Meghna Tours & Travel

Meghna Tours & Travel Explore your journey and products at the south city of Bangladesh with us.

ব্রেকিং,,,, টেকনাফ টু সেন্টমার্টিন স্পীডবোট ঘাট পরিবর্তন করা হয়েছে। এখন শাহাপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন স্পীডবোট নিয়মিত ...
06/04/2024

ব্রেকিং,,,,
টেকনাফ টু সেন্টমার্টিন স্পীডবোট ঘাট পরিবর্তন করা হয়েছে। এখন শাহাপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন স্পীডবোট নিয়মিত চলাচল করবে। ভাড়াও কম এবং সময়ও কম।
আপনারা ভুলেও টেকনাফ ঘাটে চলে যাবেন না।টেকনাফের সব কাউন্টার এখন শাহাপরীরদ্বীপে।।
-
শাহাপরীরদ্বীপ মানুষের মুখের ভাষা সুন্দর এবং তারা মানুষদের ইজ্জত করতে জানে।।✅

06/04/2024

Welcome to our guide service @ Cox’s Bazar.

04/11/2023
18/05/2022

ভারত ভ্রমণে ট্রেন যাতায়াত আমাদের বাংলাদেশী ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয়।
তবে ভারতের ট্রেন টিকেট নিজে কিংবা এজেন্টের মাধ্যমে বুকিং করার সময় প্রথম দিকে একটা সমস্যায় সবাই পড়েন। তা হল ভারতের ট্রেনের ক্লাসগুলোর কোনটার কি নাম তা না জানা আর তাদের পার্থক্য বুঝতে না পারা। এই সমস্যা সমাধানেই আমার আজকের পোস্ট।

ভারতের টিকেটের মোট ৯ টা ক্লাস আছে।

১। Unreserved General Class বা UR - এই ক্লাসটা মূলত যারা আগে থেকে টিকেট কাটেননি তাদের জন্য। স্টেশনে যেকোনো সময়েই এই টিকেট পাবেন, ট্রেন ছাড়ার আগ মুহুর্ত পর্যন্ত। এ ধরণের টিকেটে সিট নাম্বার দেয়া থাকে না। ট্রেনের জেনারেল বগিতে গিয়ে যেকোনো সীটে (খালি থাকা সাপেক্ষে) বসে পড়া যায়।

২। Second Seating বা 2S - এটা মূলত আমাদের শোভন সীটের মত (শোভন চেয়ার না কিন্তু আবার) বেঞ্চ-সীটার। এটার টিকেট আগে থেকে কাটা যায়। দামও বেশ কম পড়ে। শর্ট ডিস্টেন্সের জন্য বেশ ভালো এবং সাশ্রয়ী। তবে খুবই ভীড় হয় এই ক্লাসে, সেটার জন্য প্রস্তত থাকবেন।

৩। Sleeper Class বা SL - নামেই বুঝতে পারছেন এটা মূলত শোয়ার জায়গা সহ সীট। তিনটা স্তরের শোয়ার বার্থ থাকে এতে, আপার-মিডল-লোয়ার। এটি মূলত নন-এসি হয়। কম দামে দুরবর্তী বা রাতের জার্নি করার জন্য এই ক্লাস খুবই জনপ্রিয়। তবে প্রায়ই জেনারেল বগির লোকজন এসে বসে থাকায় এখানেও বেশ ভীড় হয়। মালামাল সামলে রেখে ঘুমানোটাই ভালো বুদ্ধি হবে।

৪। Three Tier Air Conditioned Class বা 3A - এটা ঠিক উপরের স্লিপার ক্লাসের মত। তবে পার্থক্য হলো এটি শীতাতপ-নিয়ন্ত্রিত বগি। এজন্য মানুষের ভীড়ও নেই। তবে টিকেটের দাম সাধারণত নন-এসি স্লিপারের দ্বিগুণের চেয়ে বেশী হয়।

৫। Two Tier Air Conditioned Class বা 2AC - এই ক্লাসের বগিগুলোতে দুইটা বার্থ থাকে। ফলে মানুষ আরো কম হয়। তাছাড়া প্রাইভেসির জন্য প্রত্যেকটা কম্পার্টমেন্টের পাশে পর্দাও দেয়া থাকে এ বগিতে।

৬। First Class Air Conditioned বা 1AC - এ ধরণের সীটগুলো প্রায় আমাদের দেশের এসি কেবিনের মত। আলাদা দরজা লক করা যায়। তবে ভারতের এই ক্লাসের টিকেট বেডিং, টাওয়েল, রুম ফ্রেশনার দেয়া হয়। ভাড়া 2AC এর প্রায় দ্বিগুণ, যা বেশীরভাগ সময়েই প্লেন ভাড়ার সমান বা বেশী।

৭। Executive Air Conditioned Chair Car বা EC/1A - এই সীটগুলো শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেস (এবং কিছু দুরন্ত এক্সপ্রেস) সুপারফাস্ট ট্রেনগুলোতে পাওয়া যায়। এর মান এয়ারলাইন্সের বিজনেস ক্লাস সীটের মত। ভালো খাবারও প্রভাইড করা হয় ট্রেন থেকে। তবে এটি স্লিপার নয় বরং দুপাশে ২-২ সীটপ্ল্যান সহ চেয়ার কোচ।

৮। Air Conditioned Chair Car বা CC - 1A আর CC কার্যত একইরকম। দুটিই এসি চেয়ারকোচ। তবে CC ক্লাসে একপাশে ৩টি এবং অপরপাশে ২টি চেয়ার থাকে। অর্থাৎ কিছুটা বেশী ক্রাউডেড। দিনের যাত্রার জন্য বেশ ভালো সীট বলা চলে। ভাড়াও 1A থেকে বেশ কম।

৯। Second Class on Jan Shatabdi বা 2S - জন শতাব্দী নামের বাজেট ট্রেনগুলোতেই কেবল এই সীটগুলো থাকে। অন্য ট্রেনের 2S থেকে এর পার্থক্য হলো এই সীটগুলো বেঞ্চ-সীটার নয় বরং চেয়ার দেয়া থাকে। এসি এবং নন-এসি দুইধরণের বগিই হয়ে থাকে এর।

22/04/2022

ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য আপনার কাঙ্ক্ষিত যেকোন গন্তব্যের বিমান টিকেট পাচ্ছেন এখন ইকো ট্রাভেলার্সে।

টিকেট পেতে এখুনি যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৮ ৪২ ৪৩ ৪৪ ০৯।

কলকাতা =>> গোহাটি ৪,২০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> বেঙ্গালুর ৫,১০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> চেন্নাই ৫,৪০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> আন্দামান ৬,০০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> বোম্বে ৬,১০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> দিল্লী ৬,২০০ টাকা থেকে শুরু
কলকাতা =>> শ্রীনগর ১০,২০০ টাকা থেকে শুরু

এছাড়া ও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নিতে পারবেন সর্বোনিম্ম বিমান ভাড়ায়।
বুকিং ও বিস্তারিত জানতে কল করুনঃ ০১৮৪২-৪৩৪৪০৯

ভিজিট করুনঃ https://ecotravelers.com.bd/

20/04/2022

আপনি কি ইন্ডিয়ার ভেলর / চেন্নাই / দিল্লি / তাজমহল / মুম্বাই / শিমলাতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন?

যারা ইন্ডিয়া ঘুরতে বা চিকিৎসার জন্য যেতে চান তারা সাধারনত ট্রেনে করেই বেশি সংখ্যক লোক যেতে ইচ্ছুক আর সেটা কলকাতার হাওড়া স্টেশন থেকেই বাংলাদেশের ৮০% লোক যাতায়াত করে বিভিন্ন গন্তব্যের দিকে যেমন হাওড়া টু চেন্নাই, হাওড়া টু দিল্লি, হাওড়া টু আগ্রা, হাওড়া টু গোয়া ইত্যাদি। আসুন জেনে নেই কিভাবে যাবেন এবং ট্রেনের বিস্তারিত আপডেট তথ্য।

ইন্ডিয়ার প্রধান যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। এই ট্রেন দিয়েই ১২৫ কোটি লোকের দেশে বিভিন্ন রাজ্যে যাতায়াত করে। আর তাই ট্রেনের টিকিট নিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়। আসুন জেনে নেই কোন ট্রেন কখন ছাড়ে, কখন পৌঁছায়, ভাড়া কত ইত্যাদি।

# ট্রেনের গন্তব্য, সময় ও ভাড়া :
কলকাতার হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে প্রতিদিন ৬০০ এর উপর ট্রেন যাওয়া আসা করে বিভিন্ন রাজ্যের দিকে
যেমন:
১। হাওড়া টু চেন্নাই
২। হাওড়া টু বেংগালুর
৩। হাওড়া টু দিল্লি
৪। হাওড়া টু মুম্বাই
৫। হাওড়া টু নিউ জলপাইগুড়ি (দার্জিলিং)
৬। হাওড়া টু গোয়া
৭। হাওড়া টু আগ্রার তাজমহল
৮। হাওড়া টু শীমলা/মানালি
৯। হাওড়া টু আজমির শরিফ ( রাজস্থান )
১০। হাওড়া টু কাশ্মির

এবং আরো অনেক স্থানে যাওয়া আসা করে। মুলত ইন্ডিয়ানরা এক যায়গা থেকে আর এক যায়গা যেতে ট্রেন ব্যবহার করে থাকে। কারণ ট্রেনের যাতায়াত ব্যবস্থা খুব ভালো এবং ভাড়াও তুলনামূলক কম।

** একটা ট্রেনের সিটের ধরণ :
১। AC ( 1A ) মানে 1 tier
2। AC ( 2A ) 2 tier
৩। AC (3A ) 3 tier
৪। Sleeper

দুরপাল্লা যাওয়ার জন্য একটা ট্রেনের অনেক গুলি বড় বগি থাকে যেমন ২০/২২ টা বগি বা আরো বেশি। আর প্রতিটি ট্রেনের কিছু এসি বগি থাকে যেখানে প্রতি বগিতে ৮ টা করে রুম থাকে। প্রতি রুমে ৮ করে সিট থাকে যদি সিটের ধরণ 3A হয়ে থাকে। 3A তে তিনটি বগি যেমন বগি B1, B2, B3 আর প্রতিটি সিটে আপনি বসে, শুয়ে আরাম করে যেতে পারবেন যেহেতু লং জার্নি তাই ট্রেনের সিটের ব্যবস্থাও খুব সুন্দর। প্রতিটি সিটের সাথে বালিশ, চাদর থাকে যাতে ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন।

এখানে উপর নিচ করে ৩ টা করে মোট ৬ টা সিট এবং পাশে উপর নিচ করে ২ টা মোট ৮ টি সিট থাকে। আর চলাচলের জন্য ২ ফুটের মত ফাকা জায়গা থাকে। মানে ওই রুমে ওই ৮ জনের বেশি থাকতে পারবে না। প্রতিজনের আলাদা আলাদা সিট। এসি সিটের ভাড়া বেশি হয়ে থাকে।

আর যদি সিটের ধরণ 2A হয় তাহলে প্রতি রুমে ৪ টা করে সিট থাকে আর এক রুম থেকে আর এক রুম দেখা যায় না কারণ পরদা দিয়ে ঢাকা থাকে। সিট থাকে উপর ও নিচ সিস্টেমে অর্থাৎ উপরে পাশাপাশি দুইটা এবং নিচে পাশাপাশি দুইটা মাঝখানে ২ ফুটের মতো ফাকা থাকে নিজেদের চলাচলের জন্য।

আর সিটের ধরণ 1A হচ্ছে একদম প্রথম শ্রেণী। চরম ভি আই পি সিস্টেম। একবার গেলেই বুঝবেন, ট্রেনেও এতো VIP ব্যবস্থা থাকতে পারে।

আপনার মোবাইল বা ল্যাপ্টপে চারজ ও দিতে পারবেন। প্রতি রুমে সেই ব্যবস্থা করা থাকে তবে থ্রি প্লাগ নিয়ে গেলে আপনার জন্য বেটার বা মাল্টিপ্লাগ।

আর নন এসি যে বগি গুলো সেগুলোকে স্লিপার( Sleeper) বলা হয়ে থাকে মানে S1, S2, S3, S4 বগি নামে পরিচিত। এই বগির যে সিট তাতেও আপনি শুয়ে, বসে, আরামে যেতে পারবেন কিন্তু এসি নেই। আর আপনার ব্যাগ বা লাগেজ আপনার ওই রুমের সিটের নিচে রাখবেন। কোন সমস্যা তেমন হয়না, তারপর ও সাবধান রাখবেন। স্লিপারের সিটের ভাড়া কম।

** টিকিটের দাম:
এক এক রুটের ভাড়া এক এক রকম হয়ে থাকে এখানে আমরা হাওড়া টু চেন্নাই ও অন্যান্য রাজ্যে যাওয়ার ভাড়া নিয়ে বিস্তারিত লিখছি ( ১৮/০৩/২০১৭ ইং তারিখ পর্যন্ত আপডেট তথ্য)। সাধারনত এই ভাড়াই ফিক্সড থাকে তবে ২ বছর অন্তর অন্তর সামান্য ভাড়া বাড়ে তবে এই ভাড়া ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে নিশ্চিত।

১। AC (1A) ---- ৪৩৫০ রুপির মত প্রতি টিকিট তবে সেটা General প্রাইস ক্যাটাগরিতে মানে আপনি তিন সপ্তাহ বা ৩০ দিন পরে যাবেন কিন্তু আজ টিকিট কেটে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্রাইস।

আর একটা ক্যাটাগরি আছে সেটা হলো Tatkal ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে টিকিট ম্যাক্সিমাম সময় পাওয়া ইজি। Tatkal ক্যাটাগরি মানে হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে যেতে চান সেক্ষেত্রে একদিন আগেই কাটা সম্ভব তবে ২৪ ঘণ্টার মধ্যেই যেতে হবে।

Tatkal ক্যাটাগরিতে টিকিটের দাম একটু বেশি হয়ে থাকে। ৩০০/ ৪০০ রুপি এক্সট্রা আ্যড হবে যেহেতু ইমারজেন্সি। আর বাংলাদেশের ৯০% মানুষ এই সিস্টেমে টিকিট পেয়ে থাকে।

২। AC (2A) -- ২৫৪০ রুপি করে প্রতি টিকিট।
৩। AC (3A) -- ১৭৪৫ রুপি করে
৪। AC (Slepper) -- ৬৬৫ রুপি করে
কিন্তু Tatkal এ কাটলে একটু বেশি নিবে। তবে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যায় তারা ততকালেই বেশি টিকিট পেয়ে থাকে। এটা হচ্ছে ইমারজেন্সি সিস্টেম।

# # আসুন কিছু ট্রেনের সময় ও ভাড়া তুলে ধরি:
------------------------------------------------------------------
আপনি যেহেতু নতুন তাই কিছুই জানার তেমন কথা না। টিকিট হলেই হলো সে আপনি স্লিপারে বা এসি যাতে যেতে চান। তারপর ও জেনে রাখা ভালো:

১। গন্তব্য Howra station to Chennai:

ট্রেনের নাম : কলকাতা চেন্নাই মেইল
ছাড়ার সময়: রাত ১১:৪৫ মিনিট বাজার সাথে সাথে ইঞ্জিন চালু হবে আর সাথে সাথে ট্রেন ও চালু হয়ে যাবে। কোন দেরি হবে না যদিনা প্রাকৃতিক সমস্যা না হয়ে থাকে।
পৌছাবে: ২৮ ঘণ্টা ৫ মিনিটে।
( রাত ৩:৫০ মিনিটে )

ভাড়ার তালিকা:
এসি (1A) = ৪৩৬৫ রুপি
এসি ( 2A)= ২৫৪০ রুপি (Tatkal = ৩০৬৫ rupee)
এসি (3A) = ১৭৪৫ রুপি (Tatkal price = ২১০৫ rupee)
স্লিপার = ৬৬৫ রুপি (Tatkal price = ৮৪৫ rupee)

# ট্রেনের নাম: Coromondal express
ছাড়ার টাইম: দুপুর ২:৩০ মিনিটে
পৌছাবে = ২৬ ঘণ্টা ৫ মিনিটে

টিকিটের দাম: ৯৮% একই

এরকম আরো ৩/৪ টা ট্রেন ছেড়ে যায় প্রতিদিন শুধু চেন্নাইতে। তারমানে প্রতিদিন হাওড়া থেকে চেন্নাইতে ৫/৬ টা ট্রেন যাওয়া আসা করে।
.......................................................

২। গন্তব্য Howra station to Shimla

ট্রেনের নাম : Kalka Mail
ছাড়ার সময়: রাত 7: 40 মিনিট বাজার সাথে সাথে ইঞ্জিন চালু হবে আর সাথে সাথে ট্রেন ও চালু হয়ে যাবে। প্রাকৃতিক সমস্যা ছাড়া দেরি করে না।
পৌছাবে: ৩২ ঘণ্টা মিনিটে।
( রাত ৪:৩০ মিনিটে )

ভাড়ার তালিকা:
এসি (1A) = 4500 রুপি
এসি ( 2A)= ২615 রুপি (Tatkal = 3010 rupee)
এসি (3A) = 1795 রুপি (Tatkal price = 2210 rupee)
স্লিপার = 680 রুপি (Tatkal price = 870 rupee) ..................................................

৩। গন্তব্য Sealdah station to Delhi

ট্রেনের নাম :শিয়ালদাহ রাজধানি এক্সপ্রেস
ছাড়ার সময়: বিকেল ৪:৫০ মিনিট
পৌছাবে: ১৭ ঘণ্টা ৩৫ মিনিটে।
( সকাল ১০:২৫মিনিটে )

ভাড়ার তালিকা:
এসি (1A) = ৪৮৭৫ রুপি
এসি ( 2A)= ৪১৮৫ রুপি (Tatkal = ৪৩৫০ rupee)
এসি (3A) = ২৮০৫ রুপি (Tatkal = ২৯৮০ rupee)
স্লিপার = ৭৩০ রুপি (Tatkal = ৯৩০ rupee) .............................................

৪। গন্তব্য Sealdah JN to Agra fort ( তাজমহল )

ট্রেনের নাম: Sealdah Ajmer express
ছাড়ার সময়: রাত ১১:০৫ মিনিটে
পৌঁছাবে: সন্ধ্যা ৬:৩৫ মিনিটে

ভাড়ার তালিকা:
এসি (1A) = ৪১৫০ রুপি
এসি ( 2A)= ২১৪০ রুপি (Tatkal = ২৫৫০ rupee)
এসি (3A) = ১৪৮০ রুপি (Tatkal = ১৯০০ rupee)
স্লিপার = ৫৬৫ রুপি (Tatkal = ৭১৫ rupee) ............................................

৫। গন্তব্য Howra JN to Vellore ( Katpadi )

ট্রেনের নাম: Kolkata Mysore express
ছাড়ার সময়:বিকেল ৪:১০ মিনিটে
পৌঁছাবে: রাত ১:৫৫ মিনিটে
মোট সময় লাগবে: ২৮ ঘণ্টা
নামতে হবে: Katpadi ( কাটপাডি স্টেশন ) তারপর একটা অটো নিয়ে Vellore CMC Hospital, সময় লাগবে ৩৫/৪৫ মিনিটস।

ভাড়ার তালিকা:
এসি (1A) = ৪৩৫০ রুপি
এসি ( 2A)= ২৫৯০ রুপি (Tatkal = ২৯৮৫ rupee)
এসি (3A) = ১৭৭৫ রুপি (Tatkal = ২১৩৫ rupee)
স্লিপার = ৬৭৫ রুপি (Tatkal = ৮৬৫ rupee)

----------------------------------------------------

৬। গন্তব্য Sealdah to New Jalpaiguri (Darjeling)

ট্রেনের নাম: Sotabdi express
ছাড়ার সময়: দুপুর ২:১৫ মিনিটে
পৌছাবে: রাত ১০:২৫ মিনিটে
সময় লাগবে: ৮ ঘণ্টা ১৫ মিনিট

ভাড়ার তালিকা:
এসি (1A) = ২১৮৫ রুপি
CC = ১৫২৫ রুপি

ট্রেনের নাম: Kachankannya (কাঞ্চনকন্যা)
ছাড়ার সময়: রাত ৮ টা ৩০ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭:৩০ মিনিটে
সময় লাগবে: ১১ ঘণ্টার মত

ভাড়ার তালিকা:
এসি (2A) = ১২৩০ রুপি (তৎকাল ১৬৫০ রুপি )
এসি (3A) = ৮৬০ রুপি (তৎকাল ১১৭০ রুপি )
স্লিপার = ৩১৫ রুপি (তৎকাল ৪১৫ রুপি )

ট্রেনের নাম: Kachanjanga express ( কাঞ্চনজংগা)
ছাড়ার সময়: সকাল ৬ টা ৩৫ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭:২৫ মিনিটে
সময় লাগবে: ১২ ঘণ্টা ৫০ মিনিট

ভাড়ার তালিকা:
এসি (2A) = ১২৩০ রুপি (তৎকাল ১৬৫০ রুপি )
এসি (3A) = ৮৬০ রুপি (তৎকাল ১১৭০ রুপি )
স্লিপার = ৩১৫ রুপি (তৎকাল ৪১৫ রুপি )................................................

৭। গন্তব্য Dhaka to Kolkata

ট্রেনের নাম: Maitree express
ছাড়ার সময়: সকাল ৮:১০ মিনিটে
পৌঁছাবে: সন্ধ্যা ৭:১০ মিনিটে
সময় লাগবে = ১১ ঘণ্টার মতো
কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়বে সঠিক সময়ে।

ভাড়ার তালিকা:
চেয়ার = ৬৬০ টাকা
এসি চেয়ার = ১১৩৩ টাকা

----------------------------------------------------------

৮। গন্তব্য Howra to Bangalore station

ট্রেনের নাম: Kolkata Bangalore AC express
ছাড়ার সময়: সকাল ১০:৫৫ মিনিটে
পৌঁছাবে: বিকেল ৪ টায়
সময় লাগবে: ২৯ ঘণ্টা ৫ মিনিট

ভাড়ার তালিকা:
এসি 1A: ৪৮৯৫ রুপি
এসি 2A: ২৮৪০ রুপি
এসি 3A : ১৯৪৫ রুপি ( Tatkal: ২৩৬০ রুপি )

ট্রেনের নাম: Kolkata Bangalore express
ছাড়ার সময়: রাত ৮:৩৫ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭ টা ১৫ মিনিটে
সময় লাগবে: ৩৪ ঘণ্টা ৪০ মিনিট

ভাড়ার তালিকা:
স্লিপার: ৭৩০ রুপি (তৎকাল ৯৩০ রুপি )
এসি 2A: ২৮১৫ রুপি (তৎকাল ৩৩৩০ রুপি )
এসি 3A : ১৯২৫ রুপি ( Tatkal: ২৩৪০ রুপি )
...................................

৯। গন্তব্য Howra JN to Mumbai

ট্রেনের নাম: Gitanjali express
ছাড়ার সময়: দুপুর ১টা ৫০ মিনিটে
পৌঁছাবে: রাত ৯ টা ২০ মিনিটে
সময় লাগবে: ৩১ ঘণ্টা ৩০ মিনিট

ভাড়ার তালিকা:
স্লিপার: ৭২৫ রুপি (তৎকাল ৯২৫ রুপি )
এসি 2A: ২৭৯০ রুপি (তৎকাল ৩২০০ রুপি )
এসি 3A : ১৯১০ রুপি ( Tatkal: ২৩২৫ রুপি )

ট্রেনের নাম: Kolkata Mumbai Mail
ছাড়ার সময়: রাত ৮ টা ১৫ মিনিটে
পৌঁছাবে: ভোর ৫ টা ২০ মিনিটে
সময় লাগবে: ৩৩ ঘণ্টা ৫ মিনিট

ভাড়ার তালিকা:
স্লিপার: ৭২৫ রুপি (তৎকাল ৯২৫ রুপি )
এসি 2A: ২৭৯০ রুপি (তৎকাল ৩২০০ রুপি )
এসি 3A : ১৯১০ রুপি ( Tatkal: ২৩২৫ রুপি )
এসি 1A : ৪৮৫০ রুপি ........................................

১০। গন্তব্য Howra JN to Goa Beach

ট্রেনের নাম: Amravathi express
ছাড়ার সময়: রাত ১১টা ৩০ মিনিটে
পৌঁছাবে: বিকেল ৩ টা ৫ মিনিটে
সময় লাগবে: ৪০ ঘণ্টা ৩০ মিনিট

ভাড়ার তালিকা:
স্লিপার: ৭৪০ রুপি (তৎকাল ৯৪০ রুপি )
এসি 2A: ২৯১৫ রুপি (তৎকাল ৩৪৩০ রুপি )
এসি 3A : ১৯৭০ রুপি ( Tatkal: ২৩৯০ রুপি )

১১। গন্তব্য Chennai central to Agra (তাজমহল)

ট্রেনের নাম: Nizamuddin Garib Rath
ছাড়ার সময়: ভোর ৬ টা ১০ মিনিটে
পৌঁছাবে: সকাল ৭ টা ৫৫ মিনিটে
সময় লাগবে: ২৫ ঘণ্টা ৪৫ মিনিট

ভাড়ার তালিকা:
3A (এসি): ১২৬৫ রুপি (Tatkal: ১৪২৫ রুপি)

যদি General এ পাওয়া যায় তাহলে প্রতি টিকিটের এই প্রাইস কিন্তু না পাওয়া গেলে Tatkal এ কিনতে হবে সেক্ষেত্রে টিকিটের ধরণ অনুযায়ী কিছু বেশি হবে যা পাশেই দিয়ে দিয়েছি। এটা ইন্ডিয়ার রেলওয়ে রুলস। টিকিটে সরাসরি দাম শো করবে।

বাংলাদেশ থেকে যখন কেউ ট্রেনের টিকিট কাটতে চান তখন ই ঝামেলা টা শুরু হয়ে থাকে কারণ ১২৫ কোটি লোকের দেশে টিকিট পাওয়া খুব কঠিন আর তাই আপনাকে প্রতি টিকিটের জন্য ৫০০/৭০০ টাকা বেশি দিতে হয়। কারণ এজেন্ট ছাড়া টিকিট পাওয়া খুব কঠিন আর যদি নিজের মাস্টার কার্ড থাকে তাহলে সম্ভব তাও অনেক প্যারা।

উপরের গুলো দূর পাল্লার ট্রেনের সিটের ধরণ যেমন হাওড়া টু দিল্লি, হাওড়া টু চেন্নাই ইত্যাদি।

দূর পাল্লার ট্রেন গুলো সাধারনত সন্ধ্যায় ও রাতে ছেড়ে যায়। কিছু ট্রেন দুপুরে ছাড়ে তবে তার পরিমান খুব ই কম।

ট্রেন বা টিকিট সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা জানার থাকলে কমেন্টস বা মেসেস করে জানাতে পারেন, সঠিক তথ্য দেওয়ার চেস্টা করবো। আর আমরা আপনার ঘরে টিকিট পৌঁছে দিব অথবা ইমেইলে পাঠিয়ে দিব।

আর টিকিট নিশ্চিত করতে মিনিমাম ৫ দিন আগে আপনাকে অগ্রীম টাকা দিতে হবে। আপনার টাকা দেওয়ার পর আপনার মোবাইল নং, টাকার পরিমাণ এবং ট্রাঞ্জাকশন নম্বর আমাদের মেসেস করে পাঠিয়ে দিবেন। আপনি আপনার টিকিট যথা সময়ে পেয়ে যাবেন।

© Collected from Respective Owner

09/04/2022

ইন্ডিয়ার সকল ডমিস্টিক এয়ারলাইন্স Indigo, Spice Jet, Air Asia, Air India express, GO Air এয়ারলাইন্স এর টিকেট কাটুন ** রংধনু ট্রাভেলস** থেকে
কলকাতা, দিল্লী, বোম্বে, চেন্নাই, ব্যাঙ্গালুর, আগরতলা-এর যে কোনো গন্তব্যের টিকেট কাটুন মাত্র ৫ মিনিটে-
✈️ ঢাকা-কোলকাতা ৬৭০০ ৳
✈️ ঢাকা-দিল্লী ১১৬০০ ৳
✈️ ঢাকা-চেন্নাই ১১৬০০ ৳
✈️ ঢাকা-ব্যাঙ্গালুরু ১১৬০০ ৳
✈️ কোলকাতা-দিল্লী ৫১৯০ ৳
✈️ কোলকাতা-চেন্নাই ৫১৯০ ৳
✈️কোলকাতা-ব্যাঙ্গালুরু ৫১৯০ ৳
✈️ কোলকাতা-বোম্বে ৫১৯০ ৳
✈️ আগরতলা-দিল্লী ৬২৫৪ ৳
✈️ আগরতলা-চেন্নাই ৫৪০৯ ৳
✈️ আগরতলা-ব্যাঙ্গালুরু ৬২৫৪ ৳
✈️ আগরতলা-বোম্বে ৮৪৫০ ৳
✈️ আগরতলা টু কোলকাতাঃ ৩৪৫০ ৳
✿(*) যেকোনো উল্লেখিত রুটের সর্বনিম্ন ভাড়া ।
✿ আপনার কাঙ্খিত তারিখে বিমান এর ভাড়া এবং প্রাপ্যতার উপর উল্লেখিত মূল্য পরিবর্তন হতে পারে।
✿ আপনার কাঙ্খিত রুট এবং তারিখ টি আমাদের জানান আমরা আপনাকে উল্লেখিত তারিখে সর্বনিম্ন এয়ার ফেয়ারটি প্রদান করব।
আমাদের সেবাসমূহ:
* ট্যুরিস্ট ভিসা প্রসেসিং (ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, হংকং, ভিয়েতনাম, ইজিপ্ট, চায়না)
* ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং
* ইন্ডিয়ান বিজনেস ভিসা প্রসেসিং
* ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
* এয়ার টিকেট (ডোমেস্টিক, ইন্ডিয়ান ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল)
* প্যাকেজ ট্যুর (ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল)
* হোটেল রিজার্ভেশন (ইন্টারন্যাশনাল)
* রেল টিকেট (ইন্ডিয়ান ডোমেস্টিক)

*** যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য, কমেন্ট বা ইনবক্স করুন***
ঠিকানা: মাধবদী প্লাজা, মাধবদী, নরসিংদী-১৬০৪।
Mob: 01975-947209 (WhatsApp) 01675-947209 (WhatsApp)
E-mail: [email protected]

05/04/2022

flightlocal.com দিচ্ছে ট্রাভেল এজেন্টদের জন্য সম্পূর্ণ আধুনিক সুযোগ-সুবিধা সব একসাথে...

তাই আজই রেজিস্টার করুন আমাদের B2B Portal flightlocal.com এ।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

☎️ 01844601040
📧 [email protected]

05/04/2022

দুবাই ৩০ দিনের ভিজিট ভিসা ৯৮০০ টাকা (পুরুষ)।
দুবাই ৩০ দিনের ভিজিট ভিসা ৯০০০ টাকা (মহিলা)।
দুবাই ৩০ দিনের ভিজিট ভিসা ৬০০০ টাকা (চাইল্ড)।
ফ্রেশ পাসপোর্টে ৩০ দিনের ভিসা ১৩০০০ টাকা।
ফ্রেশ পাসপোর্টে ৯০ দিনের ভিসা ২৩০০০ টাকা।
💥 ৯০দিনের ভিসা + রিটার্ন এডজাস্ট টিকেট সহ প্যাকেজ ১৩০০০০ টাকা।
💥 ৩বছরের বিজনেস রেসিডেন্স ভিসা ২৫০০০০ টাকা (দুবাই যাওয়ার পরের খরচ)।
💥২বছরের ফ্রি ভিসা ২৬০০০০ টাকা।

এছাড়াও ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, মিশর, তুরস্ক, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চায়না, শ্রীলংঙ্কা, ইন্ডিয়া, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেস, এয়ার টিকেট, প্যাকেজ ট্যুর ও হোটেল বুকিংয়ের জন্য কল করুনঃ

01844178200, 01844178202

💥অথবা হোয়াটসঅ্যাপ করুনঃ
👉https://wa.me/message/6OBOPTEUJ2ACL1

💥বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌍 www.apontours.com
❤️ https://youtube.com/apontours


আপন ট্যুরস এন্ড ট্রাভেলস ™️
🏢 ইস্টার্ন আরজু, ৬১ বিজয়নগর (শ্রম ভবনের পাশের বিল্ডিং), পল্টন, ঢাকা-১০০০।

📍গুগল লোকেশনঃ https://maps.app.goo.gl/FotGhm6fLHdv1JNJ8

☎Phone: 01844178202, 028392300
📲WhatsApp: +8801844178200, +8801844178202
💌 Email: [email protected]
FB: https://facebook.com/apontours

🤝আমাদের সম্পর্কে সম্মানিত গ্রাহকদের কিছু মতামত নিচের লিংকে দেখা যাবে-
💥YouTube: https://youtu.be/akom_MNcpRo

03/04/2022

……কাশ্মীর ভ্রমন বিস্তারিত……
৭ রাত ৬ দিন
জনপ্রতি প্যাকেজ ঃ-
২ জনের গ্রুপ হলে প্যাকেজ ২৩,৫০০
৪ জনের গ্রুপ হলে প্যাকেজ ২২,৫০০
৬ জনের গ্রুপ হলে প্যাকেজ ২১,৫০০
১০ জনের গ্রুপ হলে প্যাকেজ ২০,৫০০

বিঃদ্রঃ-গ্রুপ সাইজের উপর প্যাকেজ খরচ নির্ভরশীল। লাস্ট বুকিং ডেট এ গ্রুপ সাইজের উপর প্যাকেজ প্রাইস ইনফর্ম করা হবে।

♦ প্যাকেজ অন্তর্ভুক্ত:
• টুইন শেয়ারিং ভিত্তিতে বাসস্থান
• সকালের নাস্তা এবং রাতের খাবার
• ৩ বছরের কম বয়সী শিশু পিতামাতার বিছানা শেয়ার করবে
• অতিরিক্ত প্রাপ্তবয়স্কদের রোল অ্যাওয়ে বেড দেওয়া হবে
• হাউসবোটে ১ রাত, পহেলগামে ১ রাত ও শ্রীনগরে ০৩ রাত যাপন
• শিকারা ক্রসিং ও শিকারা যাত্রা
• ভ্রমণপথ অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থানগুলি সহ শ্রীনগর বিমানবন্দর থেকে পিক অ্যান্ড ড্রপ
• GST সহ সমস্ত কর নীচে উল্লিখিত হারে অন্তর্ভুক্ত।
• মূল্য TAC ডিসকাউন্ট সহ।

♦ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
• ঢাকা-কোলকাতা-ঢাকা বাস সার্ভিস
• কোলকাতা-শ্রীনগর-কোলকাতা এয়ার ফেয়ার
• কোলকাতার খাবার ও প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ

♦ 3 star category hotel:
Srinagar :- Hotel Pride Inn /Hotel SamciReveira / Hotel Royal Batoo /Hotel Four Season Resorts/ similar Hotel
Pahalgam : Hotel Srichan Resort/ Hotel Pahalgam Retreat/Hotel Regency/ similar Hotel

#ভ্রমন_বিস্তারিতঃ
*********************************
✅ ১ম দিন: শ্রীনগর লোকাল সাইটসিয়িং / শিকারা রাইড (প্রায় ৪০ কিমি/ ০৫ ঘন্টা ড্রাইভ) নিন
শ্রীনগর বিমানবন্দর থেকে রিসিভ করে হাউসবোটের উদ্দেশে যাত্রা। শ্রীনগরের স্থানীয় দর্শনীয় স্থান মুঘল গার্ডেন দেখুন :- শঙ্কর আচার্য মন্দির (ডাল লেকের উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় নির্মিত) যাব তারপর চেশমাশাহী (মুঘল বসন্ত), নিশাত গার্ডেন যা 'আনন্দের বাগান' নামে পরিচিত। ১৬ শতকে (১৬১৯)) মুঘল রাজা আসিফ খান নির্মিত। তারপরে ১৬ শতকে (১৬১৯) মুঘল রাজা জাহাঙ্গীর তার প্রিয়তমা স্ত্রী নূরজাহানের জন্য তৈরি 'প্রেমের বাগান' নামে পরিচিত শালিমার বাগানে যাবেন (মেহর-উন-নিসা) আপনি বিশ্ব বিখ্যাত ডাল লেকে শিকারা রাইড উপভোগ করবেন যেখানে আপনি কভার করবে, ফ্লোটিং গার্ডেন, ভেজিটেবল গার্ডেন, গোল্ডেন লেক, মেনা বাজারের মতো অভ্যন্তরীণ বাজার, এবং খাল ইত্যাদি, এছাড়াও জাবারওয়ান পর্বতমালার নৈসর্গিক দৃশ্য উপভোগ করবে, শ্রীনগরে হাউসবোটে রাত্রিযাপন করবে।

✅ ২য় দিন: শ্রীনগর - পেহেলগাম - (প্রায় ৯৮ কিমি/০৩ ঘন্টা ড্রাইভ)
শ্রীনগর থেকে পাহালগাম "ভ্যালি অফ শেফার্ডস" হয়ে রুটে দর্শনীয় স্থান পরিদর্শন করুন অবন্তিপুরা ধ্বংসাবশেষ, জাফরান ফিল্ডস এবং ক্রিকেট ব্যাট কারখানা, পাহালগামের দিকে ড্রাইভ চালিয়ে যাব, পাহালগাম ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বিখ্যাত স্থান। পহেলগামে আপনি বেতাব উপত্যকাও দেখতে পারবেন (বেতাব উপত্যকা পহেলগাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। তিনি সানি দেওল-অমৃতা সিং হিট প্রথম চলচ্চিত্র বেতাব থেকে এই উপত্যকার নামটি পেয়েছেন। সবুজ ঘাস, তুষার আচ্ছাদিত পাহাড় এবং পাহাড়ে ঘেরা উপত্যকা। ঘন গাছপালা দ্বারা আচ্ছাদিত) এবং অরু উপত্যকা (অরু উপত্যকা একটি ছোট কিন্তু স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক গ্রাম যা পহেলগাম থেকে ১২ কিমি দূরে অবস্থিত) অথবা আপনি চন্দনওয়ারি (পহেলগাম থেকে ১৬ কিমি দূরে অবস্থিত, যাত্রার সূচনা পয়েন্ট) যেতে পারবেন যেটি প্রতি বছর (জুলাই থেকে আগস্ট) মাসে হয় এই সুন্দর জায়গাগুলির জন্য একটি স্থানীয় ট্যাক্সি ভাড়া করতে হবে (আপনার নিজের খরচে) ) আপনার দিন উপভোগ করার পরে হোটেলে ফিরে আসুন, সন্ধ্যায় নিজেদের মত সময় কাটান, রাত্রি যাপন করুন পেহেলগাম হোটেল।

✅ ৩য় দিন: পাহলগাম - শ্রীনগর - (প্রায় ৯৮ কিমি/০৩ ঘন্টা ড্রাইভ)
হোটেলে সকালে নাস্তার পর রুট দর্শনীয় স্থানের মাধ্যমে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হন, শ্রীনগরে হোটেলে রাত্রি যাপন করুন।

✅ ৪থ দিন : শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর (প্রায় ৫৮ কিমি/০২ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তা শেষে ১৬ শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত "ফুলের তৃণভূমি" গুলমার্গের উদ্দেশ্যে রওনা হন, যিনি বন্য ফুলে ঢাকা ঘাসের ঢালে অনুপ্রাণিত হয়েছিলেন। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় বা হোটেলে দাঁড়াবে কারণ গুলমার্গে আমাদের গাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই এবং অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলি যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে (আপনার নিজের খরচে) করতে হবে। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরও সুন্দর দেখায় এবং ভারতের প্রধান স্কি রিসোর্টে পরিণত হয়৷ গুলমার্গে বিশ্বের সেরা স্কি ঢালগুলির মধ্যে একটি এবং ১৮টি গর্ত সহ সর্বোচ্চ গলফ কোর্স রয়েছে যা গুলমার্গ থেকে কাংডুর ১ম গন্ডোলা রাইডের মাধ্যমে প্রতিদিন উপভোগ করুন৷ ফেজ এবং দ্বিতীয় ফেজ কাংডুর থেকে আফারওয়াত (আপনার নিজের খরচে) সন্ধ্যায় নিজেদের মত সময় কাটান, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন।

✅ ৫ম দিন : শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর (প্রায় ৯০ কিমি / ০৩ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তার পর সোনামার্গের উদ্দেশ্যে একদিনের ভ্রমণের জন্য রওনা হওয়ার পর সোনামার্গ নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ "সন" এবং "মার্গ" থেকে যার অর্থ "সোনা" এবং "মেডো", একত্রিত হলে এর অর্থ "সোনার তৃণভূমি" শ্রীনগর থেকে ড্রাইভ। সোনামার্গ খুব সুন্দর কারণ আপনি কিছু শহর এবং গ্রামের মধ্য দিয়ে যাবেন, অনেক জায়গায় আপনি একপাশে বয়ে যাওয়া নদী সহ ধানক্ষেতের দৃশ্য উপভোগ করতে পারেন। সোনামার্গে আপনি থাজওয়াস হিমবাহ পরিদর্শন করতে পারেন যা সোনামার্গ থেকে প্রায় ৪ কিমি দূরে একটি লোকাল ট্যাক্সি বা পনি রাইড ভাড়া করতে হবে (আপনার নিজস্ব খরচে) আপনার দিন উপভোগ করার পরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে যেতে হবে, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন করুন।

✅ ৬দিন : প্রস্থান
হোটেলে সকালে নাস্তার পরে মিষ্টি ছুটির স্মৃতি সহ আপনার গন্তব্যের জন্য আপনার ফ্লাইট ধরতে শ্রীনগর বিমানবন্দরে যেতে হবে। *ভ্রমণ শেষ*

বুকিং পলিসিঃ-
আপনি ব্যাংক, বিকাশ,নগদ (খরচ সহ), অথবা সরাসরি অফিসে এসে বুকিং মানি ১০,০০০ টাকা করে জমা দিয়ে বুকিং করতেপারেন। বাকি টাকা ট্যুর এর দিন পরিশোধ হবে। বুকিং এর টাকা অফেরতযোগ্য।

বিকাশ : 01535705314 (পার্সোনাল)
নগদ ঃ 01600216473 (পার্সোনাল)

Bank Account :-
Duch Bangla Bank Ltd
Account Name: Travel Sense
Account number: 224.110.11294
Wari Branch

আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে-
গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/travelsense10/

পেইজ লিংক:
https://www.facebook.com/travelsense0/

যোগাযোগ:
Travel Sense- ট্রাভেল সেনস্
Matijheel Office Address:-
188 inner circular road, Arambag, Dhaka-1000
2nd Floor ( Green line Bus Counter Building)

Branch office Address:-
109 south jatrabari, Sahid Faruk Road, Dhaka-1204Na
মোবাইল:01600216473,01712444082,
মোবাইল: +919609687247 (ইন্ডিয়া)
whats app: 01600216473, Imo: 01600216473
ই-মেইল: [email protected]

India office Address:-
Hotel Tenancy
Pelling Stand, Near MG Marg, Gangtok, Sikkim
737101, India, মোবাইল: +91 877-7587031

26/03/2022

আপনার কি ট্রাভেল এজেন্সি বা কর্পোরেট অফিস আছে? আপনার অফিসের জন্য টিকিটিং সমাধান খুঁজছেন?

আপনার পরিচিতজন ও আপনার কাস্টমার এবং আপনার কর্মীদের জন্য আকর্ষণীয় কমিশন রেট সুবিধা সহ টিকেট টিকেট বুকিং একদম সহজ।
বিনা পয়সায় আপনি হয়ে যেতে পারেন আমাদের একজন ট্রাভেল এজেন্ট।

বাংলাদেশের ৬৪ জেলায় চলছে আমাদের ট্রাভেল এজেন্ট নিয়োগ।

আমাদের সার্ভিস সমূহঃ
👉 অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান টিকেট বুকিং
👉 ভিসা প্রোসেসিং
👉 ইন্ডিয়ান অভ্যন্তরীন ট্রেন টিকেট
👉 সুন্দরবন ট্যুর অপারেটর
👉 ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ
👉 হোটেল বুকিং
👉 ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং ও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট

ইন্টারন্যাশনাল টিকেটে প্রতিদিন দেওয়া হয় স্পেশাল অফার।

আপনি আপনার যেকোন ব্যবসার পাশাপাশি করতে পারেন এক্সট্রা ইনকাম।

২৪ ঘন্টাই খোলা তাই ইচ্ছেমত যখনতখন এয়ার টিকেট ও হোটেল বুকিং করতে ভিসিট করুন ওয়েবসাইট এ
——————————————————————
যে কোন প্রয়োজনে গ্রাহকসেবা পেতে ফোন করুনঃ
☎️ +8802477722684
📱 +8801707015762
💢 And Tour & Travels
📧[email protected] 🌐 www.andtourandtravels.com
💢 আমরা আছি আপনার সেবায় ২৪ ঘণ্টা ৩৬৫ দিন ।
🏢 আমাদের অফিসের ঠিকানাঃ ৩২ ছোট মির্জাপুর, পিস প্যালেস (২য় তলা), খুলনা-৯১০০।

26/03/2022

ভাবছেন এইবার ঈদে কোথায় যাবেন?
ট্র্যাভেল আর্কিটেক্ট নিয়ে এলো নতুন কিছু হলিডে প্যাকেজ এবং ট্যুর প্ল্যান।
আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী আমাদের সকল প্যাকেজকেই customizable করা সম্ভব।

Basic Itinerary:
Day 1: Arrival at Srinagar airport and transfer to hotel
Day 2: Srinagar Sightseeing and transfer to Gulmarg, overnight stay in Gulmarg.
Day 3: Transfer to Pahelgam and stay overnight.
Day 4: Pahelgam Sightseeing (Aru Valley, Betab Valley and Chandanwari)
Day 5: Return to Srinagar and overnight stay at Deluxe Houseboat.
Day 6: Departure

Inclusions:
- 3-star category hotel
- 1 Night in Srinagar
- 2 Night in Pahelgam
- 1 Night in Gulmarg
- 1 Night in Houseboat (Srinagar)
- Daily breakfast
- Airport Transfer
- All possible sightseeing

Exclusions:
- Airfare
- PCR test
- VISA fee (If required)

Please call us to talk to one of our travel consultants:
📞
+8801833333544 (General)
+8801601766877 (General)
+8801745353826 (Package)
+8801739639436 (Package)
+8801923111666 (Marketing)
+8801675128527 (General)
📧 [email protected]
📍Travel Architect • Navan Cordelia H:61 • R:17 • Block: C • Banani • Dhaka-1213.

