Manha Travels & Tours

Manha Travels & Tours আসসালামু আলাইকুম

মানহা ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবসময়
নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করুন আমাদের সাথেই

11/02/2024

শাবান মাসের চাঁদ দেখা গেছে আগামী ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত
আলহামদুলিল্লাহ

আমেরিকার ভিসা আবেদনের সুবর্ণ সুযোগ: ২০২৪ এ আমেরিকায় কোপা এবং টি টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ, এবং সর্বশেষ ফুটবল বিশ্বক...
08/02/2024

আমেরিকার ভিসা আবেদনের সুবর্ণ সুযোগ:

২০২৪ এ আমেরিকায় কোপা এবং টি টুয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ, এবং সর্বশেষ ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালে অনুতিষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলি মাত্র অসংখ্য ভিসা আবেদনকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

আমেরিকা ভিজিট ভিসার আবেদনের সুবর্ণ সুযোগ এখন উপলব্ধ! আবেদনের জন্য কোনও ট্রাভেল হিস্ট্রি লাগবে না। এবং এটি কোনও অসংশ্লিষ্ট সময়ের সাথে সাথে প্রস্তুতি নিতে দ্বিধা নেই।

সুতরাং, সময় নষ্ট না করে আবেদনের জন্য প্রস্তুতি নিন। আপনার ভিসা আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে সকল প্রয়োজনীয় তথ্য এবং দলিল সংগ্রহ করে রাখুন।

এই সুযোগ থেকে সঙ্গে থাকুন এবং আপডেটের জন্য আমাদের পেজ লাইক করুন।

আমাদের প্রকাশিত সংবাদটি যদি আপনার পছন্দ হয় তবে অবশ্যই শেয়ার করুন এবং আপনার মতামত জানান। আমরা আপনার সাথে থাকতে প্রস্তুত।

মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিজে নিজে করতে চাইলে নিচের লিংকে চলে যান। আপনি জেনে অবাক হবেন, মালয়েশিয়া ই- ভিসায় একবার ভ্রম...
07/02/2024

মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিজে নিজে করতে চাইলে নিচের লিংকে চলে যান। আপনি জেনে অবাক হবেন, মালয়েশিয়া ই- ভিসায় একবার ভ্রমণ করা থাকলে পরবর্তীতে ভিজিটের জন্য ই- ভিসা আপনি নিজে নিজেই প্রসেস করতে পারবেন। শুধুমাত্র এয়ার টিকেট বুকিংটা হয়তো নিজে নিজে করতে পারবেন না। এয়ার টিকেট বুকিং করতে আপনার কোন এজেন্ট এর সহযোগিতা প্রয়োজন হতে পারে। আপনি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এন ও সি, সেলারি সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড, প্রিভিয়াস ভিসা কপি, এয়ার টিকেট ও হোটেল বুকিং ইত্যাদি ডকুমেন্টস ওয়েবসাইটে আপলোড করলেই ভিসা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য নিচে লিংকটি শেয়ার করলাম।
https://malaysiavisa.imi.gov.my/evisa/evisa.jsp
আপনি যদি এই লিঙ্ক ব্যবহার করে নিজে নিজে মালয়েশিয়ার ভিসা প্রসেস করে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন।

আমাদের সহযোগিতা পেতে কল করুন: Manha Travels & Tours
01861-568515
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইটালি, গ্রীস, ভিসা প্রসেস করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, Italy, Greece VISA available

RESTAURANT EMPLOYEES হিসেবে  যারা জার্মানি যেতে চান দ্রুত আবেদন করুন এখনই 01861-568515
07/02/2024

RESTAURANT EMPLOYEES হিসেবে যারা জার্মানি যেতে চান
দ্রুত আবেদন করুন এখনই
01861-568515

যারা জার্মানি এর জন্য আবেদন করতেছেন তাদের পার্সপোর্ট এর মেয়াদ সংক্রান্ত ঢাকা জার্মান এম্বাসির বিজ্ঞপ্তি। দ্রুত আবেদন করু...
07/02/2024

যারা জার্মানি এর জন্য আবেদন করতেছেন তাদের পার্সপোর্ট এর মেয়াদ সংক্রান্ত ঢাকা জার্মান এম্বাসির বিজ্ঞপ্তি।
দ্রুত আবেদন করুন এখনই
01861-568515

বিনা খরছে জার্মানিতে "হোটেল " "কনস্ট্রাকশন" "এগ্রিকালচার" "ম্যানুফেকচারিং" সহ ২৫০০০+ পদে এ আবেদন করার জন্য এখনই যোগাযোগ ...
07/02/2024

বিনা খরছে জার্মানিতে "হোটেল "
"কনস্ট্রাকশন"
"এগ্রিকালচার"
"ম্যানুফেকচারিং" সহ ২৫০০০+ পদে
এ আবেদন করার জন্য এখনই যোগাযোগ করুন 01861-568515

বাংলাদেশ থেকে আজ বিদেশগামী প্রবাসী ভাইদের যাদের ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট আছে বিশ্ব ইজতেমার কারণে হাতে অতিরিক্ত সময় নি...
04/02/2024

বাংলাদেশ থেকে আজ বিদেশগামী প্রবাসী ভাইদের যাদের ঢাকা বিমানবন্দর দিয়ে ফ্লাইট আছে বিশ্ব ইজতেমার কারণে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হোন।

নতুন ই পার্সপোর্ট পার্সপোর্ট সংক্রান্ত যে কোন তথ্য সংশোধন করতে এখনই যোগাযোগ করুন।
29/01/2024

নতুন ই পার্সপোর্ট
পার্সপোর্ট সংক্রান্ত যে কোন তথ্য সংশোধন করতে এখনই যোগাযোগ করুন।

সেন্টমার্টিন বন্ধ হবার আগে ঘুরে আসুন Manha Travels & Tours সাথে
29/01/2024

সেন্টমার্টিন বন্ধ হবার আগে ঘুরে আসুন Manha Travels & Tours সাথে

24/01/2024

আপনারা নির্দ্বিধায় জার্মানির জন্য আবেদন করতে পারেন।
কারণ এই সার্কুলার টা জার্মান ফেড়ারেল গর্ভ: তদারকি করছে।।

যারা আবেদন নিয়ে চিন্তায় আছেন দ্রুত আবেদন করুন.

বিস্তারিত 01861-568515 (what's app)

আসসালামু আলাইকুম আমরা জার্মানির জন্য আবেদন করতেছি শুধু।  বাকি প্রসেসিং জার্মান সরকার এম্বাসেডর এর মাধ্যমে করবে। আপনারা য...
23/01/2024

আসসালামু আলাইকুম
আমরা জার্মানির জন্য আবেদন করতেছি শুধু।

বাকি প্রসেসিং জার্মান সরকার এম্বাসেডর এর মাধ্যমে করবে।

আপনারা যারা আবেদন করেন নাই। এখনই যোগাযোগ করে আবেদন করুন৷

বিস্তারিত What's app - 01861568515

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
22/01/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world
-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট
এনআইডি, জন্মনিবন্ধনপত্র (অপ্রাপ্তবয়স্কদের জন্য) ইত্যাদি।

22/01/2024

স-র্ত-কতা
কক্সবাজার শীত পড়তেছে ভ্রমণের সময় ছোট বাচ্চাদের পর্যাপ্ত শীতের কাপড় বহন করুন।

ই পার্সপোর্ট এর যে কোন তথ্য পরিবর্তন কিংবা নতুন ই পার্সপোর্ট কোন ঝামেলা ছাড়াই সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ও সবচেয়ে কম রেটে ...
22/01/2024

ই পার্সপোর্ট এর যে কোন তথ্য পরিবর্তন কিংবা নতুন ই পার্সপোর্ট কোন ঝামেলা ছাড়াই সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ও সবচেয়ে কম রেটে #ই-পাসপোর্ট
করতে এখনই ইনবক্সে যোগাযোগ করুন।।।।।
কল করুন- 01861-568515

চট্টগ্রাম হতে বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর নাম, সময়সূচি এবং সাপ্তাহিক ছুটি আপনাদের সুবিধার্থে লিখিত আকারে ...
22/01/2024

চট্টগ্রাম হতে বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর নাম, সময়সূচি এবং সাপ্তাহিক ছুটি আপনাদের সুবিধার্থে লিখিত আকারে দেওয়া হলো। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।

♦️চট্টগ্রাম হতে ঢাকাগামী ট্রেন সমূহ।

১. চট্টলা এক্সপ্রেস 🔥
👉চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬:৪০ টায়
👉ঢাকা পৌঁছাবেন দুপুর ১২ঃ১০ টায়
👉সাপ্তাহিক ছুটিঃ শুক্রবার
২. সুবর্ণ এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৭:৩০ টায়
🌻ঢাকা পৌঁছাবে দুপুর ১২ঃ২৫ টায়
🌻সাপ্তাহিক ছুটিঃ সোমবার
৩. কর্ণফুলী কমিউটার 🔥
🌺চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯ঃ৪৫ টায়
🌺ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৬ঃ২৫ টায়
🌺সাপ্তাহিক ছুটি নেই ❌
৪. মহানগর এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ১২ঃ৩০ টায়
🌻ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৬ঃ৪৫ টায়
🌻সাপ্তাহিক ছুটিঃ রবিবার
৫. মহানগর গোধূলি 🩷
👉চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩:০০ টায়
👉ঢাকা পৌঁছাবে রাত ৮ঃ৫৫ টায়
👉সাপ্তাহিক ছুটিঃ নাই
৬. কক্সবাজার এক্সপ্রেস 🔥
🌺চট্টগ্রাম সরে যাবে বিকাল ৪ঃ০০ টায়
🌺ঢাকা পৌঁছাবে রাত ৯ঃ১০ টায়
🌺সাপ্তাহিক ছুটিঃ মঙ্গলবার
৭. সোনার বাংলা এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে বিকাল ৪ঃ৪৫ টায়
🌻ঢাকা পৌঁছাবে রাত ৯ঃ৪০ টায়
🌻সাপ্তাহিক ছুটিঃ মঙ্গলবার
৮. তূর্ণা এক্সপ্রেস 🔥
👉চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ১১ঃ৩০ টায়
👉ঢাকা পৌছাবে সকাল ৫ঃ১৫ টায়
👉সাপ্তাহিক ছুটিঃ নাই ❌
৯.ঢাকা মেইল ❣️
🌺চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ১১:৪৫ টায়
🌺ঢাকা পৌঁছাবে সকাল ৬ঃ৪০ টায়
🌺সাপ্তাহিক ছুটিঃ নাই ❌
১০.পর্যটক এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
🌻ঢাকা পৌঁছাবে ভোর ৪ঃ৩০ টায়
🌻সাপ্তাহিক ছুটিঃ রবিবার

🔸চট্টগ্রাম হতে ভূঞাপুর/জামালপুর গামী ট্রেন সমূহ

১.বিজয় এক্সপ্রেস 🔥
👉চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯:১৫ টায়
👉জামালপুর পৌছাবে সন্ধ্যা ৬:১০ টায়
👉সাপ্তাহিক ছুটি মঙ্গলবার
২.ময়মনসিংহ এক্সপ্রেস
🌺চট্টগ্রাম ছেড়ে যাবে বিকাল ৪:১০ টায়
🌺জামালপুর পৌছাবে সকাল ৮:৪৫ টায়
🌺সাপ্তাহিক ছুটি নাই

🔸চট্টগ্রাম হতে সিলেট গামী ট্রেন সমূহ

১.পাহাড়িকা এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৭:৫০ টায়
🌻সিলেট পৌছাবে বিকাল ৪:৩০ টায়
🌻সাপ্তাহিক ছুটি সোমবার
২. জালালাবাদ এক্সপ্রেস
👉চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ৮:০০ টায়
👉সিলেট পৌছাবে সকাল ৮:৫০ টায়
👉সাপ্তাহিক ছুটি নাই
৩. উদয়ন এক্সপ্রেস
✅চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ৯:৪৫ টায়
✅সিলেট পৌছাবে সকাল ৫:৪৫ টায়
✅সাপ্তাহিক ছুটি বুধবার

🔸চট্টগ্রাম হতে ভূঞাপুর/জামালপুর গামী ট্রেন সমূহঃ-

১. বিজয় এক্সপ্রেস
👉চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯:১৫ টায়
👉জামালপুর পৌছাবে সন্ধ্যা ৬:১০ টায়
👉সাপ্তাহিক ছুটি মঙ্গলবার
২. ময়মনসিংহ এক্সপ্রেস
👉চট্টগ্রাম ছেড়ে যাবে বিকাল ৪:১০ টায়
👉জামালপুর পৌছাবে সকাল ৮:৪৫ টায়
👉সাপ্তাহিক ছুটি নাই

♦️ চট্টগ্রাম হতে কক্সবাজার গামী ট্রেন সমূহঃ-

১. কক্সবাজার এক্সপ্রেস 🔥
👉চট্টগ্রাম ছেড়ে যাবে রাত ৪:০০ টায়
👉কক্সবাজার পৌঁছাবে সকাল ৬:৪০ টায়
👉সাপ্তাহিক ছুটিঃ সোমবার
২. পর্যটক এক্সপ্রেস 🔥
🌻চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ১১:৪০ টায়
🌻কক্সবাজার পৌঁছাবে দুপুর ৩ টায়
🌻সাপ্তাহিক ছুটিঃ রবিবার

🔸চট্টগ্রাম হতে চাদপুর গামী ট্রেন সমূহঃ-

১. সাগরিকা এক্সপ্রেস
👉চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৮:০০ টায়
👉চাদপুর পৌছাবে দুপুর ১২:৫০ টায়
👉সাপ্তাহিক ছুটি নাই ❌
২. মেঘনা এক্সপ্রেস
👉চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৬:০০ টায়
👉চাদপুর পৌছাবে রাত ১০:০০ টায়
👉সাপ্তাহিক ছুটি নাই ❌

রেলের যাবতীয় আপডেট পেতে আমাদের পেইজ-টি ফলো করুন 🤩

Manha Travels & Tours ই পার্সপোর্ট এর যে কোন তথ্য পরিবর্তন কিংবা নতুন ই পার্সপোর্ট কোন ঝামেলা ছাড়াই সবচেয়ে দ্রুত সময়ের ম...
22/01/2024

Manha Travels & Tours

ই পার্সপোর্ট এর যে কোন তথ্য পরিবর্তন কিংবা নতুন ই পার্সপোর্ট কোন ঝামেলা ছাড়াই সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ও সবচেয়ে কম রেটে #ই-পাসপোর্ট
করতে এখনই ইনবক্সে যোগাযোগ করুন।।।।।
কল করুন- 01861-568515

আলহামদুলিল্লাহ সু খবর!!!! ভ্রমণের এই সিজনে!!!!সর্বোচ্চ কম খরছে কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমণ করুন Manha Travels & Tours...
22/01/2024

আলহামদুলিল্লাহ সু খবর!!!!
ভ্রমণের এই সিজনে!!!!
সর্বোচ্চ কম খরছে
কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমণ করুন Manha Travels & Tours এর সাথে।
বাংলাদেশ সহ চট্রগ্রাম থেকে যে কেউ ফ্যামিলি সহ কিংবা আপনি গ্রুপ ট্যুরে যেতে চাইলে কমপ্লিট ট্যুর প্যাকেজ নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের ট্যুর সার্ভিসে যা যা থাকছে-
১- এসি বাস -স্লীপার কোচ /নন এসি বাস (সর্বোচ্চ কম দামে) ননস্টপ সার্ভিস
২- কক্সবাজার ও টেকনাফ জেটি ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিন যাওয়ার লঞ্চ (সী ভিউ যে কোন সাইটে সিটের ব্যাবস্থা)
৩-১০০% নিরাপত্তা নিশিত সহ সমুদ্র নগরী কক্সবাজার এ কম দামে ভাল মানের হোটেল ও রেস্টুরেন্ট সার্ভিস।
৪-কক্সবাজার ও সেন্টমার্টিন এ কম খরছে বিশস্ত ও আইডেন্টিটি অটোরিক্সা, জীপ ও মোটরসাইকেল দিয়ে ভ্রমণ সার্ভিস।
৫-সেন্টমার্টিন এ কম খরছে কটেজ,হোটেল কিংবা রেস্টুরেন্টের ব্যাবস্থা সহ

কম্পলিকেট ট্যুর প্যাকেজ।
বিস্তারিত জানতে এখনই কল করুন- 01861-568515

24/11/2022

একদিন এভাবেই তোমার প্রেমে পড়ে যাবো😋

22/11/2022

ইনশাআল্লাহ - একদিন প্রচুর টাকা কামাবো -
আর সেদিন এদের মতো অনাথদের জন্য কিছু করবো ইনশাআল্লাহ।🥺🖤🥀

বাবার প্রতি কত ভালোবাসা😊
13/11/2022

বাবার প্রতি কত ভালোবাসা😊

11/11/2022

পরীর জামাইও পরীরে রাইখা রাতের বেলা আরেক বেডির লগে ইটিশপিটিশ করে।

সানিয়া মির্জার জামাইও হেরে রাইখা আরেকজনের লগে পিরিত করে।

অথচ এরপরেও বাংলাদেশের মেয়েরা দাবি করবে, জামাইকে শুধু তার দিকেই তাকানো লাগবে, আর কারো দিকে তাকানো যাবে না।

এসব কী ধরনের কথা? পরী হয়েই যেখানে একটা মেয়ে জামাইরে ধরে রাখতে পারলো না, সেখানে মানুষ হয়ে জামাইকে ধরে রাখা কি মামার বাড়ির আবদার না?

লেট হিম গো। ভালোবাসলে আপনার জামাইকে মুক্ত করে দেন। সে ইচ্ছামতো ইটিশপিটিশ করুক। সত্যি সত্যি ভালোবাসলে সে বুড়ো বয়সে হলেও আপনার কাছে ফিরে আসবে।

পুরুষ মানুষের ভালোবাসা অদ্ভুত সুন্দর। এরা দশজনকে চায়, বিশজনের সাথে কথা বলে, বাট ভালো এরা একজনকেই বাসে! 🙂

Address

Chittagong
64

Alerts

Be the first to know and let us send you an email when Manha Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manha Travels & Tours:

Videos

Share

Category