চাঁদের গাড়ী

চাঁদের গাড়ী চাঁদের গাড়ী বুকিং দিতে পেইজে নক দিন, ধন্যবাদ!
(5)

পায়ুপথ থেকে ডাব উদ্ধার!!চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থকে ৬ ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকরা...
13/04/2024

পায়ুপথ থেকে ডাব উদ্ধার!!

চাঁদপুরের শাহরাস্তিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থকে ৬ ইঞ্চি লম্বা ডাব বের করেছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১ ঘণ্টার চেষ্টায় ডাবটি বের করা হয়।

মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই ব্যক্তির পায়ুপথে ‘দুর্ঘটনাবশত’ একটি কচি ডাব ঢুকে যায়। এক্স–রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম অস্ত্রোপচার কক্ষে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করে আনে।
©সাদা এপ্রোন

🤣
13/04/2024

🤣

হায়রে মানবতা👀
07/09/2023

হায়রে মানবতা👀

ট্রাফিক অফিসারের যখন ডিউটি শেষ হয়!😑🤧
30/08/2023

ট্রাফিক অফিসারের যখন ডিউটি শেষ হয়!😑🤧

বান্দরবান টু থানচি রোডের কাজ চলমান🖤রেসপেক্ট বাংলাদেশ সেনাবাহিনী🖤🇧🇩🖤ছবি: সংগ্রহীত।
20/08/2023

বান্দরবান টু থানচি রোডের কাজ চলমান🖤
রেসপেক্ট বাংলাদেশ সেনাবাহিনী🖤🇧🇩🖤

ছবি: সংগ্রহীত।

🙂💔
19/08/2023

🙂💔

ঢাকা মেট্রো রেল🖤
19/08/2023

ঢাকা মেট্রো রেল
🖤

জামালপুর নাহয় মেনে নিলাম ভাই,কিন্তু বরিশাল আর নোয়াখালী কি করছে?🙂আর কুমিল্লা আর ময়মনসিংহ কেন বাদ গেলো?
19/08/2023

জামালপুর নাহয় মেনে নিলাম ভাই,
কিন্তু বরিশাল আর নোয়াখালী কি করছে?🙂

আর কুমিল্লা আর ময়মনসিংহ কেন বাদ গেলো?

সম্মানিত পর্যটকগণের উদ্দেশ্য আলীকদম উপজেলা প্রশাসনের বিশেষ বার্তাঃআপনারা নিশ্চয়ই জানেন আমাদের আলীকদমে সাইংপ্রা ঝর্ণায় রা...
19/08/2023

সম্মানিত পর্যটকগণের উদ্দেশ্য
আলীকদম উপজেলা প্রশাসনের বিশেষ বার্তাঃ

আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আলীকদমে সাইংপ্রা ঝর্ণায় রাফি নামের একজন ট্যুর অপারেটর এর মৃত্যুর পরিপ্রেক্ষিতে আলীকদমের প্রতি ইঞ্চি মাটি এবং পরিবেশ খুব বেশি শোকাবহ/শোকাহত...!

আলীকদমের পর্যটক সর্ম্পকৃত সকল সংগঠন (আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশন,নৌকা চালক সমবায় সমিতি, মটর বাইক চালক সমিতি এবং চাঁদের গাড়ি চালক সমিতির) সাথে পর্যটকগণ নিরাপত্তার সাথে আলীকদম ভ্রমণ করতে পারেন তার প্রেক্ষিতে দীর্ঘ আলোচনা চলমান রয়েছে।

এরই মধ্যে আলীকদম উপজেলা প্রশাসন সুনির্দিষ্ট এবং পর্যটকগণের ভ্রমণকে সুন্দর ও নিরাপদ করতে কিছু নিয়ম-নীতি বাস্তবায়ন করেন এবং একটি আলীকদম উপজেলা প্রশাসন থেকে "আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশন" কে একটি ফরম দেন। এই ফরমটি পূরণ পূর্বক জমাদানের জন্য নির্দেশনা দেন

১/ নিচের ফরমটি পূরণ করে আলীকদম থানায় দাখিল করতে হবে।

২/ পর্যটকদের প্রতি ১০ জনে একজন গাইড নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে ১৫ জনে ২ জন গাইড বাধ্যতামূলক।

