Rajdhani Tours & Travels

Rajdhani Tours & Travels Domestic & International Air Ticket, Indian Train/Railway Ticket, Indian, China & UAE Visa Processing
(4)

Being in a country like Bangladesh, a country where nature has given her a lot with an open heart, we are very much glad to launch our Tourism Company named “Rajdhani Tours & Travels. Rajdhani Tours & Travels is working with maximum efficiency to make travel tickets available with any country any time approach both inbound and outbound. We are open almost 24 x 7 to provide you best rates & routes with our ticketing concern named "Rajdhani Tours & Travels"

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রান...
03/11/2024

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।
দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রানির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে পাসপোর্ট অফিস অন্যতম। একসময় দালা ছাড়া পাসপোর্ট ভাবাই যেতো না। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তন এসেছে।
এখন দালাল ছাড়াই নির্বিঘ্নে নিজে ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর পাসপোর্ট অফিসে দুর্নীতি ছাড়াই কাগজপত্র জমা দিয়ে আসতে পারবেন। যদিও বর্তমানে পাসপোর্টের সকল আঞ্চলিক অফিস এবং প্রধান কার্যালয় আগারগাঁও এ মানুষের ভিড় আগের চেয়ে বেশি। কারণ এখন মানুষ অতিরিক্ত টাকা ছাড়াই নির্ধারিত ফি এর মাধ্যমে পাসপোর্ট সহজে পাচ্ছে। এরপরও যারা দালাল দিয়ে পাসপোর্ট করবেন সেটা তাদের ব্যর্থতা।

** পাসপোর্ট আবেদনের পদ্ধতি:-
প্রথমেই (Bangladesh e‑Passport Online Portal) এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের NID অনুসারে একটি একাউন্ট করে নিতে হবে। তারপর ৫ টি STEP অনুসরণ করে যেসব তথ্য চাইবে সেগুলো পূরণ করতে হবে। সাবমিটের পূর্বে অবশ্যই কোনো তথ্য ভুল হয়েছে কিনা সেটা বার বার চেক করে নেওয়া উচিত। কারণ সাবমিট করার পর কোনোভাবেই তা Edit করা যায় না।

** 10 বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৫৭৫০/- এবং ৫ বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৪০২৫/-।

সাবমিট করার সময় ফি জমা দেওয়ার অপশনে offline সিলেক্ট করা উত্তম। Offline হলে দুইভাবেই টাকা জমা দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং সিস্টেম উভয়ই।
এপ্লাই করার পর- ৩ পৃষ্ঠার এপ্লিকেশন কপি ও ১ পৃষ্ঠার সামারি কপি প্রিন্ট করে নিতে হবে।

** পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে যেসব কাগজপত্র/ Documents নিয়ে যেতে হবে-
১)এপ্লিকেশন প্রিন্ট কপি
২) সামারি কপি
৩/চালান ফরম (ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত টাকার স্লিপ)
৪/ নিজের NID/Birth Certificate কপি
৫) NID Verification copy
৬) মা ও বাবার NID কপি
৭) পেশা Student দেওয়া হলে আইডি এবং শিক্ষাজীবনের যেকোনো একটি সার্টিফিকেট, Business দেওয়া হলে ট্রেড লাইসেন্স,Private Service হলে ID card এর কপি, Unemployment দেওয়া হলে কোনো ডকুমেন্ট লাগবে না।
৮) নাগরিকত্ব সনদ/জাতীয়তা সনদ

** পুলিশ ভেরিফিকেশনে যেসব কাগজপত্র লাগবে-
১) NID/Birth Certificate copy
২)বিদ্যুৎ বিল(যেকোনো বিলের কপি)
৩/ জায়গার খতিয়ান
৪/ জাতীয়তা সনদ

নিয়মিত ডেলিভারিতে ২১-৩৫ দিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন।
Note: পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর Status Check করে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারবেন আপনার পাসপোর্ট কোন পর্যায়ে আছে।

পাকিস্তান যেতে ভিসা লাগবে না বাংলাদেশি নাগরিকদের।
03/09/2024

পাকিস্তান যেতে ভিসা লাগবে না বাংলাদেশি নাগরিকদের।

27/06/2024

ভারত হয়ে নেপাল-ভুটানে প্রবেশের দ্বার খুলছে বাংলাদেশ রেলওয়ের

সা*প*থেকে সতর্ক থাকুন , সাবধানে থাকুন |সব সাপ মানুষকে ভয় পায় |অনলাইনে সার্চ দিয়ে যাচাই করতে পারেন | সাধারণত এই সা প নিজে...
25/06/2024

