Saudia Air Travels

Saudia Air Travels Hajj Omrah Air Ticket

13/06/2024
16/05/2024

ষ্টেশনারী দোকানের জন্য একজন কম্পিউটার অপারেটর দরকার।+8801706352061

হজ্ব বুকিং চলছে 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋হজ্ব করতে আগ্রহীগণ জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর এবং ৩০,৭৫২/- টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাক-নি...
27/01/2024

হজ্ব বুকিং চলছে 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
হজ্ব করতে আগ্রহীগণ জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর এবং ৩০,৭৫২/- টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাক-নিবন্ধন করে আপনার কাঙ্খিত হজ্ব যাত্রা নিশ্চিত করুন।
মা-আসসালাম
🏠 বিস্তারিত জানতে কথা বলুন
মাওলানা মঞ্জুরুল হক
ইমাম ও খতিব শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইংজিনিয়ারিং কলেজ,বরিশাল।
🏛️প্রো:সৌদিয়া এয়ার ট্রাভেলস
এম এ জলিল সড়ক,নবগ্রাম রোড, ঐশি প্লাজা, চৌমাথা,বরিশাল।
☎️ মোবাইলঃ
০১৭৪৩-৯০৯-১২০
০১৯৭১-০৯৯-৬৬৮
📧 [email protected]

14/10/2023

হজ্ব ২০২৪ এর প্রি রেজিষ্ট্রেশন চলছে!

🔶 হজ্জ প্রি-রেজিস্ট্রেশন কাকে বলে❓
হজ্জ পালনে ইচ্ছুক ব্যক্তির হজ্জে যাওয়ার পূর্বে সর্বপ্রথম করণীয় হলো "হজ্জ প্রি-রেজিস্ট্রেশন" বা প্রাক-নিবন্ধন করা। প্রাক নিবন্ধন হলো অনেকটা বুকিং করার মতো। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট কোটা প্রাক নিবন্ধনের সিরিয়াল অনুপাতে পূরণ করা হয়।
প্রাক নিবন্ধন না করে সিরিয়ালভুক্ত না হলে কোটা পূরণ হওয়ার পর আর হজে যাওয়ার সুযোগ থাকে না।

প্রি-রেজিস্ট্রেশনের পর নভেম্বর বা ডিসেম্বরের দিকে সরকারি ঘোষণার পর চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হয়।

✔️প্রি-রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন :

👉জাতীয় পরিচয় পত্র
👉 একটি সচল মোবাইল নাম্বার
👉জনপ্রতি ৩১,০০০ টাকা

প্রি-রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট জরুরী নয়।

💠উল্লেখ্য
১৮ বছরের কম বয়স হলে জন্ম সনদপত্র এবং পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে।

🔆২০২৪ সালে আপনার পবিত্র হজ্জ গমন নিশ্চিত করতে আজই প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

⏩ প্রি-রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন সৌদিয়া এয়ার ট্রাভেলস । আসন সংখ্যা সীমিত।

🏠 বিস্তারিত জানতে কথা বলুন
মাওলানা মঞ্জুরুল হক
ইমাম ও খতিব শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইংজিনিয়ারিং কলেজ,বরিশাল।
🏛️প্রো:সৌদিয়া এয়ার ট্রাভেলস
এম এ জলিল সড়ক,নবগ্রাম রোড, ঐশি প্লাজা, চৌমাথা,বরিশাল।
☎️ মোবাইলঃ
০১৭৪৩-৯০৯-১২০
০১৯৭১-০৯৯-৬৬৮
📧 [email protected]

বিশেষ ঘোষণা : সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীদেরকে ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা আগে চেকিং করার জন্য বলা হয়েছে।
04/09/2023

বিশেষ ঘোষণা :
সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীদেরকে ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা আগে চেকিং করার জন্য বলা হয়েছে।

23/08/2023

হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে ‘নসুক’
সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২৩ । ০৩:৫০ | আপডেট: ২৩ আগস্ট ২৩ । ০৩:৫০
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের পক্ষ থেকে ‘নসুক’ নামে একটি অ্যাপ ঢাকায় উদ্বোধন করা হবে। অ্যাপটি ইউরোপ-আমেরিকায় আগেই চালু করা হয়েছে। এর মাধ্যমে এজেন্সিকেন্দ্রিক হজ ব্যবস্থাপনা থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার যুগে ঢুকবে বাংলাদেশ। ধীরে ধীরে কমে আসবে এজেন্সি-নির্ভরতা। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশি হজযাত্রী, ওমরাহ যাত্রী এবং অন্য পর্যটকদের জন্য নসুক প্ল্যাটফর্ম চালু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাপটি উদ্বোধন করবেন। এর পর আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে এ-সংক্রান্ত গোলটেবিল আলোচনা হবে।

অ্যাপের কার্যক্রম পুরোদমে শুরু হলে বাংলাদেশ থেকে হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন দুই দেশের নীতিনির্ধারকরা। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম সমকালকে বলেন, সৌদি আরব তাদের ভিশন-২০৩০ নিয়ে কাজ করছে। এ কাজের অংশ হিসেবে হজ ব্যবস্থাপনা সম্পূর্ণ অ্যাপভিত্তিক করার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এ কার্যক্রম চালু করবে।

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ তাদের পঞ্চম বৃহত্তম বাজার। তাই বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে দেশটি। এবারই প্রথম সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ হজ পালন করতে যান। এর বাইরে প্রতিবছর কয়েক লাখ মুসল্লি ওমরাহ পালন করতে যান। ওমরাহ পালনকারীদের প্রায় সবাই কোনো না কোনো বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যান। হজযাত্রীদের মধ্যে ১৫ হাজার জনের মতো সরকারি ব্যবস্থাপনায় যান; বাকিরা যান হজ এজেন্সির মাধ্যেমে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৌফিক আল-রাবিয়াহর নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধি দল আজ ও আগামীকাল ঢাকা সফর করবে। আজ সকালে ধর্মমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তাদের বৈঠক করার কথা। এ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হতে পারে।

জানা গেছে, নসুক অ্যাপ ভিসা ও পারমিট পেতে সহায়ক হবে। সৌদিতে বাংলাদেশের হজ কাউন্সেলর জহিরুল ইসলাম সমকালকে বলেন, হজ ও ওমরাহ-সংক্রান্ত যে ধরনের তথ্য প্রয়োজন, সবই পাওয়া যাবে নসুক অ্যাপে। এটি ব্যবহারের মাধ্যমে কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন যে কেউ। হজযাত্রী কেমন প্যাকেজে যেতে চান, মক্কা ও মদিনায় কোন হোটেলে থাকবেন, এয়ারপোর্ট থেকে তিনি কীভাবে হোটেলে যাবেন, ভিসা ব্যবস্থাপনাসহ হজ কার্যক্রমের বাইরে সৌদি আরবের অন্য কোনো নগরী দেখতে যেতে চাইলে কী প্রয়োজন হবে– এসব জানতে অ্যাপ কাজে লাগবে।

এ বিষয়ে জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, অ্যাপটি চালু হলে হজ কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসবে। এজেন্সি-নির্ভরতা হঠাৎ করেই কমে যাবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে হজ এজেন্সিগুলোকেও প্রযুক্তিনির্ভর সেবায় অভ্যস্ত হতে হবে।

22/08/2023

২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

১৪৪৫ হিজরি ও ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে বুধবার (০২ আগস্ট) সচিবালয়ে প্রাক-প্রস্তুতি সভায় এ তথ্য জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাব নেতারা, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর হজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় সচিব হামিদ জমাদ্দার জানান, সৌদি সরকার ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে।

সৌদি সরকারের বরাতে তিনি আরও জানান, ২০২৪ সালের হজে হজযাত্রী নিবন্ধন চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়া মাত্র হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলেও জানান সচিব হামিদ জমাদ্দার।


