16/02/2022
আমরা বৈধ ও খ্যাতিমান জনসেবামূলক পরিবহন ব্যবসা চালানাের বিষয়টি আমাদের
প্রতিপক্ষ মানিয়া না নিয়ে বারবার আমাদের ব্যবসায়িক ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগে যায়।
ইতিমধ্যে তারা চট্টগ্রাম কক্সবাজারের রুটে আমাদের কোম্পানীর গাড়ীর অপূরণীয় ক্ষতি
করেন, কর্মচারীদের অন্যায় ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করেন। অনেক নিরীহ
যাত্রীদেরকে ও প্রতি নিয়তে হয়রানী করিয়ে আসিতেছে
কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে আমাদের ক্ষতি
করিতেছে। শুধু তাই নহে ইতিমধ্যে অন্যান্য পরিবহন কোম্পানীর আমাদের ন্যায়ের পক্ষে
সমর্থনে অবস্থান ঘােষনা করিলে তারা তাদেরকেও হয়রানী করে এবং বিগত ১৭/১/২০২২
ইংরেজী আপােষের কথা বলে থানায় বৈঠকের অজুহাতে হানিফ দ্রুত যানের এম. ডি বিশিষ্ট
রাজনীতিবিদ গাড়ীর মালিক জনাব মঞ্জুর আলমকে অন্যায় গ্রেপ্তার করেন এবং হেনস্থ করেন
বর্তমানে আমাদের কোম্পানীর অনেক কর্মকর্তার বিরুদ্ধে হুলিয়া রহিয়াছে যাহা কখনাে
সেবামূলক প্রতিষ্ঠানের জন্য কাম্য নহে।
প্রিয় ভাইয়েরা
আপনারা সত্যের বাহক, প্রকৃত ঘটনার উদ্ভাবক এবং জাতীর বিবেক, আমাদের বৈধ
পরিবহন কোম্পানীর সকল অনুমােদন থাকা সত্বেও অন্যায় দুর্নীতিবাজ পুলিশের ছত্রছায়ায়
আমাদের কোম্পানীর প্রতি বিমাতাসূলভ আচরন আমাদের ও নিরীহ যাত্রী সাধারনের মৌলিক
অধিকার খর্ব হইতেছে এবং পদে পদে তাদের নগ্ন হস্তক্ষেপে তারা আমাদের বিপুল আর্থিক ।
ক্ষতিসাধনে লিপ্ত রহিয়াছে।
একের পর এক বিভিন্ন আদালতে আমাদের ও কোম্পানীর বিরুদ্ধে
একের পর এক মিথ্যা মামলা দায়ের করিতেছে। শুধু তাই নহে তারা আমাদের লােগাে ব্যবহার
করে অন্যায় ব্যবসা করিয়া যাইতেছে। তাহারা মহামান্য হাইকোর্টের ফুল বেঞ্চের আদেশ
অমান্য করে আমাদের ব্যবসা বন্ধের পাঁয়তারা করিতেছে। আজ তাদের অন্যায় ও অত্যাচার
অনাচারের ফলে অনেক গরীব দিন মজুর তাদের চাকুরী হারাইতে বসিয়াছে। জীবন জীবিকায়
পথ রুদ্ধ হইতেছে। এই অহেতুক হয়রানী অনতিবিলম্বে বন্ধ করার অতীব জরুরী। উল্লেখ্য যে,
বিগত ১৭/১/২০২২ হং তথাকথিত বেঠকের নামে থানায় ডেকে নিয়ে দ্রুত যানের এম.ডি মঞ্জুর
আলমকে গ্রেপ্তার, অন্যায় ভাবে রিমান্ডে নিয়া জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করে।
তিনি বিগত ৬/২/২০২২ ইং জেল থেকে মুক্তি লাভ করেন।
প্রতিপক্ষ হানিফ পরিবহন সার্ভিস লিঃ
হয়রানীর শিকারে অতিষ্ট হইয়া পড়িয়াছি। হানিফ সুপার ও হানিফ ষ্টার হানিফ
দ্রুত যান কোম্পানী সমূহ হানিফ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকিলেও হানিফ পরিবহন সম্প্রতি
আইনের ভেড়াজালে পড়ে কেবল হানিফ ব্যবহার করে বিনা বাধা পরিবহন ব্যবসা চালাইয়া
যাইতেছে যাহা কখনাে সশন লেভেফিল্ড ভিত্তিক ব্যবসা নহে।
বন্ধুগণ
সম্প্রতি প্রতিপক্ষগণের বিভিন্ন মামলা হামলায় আমরা নির্যাতনের স্বীকারে পরিনত
হইয়াছি। দিন দিন এই নির্মম অবস্থা চলিতে থাকিলে ইতিমধ্যে বিভিন্ন পরিবহন কোম্পানীর
নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল রুটে হানিফ সুপার, হানিফ ষ্টার ও হানিফ
দ্রুত যানের যাবতীয় পরিবাহন ও পরিবাহন মালিক কে
তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি ।