Pak Panjatan Kafela

Pak Panjatan Kafela This is an Islamic page. The dignity of the Prophet (SA) and his Ahl al-Bayt will be preached.

22/03/2024

বিশ্বাসে আমার আলী আলী
নিশ্বাসে আমারআলী আলী,
সয়নে আমার আলী আলী
স্বপনে আমার আলী আলী
নিদ্রাতে আমার আলী আলী
জাগরনে আমার আলী আলী 🌹

সুখেতে আমার আলী আলী
দুঃখেতে আমার আলী আলী
হাসিতে আমার আলী আলী
কান্নায় আমার আলী আলী 🌹

আকাঁ আমার মাওলা আলী
প্রভু আমার মাওলা আলী
লা ফাতাহ ইল্লা আলী
শেরে খোদা মাওলা আলী
মুশকিল কুশা মাওলা আলী 🌹

আসাদুল্লাহ মাওলা আলী
ইয়াদুল্লাহ মাওলা আলী
লিছানুল্লাহ আলী আলী
হুজ্জাতুল্লাহ মাওলা আলী
অলীউল্লাহ মাওলা আলী
খলিফাতুল্লাহ মাওলা আলী 🌹

ভক্তিতে আমার আলী আলী
শক্তিতে আমার আলী আল
মুক্তিতে আমার আলী আলী 🌹
___________________________
কথা ও সুর: মো: শাহাদাত হোসাইন জুলফিকার। 🌹
প্রচারে: পাক পাঞ্জাতন কাফেলা।

20/03/2024

ভবে আর নাইরে ধন | Vobe R Nai Re Dhon
কথা ও সুর : আল্লামা মোস্তাক আহমেদ মুজাহিদী পাঞ্জাতনী। 🌹
কন্ঠে : মো: শাহাদাত হোসাইন জুলফিকার🌹
(গোলামে পাক পাঞ্জাতন)
পাক পাঞ্জাতন কাফেলা
(হাজীগঞ্জ, চাঁদপুর)
Pak Panjatan Kafela
Md Mainuddin Zilany

18/03/2024

👉🏻মুয়াবিয়া নামের অর্থ কি?
মুয়াবিয়ার পিতা কেন তার নাম মুয়াবিয়া রেখেছিল।
আলোচক: মোহাম্মদ অলিউল্লাহ কাদেরী।

27/01/2024

Maula Ali'r Nam Jopile | মাওলা আলীর নাম জপিলে |
লেখক ও সুর: সাইয়্যেদুন্নেছা যাহারা।
গায়ক: শাহাদাত হোসাইন।
🌺🙏🌺🙏🌿🌿🌿
[পাক পাঞ্জাতন কাফেলা]
(হাজীগঞ্জ, চাঁদপুর)

26/01/2024

রাসূলে খোদা (সাঃ) থেকে বর্ণিত যে আমার ভাই আলী (আঃ) এর এমন গুণাবলী (ফাজায়েল) আছে যা গণনা করা যায় না অর্থাৎ মানুষ সক্ষম নয় যে ওনার গুণাবলী (ফাজায়েল) কে গণনা করবে।
রাহবারে মুআজ্জাম ইমাম খামেনেয়ী❤️

[পাক পাঞ্জাতন কাফেলা]
(হাজীগঞ্জ, চাঁদপুর)

মাওলা আলী (আ:) হাতের লাঠির দ্বারা ইঙ্গিত করে সমূদ্রের তুফান দুর করে দিলেন। (কারামত: ০১)=======================একবার ফোরা...
04/11/2023

মাওলা আলী (আ:) হাতের লাঠির দ্বারা ইঙ্গিত করে সমূদ্রের তুফান দুর করে দিলেন।
(কারামত: ০১)
=======================
একবার ফোরাত নদীতে এমন ভয়ঙ্কর তুফান আসল যে বন্যায় ক্ষেত-খামারগুলো ডুবে গেল। সেখানকার লোকেরা হযরত আলী (আ:) এর দরবারে এসে ফরিয়াদ করলেন : মাওলা আলী (আ:) তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রাসূলে পাক, সাহিবে লওলাক (সা:) এর জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, চাদর মুবারক পরিধান করে ঘোড়ায় আরোহন করলেন, হাসনাইনে করীমাইন (অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হোসাইন ) ও অন্যান্য সাহাবীগণও সাথে রওয়ানা হয়ে পড়লেন । ফোরাত নদীর তীরে তিনি (আলী আ:) দু'রাকাত নামায আদায় করলেন । অতঃপর পুলের উপর তাশরীফ নিয়ে গিয়ে আপন লাঠি মুবারক দ্বারা ফোরাত নদীর দিকে ইঙ্গিত করতেই এক গজ পানি কম হয়ে গেল, অতঃপর দ্বিতীয়বার ইঙ্গিত করতেই আরো এক গজ কমে গেল, যখন ৩য় বার ইঙ্গিত করলেন তিন গজ পানি কমে গেল এবং বন্যা দুর হয়ে গেল । লোকেরা আরয করল: হে আমীরুল মু'মিনীন! থামুন ব্যস এতটুকুই যথেষ্ট ।
সূত্র: (শাওয়াহেদুন নবুয়াত, পৃষ্ঠা-২১৪)
🌺🌺🙏🌺🌺
শাহে মরদা শেরে য়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লো ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা (আ:) 🌺🌺🙏
নিবেদক: পাক পাঞ্জাতন কাফেলা ❤️

