবায়ন) দক্ষিণ আফ্রিকায় শুরু হয় নাই। প্রতারণা থেকে সাবধান থাকুন।
আপনার কোন প্রয়োজন থাকলে যোগাযোগ করুন: জনাব আলমগীর হোসেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান মোবাইল নম্বর: +২৭৭৬৪২৯৬৯৮৫
আপনার সমস্যার কথা আমাদের জানান: [email protected]
ধন্যবাদ।
©️
Swttravel Cape Town
@highlight
সল্পতায় বিমানের টিকেট /হেলিকপ্টার এর টিকেট বাংলাদেশ সহ যে কোনো দেশের পাসপোর্ট দিয়ে উমরাহ'র ভিসা করার সুবর্ণ সুযোগ.
তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন-
SWT Travel Cape Town- এর অফিস কক্ষে:-
📞+27 21 699 8507 → ☎
📞+27 64 071 6657 → WhatsApp & Imo
📞+27 82 833 6605 → WhatsApp & Imo
📞+27 83 800 0967 → WhatsApp & Imo
゚