05/11/2024
৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম আগামী ৮ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর দিবাগত রাত পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। অর্থাৎ এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত মেইনটেন্যান্স চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।
মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
↘️ এই সময়ের ফ্লাইটগুলো নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। সময়সূচি জানতে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।↖️
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস