Mast Tours and Travels

Mast Tours and Travels Your Dream is our Responsibility. Start Dreaming, Inform us, We will arrange for you with proper entertainment.
(2)

https://www.youtube.com/watch?v=bZCN_eDbI6Q&t=30s
07/11/2017

https://www.youtube.com/watch?v=bZCN_eDbI6Q&t=30s

টাঙ্গুয়ার হাওর এ আমাদের প্রথমদিনে ফানুস উড়ানোর গল্প। ফানুস উড়াতে আমাদের সাহায্য করেছেন সুদূর মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন উম জন, বিশিষ্ট বাঁশিবিদ রুমি ভাই,...

Bangladesh koto sundor ta na dekle buja have na.Tobe ei video ta meyera dekhben na, chelera lojja pabe. Ar zodi dekgen t...
04/09/2017

Bangladesh koto sundor ta na dekle buja have na.

Tobe ei video ta meyera dekhben na, chelera lojja pabe. Ar zodi dekgen taile ei daitto karo not.

https://youtu.be/bhVMhlUz5gc

কতিপয় দুষ্ট ছেলেরা একদা একদিন টাঙ্গুয়ার জয় করতে যায়। এটা তারই গল্প।

Basic Photography Bangla Tutorials Basic photography A - Zযারা photography শিখতে চান এটা তাদের জন্য। এটা শুরু মাত্র তাদে...
12/08/2017

Basic Photography Bangla Tutorials
Basic photography A - Z
যারা photography শিখতে চান এটা তাদের জন্য। এটা শুরু মাত্র তাদের জন্য যারা photography শুরু করবেন। এইখানে Details বর্ননা করা হয়েছে। না বুঝলে comments করতে পারেন।
https://youtu.be/1NmlnO_g4Rw

Its a basi tutorials for Beginner.যারা নতুন , মাত্র ক্যামরা ব্যবহার করা শুরু করেছেন এটা শুধু তাদের জন্য। কোন কিছু না বুঝলে comments করতে পারেন।

09/08/2017

বর্তমান সময়ের হালের ক্রেজ #মেঘালয়, #শিলং, #চেরাপুঞ্জি, #সোনাংপেডাং গ্রাম ঘুরে আসলাম জনপ্রতি মাত্র ৫০০০ রুপি/ (৫০০০*১.২৮) ৬৪০০ টাকায়।
*টুর সদস্য সংখ্যা অবশ্যই ০৪ জন হতে হবে।
*নিচের খরচের বর্ননায় ই-টোকেন, ভিসা ভি, ট্র্যাভেল ট্যাক্স, তামাবিল বর্ডারে যাওয়া-আসার খরচ include না।
আমরা ৪ বন্ধু গতো ২৮ জুন তামাবিল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি দুপুর ১২ টার দিকে। তবে আমরা খুব ভোরেই তামাবিল পৌছে যাই, কিন্তু আমাদের ট্রাভেল ট্যাক্স না দিয়ে যাওয়ার কারনে ১৫০০ টাকা ঘুষ আর ৩ ঘন্টা সময় নষ্ট হয়।
যাইহোক, ১২ টায় ভারত প্রবেশ করার পর ১০ মিনিটেই মধ্যেই ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে যায়, শুধু ডলার সাথে না থাকার কারনে ভারতিয় পুলিশ আমাদের ১০ মিনিট আটকিয়ে রাখে, পরে একটু রিকুয়েস্ট করাতে ছেড়ে দেয়। আপনারা যারা যাবেন, অবশ্যই ডলার সাথে নিয়ে যাবেন।
জনপ্রতি ৫০০০ রুপির খরচ টা এখান থেকেই শুরু।
বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম থেকে ট্রেন বা বাস এ সিলেট
ঐখান থেকে তামাবিল
Friday
১ম দিন আপনারা ঘুরবেন ডাওকি ব্রিজ, ওমক্রাম ঝরনা, বোরহিল ঝরনা(পাইন্তমাই ঝরনা) মাওলিং ভিলেজ, লিভিং রুট ব্রিজ, এর নিচে ১টি ঝরনাও আছে আর শিলং শহর।
তামাবিল বর্ডারেই অনেক ট্যাক্সি দারিয়ে থাকে, সুজুকি কার, কোথায় কোথায় যাবেন বলে ভাড়া ঠিক করে নিন, ভাড়া ২৫০০ থেকে ২৭০০ রুপি; আমাদের ২৭০০ রুপি পরেছে। চাইলে হুসাইন নামে এই ড্রাইভার কে আগে থেকেই ঠিক করে রাখতে পারেন, নাম্বার- +91 9863072266; রিন্টু পাল- +919402504004, লোক ভালো, বর্ডারে গাড়ি নিয়ে দারিয়ে থাকবে। কমেন্ট এ গাড়ি, ড্রাইভারের ছবি দেওয়া হলো।
ট্যাক্সি নিয়ে এবার যাত্রা শুরু করুন, যাত্রা পথেই দেখতে পাবেন ডাওকি বাজার, ডাওকি ব্রিজ। ও হে, ডাওকি বাজারে দাড়িয়ে দিদির দোকান থেকে ডলার-টাকা ভাংতি করে রুপি করিয়ে নিন, দিদি ভালো রেট দেয়। এর কিছু দূর পর পেয়ে যাবেন ওমক্রাম ঝরনা। তার কিছুদূর পর পাবেন বোরহিল ঝরনা। এরপর ঘন্টা খানিক যাবার পর পৌছাবেন মাওলিন ভিলেজ। এখানেই সেই লিভিং রুট ব্রিজ। জন প্রতি ১০ রুপি দিয়ে টিকেট করে সিরি ধরে নিচে নামতে থাকুন, পেয়ে যাবেন লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে ১ টি ঝরনা, একটু নিচের দিকে গেলেই আরো ভালো ভাবে ঝরনা টি দেখতে পারবেন।
ঝরনা, ব্রিজ দেখে উপরে উঠে এসে দুপুরের খাবার খেয়ে নিন। ভেজিটেবল অথবা মুরগি দিয়ে ভাত খেয়ে নিন। ভাত খেয়ে এবার শিলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করুন, পথে পাহারি আকা-বাকা রাস্তা আর মেঘের খেলা দেখে আপনি মুগ্ধ হবেন, ড্রাইভার কে আগেই বলে রাখবেন উচু পাহাড়ি রাস্তায় গাড়ি দার করিয়ে যেন আপনাদের মেঘ উড়ে যাওয়া দেখায়। মেঘ- পাহাড় দেখে আবার শিলং এর পথে যাএা শুরু করুন। সন্ধের মধ্যে পৌছে যাবেন শিলং।
