আমেরিকান ও ব্রিটিশ ইংলিশের মধ্যে এত পার্থক্য কেন? | Why So Difference Between US & UK English?
ছোটবেলায় ইংরেজি ‘কালার’ শব্দের বানান নিয়ে সমস্যায় পড়েননি, এমন মানুষ কমই আছে। ‘কালার’ শব্দে ‘ইউ’ আছে নাকি নেই, সেই প্রশ্নের উত্তর ছিল একেকজনের কাছে একেক রকম। কেউ বলতেন আছে, কেউ বলতেন নেই; কেউ আবার বলতেন, দুটোই ঠিক। একটি শব্দের দুই বানান কীভাবে ঠিক হয়, সেই প্রশ্নও ঘুরে বেড়াত অনেকের মনে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সামুয়েল জনসন আর নোয়া ওয়েবস্টার নামক দুই অভিধানকারের কাছে।
বানানের ব্যাপারে শুরুতে ইংরেজি ছিল ভীষণ উদাসীন। দ্বাদশ-ত্রয়োদশ শতকের দিকে নিয়মিতই একটি শব্দের বানানের পরিবর্তন হতো। একই শব্দ একেক শতাব্দীতে একেকভাবে উচ্চারিত হচ্ছে, এমনটাও অহরহই হতো। বলতে গেলে যে বানানে সাধারণ মানুষ সহজে অর্থ বুঝতে পারত, সেই বানানই প্রচলিত হয়ে যেত লোকমুখে। নির্দিষ্ট কোনো শব্দভাণ্ডার ইংরেজিতে ছিল না। গড়ে তোলার দুই একটা চেষ্টা হয়েছিল, কিন্তু কোনোটাই পূর্ণাঙ্গ ছিল
We Don't Celebrate Thirty First but Just a Get Together Having Delicious Dinner at Sultan's Dine, Agrabad, Chattogram. Presented by Travel The Life
প্রকৃতি মন ছুয়ে যায় 🏞🏞️🌄🌅
#landscape
#rangamati
#kaptailake
Kaptai-Rangamati-Shuvolong Toour : Panaroma Zoom Restaura to Lake Paradise, Bangladesh Navy, Shahid Moazzom, Kaptai.
হঠাৎ বিপজ্জনক কাপ্তাই লেক ⚡⚡
Watch Full UNCUT HD Video : https://youtu.be/7Lp3GPYSNZU
বহুবার কাপ্তাই লেক ভ্রমণ করেছি কিন্তু অপরুপ সৌন্দর্যের কাপ্তাই লেকের এমন ভয়ঙ্কর এবং তেজস্বি রুপ কখনও দেখিনি। রীতিমত ভয় পেয়ে গিছিলাম আমরা ১০ বন্ধু। সেপ্টেম্বরের ০৯ তারিখে শান্ত কাপ্তাই লেক এতটা বুনো রুপ ধারন করতে পারে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। আবহাওয়া ভাল, লেক শান্ত তাই বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা তা খোজ নেওয়ার প্রয়োজন বোধ করি নি।
তাই কাপ্তাই লেকে বোট জার্নি করার আগে অবশ্যই যথেষ্ট পরিমান Life Jacket আছে তা নিশ্চিত করবেন।
আলহামদুলিল্লাহ।