#umrah#umrahmubarak #makkah_al_mukaaramah #madina
ঈদ মোবারক
এলো খুশির ঈদ
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।।
ঈদ মুবারক ♥
আজকে জুমার দিন,
পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি।
বেশি বেশি দরুদ শরীফ পড়ি,
সুরা কাহফ তিলাওয়াত করে
আল্লাহর নুরে ভ্যাক্সিনেটেড হয়ে নিজেকে সুরক্ষিত রাখি।
প্রিয় নবিজী (সা:) এর স্মৃতিবিজড়িত শহর তায়েফ ।
সুন্দর এবং মনোরম শহর তায়েফ। আর এই তায়েফেই ইসলাম প্রচার করতে গিয়ে প্রিয়নবি (সা:) দুষ্ট লোকদের প্রস্তরাঘাতে রক্তাক্ত হয়েছিলেন।
আল্লাহ্র ঘর স্পর্শ করতে পেরে ও আসওয়াদ পাথরে চুমা দিতে পেরে হাজীরা খুশীতে কান্নায় ভেঙে পরেন,
২ বছরের বেশী সময় বন্ধ থাকার পর গতকালকে রাতে পুনরায় উন্মুক্ত করা হয়েছে সবকিছু।
The groups of pilgrims continue to arrive at Mina as they will spend the day and night at their designated tents.
#Hajj1443 #Hajj #hajj2022
সুবহান'আল্লাহ!
মৃত্যুর আগে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমাদের হোক!
🕋 আলহামদুলিল্লাহ্!!
পবিত্র হজ্বের কার্যক্রম শুরু!!
হে আল্লাহ্ আমাদেরকেও হজ্ব করার তাওফিক দান করিও!!
আপনার হজ্জ কি ফরজ হয়েছে,
আপনি কি হজ্জে যাওয়ার প্ল্যানিং করছেন?
আপনি নিশ্চয় জানেন, বর্তমানে বাংলাদেশ থেকে হজ্জ করার পরিকল্পনা করে থাকলে আপনাকে ১/২ বছর আগে থেকে প্রস্তুতি নেয়া শুরু করতে হয়। যার প্রথম ধাপ সরকারী #প্রাক_নিবন্ধন পর্ব সম্পন্ন করা।
শুধু মাত্র এনআইডি কার্ডের ফটোকপি, ২ কপি ছবি ও নিবন্ধন ফি জমা দিয়েই আপনার প্রাক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
#নিবন্ধন_ফি_মাত্র - ৩০,৭৫২/ টাকা
হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন
=====================================
আমাদের অফিসঃ
Safa International Hajj Kafela
Awesome Tourism & Travels
৯০৫/১৪৯৬, আরকান রোড, বিসমিল্লাহ্ টাওয়ার (৩য় তলা),
বাদুরতলা, চট্টগ্রাম।
01910 831 708, 01877 584870
www.awesometourism.net
www.mehoman.com
আপনার হজ্জ কি ফরজ হয়েছে,
আপনি কি হজ্জে যাওয়ার প্ল্যানিং করছেন?
আপনি নিশ্চয় জানেন, বর্তমানে বাংলাদেশ থেকে হজ্জ করার পরিকল্পনা করে থাকলে আপনাকে ১/২ বছর আগে থেকে প্রস্তুতি নেয়া শুরু করতে হয়। যার প্রথম ধাপ সরকারী #প্রাক_নিবন্ধন পর্ব সম্পন্ন করা।
শুধু মাত্র এনআইডি কার্ডের ফটোকপি, ২ কপি ছবি ও নিবন্ধন ফি জমা দিয়েই আপনার প্রাক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
#নিবন্ধন_ফি_মাত্র - ৩০,৭৫২/ টাকা
হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে ও দেশ বিদেশের যে কোন বিমানের টিকেট, ম্যানপাওয়ার, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরা প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন
=====================================
আমাদের অফিসঃ
Safa International Hajj Kafela
Awesome Tourism & Travels
৯০৫/১৪৯৬, আরকান রোড, বিসমিল্লাহ্ টাওয়ার (৩য় তলা),
বাদুরতলা, চট্টগ্রাম।
01910 831 708, 01877 584870
www.awesometourism.net
www.mehoman.com
ঈদুল ফিতর পরবর্তী আমাদের বিশেষ ওমরা প্যাকেজ --
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)
পবিত্র হজ্জের জন্য ওমরা বন্ধ হওয়ার আগে পবিত্র ঈদুল ফিতরের পর মে মাসের ১ম সপ্তাহে এটি আমাদের শেষ ওমরা প্যাকেজ
🎯 সফরের তারিখঃ ২০২২ মে মাসের প্রথম সপ্তাহে
🎯 বুকিং এর শেষ তারিখ – ১০ এপ্রিল ২০২২
আমাদের ওমরাহ প্যাকেজ থেকে বেছে নিন আপনার উপযুক্ত প্যাকেজটি, স্বপরিবারে জিয়ারত করে আসুন আল্লাহর ঘর এবং নবীজীর রওজা মুবারাক।
.............................................
🟩🟩 ওমরা প্যাকেজ- A
----------------------------------------------
সময়কাল: ১৫ দিন
মক্কা হোটেল: হারাম থেকে ২০০-৩০০ মিটার দূরত্ব।
মদিনা হোটেল: মসজিদে নববী থেকে ১০০-২০০ মিটার দূ