24/08/2023

Baba Jaan _ NOHAY
Farhan_Ali_waris
Farhan Ali Waris
😭🙏

24/08/2023

Labbaik Ya Moula Hossain A.S 🙏🙏

🙏🙏
15/07/2023

🙏🙏

20/05/2023

Today 29th Shawwal is the arrival day of Abu Talib (A.S), the father of Mawla Ali (A.S).
Greetings and Mubarak to all. ❣️❣️

07/05/2023

মুয়াবিয়াকে সাহাবী প্রমাণ করতে গিয়ে ডিবেটে হেরে গিয়ে মাওলা আলী (আ:) এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে শুরু করলো মুয়াবিয়াপন্থী ভক্তগণ ।
আহলে খবিস শহিদুল ইসলাম এর মাওলা আলীর বিরুদ্ধে মিথ্যাচার করে কঠিন অপরাধ করে ডিবেট থেকে পলায়ন করেছে। তাকে খুঁজে এনে তার কঠিন থেকে কঠিনতর শাস্তির কামনা করছি।

আর শহীদুল্লাহ বাহাদুর দলিল তো দিতে পারলোই না, শুধু শুধু মিথ্যাচার তর্ক করে গেল, শেষে চরমভাবে পরাজিত হলো, আরো বলেছে, কৃতদাসীর সাথে যৌন সম্পর্ক নাকি বৈধ। সে নাকি ফেকাহর কিতাব থেকে প্রমাণ করবে। তারা মনে হয় সেটাই করে!

মুয়াবিয়াকে সাহাবী প্রমাণ করতে গিয়ে হেরে যাওয়া সকলকে সমর্থকদের বলছি, আপনারা যদি মাওলা আলীর সাথে বিদ্বেষ না থাকে তাহলে এর প্রতিবাদ করুন, নাহয় আপনিও খারেজীদের দলের অন্তর্ভুক্ত হবেন। হেরে যাওয়ার মধ্যে লজ্জা ও দুঃখ পাবার কিছু নেই, সত্য প্রকাশ হওয়াটাই বড় বেপার। এই জালেমের সবাই প্রতিবাদ করুন।

শুরু থেকে শেষ পর্যন্ত ডিবেটের টপিক এড়িয়ে যাওয়া মুয়াবিয়ার দালাল শহীদুল্লাহ বাহাদুর ও তার সালাফীমিত্রকে এবং ডিবেটে না আসা ডিজে পার্টির যন্ত্রাংশগুলোকে কেয়ামত পর্যন্ত লা জবাব করে দিলেন মুফতি আল্লামা রেজাউল কায়সার সাহেব, ব্যক্তিত্ব থাকলে ওরা কোনদিন এই ডিবেইট ভুলবেনা, মুফতি আল্লামা রেজাউল কায়সার সাহেব ও আবসার তৈয়বী সাহেবকে এই বিজয়ের জন্য রইলো অভিনন্দন।

05/05/2023

বাহাসে জিতে গেলেন মাওলানা মুহাম্মদ ওয়ালীউল্লাহ কাদেরী ।
।।।মুয়াবিয়া মুনাফিক।।।।

05/05/2023

মুয়াবিয়ার মুখোশ উন্মোচন।।।।।।।
👉মাওলা আলী (আ:)কে মিম্বারে মিম্বারে গালি দেয়ার জন্য উমাইয়া গোত্র তা সুন্নাত হিসেবে প্রতিষ্ঠা করেছে! উমাইয়া গোত্রের মূল খল নায়ক হল মুয়াবিয়া! মুয়াবিয়া ই এই গালির প্রচলন করে। অন্যরা কেবল তার হুকুম পালন করে গেছে।

فَنَجَمَتْ طَائِفَةٌ أُخْرَى حَارَبُوهُ ثُمَّ اشْتَدَّ الْخَطْبُ فَتَنَقَّصُوهُ وَاتَّخَذُوا لَعْنَهُ عَلَى الْمَنَابِرِ سُنَّةً وَوَافَقَهُمُ الْخَوَارِجُ عَلَى بُغْضِهِ.