২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভার সভাপতি ও ধর্ম সচিব সভার শুরুতে ২০২৩ সালের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
হজ্ব বুকিং চলছে
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
আপনি জানেন কি...?
ইচ্ছে করার সাথে সাথেই আপনি হজ্বে যেতে পারবেন না। এজন্য দরকার কমপক্ষে ২-৩ বছর পূর্বেই পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে প্রাক-নিবন্ধন করে নির্দিষ্ট কোটায় অন্তর্ভুক্ত হওয়া।
তাই হজ্ব করতে আগ্রহীগণ জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর এবং ৩০,৭৫২/- টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাক-নিবন্ধন করে আপনার কাঙ্খিত হজ্ব যাত্রা নিশ্চিত করুন।
মা-আসসালাম
🏠 বিস্তারিত জানতে কথা বলুন
মাওলানা মঞ্জুরুল হক
ইমাম ও খতিব শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইংজিনিয়ারিং কলেজ,বরিশাল।
🏛️প্রো:সৌদিয়া এয়ার ট্রাভেলস
এম এ জলিল সড়ক,নবগ্রাম রোড, ঐশি প্লাজা, চৌমাথা,বরিশাল।
☎️ মোবাইলঃ
০১৭৪৩-৯০৯-১২০
০১৯৭১-০৯৯-৬৬৮
📧 [email protected]

17/08/2023

আসসালামু আলাইকুম,

সকল উমরাহ এজেন্সি মালিক,অপারেটরদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে- ১৪৪৫ হিজরীর উমরাহ ব্যাবস্থাপনায় নতুন আপডেট এসেছে।
এবছর বাংলাদেশের উমরাহ ভিসা আবেদনের ক্ষেত্রে ইউজারে পাসপোর্ট আপলোড এর পূর্বে অবশ্যই বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক ব্যাতিত কোন গ্রুপ দিলে তা রিজেক্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ গ্রুপে যদি একজন ও বায়োমেট্রিক ছাড়া থাকে তাহলে পুরো গ্রুপ রিজেক্ট হবে এবং নতুন করে আপলোড করতে হবে।
সুতরাং উক্ত বিড়ম্বনায় না পরে যেকোন গ্রুপ আপলোডের পূর্বে অবশ্যই বায়োমেট্রিক হয়েছে কি না তা নিশ্চিত হয়ে নিবেন।

লাগেজ নিয়ে বিশেষ সতর্কবার্তা বিশ্বের যে বিমানবন্দরে থেকেই আপনার ফ্লাইট হোক না কেন, এ ধরণের পোটলা, গাইট, গাট্টি নিয়ে বিম...
14/08/2023

লাগেজ নিয়ে বিশেষ সতর্কবার্তা

বিশ্বের যে বিমানবন্দরে থেকেই আপনার ফ্লাইট হোক না কেন, এ ধরণের পোটলা, গাইট, গাট্টি নিয়ে বিমানবন্দরে আসবেন না। এখন থেকে কোন এয়ারলাইন এ ধরণের পোটলা, গাইট, গাট্টি বহন করবে না।

পোটলা, গাইট, গাট্টি নিয়ে এয়ারলাইন ও বিমানবন্দরে কর্মীদের জটিলতার মধ্যে পড়তে হয়। পোটলা, গাইট, গাট্টি অতিরিক্ত জায়গা নষ্ট করে, হ্যান্ডলিং করতেও জটিলতায় পড়তে হয় এয়ারলাইনের।

পোটলা, গাইট, গাট্টি বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি করতে যাত্রীকে খুলতে বললে তিনি সহজে খুলে দেখাতে পারেন না। অতিরিক্ত সময় নষ্ট হয় এসব
পোটলা, গাইট, গাট্টির নিরাপত্তা তল্লাশিতে।

একই রকম ভাবে বিভিন্ন বিমানবন্দরে কাস্টমস পোটলা, গাইট, গাট্টি তল্লাশির জন্য খুলতে চাইলে যাত্রীর অতিরিক্ত সময় লাগে, বাড়তি ভোগান্তি হয়।

সারা বিশ্বে বানিজ্যিক এয়ারলাইনের সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নির্দেশনা অনুযায়ী, স্ক্যানিংয়ের সুবিধার জন্য চার কোন আকৃতির লাগেজ উত্তম। তবে লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। পোটলা, গাইট, গাট্টির কোন দিকই সমতল হয় না। তাই আকাশ পথে ভ্রমণে পোটলা, গাইট, গাট্টি বহন করা যাবে না। আপনি যে দেশ থেকে ভ্রমণ করুন না কেন কম্বল, কার্পেট, চাদর দিয়ে বানানো গাইট/পোটলা/গাট্টি বহন থেকে বিরত থাকুন।

