Jiyarate Haramain International

Jiyarate Haramain International হজ্জ ও ওমরাহ্ সহ বিশ্বের যে কোনো দেশে ?

মিনা।
14/06/2024

মিনা।

14/06/2024

আলহামদুলিল্লাহ্,
পবিত্র মিনার জমিনে হাজীদের নিয়ে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি।

আলহামদুলিল্লাহ্,পবিত্র ওমরাহ্ সফর শেষে আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়মিত অফিস করছেন।আমাদের পরবর্তী ওমরাহ্ গ্রুপ নিম্নের সময়...
24/02/2024

আলহামদুলিল্লাহ্,
পবিত্র ওমরাহ্ সফর শেষে আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়মিত অফিস করছেন।
আমাদের পরবর্তী ওমরাহ্ গ্রুপ নিম্নের সময়সূচী অনুযায়ী যাত্রা করবে ইনশাআল্লাহ্। আগ্রহীরা যোগাযোগ করুন।

২৬ ফেব্রুয়ারী এয়ার আরাবিয়া
৩ মার্চ বাংলাদেশ বিমান
১০ মার্চ বাংলাদেশ বিমান
১১ মার্চ এয়ার আরাবিয়া
১৭ মার্চ বিমান বাংলাদেশ
২৪ মার্চ বিমান বাংলাদেশ
২৫ মার্চ এয়ার আরাবিয়া
২৭ মার্চ বিমান বাংলাদেশ
এবং ঈদের পর
১৭ এপ্রিল বিমান বাংলাদেশ
১৮ এপ্রিল এয়ার আরাবিয়া।

যোগাযোগ---
যিয়ারতে হারামাঈন ইন্টারন্যাশনাল
শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ৮৬/৮০
পূর্ব নাছিরাবাদ, ২নং রেলওয়ে গেইট,
শোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩
ই-মেইল [email protected]
ফোন- ০২-৩৩৩৩৩৬৮৪১
মোবাইল-
01712981662, 01978147985
0161298166, 01866521530

২০২৪ সালের হজ্জ নিবন্ধন সময় আগামী ১ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়িয়েছে সরকার শেষ বারের মতো। যাদের এ বছর পবিত্র হজ্জে যাওয়ার ইচ...
25/01/2024

২০২৪ সালের হজ্জ নিবন্ধন সময় আগামী ১ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়িয়েছে সরকার শেষ বারের মতো। যাদের এ বছর পবিত্র হজ্জে যাওয়ার ইচ্ছে রয়েছে তারা পছন্দের এজেন্সির সাথে দ্রুত যোগাযোগ করুন। পরামর্শের জন্য প্রয়োজনে আমাদের (Jiarate Haramain Hajj Kafela) সাথে যোগাযোগ করতে পারেন। 01978147985

28/03/2023

পবিত্র রমজানে অল্প কিছু সিট ও রমজান পরবর্তী ওমরাতে যেতে আগ্রহীরা যোগাযোগ করুন।
যিয়ারতে হারামাঈন হজ্ব ও ওমরাহ্ কাফেলা। ০১৭১২৯৮১৬৬২

আলহামদুলিল্লাহ্,আমাদের নিয়মিত ওমরাহ্ গ্রুপ যাত্রা করছে, ইতিমধ্যে ৫ম ও ৬ষ্ট ওমরাহ্ গ্রুপ আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃ...
15/11/2022

আলহামদুলিল্লাহ্,
আমাদের নিয়মিত ওমরাহ্ গ্রুপ যাত্রা করছে, ইতিমধ্যে ৫ম ও ৬ষ্ট ওমরাহ্ গ্রুপ আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে পবিত্র ওমরাহ পালন শেষ করে নিরাপদে দেশে ফিরেছেন আলহামদুলিল্লাহ্ এবং এখন নিয়মিত অফিস করছেন।।

আমাদের চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্বাবধানে পরবর্তী ওমরাহ্ গ্রুপ ১৭ ও ২৭ নভেম্বর এবং ১, ১৫ ও ২৯ ডিসেম্বর সরাসরি বাংলাদেশ বিমানযোগে যাত্রা করবেন ইনশাআল্লাহ্।

আগামী ১৫ ডিসেম্বর ১০ম গ্রুপে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে পবিত্র ওমরাহ্ পালন করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন, আসন সংখ্যা সীমিত।

আরও পবিত্র রমজানের বিভিন্ন গ্রুপে পবিত্র ওমরাহ্ বুকিং চলছে। পবিত্র রমজানে ওমরাহ্ পালন করতে চাইলে এখুনি বুকিং নিশ্চিত করুন।

এ ছাড়াও পবিত্র হজ্জের প্রাক নিবন্ধন চালু রয়েছে, ২৪/২৫ সালের হজ্জের রেজিস্ট্রেশন চলছে।

আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং যে কোনো গ্রুপে সাশ্রয়ী খরচে পবিত্র হজ্জ ও ওমরাহ্ পালন করতে চাইলে দ্রুত বুকিং নিশ্চিত করুন।

যোগাযোগ,
যিয়ারতে হারামাঈন হজ্জ্ব ও ওমরাহ্ কাফেলা
শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ৮৬/৮০
পূর্ব নাছিরাবাদ, ২নং রেলওয়ে গেইট,
শোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩
ই-মেইল [email protected]
ফোন- ০২-৩৩৩৩৩৬৮৪১
মোবাইল- (01712981662, 01978147985)
(01612981662, 01866521530)

