29/10/2023
#শক্তিধরেরা_আজ_কোথায়_?!!?
৭-আল-আরাফ:১৬৭,
وَ اِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰى یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِؕ-اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۚۖ-وَ اِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ
(স্মরণ করো,) যখন তোমার মালিক
(ইহুদীদের উদ্দেশে) ঘোষণা দিলেন,
তিনি কেয়ামত পর্যন্ত এ জাতির ওপর এমন লোকদের (শক্তিধর করে) পাঠাতে থাকবেন,
যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে,
(একথা) নিশ্চিত, তোমার মালিক (যেমন) সত্বর শাস্তি দান করেন,
(তেমনি) তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।