মালামাল বহনের জন্য লাগেজ ও কার্টন উত্তম। তবে বেশির ভাগ মধ্যপ্রাচ্যের যাত্রীরা পাতলা কার্টনে ধারণ ক্ষমতার বেশি ওজনের মালামাল বহন করেন। কার্টন ঠিক মতো র‌্যাপিং করেন না। যার কারণে কার্টন ফেটে যাওয়া বা ছিড়ে যাওয়ার ঘটে না ঘেটে। এসব কারণে এয়ারলাইনকে বিব্রতকর পরস্থিতিতে পড়তে হয়।

এই কারণে ১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া। বাংলাদেশগামী কোন ফ্লাইটে তারা কার্টন গ্রহন করবে না।

বিমানবন্দর, এয়ারলাইন, গন্তব্য ভেদে ব্যাগেজ পলিসি ভিন্ন ভিন্ন রকম হয়। ফলে আমি কি কার্টন নিতে পারবো বাংলাদেশে ? প্রশ্ন করলে বাংলা এভিয়েশনের পক্ষে উত্তর দেয়া সম্ভব না।

লাগেজ বা কার্টন নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকলে দয়া করে আপনি যে এয়ারলাইনে টিকিট কাটবেন তাদের কাছ থেকে জেনে নিবেন। ইতোমধ্যে টিকিট ক্রয় করে ফেললে এয়ারলাইনের হটলাইনে কথা বলুন কিংবা তাদের ওয়েব সাইটে গিয়ে ব্যাগেজ পলিসি দেখুন।

১৬ সেপ্টেম্বর থেকে হজ্জ নিবন্ধন শুরু হবে২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। আগাম...
13/08/2023

১৬ সেপ্টেম্বর থেকে হজ্জ নিবন্ধন শুরু হবে

২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। আগামী বছরের হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। আর হজে যাওয়ার জন্য ভিসা দেওয়া শুরু হবে আগামী বছরের ১ মার্চ। এ ছাড়া আগামী বছরের ৯ মে হজ ফ্লাইট শুরু হবে।

12/08/2023

ওমরাহ্ প্রিমিয়াম প্যাকেজ
👉প্যাকেজ A
👉প্যাকেজ B

📙প্যাকেজে যা যা থাকছে :
☑️রিটার্ন এয়ার টিকিট ( ঢাকা- জেদ্দা- মদিনা-ঢাকা)
☑️ ওমরাহ্ ভিসা।
☑️স্ট্যান্ডার্ড মানের হোটেল ( প্রতি রুমে ৪ জন) ।
☑️ সম্পূর্ণ ট্রান্সপোর্ট।
☑️ গাইড সার্ভিস
☑️মক্কা এবং মদিনা জিয়ারাহ্।
☑️উমরাহর সকল আহকাম নিজস্ব তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করা।

✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে সাওর
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.

✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 জান্নাতুল বাকী
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ

🏦 প্যাকেজ A
🕋 মক্কা হোটেলঃ আরিজ আল ফালা,
তারা আল খলিল অথবা সমমানের ( ৩০০ -৫০০ মিটার দুরত্বে)
🌄 মদিনা হোটেলঃ করম সিলভার, করম গোল্ডেন অথবা সমমানের ( ২০০-৩০০ মিটার দুরত্বে)

🏦 প্যাকেজ B হোটেল :
মক্কা হোটেলঃ লুলু আল ঈমান, মানারাত আল ঈমান
অথবা সমমানের ( ৫০০ -৬০০ মিটার দুরত্বে)
🌄 মদিনা হোটেলঃ করম সিলভার, করম গোল্ডেন অথবা সমমানের ( ২০০-৩০০ মিটার দুরত্বে)

✅ এছাড়া তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখানো , হবে।

👋 অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।
🏠 বিস্তারিত জানতে কথা বলুন
মাওলানা মঞ্জুরুল হক
ইমাম ও খতিব শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইংজিনিয়ারিং কলেজ,বরিশাল।
🏛️প্রো:সৌদিয়া এয়ার ট্রাভেলস
এম এ জলিল সড়ক,নবগ্রাম রোড, ঐশি প্লাজা, চৌমাথা,বরিশাল।
☎️ মোবাইলঃ
০১৭৪৩-৯০৯-১২০
০১৯৭১-০৯৯-৬৬৮
📧 [email protected]

11/08/2023

Rare Moment: Sheikh Sudais took over the Jummah salah after Sheikh Maher was unable to continue the salah.

Equipments used for Ghusl Ka’bah!• 40 liters of Zamzam water divided into two gallons of silver• Mix Zamzam water with 5...
02/08/2023

Equipments used for Ghusl Ka’bah!

• 40 liters of Zamzam water divided into two gallons of silver
• Mix Zamzam water with 540 ml of Taif rose water
• 24 ml of high quality Taif rose oil
•24 ml of the sanctuary Oud oil
• 3 ml of musk to perfume the walls and floor of the Kaaba
• 5 liters of the Kaaba perfuming mixture
• Half a kilo of fine wood agarwood
• Pieces of luxurious cotton cloth

22/07/2023

আসসালামু আলাইকুম
সৌদিয়া এয়ার ট্রাভেলস এ আপনাকে স্বাগতম।
🕋 সবচেয়ে কম খরচে আমরা দিচ্ছি সবচেয়ে সেরা সার্ভিস 🕋
অভিজ্ঞ মোয়াল্লেমের সুনিবিড় তত্ত্ববধানে, শরীয়ত সম্মত নিয়মে ওমরাহ পালন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
খাওয়া থাকা, মক্কা মদীনায় ভ্রমণ সবকিছু সহ ফুল উমরাহ প্যাকেজ 🕋
হজ্ব ইসলামের পাঁচ স্তম্ভের একটি । আল্লাহ তাআলা তাঁর সামর্থ্যবান বান্দাদের উপর ফরজ করেছেন।আল্লাহ তায়ালা বলেনঃ
''সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্ব করা ফরজ। আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।'' [সূরা আলে ইমরান:৯৭]
রাসুল (সা.) বলেছেন,
এক ওমরার পর আরেক ওমরা—উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান। (বুখারি, হাদিস : ১৭৭৩)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ
তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)

১৫ দিনের প্যাকেজ
★ আমাদের সেবা সমুহ ★
✔️ রিটার্ন এয়ার টিকেট
✔️ ওমরাহ্ ভিসা ।
✔️ হেলথ ইনস্যুরেন্স।
✔️ তিনবেলা সুস্বাদু বাংলাদেশী খাবার ।
✔️ মক্কায় হারাম থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔️ মদিনায় মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল
✔️ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔️ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।
*তায়েফ গমন, আব্বাস রা মসজিদ, আদ্দাস রা আঙ্গুর বাগান, বুড়ির বাড়ি, মিকাত মসজিদ (ব্যক্তিগত)।
✔️ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি, মসজিদে আলী, ইত্যাদি পরিদর্শন।
*মাহফাজে জ্বীন, শুহাদায়ে বদর, মাদায়েনে সালেহসহ ‌‌অন্যান্য স্থানে ভ্রমন (ব্যক্তিগত)।
⭕️গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡️ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়।
➡️ যে কোন বয়সের, যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡️ শিশুদের ভেক্সিনেশন এর প্রয়োজন নেই।
➡️ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কোভিড) টেস্টের প্রয়োজন নেই ।
🕋 বিশেষ ব্যবস্থাপনায় আমাদের সফর সঙ্গী হয়ে হজ্জে যেতে চাইলে আজই যোগাযোগ করুন। 🕋
✈️✈️✈️
🏠 বিস্তারিত জানতে কথা বলুন
মাওলানা মঞ্জুরুল হক
ইমাম ও খতিব শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইংজিনিয়ারিং কলেজ,বরিশাল।
🏛️প্রো:সৌদিয়া এয়ার ট্রাভেলস
এম এ জলিল সড়ক,নবগ্রাম রোড, ঐশি প্লাজা, চৌমাথা,বরিশাল।
☎️ মোবাইলঃ
০১৭৪৩-৯০৯-১২০
০১৯৭১-০৯৯-৬৬৮
📧 [email protected]

Address

Barishal
8200

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 10:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743909120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudia Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saudia Air Travels:

Share

Category

Nearby travel agencies