৩/ প্রশাসনের অনুমতি ছাড়া কোন পর্যটক ফরমে উল্লেখিত স্পটসমূহ ভ্রমণ করিতে পারিবেনা।

৪/ আলীকদম ট্যুর গাইড এসোসিয়েশন এর নিবন্ধন ভুক্ত(কার্ডধারি) সদস্য বা গাইড নেওয়া বাধ্যতামূলক।

উপরের উল্লেখিত বিষয়বলি কোন পর্যটক অমান্য করিলে তাকে আলীকদম উপজেলা প্রশাসন কঠিন শাস্তির আওতায় আনবেন বলে ঘোষণা দেন।

খন্দকার তবিদুর রহমান
অফিসার ইনচার্জ,
আলীকদম থানা,বান্দরবান পার্বত্য জেলা।

আপাতত:- রুংরাং,ক্রিস্তং এবং সাইংপ্রা ঝর্ণা ছাড়া বাকি সব পর্যটন স্পটগুলো উপরোক্ত নিয়ম মেনে ভ্রমণ করতে পারবেন বলে অনুমতি দেন, আলীকদম উপজেলা প্রশাসন।

চিম্বুক থেকে চট্টগ্রাম পোর্ট। ©Masum Ameer
19/08/2023

চিম্বুক থেকে চট্টগ্রাম পোর্ট।

©Masum Ameer

18/08/2023

New Song :- Bazar গরম(বাজার গরম) 😇
singer :- Aly Hasan bhai❤️

ব্যবসার পরিস্থিতির পর এবার আরেকটা ধামাকা❤️

হায়রে দু:খ!কুমিল্লার কি হবে?
18/08/2023

হায়রে দু:খ!
কুমিল্লার কি হবে?

৫০-৬০ জন মানুষ পরিবহনে যেখানে মাত্র ১টি বাস লাগে, সেখানে সমপরিমাণ মানুষ পরিবহনে ১২-৫০টির মত গাড়ির প্রয়োজন! কোনটায় কী পরি...
18/08/2023

৫০-৬০ জন মানুষ পরিবহনে যেখানে মাত্র ১টি বাস লাগে, সেখানে সমপরিমাণ মানুষ পরিবহনে ১২-৫০টির মত গাড়ির প্রয়োজন! কোনটায় কী পরিমাণ জায়গা লাগে সেটাই ছবিতে ফুটে উঠেছে!
©Science bee

বান্দরবান শহর 🖤©️The Beauty Of Bangladesh
17/08/2023

বান্দরবান শহর 🖤

©️The Beauty Of Bangladesh

থানচি টু বান্দরবান নৌকা ভাড়া জনপ্রতি ৯০০/- টাকা নির্ধারন করেছে থানচি উপজেলা প্রশাসনসূত্র Md Jahidul Islam এমন
16/08/2023

থানচি টু বান্দরবান নৌকা ভাড়া জনপ্রতি ৯০০/- টাকা নির্ধারন করেছে থানচি উপজেলা প্রশাসন
সূত্র Md Jahidul Islam এমন

15/08/2023

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
এই ঘরটি দামি ফোন ছাড়া কপি করা অসম্ভব.!
পারলে কপি করে দেখান।

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি।
14/08/2023

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَআল্লাহ তা'য়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন।
14/08/2023

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন।

14/08/2023

সৌদিয়া বাসগুলো খুব বেপরোয়া চালায়,
ঠিক কিনা বলেন?

একজন আফসোস করে বলছেন; কি পরিমাণ অকৃতজ্ঞ জাতি!  পানির দামে ডিম খাওয়াচ্ছে তবুও সমালোচনা হচ্ছে!!পানি ১৫ টাকা আর ডিম ১৫ টাকা...
14/08/2023

একজন আফসোস করে বলছেন;
কি পরিমাণ অকৃতজ্ঞ জাতি!
পানির দামে ডিম খাওয়াচ্ছে তবুও সমালোচনা হচ্ছে!!

পানি ১৫ টাকা আর ডিম ১৫ টাকা।
তবুও আপনারা আরো সস্তা খুঁজেন?