19/03/2022

Domestic & International Air Ticket, Tourist Visa Process, Italy Visa & Documents Legalization Service, Hotel Booking & Travel Insurance.

10/03/2022

আল্লাহর বানী প্রচার করুন,
দোয়া চাই সবার জন্য।

21/01/2022
19/11/2021

নেপালের হিমালয় পাদদেশের ভারতীয় জেলা দার্জিলিং। একদিকে কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বতশ্রেণি দেখার হাতছানি, অন্য....

19/11/2021
30/10/2021

"শেরপুর জেলা থেকে সারা বাংলাদেশে যাতায়াত করা সকল বাসের কাউন্টার এবং সুপারভাইজারের নাম্বার নিচে দেওয়া হলঃ

★★শেরপুর★★

#সোনার_বাংলা (ঢাকা-শেরপুর)
শেরপুর কাউন্টার:01771-550020

#সাদিকা_১
(ঢাকা-শেরপুর-ঢাকা)
ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬.৩০টা
নবীনগর থেকে ছাড়ার সময় দুপুর ১.৩৫ মি.(নবীনগর বাস টার্মিনাল)
(অগ্রিম টিকিটের জন্য:০১৭১২১১৯১৮১ সুপারভাইজার)

#সাদিকা_২
(ঢাকা-শেরপুর-ঢাকা)
ঢাকা থেকে ছাড়ার সময় রাত:১১.৩০ মি.
শেরপুর থেকে ছাড়ার সময় দুপুর:১.৩৫মি.(সোনার বাংলা কাউন্টার)
(অগ্রিম টিকিটের জন্য:০১৭৩৬৯৯০১৬১ সুপারভাইজার)

#শেরপুর_উইমেন_চেম্বার_অব_কমার্স_এন্ড_ইন্ডাস্ট্রি
(শেরপুর-ঢাকা(স্টেডিয়াম মার্কেট)-শেরপুর)
গাড়ী ছাড়ার সময়ঃ শেরপুর থেকে প্রতিরাত ১২ঃ৪৫ মিনিট
ঢাকা স্টেডিয়াম থেকে প্রতিদিন দুপুর ১২ঃ০৫ মিনিট
যোগাযোগঃ ঢাকা কাউন্টারঃ ০১৩০০৮২৩৫১৫
শেরপুর কাউন্টারঃ ০১৩০০৮২৩৫১৬

#শেরপুর_চেম্বার_অব_কমার্স_২
(শেরপুর–ঢাকা–শেরপুর)
গাড়ি ছাড়ার সময়:রাত ১২.৩০মিনিট।
শেরপুর বুকিং মোবাইল:০১৭৭৮৫৫৮৮৩৫
ঢাকা বুকিং (গুলিস্তান স্টেডিয়াম মার্কেট)
গাড়ি ছাড়ার সময়:দুপুর ২.০০মিনিট
সুপারভাইজার:০১৭৭৮৫৫৮৮৯০

#শেরপুর_চেম্বার_অব_কমার্স_১
(শেরপুর–ঢাকা–শেরপুর)
শেরপুরর থেকে গাড়ি ছাড়ার সময়:সকাল ৫ টায়
শেরপুর বুকিং মোবাইল:০১৭১৬-৪৮৬৪৬৭
ঢাকা বুকিং (গুলিস্তান স্টেডিয়াম মার্কেট)
গাড়ি ছাড়ার সময়:দুপুর ৩.১৫ মিনিট
সুপারভাইজার:০১৭১৫-৮১৪৭২৫

#শেরপুর_টেনিস_ক্লাব ডে-নাইট কোচ।
গাড়ি ছাড়ার স্থান ও সময় :
শেরপুর থেকে রাত ১২.৪৫ মিনিট এবং ঢাকা (বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট) থেকে দুপুর ১.০৫ মিনিট।
মোবাইলঃ কাউন্টার ০১৭৬১৭৯৭৯৭৭,
সুপারভাইজার ০১৭৭০৭৭৪৭৭৪

্রাভেলস-2
(শেরপুর–ঢাকা–শেরপুর)
গাড়ী ছাড়ার সময়: শেরপুর থানা মোড় থেকে সকাল ৬.৫ মি.
ঢাকা(মহাখালী) থেকে দুপুর ১.৩৫ মি.
শেরপুর কাউন্টার:০১৭২৪৪৫৪৩৫৭
ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭২৪১৯১১১৮

#কালেক্টরেট_কর্মচারী_কল্যাণ_সমিতি
ডিসি অফিস,শেরপুর
(শেরপুর-ঢাকা-শেরপুর)
শেরপুর নিউ মার্কেট থেকে প্রতিদিন সকাল ৫.৩০ মিনিট
ঢাকা স্টেডিয়াম থেকে প্রতিদিন বিকাল ৩.৪৫ মিনিট
শেরপুর কাউন্টার(যমুনা মটর,নিউ মার্কেট ২য় গেইট):মোবাইল:০১৭৫৫-৪১৮১৪৩/০১৯১২-৫৬৭৫৩০
সুপারভাইজার:০১৭২৯-১৪২৮৩১


(শেরপুর–ঢাকা–শেরপুর)
গাড়ী ছাড়ার সময়: শেরপুর নিউ মার্কেট মোড় থেকে সকাল ৬:৩০ টায়,
ঢাকা(মহাখালী) থেকে দুপুর ২.০০ মি.
শেরপুর কাউন্টার:০১৭২৯৫৯২২৯৪
ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭৩৪১৯০৬৬৫


(শেরপুর–ঢাকা–শেরপুর)
গাড়ী ছাড়ার সময়: শেরপুর নিউ মার্কেট মোড় থেকে রাত ১২.৩০ মি.
ঢাকা(মহাখালী) থেকে দুপুর ১.১০ মি.
শেরপুর কাউন্টার:০১৭২৯৫৯২২৯৪
ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭৩৫৬২১৭৯৬

#শেরপুর_জেলা_ক্রীড়া_সংস্থা(এসি)
(শেরপুর- ঢাকা - শেরপুর)
শেরপুর টেনিস ক্লাব বাসের কাউন্টার থেকে প্রতিদিন #সকাল ৫.১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।।
ঢাকা #বঙ্গবন্ধু_স্টেডিয়াম এর ৪ নম্বর গেইট থেকে প্রতিদিন #বিকেল ৪.৩০ মিনিটে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।।
#শেরপুর_কাউন্টার -০১৭৬১-৭৯৭৯৭৭ // ০১৩১৩-৯৭০১২৮
#ঢাকা_কাউন্টার -০১৩১৩-৯৭০১২৯ (সুপারভাইজার)


(শেরপুর–ঢাকা)
সুপারভাইজার নাম্বার: 01758836943
শেরপুর খড়মপুর মোড় থেকে ঢাকা-মতিঝিল এর উদ্দেশ্যে প্রতিদিন রাত 12:30 মিনিটে ছেড়ে যাবে ৷
মতিঝিল(BRTC) বাস ডিপো থেকে প্রতিদিন বিকাল 3:30 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসবে ৷
শেরপুর টিকেট কাউন্টার: 01917175052, কনক পেপার হাউজ, খড়মপুর, শেরপুর ৷

#বিআরটিসি
(শেরপুর–ঢাকা)
>গাজীরখামার-শেরপুর-ঢাকা-মহাখালী ভায়া; সাতরাস্তা-কাওরান বাজার-ফার্মগেট-আসাদগেট-মোহাম্মদপুর-হাজারীবাগ-কামরাঙ্গীরচর<
গাজীর খামার হতে রাত ৯ঃ৩০ মিনিট
ঢাকা হতে সকাল ৭ টা সুপারভাইজারঃ ০১৭৯১৩৬০৭১৪
অগ্রীম টিকিট প্রাপ্তি স্থানঃ বাদশা মিয়ার চা দোকান
মোবাইলঃ ০১৭২৭০২৭৯১৫ শেখহাটি বাজার,শেরপুর সদর,শেরপুর


(ঝিনাইগাতী-তিনানী-শেরপুর-ঢাকা)
শেরপুর কাউন্টার-01730-483170
সুপারভাইজার-01730-483171

#মুন_রাজ-2
(শেরপুর-ঢাকা-শেরপুর)
শেরপুর নিউ মার্কেট থেকে রাত ১২.৩০ মিনিট
ঢাকা মহাখালী থেকে দুপুর ১২.২০ মিনিট/১টায়
শেরপুর কাউন্টার(যমুনা মটর,নিউ মার্কেট ২য় গেইট):মোবাইল:০১৭৫৫-৪১৮১৪৩/০১৯১২-৫৬৭৫৩০
সুপারভাইজার:০১৭৫৫-৪১৮১৪২


(শেরপুর-ঢাকা-শেরপুর)
শেরপুর নিউমার্কেট থেকে গাড়ি ছাড়ার সময় রাত ১২টা
কাউন্টার:নিউমার্কেট চেম্বার কাউন্টার মোবাইল:০১৭১৬-৪৮৬৪৬৭
ঢাকা স্টেডিয়াম থেকে গাড়ি ছাড়ার সময় সকাল ৮ টা
সুপারভাইজার:০১৭৭৫-৪১৩৫৪১

#মনিমুক্তা-1
শেরপুর-ঢাকা-শেরপুর
শেরপুর নিউ মার্কেট থেকে ছাড়ার সময় সকাল ৪.৪০মিনিটে
ঢাকা মহাখালী থেকে ছাড়ার সময় দুপুর ১২.১৫মিনিটে
শেরপুর কাউন্টার::০১৭২৫-৩৭১৮১৯
সুপারভাইজার নাম্বার:০১৯১৬-৫৯৫১৫১
অভিযোগে:০১৭১৬-৯২৬৪৯২/০১৯১৭-০৮০৯১৯

#মনি_মুক্তা-২
(নন্নী-তিনানী-শেরপুর-ঢাকা)
ছাড়ার সময়:
নন্নী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১১:২০ মিনিট
শেরপুর থেকে ঢ়াকার উদ্দেশ্যে রাত ১২:২০ মিনিট
ঢাকা থেকে নন্নীর উদ্দেশ্যে সকাল ১০:০০ মিনিট
নন্নী বাজার কাউন্টার: ০১৭৯২৬১০০২৯
তিনানী কাইন্টার: ০১৯১২২০১২০২
শেরপুর কাউন্টার: ০১৭২৫৩৭১৮১৯

(ঢাকা-শেরপুর-ঢাকা ভায়া ময়মনসিংহ)
মোবাইলঃ কাউন্টার- ০১৯৮৭৮৮১৫৮০
সুপারভাইজার- ০১৭১৪০৬৯২৯৬,০১৭১৪০৬৯২৯৫

(নন এসি)
(মিরপুর-নালিতাবাড়ী-তিনানী-নন্নী)
নন্নী কাউন্টারঃ০১৯২৭-৩৭৮২৪৯
ঝুটপট্টি কাউন্টারঃ০১৬৭৭২৭৮৩২৭
সুপারভাইজারঃ০১৭১৪৩৪৪৮৬২
অভিযোগঃ০১৭৭২১১১৭৩০

#প্রতিনিধি
(শেরপুর-চট্টগ্রাম-শেরপুর)
নাইট কোচ(ভায়া কুমিল্লা,ফেনী)
শেরপুর থেকে ছাড়ে রাত ৭.৩০মিনিট
চট্টগ্রাম থেকে ছেড়ে আসে রাত ৭.৩০মিনিট
শেরপুর জেলাঃ
শেরপুর কাউন্টারঃ ০১৭২৬-৫৬৪৭৭১
নকলা কাউন্টারঃ০১৭১৯-০৭৩৭৮২
ফুলপুর কাউন্টারঃ০১৭২৪-৪৫৩২৬৯
ঝিনাইগাতী কাউন্টারঃ০১৭১১-৩৩৩৯১৩
চট্টগ্রাম থেকেঃ
বায়োজিত কাউন্টারঃ০১৭১২-২১৬৬০৭
বিআরটিসি কাউন্টারঃ০১৭১২-০৮৭১১৪/০১৩৬২২৩৪৭
অলংকারমোড় কাউন্টারঃ০১৯৪৫-৪৩৭৮৩৭
সুপারভাইজারঃ০১৭১৪-৮২২৪৭৩/০১৭৫৫-৫৬৪৪৭৭

#শামীম_এন্টারপ্রাইজ (SEPL)
(শেরপুর- কক্সবাজার)
শেরপুর থেকে সন্ধ্যা ৬:০০টায় এবং
কক্সবাজার থেকে বিকাল ৩:৩০মিঃ
ভাড়াঃ ১১০০ টাকা
শেরপুর কাউন্টার ০১৮৬১-৬৫৯৩৪৭
কক্সবাজার কাউন্টার ০১৭০১-৬৫৫০৭৪

#জনতা মিতালী
(শেরপুর-চট্টগ্রাম-শেরপুর)
(ভায়া কুমিল্লা,ফেনী)
শেরপুর পোষ্ট অফিসের সামনে থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায়
চট্টগ্রাম থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে
সুপারভাইজরঃ০১৭৬৭-৬২১৪৪৮/০১৮৩৭-৭১৬৮১৪

#শামীম_এন্টারপ্রাইজ_(প্রা)_লি:
(শেরপুর-চট্টগ্রাম-শেরপুর)
শেরপুর কাউন্টার-01861-659347, 01971-659347
চট্টগ্রাম কাউন্টার-01954-005162


(শেরপুর-সিলেট-শেরপুর)
সুপারভাইজার:01779633340


(শেরপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ)
সুপারভাইজার:01777966982
01777966983

#সিমান্ত_এক্সপ্রেস
(শেরপুর-জামালপুর-বগুড়া-রংপুর)
শেরপুর কাউন্টার-01726-564771
রংপুর কাউন্টার-01734-624901
সুপারভাইজার-01734-624901

#সিমান্ত_এক্সপ্রেস
(বগুড়া-জামালপুর-শেরপুর)
শেরপুর কাউন্টার-01726-564771
বগুড়া কাউন্টার-01734-370390
সুপারভাইজার-01744-298272

#হিমেল_সিমান্ত
(শেরপুর-জামালপুর-যশোর-বেনাপোল)
শেরপুর কাউন্টার-০১৭২৯-৫৯২২৯৪
জামালপুর কাউন্টার-০১৭গ-১৫৯৭৯১-২
বেনাপোল কাউন্টার-০১৭৬০-৪৪৩৩৬৬
যশোর(নিউ মার্কেট) কাউন্টার-০১৭১২-৭৮৭২৭৭
সুপারভাইজার-01760-446661-2

#হিমেল-সিমান্ত
(শেরপুর-জামালপুর-যশোর-খুলনা)
শেরপুর নিউ মার্কেট এসি সুপার কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭.৩০ মিনিটে
শেরপুর কাউন্টার নাম্বারঃ ০১৭২৯-৫৯২২৯৪
জামালপুর বাইপাস হিমেল সিমান্ত কাউন্টার থেকে সকাল ৮ টায়
জামালপুর কাউন্টার নাম্বারঃ০১৯৭২-৯৪০৩৮০, ০১৭১১-১৫৯৭৯১
খুলনা রুপসা ঘাট কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭.৩০ মিনিটে
খুলনা কাউন্টারঃ০১৯১১-৪৬৭৪১৬
যশোর মনিহার কাউন্টার থেকে সকাল ৯.৩০ মিনিটে
যশোর কাউন্টারঃ০১৯৭১-৯৮৯৮৭২, ০১৭৮১-৯৮৯৮৭২ গাড়ীর সুপারভাইজারঃ ০১৭৪২-০৩৮৫৯৩ (১ম গাড়ী), ০১৭৪২-০৩৮৫৯৪ (২য় গাড়ী)

#এম.ডি সুপার
(শেরপুর- আশুলিয়া - শেরপুর)
অস্টমীতলা থেকে ছাড়ার সময় প্রতিদিন সকাল: 10:00 মি
আশুলিয়া থেকে প্রতিদিন রাত : 10:00 মি
সুপারভাইজার: 01732317062
অষ্টমীতলা কাউন্টার: দুলাল মেডিকেল হল ৷
মোবাইল: 01710012244

#এম ডি সুপার (ডে-নাইট কোচ সার্ভিস)
(শেরপুর-জামালপুর-টাঙ্গাইল-কালিয়াকৈর-চানধরা-বাইপাইল-সাভার স্মৃতিসৌধ- জাবি :(কাঠগড়া)-আশুলিয়া-ঢাকা)
শেরপুর থেকে ছাড়ার সময়: শেরপুর অষ্টমীতলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন রাত11:30 মিনিট
ঢাকা আশুলিয়া থেকে সকাল 6 টা
বাইপাইল থেকে সকাল 6:30 মিনিট
সুপারভাইজার: 01306343410
অষ্টমীতলা টিকিট কাউন্টার দুলাল মেডিকেল হল-01710012244

★★নালিতবাড়ী★★

#শেরপুর_ট্রাভেলস - এম.ডি সুপার স্পেশাল ডে নাইট কোচ
(ঢাকা-আশুলিয়া-নালিতাবাড়ী-(নয়াবিল-চারালী) শেরপুর ভায়া-মধুপুর-জামালপুর-শেরপুর)
#শেরপুর ট্রাভেলস অস্টমীতলা থেকে ছাড়ার সময় প্রতিদিন বিকাল: 4:00 মি
বাইপাইল থেকে প্রতিদিন সকাল: 8:30 মি
সুপারভাইজার: 01730891913

#শামীম এন্টারপ্রাইজ (চেয়ারকোচ সার্ভিস)
(নন্নী-তিনানী-পাচঁগাও-চেন্নাখালী নালিতাবাড়ী-মিরপুর১০(জুটপট্টি)
প্রতিদিন রাত ১১টায় মিরপুর১০(জুটপট্টি)থেকে ছাড়ে
এবং
প্রতিদিন সকাল ১০টায় নন্নী,নালিতাবাড়ী থেকে ছাড়ে
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ:০১৭১৬-২৬০২২২

#হাজী
(নন্নি>তিনানী>নালিতাবাড়ী>নকলা>ঢাকা)
নন্নি থেকে গাড়িটি ছাড়ে রাত ১১টায়
নন্নী কাউন্টার:০১৯২৭৩৭৮২৪৯
মহাখালী থেকে গাড়ীটি ছাড়ে সকাল ১১টায়
সুপারভাইজার:০১৭১৫২১৬১৫২

#হাজী_1J
(ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
নালিতাবাড়ী বাস টামিনাল থেকে ছাড়ে দুপুর ১২.২৫ মি.
মহাখালী থেকে গাড়ীটি ছাড়ে ভোর ৬টায়
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ:০১৭২০২১৬৮০৭

#ভূইয়া_পরিবহন
(ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬টা২৫ মিনিট এবং নালীতাবাড়ী থেকে ছাড়ার সময় দুপুর ১২.৫০ মিনিট
মোবাইল: 01790265300

#সাহা_ট্রাভেলস
(নালিতাবাড়ী-ঢাকা-নালিতাবাড়ী)
নালিতাবাড়ী থেকে সকাল ৭.৪৫ মিনিট (ফিক্সড টাইম)
ঢাকা থেকে ছাড়ে বিকাল ৩.০০ মিনিট।
সুপারভাইজার নাম্বারঃ01719717780

#বাবুল
(ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
নালিতাবাড়ী থেকে বিকাল ৪ টায়
ঢাকা থেকে সকাল ১০ টায়।
যোগাযোগ:০১৭৯৪-৩৯৪৯৭৮

#আশিক
(ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬.৫০ মিনিট এবং
নালীতাবাড়ি থেকে ছাড়ার সময় দুপুর ১.১৫ মিনিট
সুপারভাইজার: 01796296823

#হাওলাদার_ট্রাভেলস
(নন্নী>তিনানী(ট্যাংরাখালি মোড়)> নালিতাবাড়ী - নকলা> ঢাকা(মহাখালী)
সময়ঃ নন্নী থেকে > ভোর 4:40 । মহাখালী থেকে> দুপুর ১২:০০ মিনিট।
টিকিট: 01927378249 (আতিক)
বিকাশে টাকা পাঠিয়ে অগ্রীম বুকিং ও দেওয়া যায়।
এজন্য নালিতাবাড়ী এবং নকলার যাত্রীদেরও সুবিধা।

#রাজু
(ঢাকা-নালিতাবাড়ী-ঢাকা)
ঢাকা থেকে সকাল ৭.৫০ মিনিট
নালিতাবাড়ী থেকে দুপুর ২.১০ মিনিট
সুপারভাইজার নাম্বারঃ ০১৭৪১-৩৭৩০৮৩


(নালিতাবাড়ী-ঢাকা-নালিতাবাড়ী)
সুপারভাইজার:01729780776

#সাদিয়া
(তিনানী-ঢাকা-ডেমরা(ভায়া রামপুরা-বাড্ডা-বনশ্রী)
তিনানী থেকে সকাল ৮.৪০ মিনিটে এবং
ডেমরা স্টাফ কোয়াটার থেকে রাত ১০ টায়
তিনানী কাউন্টার:০১৭১২-৫৬৪১৮০
ডেমরা কাউন্টার:০১৭৭০-৪০৪৩৪৭
সুপারভাইজার:০১৯০৬-১২৯২৪৩

#বিলাস পরিবহন (নাইট টু নাইট)
(নালিতাবাড়ী- নারায়ণগঞ্জ (ভায়া গাউসিয়া,তারাবো,বিশ্বরোড,ডেমরা,চিটাগাং রোড,চাষারা)
নালিতাবাড়ী বাসস্ট্যান্ড থেকে রাত ১০.৩০ মি.।
নারায়ণগঞ্জ থেকে রাত ১০ টায়
টিকেট বুকিংঃ ০১৭১৮-১৯৩৭৮৪/০১৭৫০-২৪৫২০৯

★★ঝিনাইগাতী★★

#তাকিফ
(ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী)
(ভায়া:বনগাও,হলদীবাটা,তিনানীবাজার)
সময়সূচী:
ঢাকা থেকে রাত ১ টা
ঝিনাইগাতী থেকে সকাল ৮.৩০ মিনিট
তিনানীবজার থেকে সকাল ৯.৩০ মিনিট
সুপারভাইজার:০১৭৭৮-৫২২৭৮০
অভিযোগ নাম্বার:০১৯১১-৫৩২৭১২/০১৬৮১-৩১৬১৫৪

#সুর্বণা এক্সপ্রেস
(ঝিনাইগাতী-শেরপুর-ঢাকা)
শেরপুর থেকে রাত ১২.০০টায়
শেরপুর কাউন্টার থানামোড়
মোবাইল:০১৭৮৬-১৭৮০৫৫
ঝিনাইগাতী কাউন্টার রাত ১১টায়
মোবাইল:০১৭৫৭-৩৬৭৪৫৪
তিনানী কাউন্টার রাত ১১.৩০ মিনিট
মোবাইল:০১৭৫৭-৩৬৬১৮১
সুপারভাইজার:০১৭১৭-০২৮০৫৫

#রোহান লাইন (নাইট কোচ সার্ভিস)
(ঢাকা-শেরপুর-তিনানী-ঝিনাইগাতী)
মহাখালী-ফার্মগেট-বাংলামটর-গুলিস্থান
ঝিনাইগাতী থেকে রাত ১১.০০ মিনিট
তিনানী থেকে রাত ১১.৩০ মিনিট
শেরপুর থেকে রাত ১২.০০ মিনিট
ঢাকা থেকে সকাল ১০.০০ মিনিট
অগ্রিম টিকিটের জন্য -
ঝিনাইগাতী>০১৭১৫-২৬০১৯৪
তিনানী>০১৭১২-৫৬৪১৮০
শেরপুর>০১৭৫৪-৮৭৫৪০৬
সুপারভাইজার>০১৭৫৪-৮৭৫৪০৫

#মাহী এন্টারপ্রাইজ
(আশুলিয়া- জামালপুর -টাঙ্গাইল - ঝিনাইগাতী)
ঝিনাইগাতী থেকে ছাড়ার সময় প্রতিদিন সকাল ১১ টায়
আশুলিয়া থেকে ছাড়ার সময় প্রতিদিনভোর৪.১০ মিনিটে
ঝিনাইগাতী কাউন্টারঃ ০১৯৫৫-৯৯০৭৪৫
সুপারভাইজার নাম্বারঃ ০১৭৩২-৮৫৩৫১৭

#মায়ের_আঁচল_এক্সপ্রেস
(শেরপুর- ঢাকা - শেরপুর)
ঝিনাইগাতী>তিনানী>আশুলিয়া
নাইট টু নাইট
মায়ের আঁচল -১
সুপারভাইজার নাম্বারঃ০১৯৮১-৪৬৪১৮৩
মায়ের আঁচল -২
সুপারভাইজার নাম্বারঃ০১৯১০-৮৬৪১৬৪
গাড়ী ছাড়ার সময়-
ঝিনাইগাতী কাউন্টার থেকে প্রতিদিন রাত ১০.৪৫ মিনিট
তিনানী কাউন্টার থেকে প্রতিদিন রাত ১১.২০ মিনিট
ঢাকা আশুলিয়া কাউন্টার থেকে ছেড়ে আসে রাত ১০.৩০ মিনিট
গাজীপুর চৌরাস্তা থেকে প্রতিরাত ১২.০০ টাই শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ।
ঝিনাইগাতী টু আশুলিয়ার অগ্রিম টিকিটের জন্য কল করুন এই নাম্বারে ০১৯১০-৮৬৪১৫৭,০১৯৮১৪৬৪১৮৩

#রকেট_লাইন
(ঝিনাইগাতী-শেরপুর-নারায়নগঞ্জ-মুন্সিগঞ্জ)
সুপারভাইজার-01730-483114, 01730-483115


নাইট কোচ সার্ভিস
(ঝিনাইগাতী-শেরপুর-ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ)
সুপারভাইজার:০১৭৮১-৯০৪৪১১/০১৭৮১-৯০৪৪৩৩
টিকেট কাউন্টার
মুন্সীগঞ্জ মুক্তারপুর বাসস্ট্যান্ড:০১৭৮১৯০০৯১৭
নারায়ণগঞ্জ খানপুর মেট্রোহলের মোড়:০১৭৮১৯০০৯১৪
রংধনু সিনেমা হল:০১৯৮১৯০৯০১৯

Address

Cox's Bazar City, Cox’s Bazar
Chittagong
4700

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801775838292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Tours & Travel:

Share

Category