প্রাথমিক ভাবার্থঃ
একটি দল ভাগ হয়ে তথা সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে মাওলা আলীর সাথে যুদ্ধে করেছে। অতঃপর ঘটনা কঠিন হয়ে গেল। তারা মাওলা আলীকে মন্দ বলতে লাগল। এবং তারা মাওলা আলীকে মিম্বারে মিম্বারে লা'নত দেওয়াটাকে সুন্নাত বা রীতি হিসেবে প্রতিষ্ঠিত করল। খারেজীরা মাওলা আলীর প্রতি বিদ্বেষ পোষণে একমত হল।

সূত্রঃ
*ফাতহুল বারী ফি শারহি সহিহীল বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী রহঃ, ৭ম খন্ড, পৃষ্ঠা নং-৭১।

ولم ينقطع سب علي على منابر بني أمية إلا في زمن عمر بن عبدالعزيز قال ابن سعد : " كان الولاة من بني أمية قبل عمر بن عبدالعزيز يشتمون عليا رحمه الله فلما ولي عمر أمسك عن ذلك.

প্রাথমিক ভাবার্থঃ
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির সময় ছাড়া উমাইয়া গোত্রের শাসনামলে মাওলা আলীকে মিম্বারর মিম্বারে গালী দেয়ার রীতি বন্ধ ছিলনা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির পূর্বে উমাইয়া গোত্রের প্রত্যেক গভর্নর মাওলা আলী আ: কে গালী দিত মন্দ বলত।
অতঃপর যখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি গভর্নর হন তখন তা থেকে বিরত ছিলেন। (এমনকি সেই রীতির পরিবর্তে মাওলা আলীর উপর প্রশংসা করার রীকি প্রচলন করেন)

সূত্রঃ
*আত তবাকাতুল কুবরা- ইমাম ইবনু সা'দ রহমাতুল্লাহি আলাইহি, ৪র্থ খন্ড, ৬৭ পৃষ্টা।

09/04/2023

মুয়াবিয়ার প্রতি রাসুলুল্লাহ'র লানত ও হত্যার হুকুম।
আলোচক : মাওলানা অলিউল্লাহ কাদেরী।

09/04/2023

ALI_DAM_ALI_DAM
❤️❤️

09/04/2023

মহানবী (সা.) বলেছেন, মুনাফিকরা কখনো আলীকে ভালোবাসবে না, আর মুমিনরা কখনো তাঁকে ঘৃণা করবে না। ------ দলিল ----> [সুনানী তিরমিযি, খ–৫, পৃ-৬৩৫, হাদীস-৩৭১৭]
মহানবী (সা.) বলেছেন, “আলী এবং তার অনুসারীরা নিঃসন্দেহে কেয়ামতের দিন বিজয়ী। ------ দলিল -------> [আল ফেরদৌস, খ–৩, পৃ-৬১, হাদীস-৪১৭২]

22/12/2022

মুয়াবিয়ার মুখোশ উন্মোচন (৫)
_________________________
মুয়াবিয়া বাগি
আবু বারযা (রাঃ) থেকে বর্ণিত, মুয়াবিয়া এবং আমর ইবনুল আস তাদের সঙ্গীদের নিয়ে পাশের ঘরে গান করছিলো। তখন রাসূল (সঃ) বললেন দেখো তো কে? আমি বললাম মুয়াবিয়া এবং আমর ইবনুল আস। তখন রাসূল (সঃ) বললেন- হে আল্লাহ তুমি মোয়াবিয়া ও আমর ইবনুল আসকে ফেতনা-ফ্যাসাদের মধ্যে ফেলে দাও এবং এদের দুজনকে মুখ উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো।
তথ্যসূত্রঃ
ক) সিয়ারু আলামুন নুবালা-ইমাম যাহাবী, খন্ড-৩, পৃঃ ১৩২।
খ) মুসনাদে আবু ইয়ালা, খন্ড-১৩, পৃঃ ৪৩০-৪৩১।
গ) মুসনাদে আহমদ ইবনে হাম্বল, খন্ড-৩৩, পৃঃ ২৩-২৪, হাদিস নং- ১৯৭৮০।
2)মুয়াবিয়ার উপর আয়েশা (রা;) অভিশাপ দিয়েছেন।
لما بلغ ذلك عائشة بنت أبي بكر زوجة النبي، جزعت عليه جزعا شديدا وضمت عياله إليها، وكان فيهم ابنه القاسم، وجعلت تدعو على معاوية وعمرو بن العاص دبر الصلوات،
প্রাথমিক ভাবার্থঃ
যখন উম্মুল মুমিনিন মা আয়েশা (রা:) নিকট হযরত মুহাম্মদ ইবনে আবু বকর (রা:) (উম্মুল মুমিনের সহোদর) হত্যাকান্ডের ঘটনা পৌঁছল তখন উনার মাঝে খুবই অস্থীরতা চলে আসল। তিঁনি তাঁর পরিবারের সাথে দেখা করলেন ওখানে তাঁর ভাইয়ের ছেলে কাসিম ছিল। এরপর তিঁনি ফরজ নামাজ সমূহের পর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আমর ইবনুল আস এর জন্য বদ-দোয়া করল।
সূত্রঃ
*আল বিদায়া ওয়ান নিহায়া-ইবনে কাসির,৭খন্ড,৩১৫পৃ
*আল কামিল ফিত তারিখ- ইবনুল আসির

3)পঁচিশজন_সাহাবীর_সূত্রে প্রায় সকল হাদিস গ্রন্থে বর্নিত হয়েছে-
রাসুলে পাক (সা:) বলেন- হায় আফছোস! হায় আফছোস! সত্যত্যাগী একদল বিদ্রোহী আম্মারকে হত্যা করবে ?আম্মার তাদেরকে জান্নাতের দিকে আহবান করবে তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে । তার হত্যাকারী এবং যারা তার অস্ত্র ও পরিচ্ছেদ খুলে ফেলবে তারা জাহান্নামের অধিবাসী । (১. বুখারী, ৮খন্ড, পৃষ্ঠা-১৮৫-১৮৬ । ২. তিরমিজি, ৫ খন্ড, পৃ. ৬৬৯ । ৩. মুসনাদে হাম্বল, ২খন্ড, পৃ. ১৬১,১৬৪,২৬৪; ৩খন্ড, পৃ. ৫,২২,২৮; ৪খন্ড, পৃ. ১৯৭,১৯৯; ৫খন্ড, পৃ. ২১৫,৩০৬; ৬খন্ড, পৃ. ২৮৯,৩০০) এই হাদিসটির সততা ও সঠিকতা সম্পর্কে প্রায় সকল হাদিসবেত্তা ও ঐতিহাসিকগণ একমত পোষণ করেন । আসকালানী, ইবনে হাজর, আল্লামা সূয়্যূতি লিখেছেন যে, এই হাদিসটির বর্ননা অত্যন্ত মুতাওয়াছির (অর্থাত হাদিসটি এত বেশি লোক দ্বারা বর্ণিত যে, এতে কোন প্রকার সন্দেহ থাকার অবকাশ নাই ) সিফফিনের যুদ্ধে আম্মার ইয়াসির মওলা আলি(আঃ)এর পক্ষে যুদ্ধে অংশ নেন / বিদ্রোহী মুয়াবিয়ার নেতৃত্বাধীন বাহিনী হযরত আম্মার ইবনে ইয়াসির(রা.)কে হত্যা (শহীদ) করে দেন ।

25/11/2022

গুনিয়াতুত তলেবিন কিতাব বড় পীর আব্দুল কাদের জিলানী (রহ:) এর লিখিত কিতাব নয়।
মুনাফিক মুয়াবিয়া মুখোশ উন্মোচন (৪)

,
আহলে বায়াত পেইজ 👉 https://www.facebook.com/worldtravel11/
YouTube Channel: 👉 https://youtube.com/channel/UCXYZmsGMsPpQiAHmTYHAl8g
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/3307586372681999/?ref=share

16/08/2022

মুনাফিক মুয়াবিয়া মুখোশ উন্মোচন (৩)

হাসান আজহারির মিথ্যাচার ও
মু*নাফেক মোয়াবিয়ার দা*লাল

আহলে বায়াত পেইজ 👉 https://www.facebook.com/worldtravel11/
YouTube Channel: 👉 https://youtube.com/channel/UCXYZmsGMsPpQiAHmTYHAl8g
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/3307586372681999/?ref=share

16/08/2022

মুনাফিক মুয়াবিয়া মুখোশ উন্মোচন (২)

আহলে বায়াত পেইজ 👉 https://www.facebook.com/worldtravel11/
YouTube Channel: 👉 https://youtube.com/channel/UCXYZmsGMsPpQiAHmTYHAl8g
ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/3307586372681999/?ref=share

