28/09/2023
ম্যাচ ফিক্সিং এর মতো প্রস্তাব পেয়েও কেউ বিসিবিকে না জানিয়ে গোপনে ফিক্সারের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে এবং তা বিসিবিকে না জানিয়ে চেপে যায়, আর তুমি সামান্য ইন্জুরির খবরটা চেপে যেতে পারলেনা? সত্যটা না বলে চুপ থাকতে, নিউজল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যেরকম খেলেছো কোনো ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা ব্যাক্তি বা দেশের ক্রিকেটকে লাথি দিয়ে একবার চলে গিয়ে আবার কোচ হিসাবে ফিরে আসা কারো বাপের সাধ্য ছিলোনা তোমাকে স্কোয়াডে রাখা নিয়ে প্রশ্ন তোলার।
কি দরকার ছিলো দেশের প্রতি আর দলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের অবস্থান সম্পূর্ণ প্রকাশ করার? ম্যাচে নেমে দুই তিন ম্যাচ খারাপ করলেও তা খেলার অংশ বলে চালিয়ে দিতে,দল গোল্লায় গেলে যেতো। তবুও কোনো ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার আর একবার লাথি দিয়ে নিয়ম অমান্য করে চলে যাওয়া কোচ থেকে আমাদের নিয়ম শিখতে হতোনা।
২০১১ সালের বিশ্বকাপে যখন মাশরাফি ছিলোনা, তখনও কিন্তু অধিনায়ক ছিলো সে।এই বিশ্বকাপে সে সরালো তামিমকে।