আলহামদুলিল্লাহ্,
আমাদের পরবর্তী ওমরাহ্ গ্রুপ আগামী ২৭ অক্টোবর, ১৭ ও ২৭ নভেম্বর এবং ১, ১৫ ও ২৯ ডিসেম্বর আমাদের চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্বাবধানে ওমরাহ্ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ্। এছাড়াও পবিত্র রমজানের বিভিন্ন গ্রুপে পবিত্র ওমরাহ্ বুকিং চলমান আছে।
আগামী ২৭ অক্টোবর আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্বাবধানে ৪র্থ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ্ এবং আগামী ১৫ ডিসেম্বরে ৮ম গ্রুপ নিয়ে পূনরায় যাত্রা করবেন ইনশাআল্লাহ্।
আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং যে কোনো গ্রুপে সাশ্রয়ী খরচে পবিত্র ওমরাহ্ পালন করতে চাইলে দ্রুত বুকিং নিশ্চিত করুন।
যোগাযোগ,
যিয়ারতে হারামাঈন হজ্জ্ব ও ওমরাহ্ কাফেলা
শেখ ফরিদ মার্কেট (২য় তলা) ৮৬/৮০ পূর্ব নাছিরাবাদ, ২নং রেলওয়ে গেইট, শোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২০৩
ই-মেইল [email protected]
মোবাইল- (01712981662, 01978147985
01612981662, 01866521530)
আস্সালামু আলাইকুম।
২০২৩/২৪ সালে যারা পবিত্র হজ্জে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু এখনো প্রাক নিবন্ধন করেননি তারা কোটা ফুরিয়ে যাওয়ার পূর্বেই নিবন্ধন করুন।
২০২২ সালে বিশেষ ব্যাবস্থায় পবিত্র হজ্জ্বে যাওয়ার দু-একটি সিট এখনো খালি আছে, যাওয়ার আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
এছাড়াও ২০২২ সালের পবিত্র হজ্জ শেষে পুনরায় ওমরাহ্ পালন শুরু হবে ইনশাআল্লাহ্। আমাদের এজেন্সি হতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের তত্ববধানে ওমরাহ্ পালন করতে চাইলে এখন থেকেই বুকিং নিশ্চিত করুন।
হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে মানবজাতি! আল্লাহ তা‘আলা তোমাদের ওপর হজ্জ ফরয করেছেন। এটা শুনে আক্বরা‘ ইবনু হাবিস দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল! এটা (হজ্জ) কি প্রতি বছর? তিনি (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলল