02/05/2024
১০ বছর পূর্তিতে প্রবাসীদের জন্য বিশাল অফার সহ শতাধিক পুরস্কার দিচ্ছে এস.ডব্লিউ.টি ট্রাভেল।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল ব্যবসায় ১০বছর অতিক্রম করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান SWT ট্রাভেল।
প্রতিষ্ঠানটির ১০বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল ১লা মে থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের জন্য নানা অফার ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
www.swt.travel -এই সাইটে প্রবেশ করে অনলাইনে সর্বোচ্চ বুকিং দাতা ব্যক্তিদের প্রতি সপ্তাহে পুরস্কার এবং গিফট হ্যাম্পার দেয়া হবে। এছাড়া আগামী ডিসেম্বর শেষে গ্রান্ড ফাইনালে সর্বোচ্চ বুকিং দাতাদের মধ্যে একটি ব্রান্ড নিউ কার, লেপটপ, ফ্রিজ, ইন্টারন্যাশনাল ও ডমেস্টিক এয়ার টিকেট, আইফোন, আইপ্যাড সহ শতাধিক পুরস্কার প্রদান করা হবে।
যে কোন দেশ থেকে যে কোন গ্রাহক অনলাইনে বুকিং দিতে পারবেন। আগামী ডিসেম্বরের পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রান্ড ফাইনালের পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও দেশ-বিদেশে ভ্রমনে বিশাল ছাড় সহ নানা অফার থাকবে।
For more info please call : 084 919 3099
0617710729
SWT Travel witbank