Collected

এটাই আমি🙂🙂🙂
14/08/2023

এটাই আমি🙂🙂🙂

কথা সত্য🤧
14/08/2023

কথা সত্য🤧

আপনার সেই বন্ধুটাকে ম্যানশন দিয়ে জানিয়ে দিন!
14/08/2023

আপনার সেই বন্ধুটাকে ম্যানশন দিয়ে জানিয়ে দিন!

14/08/2023

সেলুনের মেঝেতে চুল পড়ে থাকে,গ্যারেজে তেল পড়ে থাকে

আর সকল ব্যাংকগুলোর কী সমস্যা? 😒

প্রিয় বান্দরবান সাঙ্গু নদী,থানচি ©Machum Hossen
14/08/2023

প্রিয় বান্দরবান

সাঙ্গু নদী,
থানচি
©Machum Hossen

পরীমনি তার ছেলের নাম পরিবর্তন করে পদ্ম রাখছে,ঐ হিসেবে লজিক্যালি জিনিসটা যেখানে দাঁড়ায় :
13/08/2023

পরীমনি তার ছেলের নাম পরিবর্তন করে পদ্ম রাখছে,

ঐ হিসেবে লজিক্যালি জিনিসটা যেখানে দাঁড়ায় :

এই পোস্টটা শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, দোকানদার: কি নিবেন ভাইয়া? ক্রেতা: গার্লফ্রেন্ডের কুকুরের জন্য একটা গ্রিল চিকেন দে...
13/08/2023

এই পোস্টটা শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে,

দোকানদার: কি নিবেন ভাইয়া?

ক্রেতা: গার্লফ্রেন্ডের কুকুরের জন্য একটা গ্রিল চিকেন দেন!
দোকানদার: এখানেই খাবেন, না প্যাকেট করে দিব? 🙃

এই যে ভাই আপনি সেই লোক না?
13/08/2023

এই যে ভাই আপনি সেই লোক না?

দেশে আপনারা আলু ভর্তা খান, শুটকি ভর্তা খান। নোয়াখালীতে আমরা কি খাই দেখেন। এটা হচ্ছে মাংস ভর্তা। খাসি দিয়ে বানানো minced ...
13/08/2023

দেশে আপনারা আলু ভর্তা খান, শুটকি ভর্তা খান।
নোয়াখালীতে আমরা কি খাই দেখেন।
এটা হচ্ছে মাংস ভর্তা। খাসি দিয়ে বানানো minced mutton। কখনো হয়ত দেখেন নাই। দেশে থাকলে অনেকেই ভাবে হায় হায় এত দাম দিয়ে মাংস কিনে সেটারে আবার ভর্তা করবো? এটা নরমাল। আপনাদের দোষ দিবোনা। কিন্তু আমরা এটাই খাই। এর একটা উপকারী দিক হচ্ছে এই মাংস আপনাকে চাবাইতে হবেনা। হজমও হবে জলদি। তাই রোগব্যাধি কম হয়। আপনাদের ভালো লাগলে একটা রেসিপি দিবো।

চাঁদের গাড়ী
নোয়াখালী প্রবাসী

*মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তা পরিষ্কার প্রসঙ্গে* আজ ১১/৮/২০২৩ ইং তারিখ  ০৭৪০ হইতে ১৮৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ...
12/08/2023

*মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তা পরিষ্কার প্রসঙ্গে*

আজ ১১/৮/২০২৩ ইং তারিখ ০৭৪০ হইতে ১৮৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান জোনের অন্তর্গত ওয়াই জংশন আর্মি ক্যাম্প হতে একটি টহল দল ও ২০ ইসিবি (চিম্বুক) তত্ত্বাবধানে একটি লোডার এবং একটি এস্কেভেটর দিয়ে এলাকা মিলনছড়ি থেকে বান্দরবান পর্যন্ত রাস্তার উপর পাহাড় ধ্বসের মাটি অপসারণ করে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে চিম্বুক থেকে বান্দরবান সড়ক যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়েছে। তবে শুধুমাত্র পিকআপ, জিপ, সিএনজি এবং বাইক চলাচল করতে পারবে। রাস্তাটি এখনো ট্রাক এবং বাস চলাচলের উপযোগী হয় নাই।

Address

Bandarban
4600

Telephone

+8801855666558

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদের গাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like