✨কাফের এজিদের বাপ মুনাফিক মুয়াবিয়া নবী স: এর বিশেষ লানত পেয়ে দুবাইলা ঘা হয়ে গজবে মরেছিলো আর সহীহ মুসলীম এর হাদিস সাহাবিদের ভিতর ১২ জন বিশিষ্ঠ মুনাফিক যারা জাননাতের ঘ্রান ও পাবে না আর কাফের মুরতাদ মুয়াবিয়া সেই দুবাইলা রোগেই মরে আর রেজাখানি সুননিরা আর ওহাবি নজদি খারেজি সালাফিরা এই কাফের মুয়াবিয়াকে মান্য করে নবীর লানতের ভাগিদার হলো । দলীল দেখুন সুননিদের কিতাবেই ইমামে আকবর ইমাম হাসান রাদিআল্লাহু আনহুকে মুনাফিক মুয়াবিয়া ই ষড়যন্ত্রের মাধ্যমে বিষ প্রয়োগে খুন করায় । যার ফলে ইমাম হাসান আ: এর শাহাদাতের কথা শুনে কাফের এজিদের বাপ মুনাফিক মুয়াবিয়া মারহাবা আললাহুআকবর বলে আনন্দ উদযাপন করেছে।

قال ابن عبدالبر : وقال قتادة وأبو بكر بن حفص سم الحسن بن علي رضي ﷲ عنه سمته امرأته جعدة بنت الأشعث بن قيس الكندي ، وقالت طائفة :كان ذلك بتدسيس معاوية إليها وما بذل لها في ذلك ،

প্রাথমিক ভাবার্থঃ
সুননি আহলে সুননাতের ইমাম আব্দুল বার বলেন,
হযরত কাতাদা এবং আবু বকর ইবনে হাফস রাদিআল্লাহু আনহুমা বলেন, ইমাম আকবর ইমাম হাসান রাদিআল্লাহু আনহুকে তার স্ত্রী মুনাফিকা জায়দা বিনতে আশআস ইবনে কায়েস আল কিনদি বিষ প্রয়োগে হক্যা করে। আহলে ইলমের এক দল বলেন, কাফের জারজ মুনাফিক মুয়াবিয়া ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করানোর জন্য তাকে তথা মুনাফিকা জায়দা বিনতে আশআসকে নিয়োজিত করে ও ১ লাখ দিরহাম দেয়

সূত্রঃ
*আল ইসতি'আব- ইবনে আব্দুল বার, ১ম খন্ড, ৪৪০ পৃ

وروى الطبراني : " عن أبي بكر بن حفص أن سعدا والحسن بن علي رضي ﷲ عنهما ماتا في زمن معاوية فيرون أنه سمه.

প্রাথমিক ভাবার্থঃ
সুননিদের আহলে সুননাতের ইমাম তাবরানী কর্তৃক বর্ণিতঃ তিঁনি আবু বকর ইবনে হাফস থেকে বলেন, নিশ্চয়ই সা'দ এবং ইমাম হাসান আ: দুজনই মুনাফিক মুয়াবিয়ার শাসনামলে
ইন্তেকাল করেন। বর্ণিত আছে যে, মুনাফিক মুয়াবিয়া ই ইমাম হাসান রাদিআল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করায় তার একমাএ কারন হারাম রাজতন্র কায়েম করে তার ছেলে কাফের এজিদকে ক্ষমতায় বসানো

সূত্রঃ
*আল-মুজামুল কাবির-ইমাম তাবরানী, ৩য় খন্ড, ৭১পৃ
*আল বিদায়া ওয়ান নিহায়া, ৮ম খন্ড, ১৪০ পৃষ্ঠা।
*তারিখুল ইসলাম, তারিখুল মুয়াবিয়া, ২৫৮ পৃষ্ঠা।
*আল ইসতিয়া'ব-ইবনে আব্দুল বার, ১ম খন্ড, ৩৭৩ পৃ
*আল মুনতাজিম- ইবনুল জাওজী, ৪র্থ খন্ড, ৩৯ পৃষ্ঠা।
*রবিউল আবরার-জামাখশারী, ৪র্থ খন্ড

ইয়া হোসাইন জিন্দাবাদ ❣️
08/07/2022

ইয়া হোসাইন জিন্দাবাদ ❣️

https://yt6.pics.ee/46gyyw
28/04/2022

https://yt6.pics.ee/46gyyw

AboutPressCopyrightContact usCreatorsAdvertiseDevelopersTermsPrivacyPolicy & SafetyHow YouTube worksTest new features© 2022 Google LLC

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Pak Panjatan Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Chandpur

Show All