Jafory Hajj Umrah Service

Jafory Hajj Umrah Service আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে আপনাদেরকে হজ্জ ও ওমরাহ পালনে সহযোগিতা করছি।

দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের" আবহাওয়া পূর্বাভাসের" ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভা...
03/05/2024

দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের" আবহাওয়া পূর্বাভাসের" ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার ৪ মে ২০২৪ তারিখ বন্ধ থাকবে।

সকল মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ভালো আছি।
01/05/2024

সকল মেহনতি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ভালো আছি।

এই তীব্র গরমে রোদ হতে রক্ষা পেতে ছাতা ব্যবহার করুন...
29/04/2024

এই তীব্র গরমে রোদ হতে রক্ষা পেতে ছাতা ব্যবহার করুন...

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়...
26/04/2024

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়...

পচন্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ সমূহ....
23/04/2024

পচন্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ সমূহ....

আজ বিশ্ব বই দিবস...
23/04/2024

আজ বিশ্ব বই দিবস...

09/04/2024
19/03/2024

পবিত্র বাইতুল্লাহ এর পাশেই অবস্থিত দৃষ্টি নন্দন ক্লক টাওয়ার।

আহলান সাহলান মাহে রমজান, স্বাগতম রমজান মাস’।আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১ রমজান।
11/03/2024

আহলান সাহলান মাহে রমজান, স্বাগতম রমজান মাস’।

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে।
আগামীকাল ১ রমজান।

আলহামদুলিল্লাহ,আহলান-সাহলান, শাহরু রমাদান।সৌদি আরবে চাঁদ দেখা গেছে।আগামীকাল ১১ মার্চ থেকে শুরু  সৌদি সহ মধ্য প্রাচ্যে রম...
10/03/2024

আলহামদুলিল্লাহ,
আহলান-সাহলান, শাহরু রমাদান।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে।
আগামীকাল ১১ মার্চ থেকে শুরু সৌদি সহ মধ্য প্রাচ্যে রমাদান।

হজের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=  উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=  ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=  ভিজিটে ভাড়া ৬০,০০০। এখন আল্লা...
10/03/2024

হজের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=
উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=
ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=

ভিজিটে ভাড়া ৬০,০০০। এখন আল্লাহ, রাসুলকে ভালোবেসে উমরাহ করতে যাবেন কেনো? এজন্য অতিরিক্ত ৪০,০০০ টাকা দিতে হবে।

ফরয ইবাদত হজ্জ করতে চাইলে অতিরিক্ত ১,৩৬,০০০ টাকা।

যাদের কারণে এদেশ থেকে আমাদের অনেকে হজ করতে যেতে পারবোনা, আল্লাহ যেন হাশরের ময়দানে তাদের বিচার আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমীন।

আলহামদুলিল্লাহ! সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলাম।
24/02/2024

আলহামদুলিল্লাহ! সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলাম।

রমজান মাসে ওমরাহ করতে চাচ্ছেন??পবিত্র ওমরাহ পালনে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে "জাফরী হজ্ব-ওমরাহ সার্ভিস"রমজান মাসে ওম...
15/02/2024

রমজান মাসে ওমরাহ করতে চাচ্ছেন??

পবিত্র ওমরাহ পালনে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে "জাফরী হজ্ব-ওমরাহ সার্ভিস"

রমজান মাসে ওমরাহ এর ফজিলত:
রমজানে ওমরা করলে হজ্জের সওয়াব পাওয়া যায়।

আল্লাহ তায়ালা বলেন, ‘এ সেই রমজান, যে মাসে মানবের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে।’ (সূরা বাকারা : ১৮৫)।

এ মাস এলে রাসুলে করিম (সা.) অতিশয় আনন্দিত হয়ে সাহাবাদের সুসংবাদ দিয়ে বলতেন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। (নাসাঈ)।

রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, জাকাত আদায় করল, রমজানে সিয়াম পালন করল, তার জন্য আল্লাহর হুকুম হল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া:(বোখারী)

সহিহ মুসলিমের বর্ণনায় আছে, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, রমজানে ওমরা একটি হজের তুল্য। (বোখারী : ১৭৮২, মুসলিম : ১২৫৬)।

15/02/2024

দাখিল ও সমমানের এবং ফাযিল(বি.এ) পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা ও দোয়া রইলো...

12/02/2024

রহস্যঘেরা জিনের পাহাড়!

ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড়! যে নামেই পরিচিত হোক না কেন জায়গাটিতে পৃথিবীর অবাক করা ঘটনা ঘটে। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জিনের পাহাড়।

এমন রহস্যময় জিনের পাহাড় ঘিরে নানা কৌতুহলের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই হাজারো পর্যটক ছুটে আসেন এটি দেখতে।

প্রতি বছর হজ কিংবা ওমরা হজ করতে আসা মানুষও এই রহস্যঘেরা জিনের পাহাড় দেখার জন্য ভিড় করে। তবে দুনিয়া জোড়া জ্ঞান বিজ্ঞানের এত প্রসারের পরেও আজ অবধি এই অপার রহস্যের উদঘাটন করতে পারেনি কেউ। আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে এই অদৃশ্য শক্তির পাহাড়।

04/02/2024

হযরত ফাতেমার (রা) এর বাড়ি!