এবার হোটেলে উঠার পালা। আমরা ছিলাম হোটেল HillStar এ। কমেন্ট এ হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হলো। ৪ জনের রুমের ভাড়া ১৩৬০ রুপি। আমরা শিলং শহরে লেট করে যাবার কারনে ৪ জনের রুম টি ফাকা পাইনি, আমাদের ২২০০ রুপি দিয়ে ৬ জনের রুম নিতে হয়েছিলো। পরের দিন ২ জনের ক্যাপাসিটির ২ টি রুম নিয়ে ছিলাম, ভাড়া ৭৫০ রুপি করে। হোটেল টি খুব ভালো বলবো না, কিন্তু চীপে থাকার জন্য ভালো; শুধু ওয়াই ফাই সুবিধে নেই।
রাত ৮ টা মধ্যে রাতের খাবার খেতে যাবেন, কারন শিলং শহরে ৮ টার পর সব বন্ধ হয়ে যায়।
Saturday
২য় দিন- এই দিন যাবেন চেরাপুঞ্জি, দেখতে পাবেন সেভেন সিস্টার ফলস, নোহকলিকাই ফলস, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, ইকো পার্ক, মৌসুমি গুহা, ওয়াহ কাবা ফলস।
খুব ভোরে ঘুম থেকে উঠে শিলং এর ষ্ট্রীট ফুড দিয়ে নাসতা করে গাড়ি নিয়ে বের হয়ে যান চেরাপুঞ্জির দিকে, এইদিন গাড়ি ভাড়া নিবে ২০০০ রুপি। ওয়াহ কাবা ফলস দেখতে জনপ্রতি ০৫ রুপি টিকেট লাগবে, নোহকলিকাই ফলস দেখতে জনপ্রতি ২০ রুপি আর মৌসুমি গুহা দেখতে জনপ্রতি ২০ রুপির টিকেট লাগবে। ডিএসএলআর ক্যামেরা থাকলে আরো ১০ রুপি গুনতে হবে এবং গাড়ি পার্কিং চার্জ ২০ রুপি।
সেভেন সিস্টার ফলস আর নোহকলিকাহ ফলস দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে, মেঘ দেখে নিরাস হয়ে ফিরে যাবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন, মেঘ একটা সময় হুট করেই সরে যাবে আর দেখতে পাবেন সেই ঝরনা!
দুপুরে মৌসুমি গুহা দেখে ওই খানেই খেয়ে নিন, খরচ হবে জনপ্রতি ৮০-১২০ রুপি।
সন্ধার মধ্যে সব ঘুরে ফিরে চলে আসুন শিলং শহরে, কিছু কেনার থাকলে ৮ টার মধ্যে কিনে নিন।
Sunday
৩য় দিন- এই দিন দেখবেন ওয়ার্ড'স লেক, অল সেইনটস চার্চ, মদিনা মসজিদ, এলিফেনট ফলস, সোনাংপেডাং।
সকালে খেয়ে হোটেলে থেকে চেক- আউট করে ট্যাক্সি নিয়ে বের হয়ে পরুন। এই দিন রাতে থাকবেন সোনাংপেডাং এ। ও, এলিফেনট ফলস দেখতে গুনতে হবে জনপ্রতি ২০ রুপি।
দুপুরে পথে কোথাও অথবা ডাওকি বাজারে খেয়ে নিন, খরচ ৮০-১২০ রুপি।
সব ঘুরে সোনাংপেডাং এ যেতে যেতে বিকেল হবে। সোনেংপেডাং এ মানভার কটেজ এ থাকতে পারেন, ভাড়া ১০০০-১৫০০ রুপি, ফোন নাম্বার- +91 9615762788, কমেন্ট এ কটেজের নাম্বার দেয়া হলো। বিকেলে সোনাংপেডাং এর সামনে দিয়ে বয়ে যাওয়া নদীর শীতল পানিতে গোসল করে নিন। রাতে কটেজেই খেয়ে নিন, খরচ হবে ৮০-১০০ রুপি।
Monday
পরের দিন সকালে কটেজের কাছেই দোকান আছে, বুট-খিচুরি, চা খেয়ে নিন, খরচ হবে ২০-৩০ রুপি।
এরপর সোনাংপেডাং এর আসে-পাশে ২ টি ঝুলন্ত ব্রিজ, পাহাড়, নদী দেখে সময় কাটান।
এরপর ১টি গাড়ি ঠিক করুন ক্রাং সুরি ফলস হয়ে ডাওকি বর্ডার, ভাড়া নিবে ১১০০ রুপি। কটেজ মালিক কে বললেই গাড়ি ঠিক করে দিবে। ক্রাং সুরা ফলস যেতে সময় লাগবে ২ ঘন্টা। ফলস দেখতে খরচ হবে জনপ্রতি ২০ রুপি।
ফলস দেখে ৩-৪ টার দিকে চলে আসুন ডাওকি বাজারে,দুপুরের খাবার খেতে খরচ হবে ১০০-১২০ রুপি। বিকেল ৫ টার মধ্যে বর্ডার পার হয়ে চলে আসুন বাংলাদেশ।
বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ Arrival শীল দেবার জন্য আবার আপনার কাছ থেকে ১০০-২০০ টাকা ঘুষ খাবে।

সোমবার রাতে বাস বা ট্রেন চট্রগ্রাম এবং মঙ্গল বার সবার অফিস করতে পারবে।

৪ জন ৮ জন ১২ জন

#এবার আসি টোটাল খরচের কথায়- তিন দিনের হোটেল ভাড়া: ১৩৫০+১৩৫০+১৫০০= ৪২০০ রুপি। ট্যাক্সি ভাড়া চার দিনের: ২৭০০+২০০০+৩০০০+১১০০= ৮৮০০ রুপি।
৪ দিনের ট্যাক্সি ভাড়া আর হোটেল ভাড়া টোটাল- ১৩০০০ রুপি, বাকি ৭০০০ রুপির মধ্যে চার দিনের খাওয়া, ঘোরা, লোকেশন ইন্ট্রি টিকেট এইসবে খরচ করুন, চাইলে আরো কম খরচ করতে পারবেন।
বি:দ্র:- আমার বাংলা বানানে কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কৃতজ্ঞতা
Farid Sarker Sajeeb

আমরা অনেকে জানি না বাংলাদেশে এতো সুন্দর রাস্তা ও আছে যার ২ই পাশে পানি আর পানি। মনে হবে আপনি পানির মাঝখানে গাড়ি চালাছেন।...
31/07/2017

আমরা অনেকে জানি না বাংলাদেশে এতো সুন্দর রাস্তা ও আছে যার ২ই পাশে পানি আর পানি। মনে হবে আপনি পানির মাঝখানে গাড়ি চালাছেন। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না।

https://www.youtube.com/watch?v=0E-wJ3SUBTU&t=204s

Natural view of bangladesh. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কত মনোরম তা আপনি টাঙ্গুয়ার হাওর না গেলে বুঝবেন না। এই ভিডিও তে শুধুমাত্র যাবার পথে কত সুন্দর রাস্তা ...

  Island.ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ পূর্ণিমা। ঐ পূর্নিমার রাতে সেন্টমার্টিন যেতে চাইছি সবাই মিলে। অনেকদিন একসাথে কোথাও যা...
10/01/2017

Island.
ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ পূর্ণিমা। ঐ পূর্নিমার রাতে সেন্টমার্টিন যেতে চাইছি সবাই মিলে। অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না। ১৬ ফেব্রুয়ারি যেতে হলে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছুটি নিতে হবে। বুধবার রাতে চট্টগ্রাম থেকে রওনা দিব। বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাতে থাকব। শনিবার রাতে চট্টগ্রাম এসে পৌছাব। রবিবার অফিস করব।

10/01/2017

Island.
ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ পূর্ণিমা। ঐ পূর্নিমার রাতে সেন্টমার্টিন যেতে চাইছি সবাই মিলে। অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না। ১৬ ফেব্রুয়ারি যেতে হলে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছুটি নিতে হবে। বুধবার রাতে চট্টগ্রাম থেকে রওনা দিব। বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাতে থাকব। শনিবার রাতে চট্টগ্রাম এসে পৌছাব। রবিবার অফিস করব।

03/08/2016

Bandarban Tour Date:

Good Morning: ৮ই সেপ্টেম্বর রাত(ঢাকার জন্য)/৯ তারিখ সকাল (চট্টগ্রামের জন্য) থেকে ১১ তারিখ পর্যন্ত। (Day 01: 08/9/16, Day 02 : 09/9/16, Day 03 : 10/9/16, Day 04 : 11/09/16)

Good AfterNoon : ৯ই সেপ্টেম্বর রাত(ঢাকার জন্য)/১০ তারিখ সকাল (চট্টগ্রামের জন্য) থেকে ১২ তারিখ পর্যন্ত। (Day 01: 09/9/16, Day 02 : 10/9/16, Day 03 : 11/9/16, Day 04 : 12/09/16)

Good Evening: ১০ই সেপ্টেম্বর রাত(ঢাকার জন্য)/১১ তারিখ সকাল (চট্টগ্রামের জন্য) থেকে ১৩ তারিখ পর্যন্ত। (Day 01: 10/9/16, Day 02 : 11/9/16, Day 03 : 12/9/16, Day 04 : 13/09/16)

Good Night : ১২ই সেপ্টেম্বর রাত(ঢাকার জন্য)/১৩ তারিখ সকাল (চট্টগ্রামের জন্য) থেকে ১৫ তারিখ পর্যন্ত। (Day 01: 12/9/16, Day 02 : 13/16, Day 03 : 14/9/16, Day 04 : 15/09/16)

Couple/ Family জন্য রয়েছে special ব্যবস্থা।
মেয়েদের জন্য ও রয়েছে সুব্যবস্থা।
Goup Maintain করে আসলে রয়েছে বিশেষ ব্যবস্থা।

Bandarban Tour Packageঢাকা - বান্দরবানশহর- রুমা-১১ মাইল- কমলাবাজার-বগালেক- চিংড়িঝরনা- দারজিলিংপাড়া (আশেপাশেকিছুঝরনাঘুরেদ...
01/08/2016

Bandarban Tour Package

ঢাকা - বান্দরবানশহর- রুমা-১১ মাইল- কমলাবাজার-বগালেক- চিংড়িঝরনা- দারজিলিংপাড়া (আশেপাশেকিছুঝরনাঘুরেদেখা)- কিউক্রাডং- বগালেক- রুমা- বান্দরবান- ঢাকা।

1st day
কমলাপুর বাস স্ট্যান্ড থেকে নাইটকোচ এ করে বান্দরবান শহরের যাত্রা।
চট্টগ্রামের বদ্দারহাট থেকে সকাল বেলার বাসে করে বান্দরবান শহরের যাত্রা।

2nd day
সকাল ৮টায় বান্দরবান শহরে নামার সাথেসাথে লোকাল কোনো রেষ্টুরেন্ট এসকালের নাস্তা সেরে সাথে সাথে জীপে করে যাত্রা শুরু করবো রুমা বাজারের দিকে। দুপুর ২টা অবধি রুমা বাজার থাকবো আশাকরি। সেখান থেকে আমাদের গাইডকে নিয়ে বিজিবি চেক পোস্টে নিজেদের নামের তালিকা করেই রওনা দিব বগালেকের উদ্দেশ্যে। ১১ মাইল নামক একজায়গায় আমাদের জীপ থেকে নেমে বগালেকের উদ্দেশ্যে হাটা শুরু করতে হবে একটু হাটলেই আমরা পেয়ে যাবো কমলাবাজার। র পর ছোট একটা পাহাড় বেয়ে বগালেক উঠার পর সেখানেই আজকের মত বিশ্রাম।সাথে সন্ধার পর থাকছে বারবিকিউ এবং জমজমাট ভ্রমন আড্ডাবাজি।

3rd day
ভোরবেলাই রওনা হব কিউক্রাডং এর ঊদ্দেশ্যে।পথি মধ্যে পাবো চিংড়ি ঝরনা।রাস্তায় ছোট একটা বিরতিতে নাস্তা সারবো।এরপর চলে যাবো দারজিলিং পাড়ায়। দারজিলিং পাড়ায় গিয়ে হালকা চানাস্তা সেরে আমরা চলেযাবো দারজিলিং পাড়ার আশেপাশের ঝরনাগুলোতে।দুপুরের পর দারজিলিং পাড়ায় ফিরে এসে সেখানে দুপুরের খাবার খেয়ে বিকেলের মধ্যে চলে যাবো কিউক্রাডং এর চুড়ায়।বিকেল হতে সন্ধ্যা অব্দি সময়টি কেওক্রাডং এর চূড়ায় কাটিয়ে দিব ছবি তুলে এবং আড্ডাবাজি করে।আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি কেওক্রাডং এর চুড়া আমার দেখা মতে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় এইখান থেকেই।এরপর রাতে থাকবো কেওক্রাডং এর চূড়ার সামনেই কটেজ গুলোতে।

4th day
সকালে ঘুম থেকে ঊঠেই বগালাকের উদ্দেশ্যে রওনা দিব।বগালেক থেকে একটু এগিয়ে গিয়ে ১১মাইল থেকে জীপে করে রুমাবাজার।রুমা বাজার থেকে বান্দরবান শহর এবং বান্দরবান শহর থেকে রাতের বাসে ঢাকা এর উদ্দেশ্যে যাত্রা।

5th day (যারা বান্দরবন মেঘলাই থাকতে চাই অপরূপ লেকের পাশে তাঁবু টাঙ্গিয়ে তাদের জন্য।)

Address

Chittagong
4000

Telephone

+8801674247452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mast Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mast Tours and Travels:

Share

Category