04/08/2024
হে আল্লাহ! আপনি মহাপরাক্রমশালী। সর্বময় ক্ষমতার অধিকারী। সকল রাজত্ব আপনার। সকল ক্ষমতা আপনার। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন।
হে আল্লাহ বাংলাদেশকে আপনি ভারতের দাসত্ব থেকে মুক্তি দিন! আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য লাখো জীবন কুরবান করেছি। দুইশ বছর যাবত ব্রিটিশ বিরোধী সংগ্রামের দীর্ঘ রক্তের পথ পাড়ি দিয়ে আপনি বাংলার মুসলমানদের জন্য স্বাধীন এই মাতৃভূমি দিয়েছেন। হে আল্লাহ আমাদের কাছে ভারতের গোলামী করে জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয়। আমরা কাশ্মীর ও গাযা হতে চাইনা। আপনি বাংলাদেশকে আপনার খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিন! আমরা আপনার দয়ার ভিখারী। এই দেশকে ও এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিন! আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে বসবাসের আত্মসম্মান ভিক্ষা দিন!
আমীন! ইয়া রাব্ব!
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক