11/01/2022
বহুত সাগর, পাহাড় হলো, চলেন ক'টা দিন জংগলে কাটিয়ে আসি! একদম সুন্দরবনের কোল ঘেষে, রাতের বন্য পশুর গর্জন শুনতে শুনতে ঘুম আর হরিনের ডাক শুনতে শুনতে জেগে উঠা, সুন্দবনের গহীনে গহীনে পায়ে হেটে চলা, গা ছম ছমে শিহরণ আর ছোট ছোট ক্যানেলে ঘুরে ঘুরে বাঘের পদচিহ্ন খুজে ফেরা।
বিঃদ্রঃ
১. লঞ্চে করে গতানুগতিক ট্যুর হবে না এটা। আমরা কাঠের নৌকায় ঘুরবো।
২. তাঁবুতে থাকবো।
৩. অতিরিক্ত আরাম আয়েশ কিংবা খুত খুতে স্বভাবের হলে ট্যুরে না আসাই উত্তম।
৪. হৈ চৈ / মাস্তি প্রিয়রা এই ট্যুরে যাওয়ার আগে ভেবে নিবেন।
যা যা দেখবো/করবোঃ
১. শরণখোলা স্টেশন
২. ত্যারাবেকা ফাঁড়ি
৩. মাঝের চর
৪. বগী স্টেশন
৫. কাঠের নৌকায় ক্যানেল ক্রুজিং
৬. সুপতি স্টেশন
৭. ছোট নৌকায় গহীনে ক্যানেল ক্রুজিং
৮. ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী (রাঃ) মাজারসহ আশেপাশের হেরিটেজ সাইট ইত্যাদি।
ইভেন্ট ফিঃ ৬৫০০ট
বুকিং ফিঃ ৩৩০০ট ( ৩০ জানুয়ারির মধ্যে)
বিকাশঃ ০১৬৭৮৬৬৬৯১৩
আসন সংখ্যাঃ ১৫জন
ইভেন্ট ফিতে যা যা পাবেনঃ
১. সকল যাতায়াত খরচ (বাস, ট্রলার, নৌকা ইত্যাদি)
২. শরণখোলাতে ১ম দিন সকালের নাস্তা থেকে শেষদিন(৩য়দিন) লাঞ্চ পর্যন্ত প্রতিদিন ৩বেলা মূল খাবার এবং ২বেলা চা-নাস্তা।
৩. গাইড ফি
৪. তাঁবু, হোটেল ইত্যাদি
যা যা পাবেন নাঃ
১. হাইওয়ে যাত্রাবিরতিতে খাবার খরচ
সম্ভাব্য ট্যুর প্ল্যানঃ
২ ফেব্রুয়ারীঃ সন্ধ্যায় ঢাকা থেকে বাসে রওনা। শরণখোলা পৌঁছাবো রাত ৩টার দিকে। ভোর পর্যন্ত হোটেল রুমেই থাকবো।
৩ ফেব্রুয়ারীঃভোরে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো মাঝের চর। এখানে ইকো ফরেস্ট ও পুরো চর ঘুরে দেখে চলে যাবো বগী স্টেশন। কিছু সময় দিয়ে যাবো ত্যারাবেকা ফাঁড়ি। সেখানে ছোট খালে ক্রুজিং করবো। যাবো শরণখোলা স্টেশন। লাঞ্চ করে অফিসের আশেপাশে কিছু সময় কাটিয়ে চলে আসবো ক্যাম্পিং সাইটে। সাইটে ঘোরাঘুরি, সন্ধ্যায় আড্ডা হবে।
৪ ফেব্রুয়ারীঃভোরে নাস্তা করে বোটে করে সুপতির দিকে যাত্রা করবো। যাবার পথে ছোট ছোট খালে ক্রুজিং করবো। সুপতি পৌঁছে বাদামতলা খালে ক্রুজিং করবো। এরপর ফিরে আসবো ক্যাম্পিং সাইটে
৫ ফেব্রুয়ারীঃভোরে নাস্তা করে চলে যাবো বাগেরহাট। ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী (রাঃ) মাজারসহ আশেপাশের হেরিটেজ সাইট ঘুরে দেখে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠবো। রাত ১১টার মধ্যে ঢাকায় থাকবো, ইনশাআল্লাহ।