23/10/2022
13/10/2022

আলহামদুলিল্লাহ্,
আমাদের পরবর্তী ওমরাহ্ গ্রুপ আগামী ২৭ অক্টোবর, ১৭ ও ২৭ নভেম্বর এবং ১, ১৫ ও ২৯ ডিসেম্বর আমাদের চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্বাবধানে ওমরাহ্ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ্। এছাড়াও পবিত্র রমজানের বিভিন্ন গ্রুপে পবিত্র ওমরাহ্ বুকিং চলমান আছে।

আগামী ২৭ অক্টোবর আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্বাবধানে ৪র্থ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ্ এবং আগামী ১৫ ডিসেম্বরে ৮ম গ্রুপ নিয়ে পূনরায় যাত্রা করবেন ইনশাআল্লাহ্।

আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং যে কোনো গ্রুপে সাশ্রয়ী খরচে পবিত্র ওমরাহ্ পালন করতে চাইলে দ্রুত বুকিং নিশ্চিত করুন।

যোগাযোগ,
যিয়ারতে হারামাঈন হজ্জ্ব ও ওমরাহ্ কাফেলা
শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ৮৬/৮০ পূর্ব নাছিরাবাদ, ২নং রেলওয়ে গেইট, শোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩
ই-মেইল [email protected]
মোবাইল- (01712981662, 01978147985
01612981662, 01866521530)

আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্,করোণার অজুহাতে দীর্ঘদিন ধরে পবিত্র কাবা শরীফের যে প্রতিরক্ষামূলক বাধা অবস্থায় ছিল তা গত...
03/08/2022

আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্,
করোণার অজুহাতে দীর্ঘদিন ধরে পবিত্র কাবা শরীফের যে প্রতিরক্ষামূলক বাধা অবস্থায় ছিল তা গতরাত থেকে সৌদি কর্তৃপক্ষ সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ্।

এখন সকল ধর্মপ্রাণ ওমরাহ্ পালনকারীরা পবিত্র ওমরাহ্ পালনের সময় আল্লাহর ঘর কা'বা শরীফ স্পর্শ করা, হাজরে আসওয়াদে চুমু দেয়া, হাতিমে নামাজ আদায় করা এবং আল্লাহর ঘরের দরজা স্পর্শ করা ও ধরার আর কোনো বাধা রইলনা আলহামদুলিল্লাহ্।

এখন থেকে পবিত্র ওমরাহ্ পালনকারীরা যখন তখন মহান আল্লাহর ঘর সহ সব কিছু স্পর্শ করতে পারবেন।

(ছবিগুলো গতরাত্রে ওদের ওয়েবসাইটে প্রকাশ করে)

08/07/2022

আলহামদুলিল্লাহ্ আজ পবিত্র আরাফাত দিবস তথা পবিত্র হজ্জ

পবিত্র হজ্জের পর আগামী আগষ্ট মাসে আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্বাবধানে ওমরাহ্ কাফেলা যাত্রা করবে ইনশাআল্লাহ্। আগ্রহীরা ...
26/06/2022

পবিত্র হজ্জের পর আগামী আগষ্ট মাসে আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্বাবধানে ওমরাহ্ কাফেলা যাত্রা করবে ইনশাআল্লাহ্। আগ্রহীরা যোগাযোগ করুন।

28/05/2022

আস্সালামু আলাইকুম।
২০২৩/২৪ সালে যারা পবিত্র হজ্জে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু এখনো প্রাক নিবন্ধন করেননি তারা কোটা ফুরিয়ে যাওয়ার পূর্বেই নিবন্ধন করুন।

২০২২ সালে বিশেষ ব্যাবস্থায় পবিত্র হজ্জ্বে যাওয়ার দু-একটি সিট এখনো খালি আছে, যাওয়ার আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

এছাড়াও ২০২২ সালের পবিত্র হজ্জ শেষে পুনরায় ওমরাহ্‌ পালন শুরু হবে ইনশাআল্লাহ্। আমাদের এজেন্সি হতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্ববধানে ওমরাহ্‌ পালন করতে চাইলে এখন থেকেই বুকিং নিশ্চিত করুন।

হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে মানবজাতি! আল্লাহ তা‘আলা তোমাদের ওপর হজ্জ ফরয করেছেন। এটা শুনে আক্বরা‘ ইবনু হাবিস দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল! এটা (হজ্জ) কি প্রতি বছর? তিনি (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তবে তা (প্রত্যেক বছর) ফরয হয়ে যেতো। আর যদি ফরয হয়ে যেতো, তোমরা তা সম্পাদন করতে পারতেনা এবং করতে সমর্থও হতে না। হজ্জ (জীবনে ফরয) একবারই। যে বেশী করলো সে নফল করলো।

(আহমাদ, নাসায়ী, ও দারিমী)
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২৫২০

আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন--
যিয়ারতে হারামাঈন হজ্জ ও ওমরাহ্ কাফেলা
টাইগারপাস-আমবাগান মসজিদ মার্কেট (২য় তলা)
আমবাগান, খুলশী, চট্টগ্রাম-৪২০২
ইমেইল [email protected]
ফোন-০৩১-৬১০৮৮১-২
মোবাইল- ০১৯৭৮১৪৭৯৮৫, ০১৭১২৯৮১৬৬২
(পোষ্টটি শেয়ার করার জন্য
সকলের প্রতি অনুরোধ রহিল)

Address

Tigerpass-Ambagan Road Khulshi
Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801612981662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jiyarate Haramain International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jiyarate Haramain International:

Videos

Share

Category