সা*প*থেকে সতর্ক থাকুন , সাবধানে থাকুন |
সব সাপ মানুষকে ভয় পায় |
অনলাইনে সার্চ দিয়ে যাচাই করতে পারেন | সাধারণত এই সা প নিজেদের নিরা পত্তার অভাব অনুভব করলে বা মানুষ নিকটে চলে আসলে কা ম ড় দেয় |
প্রতি বছর আমাদের দেশে হাজারেরও বেশি মানুষ সাপের দংশনে মারা যায়। দেশে যেসব সাপ রয়েছে, তার মধ্যে সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী যেসব প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় চলুন জেনে নিই-
নায়া নায়া�
এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ, এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ, এটি ফণা তোলে এবং এর ফণায় চশমার মত দুইটি বলয় থাকে। রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এ সাপের বসবাস।
নায়া কাউচিয়া�
এটিও গোখরা প্রজাতির সাপ, স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলে থাকে। এই সাপটিকে জউরা নামেও ডাকা হয়। এ সাপ ফণা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যত সর্প দংশনের ঘটনা ঘটে, এর কামড়ে ঘটে সর্বোচ্চ।
কিং কোবরা বা শঙ্খচূড়�
একে রাজ গোখরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফণায় অন্য গোখরার মতো চশমার মত বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়।
শঙ্খিনী�
এই সাপকে শঙ্খিনী এবং শাঁকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট ৮টি প্রজাতি রয়েছে, এর মধ্যে ৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। এ সাপ বাড়ির আশপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে।
কালো নাইজার�
এটিও শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি।
চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার�
চন্দ্রবোড়ার আরেক নাম উলুবোড়া। বাংলাদেশে যেসব সাপ দেখা যায়, তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় একশ’ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু গত ১০/১২ বছর আগে থেকে আবার এই সাপে দংশনের ঘটনা ঘটার প্রমাণ দেখা যায়।
সবুজ বোড়া�
সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে।
সূত্রঃ গুগল

🚉কোলকাতা মেট্রো🚉==============কোলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ ক...
22/06/2024

🚉কোলকাতা মেট্রো🚉
==============
কোলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরচ করছেন। যারা ওই অতিরিক্ত খরচ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কোলকাতা মেট্রো রেল। মেট্রো রেলগুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল ৭ঃ০০ থেকে রাত ১০ঃ৩০ মিনিট পর্যন্ত পাওয়া যায়। আপনি যদি টাকাকে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে এই পোস্ট টি আপনার জন্য নয়। অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন। এর পর ক্যাবে ১০০-১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে। আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জংশনে এসে নামবেন (দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না)। এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন।

🔰কলকাতা মেট্রো রেলের রুটঃ
🔵কলকাতা মেট্রোর লাইন ১ (নীল লাইন) এর স্টেশনগুলিঃ দক্ষিণেশ্বর>বরানগর>নোয়াপাড়া>দম দম>বেলগাছিয়া>শ্যামবাজার>শোভাবাজার সুতানুটি>গিরীশ পার্ক>মহাত্মা গান্ধী রোড>সেন্ট্রাল>চাঁদনি চক>এসপ্ল্যানেড>পার্ক স্ট্রিট>ময়দান>রবীন্দ্র সদন>নেতাজী ভবন>যতিন দাস পার্ক>কালীঘাট>রবীন্দ্র সরোবর>মহানায়ক উত্তম কুমার>নেতাজী>মাস্টারদা সূর্য সেন>গীতাঞ্জলী>কবি নজরুল>শহিদ ক্ষুদিরাম>কবি সুভাষ

🟢কলকাতা মেট্রোর লাইন ২ (সবুজ লাইন) এর স্টেশনগুলিঃ
তেঘরিয়া/হলদিরাম>রঘুনাথপুর>বাগুইআটি>দম দম পার্ক>কেষ্টোপুর>বন্ধন ব্যাঙ্ক সল্ট লেক সেক্টর V>করুণাময়ী>সেন্ট্রাল পার্ক>LICI সিটি সেন্টার>বেঙ্গল কেমিক্যাল>IFA সল্ট লেক স্টেডিয়াম>ফুলবাগান>শিয়ালদহ>এসপ্ল্যানেড>নিউ মহাকরণ>হাওড়া>হাওড়া ময়দান

🔰ভাড়াঃ
কোলকাতা মেট্রোর ভাড়া দূরত্ব অনুযায়ী ধার্য করা হয়। ২কিমি পর্যন্ত ৫, ২কিমি থেকে ৫কিমি পর্যন্ত ১০, ৫কিমি থেকে ১০কিমি পর্যন্ত ১৫, ১০কিমি থেকে ২০কিমি পর্যন্ত ২০, ২০কিমি উপরে ২৫ রুপি। আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত। চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লেখা আছে। আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন।

🔰টোকেনের নিয়মঃ
❗️একটি টোকেন একক যাত্রার জন্য প্রযোজ্য।
❗️টোকেনটি ক্রয়ের ৪৫ মিনিটের প্রবেশ করতে হবে।
❗️টোকেন হারিয়ে গেলে তা প্রতিস্থাপন করা হয় না।
❗️যাত্রা সমাপ্তির পর প্রস্থান গেটে টোকেন ক্যাপচার করা হয়।
❗️বহির্গমন গেটে টোকেন জমা দিতে ব্যর্থ হলে ৫০ টাকা জরিমানা চার্জ করা হয়।

🔰কোলকাতা মেট্রো মোবাইল অ্যাপ্লিকেশনঃ
কোলকাতা মেট্রো অ্যাপ প্লেস্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ। এটি অ্যাপে কলকাতা মেট্রো সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করে। অ্যাপ্লিকেশনটিতে, আপনি ভাড়া এবং আপনার নিকটতম স্টেশন, আপনার স্মার্টকার্ড রিচার্জ, ট্রেনের সময় এবং আরও অনেক কিছু পরীক্ষা করতে পারেন। আপনি কলকাতা মেট্রো অ্যাপে জরুরি অবস্থার জন্য হেল্পলাইন নম্বর পেতে পারেন।

🔰কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►হাওড়া ব্রিজঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন।
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন।
╚►রাম মন্দিরঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►মার্বেল প্লেসঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন।
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন।
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন।
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো।
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
╚►বড় বাজারঃ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন।
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন।

অনেকেই নিউমার্কেট এলাকায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকে। আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন। সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন। এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এলাকা।

⚠️⚠️নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত। যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না। মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তোলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলোতে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না। সাধারন ব্যাগ, হ্যান্ড ব্যাগ, অফিস ব্যাগ, শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন।

সরাসরি অভ্যন্তরীণ ভারতীয় ট্রেনের টিকিট বুকিং করুন ঘরে বসেই। বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ দেন।
22/06/2024

সরাসরি অভ্যন্তরীণ ভারতীয় ট্রেনের টিকিট বুকিং করুন ঘরে বসেই। বিস্তারিত জানতে কল করুন অথবা মেসেজ দেন।

20/06/2024

অভ্যন্তরীণ আর ইন্টারন্যাশনাল বিমান টিকিট,ভারতীয় রেল টিকিট ও CMC Appointment জন্য যোগাযোগ করুন আমাদের সাথে

17/06/2024

ঈদ মোবারক

বাংলাদেশ থেকে কলকাতা মৈত্রী ট্রেন সিডিউল
14/06/2024

বাংলাদেশ থেকে কলকাতা মৈত্রী ট্রেন সিডিউল

border immigration form for Traveller
14/06/2024

border immigration form for Traveller

ভারতীয় টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
14/06/2024

ভারতীয় টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভারতীয় ট্রেনের টিকিট কাটার জন্য আজই যোগাযোগ করুন।Indian Train Ticket & Visa Helpline- Bangladeshi TravelersRajdhani Tour...
05/06/2024

ভারতীয় ট্রেনের টিকিট কাটার জন্য আজই যোগাযোগ করুন।
Indian Train Ticket & Visa Helpline- Bangladeshi Travelers
Rajdhani Tours & Travels

13/05/2024

আন্তর্জাতিক মা দিবসে সকল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।

আকষ্মিক কিডনি ক্ষতিগ্রস্ত (AKI) কি এবং কেন হয় ??? একিউট কিডনি ইনজুরি (AKI) বা আকষ্মিক কিডনি বিকল হল কিডনির ছাকন করার হার...
18/04/2024

আকষ্মিক কিডনি ক্ষতিগ্রস্ত (AKI) কি এবং কেন হয় ???