বিবাহের পূর্ব পর্যন্ত হযরত আলীর কোন বাড়ি-ঘর ছিল না। তিনি রাসূলুলস্নাহ (সঃ)-এর সংসারেই থাকতেন।

বিবাহের পর মা ফাতেমাকে নিয়ে বাস করার জন্য যখন বাড়ির প্রয়োজনীয়তা দেখা দিল, তখন হারেস বিন নো'মান আনসারী তাদের বাস করার মতো একটি বাড়ি দিলেন। হযরত ফাতেমাকে নিয়ে হযরত আলী সেই বাড়িতে বসবাস করতে লাগলেন।

02/02/2024

বীরে গারস!!
ইন্তেকালের পর নবী করিম (সা.)-কে এই কূপের পানি এনে বরইপাতা মিশ্রিত করে পানি গরম করার পর গোসল দেওয়া হয়। তিনি এই কূপের পানি পান করতেন। মদিনার নিকটবর্তী কুবায় অবস্থিত বিখ্যাত এই কূপ গারস।

কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে। লোহার নেট দিয়ে আটকানো কুয়াটির চারদিক। এই কূপের পানি বেশ মিষ্টি। হজরত রাসুলুল্লাহ (সা.) নিয়মিত এখানে আসতেন। এই কূপের পানি দিয়ে গোসল ও অজু করতেন। এই কূপের পানি পান করতেন। তিনি একসময় হজরত আলী (রা.)-কে ডেকে বলেন, ইন্তেকালের পর যেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানো হয়। হজরত আলী (রা.) তার কথামতো এখানকার পানি দিয়ে রাসুলুল্লাহ (সা.)-কে শেষ গোসল করিয়েছিলেন।

আলহামদুলিল্লাহ!পবিত্র ওমরাহ পালন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরে এলাম।
30/01/2024

আলহামদুলিল্লাহ!
পবিত্র ওমরাহ পালন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরে এলাম।

29/01/2024

অশ্রুসিক্ত নয়নে রাসূলকে (সা) সালাম দিয়ে প্রানের মদীনাকে বিদায় জানিয়ে দেশের উদ্দেশ্যে রওয়ানা হলাম। নিরাপদ সফরে দোয়ার মোহতাজ।

আমার প্রিয় মানুষদের পক্ষ থেকে হৃদয় উজাড় করে রাসূলের (সা) রওজায় সালাম পৌঁছে দিলাম। আল্লাহ সবাইকে মদীনার প্রানে কবুল ক...
26/01/2024

আমার প্রিয় মানুষদের পক্ষ থেকে হৃদয় উজাড় করে রাসূলের (সা) রওজায় সালাম পৌঁছে দিলাম। আল্লাহ সবাইকে মদীনার প্রানে কবুল করুন।

25/01/2024

মদীনা আল মুনাওয়ারা!
রাসূলের (সা) রওজায় সালাম দিতে পেরে আনন্দে দু'চোখ অশ্রুশিক্ত হয়ে গেল। নিজেকে আজ সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে করছি। হাজারো শুকরিয়া আল্লাহর প্রতি। কারণ, যেটি আমার সারা জীবনের স্বপ্ন ছিল, তা আজ পূরণ হয়েছে। যার জেয়ারতের আশায় দু'চোখ থেকে কত যে অশ্রু ঝরিয়েছি, তার হিসেব দিতে পারবো না। মদীনার প্রানে মন ছুটে যেত, হৃদয়ে না পাওয়ার বেদনা খুবই যন্ত্রনা দিতো, মহান আল্লাহ আজ তা কবুল করেছেন।

25/01/2024

অশ্রুশিক্ত নয়নে পবিত্র কাবা শরীফকে বিদায় জানিয়ে মদীনায় রাসূলের (সা) কদমে রওয়ানা হলাম।

21/01/2024

তায়েফ!!
যেখানে রাসূল (সা) এর শৈশব কেটেছে। তাঁর পদ ধূলিতে মুখরিত বরকতময় ভূমি। মক্কা আল মুকাররামা থেকে তায়েফ প্রায় ছয় হাজার ফুট উপরে অবস্থিত। দিনের বেলায় যদিও বুঝা যায় না, তবে রাতের বেলায় তা খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) এর মসজিদ! এটি তায়েফে অবস্থিত। যেখানে তাঁর মাজার শরীফ রয়েছে। তাঁর পাশেই একটি লাইব্রেরী...
21/01/2024

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) এর মসজিদ! এটি তায়েফে অবস্থিত। যেখানে তাঁর মাজার শরীফ রয়েছে। তাঁর পাশেই একটি লাইব্রেরীও রয়েছে। বরকত হাসিলের জন্য অনেকে এখানে এসে মাজার জিয়ারত ও দুই রাকাত নফল নামাজ আদায় করে থাকেন।

20/01/2024

জাবালে রহমত এর চুড়া!
আরাফাতের ময়দানে এই পাহাড়টি অবস্থিত। আল্লাহ তা'আলা যেখানে হজরত আদম (আ) ও হাওয়া (আ) এর তাওবা কবুল করেন।

পবিত্র কাবার চত্বরে প্রিয় মানুষের জন্য হৃদয়ের গহীন থেকে দোয়া চলে আসে। হৃদয়ের মানুষদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামন...
19/01/2024

পবিত্র কাবার চত্বরে প্রিয় মানুষের জন্য হৃদয়ের গহীন থেকে দোয়া চলে আসে।
হৃদয়ের মানুষদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

17/01/2024

আলহামদুলিল্লাহ! আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ পড়ার অনুভূতি যে কত অসাধারণ!! তা প্রকাশ করার মত ভাষা আমার নেই।

Address

কোড়ালিয়া রোড, নতুন বাজার, চাঁদপুর।
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Jafory Hajj Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jafory Hajj Umrah Service:

Videos

Share

Category

Nearby travel agencies