একিউট কিডনি ইনজুরি (AKI) বা আকষ্মিক কিডনি বিকল হল কিডনির ছাকন করার হার (Glomerular Filtration Rate) ঘন্টা থেকে কয়েক দিন ধরে দ্রুত কমে যাওয়ার কারণে উদ্ভূত শারীরিক পরিস্থিতি ।

এর ফলে শরীরে বিপাকীয় বর্জ্য পদার্থ জমে যায় (যেমন- ইউরিয়া, ক্রিয়েটিনিন), সেইসাথে লবন (সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড) ও শরীরে পানির ভারসাম্য সাময়িকভাবে ব্যহত হয়।

আকষ্মিক কিডনি ক্ষতিগ্রস্ততার সংজ্ঞাঃ

১.রক্তের সেরাম ক্রিয়েটিনিন ৪৮ ঘন্টার মধ্যে ০.৩ মিগ্রা/ডিএল বা তার বেশি বেড়ে যাওয়া।
২. রক্তের সেরাম ক্রিয়েটিনিন ৭ দিনের মধ্য আগের চেয়ে দেড় গুন বেড়ে যাওয়া।
৩.প্রস্রাবের পরিমান ৬ ঘন্টায় প্রতি কেজি ওজনে ৩ এম এল এর নিচে হওয়া।
(ওপরের যে কোন একটি)

আকষ্মিক কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কারনঃ
অনেক কারনের মধ্য নিন্মোক্ত কারন গুলো উল্লেখ্য করছি।

১.শরীরে জলীয় অংশ কমে যাওয়াঃ যেমন- হঠাৎ তীব্র রক্ত ক্ষরন, ডায়রিয়া, বমি,মারাত্মক পুড়ে যাওয়া।
২.শরীরে ইনফেকশন(সেপসিস)ঃ ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরা, ডেংগু জ্বর ইত্যাদি।
৩.হার্ট ফেইলিউর।
৪.লিভার সিরোসিস।
৫.মেডিসিন - ব্যাথার ঔষধ, কিছু ব্লাড প্রেসারের ঔষধ( এসিইআই/ এআরবি), কিছু এন্টিবায়োটিক, কিছু কেমোথেরাপির ঔষধ।
৬.কিডনির গ্লোমেরুলাস বা ছাকন যন্ত্র প্রদাহ (AGN)
৭. শরীরে মাংশ পেশীর মারাত্মক আঘাত।
৮. রক্তে ডাই (রঞ্জক) দিয়ে পরীক্ষা নিরিক্ষা - যেমন - এনজিওগ্রাম।
৯. শরীরে বিষক্রিয়াঃ যেমন- প্যারাকোইট(আগাছা নাশক) অন্যান্য কীটনাশক,কপার, মিথানল ইত্যাদি। সাপে কামড়ানো।
১০.প্রস্রাবের থলির বহিঃগমন পথে পাথর বা কোন টিউমার জনিত বাধা বা প্রস্রাবের নালির দুই পাশেই কোন বাধা।
১১.কামরাংগা, বেলেম্ব, ঘৃত কুমারী (এলোভেরা), অননুমোদিত হোমিও, হারবাল ইত্যাদি খেলে কিডনি সাময়িক ভাবে আকস্মিক বিকল হতে পারে।
১২. গর্ভকালীন ও সন্তান প্রসব কালীন বিভিন্ন পরিস্থিতি।

ভারতীয় ট্রেনের টিকিট কাটার জন্য আজই যোগাযোগ করুন।Rajdhani Tours & Travels
04/04/2024

ভারতীয় ট্রেনের টিকিট কাটার জন্য আজই যোগাযোগ করুন।

Rajdhani Tours & Travels

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
03/04/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)
ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ
আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন
এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world
--------------------------
বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে
আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।
বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে
এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে
বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!
বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা
এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world
-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে
নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।
বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

Address

Shahid Abdul Zabbar Sarak, Jaleswaritola
Bogura
5800

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801717125706

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajdhani Tours & Travels:

Videos

Share

Category


Other Travel Agencies in Bogura

Show All