Neel Jolorashi Tour and Travels -নীল জলরাশি ট্যুর এন্ড ট্র্যাভেলস

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • Neel Jolorashi Tour and Travels -নীল জলরাশি ট্যুর এন্ড ট্র্যাভেলস

Neel Jolorashi Tour and Travels -নীল জলরাশি  ট্যুর এন্ড ট্র্যাভেলস আপনার ভ্রমন সুন্দর ও আরামদায়ক হোক সেন্টমার্টিন,টেকনাফ, কক্সবাজার
(1)

20/10/2021

অফ সিজনে পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা একদিকে ভালো হয়েছে। কারণ অফ সিজনে যারা আসে তারা স্বাভাবিকভাবেই কম সেবা পায়।

ইলিশের ডিম দেওয়ার মৌসুম হওয়াতে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। ফলে মাছের প্রচুর সংকট। এছাড়া বর্ষায় সেন্টমার্টিনের ডাব বাহিরে চলে যাওয়ায় ডাবেরও সংকট, ফলে দাম বেড়ে গেছে।

পর্যটকরা এইসময় আসে সবকিছু কম দামে পাওয়া আর রিলাক্সে সময় কাটানোর জন্য। এইবার পর্যটক বেশি আসার কারণে তাদের অভিযোগের শেষ নেই।

আর এই সময় আবহাওয়া খারাপ থাকে বলেই জাহাজ আসার অনুমতি পায় না। ফলে এ সময়টাকে 'অফ সিজন' বলা হয়।

কিন্তু কিছু পর্যটক জীবনে প্রথম অফ সিজনে আসার কারণে তাদের চাহিদা অন সিজনের মতোই। শুধু রুম ভাড়া কম হলেও খাবার দাবার ও যাতায়াত খরচ বেশি হওয়ায় অনেকে হতাশ।

এছাড়া নতুন যোগ হয়েছে লোডশেডিং। আগে দ্বীপে কারেন্ট ছিলনা, ফলে অফ সিজন বা অন সিজন যেকোনো সময় পর্যটক আসার আগে সেটা মাথায় রেখে আসতো। ফলে লোডশেডিং এর বিষয়টি আসত না।

অফ সিজনে আসলে, মাঝেমধ্যে আবহাওয়া খারাপ হবে সেটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এইবার যা হলো, অতিরিক্ত ও বিরক্তিকর।

আবহাওয়া খারাপ হলে দুই-তিন দিন থাকে, মাঝেমধ্যে একসপ্তাহ পর্যন্ত থাকে। কিন্তু এইবার প্রথম দিনেই পর্যটকরা অধৈর্য হয়ে যায়।

কারণ দু-একদিন বেশি থাকতে হতে পারে সেটা তাদের জানা ছিলো না আর সেই প্রস্তুতিও ছিলো না। ফলে অনেকে যাবার জন্য মরিয়া হয়ে পড়ে।

আর সামান্য বৃষ্টি ও হালকা বাতাসে তারা বিচলিত হয়ে পড়ে, অথচ এটা বর্ষা ও শরতের জন্য একদম নরমাল ব্যাপার।

আবহাওয়া খারাপ হলে, টেকনাফ-সেন্টমার্টিন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দ্বীপের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের স্টক শেষ হয়ে যায়। অনেক পণ্যের দাম বেড়ে যায়। কিছু পণ্য বেশি দাম দিয়েও পাওয়া যায় না।

এটা সম্পূর্ণ প্রাকৃতিক। কারণ দ্বীপে তো ঐসব পণ্য উৎপাদন হয় না, সব বাহির হতে আনতে হয়। যদি যোগাযোগ ব্যবস্থাই বন্ধ হয়ে যায়, তাহলে মালামাল আসবে কি করে?

এই বিষয়টি অনেকে বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। বরং বিপদে গলাকাটা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছে।

এইদিকে দ্বীপের সাড়ে সাত হাজার মানুষের চাহিদার সাথে পর্যটকদের চাহিদা যোগ হওয়ায় দ্রুতই বাজারে প্রভাব পড়ে। কারণ অন্যসময় দুর্যোগের কারণে পর্যটক আটকা পড়লেও তখন সিজন থাকায় মালামালের মজুদ ভালোই থাকতো।

এইবার সবচেয়ে সমস্যা সৃষ্টি করছে, কিছু উশৃংখল পর্যটক। বৈরী আবহাওয়া দেখার পরও ট্রলার ছাড়ার জন্য কোস্ট গার্ডের উপর চাপ দেওয়া। তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে বাড়াবাড়ি, মিছিল ও উপর থেকে ঘনঘন ফোন দিয়ে ক্ষমতা দেখানো সত্যিই ফালতু কাজ হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া তার উপর ভাঙ্গা জেটি তবুও যাওয়ার জন্য উতলা হলে, এসময় না আসায় উত্তম। কারণ এখনকার আবহাওয়ার বিশ্বাস নাই। যেকোনো সময় ভালো বা খারাপ হতে পারে।

টাকা শেষ হয়ে গেলে বা সমস্যায় পড়লে সহযোগিতা করার জন্য সেন্টমার্টিনে মানুষের অভাব নেই। শুধু একটু বলতে হয় আরকি। কিন্তু অফিস থাকলে, অফিসের ছুটির শেষ হলে গেলে, পরিবারের সমস্যার কথা বললে কারো করার কিছু থাকে না। কারণ যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে প্রকৃতির উপর।

20/10/2021
26/11/2020

সেন্টমার্টিন দ্বীপের কচ্ছপের ডিম পাড়ার দৃর্শ্য

15/11/2020

সবাই ধন্যবাদ

"সেভ দ্যা সেন্টমার্টিন"এর উদ্যোগে আজকের কর্মসূচির ভেন্যু ছিলজেটির দক্ষিণ পাশ-কোস্টগার্ড স্টেশন!পরবর্তী কর্মসূচি "সেভ দ্য...
15/11/2020

"সেভ দ্যা সেন্টমার্টিন"
এর উদ্যোগে আজকের কর্মসূচির ভেন্যু ছিল
জেটির দক্ষিণ পাশ-কোস্টগার্ড স্টেশন!

পরবর্তী কর্মসূচি "সেভ দ্যা সেন্টমার্টিন"
নিজস্ব গ্রুপ পেজে জানিয়ে দেওয়া হবে।
আসুন সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে_
'প্লাস্টিক ও পলিথিন মুক্ত সেন্টমার্টিন চাই'
আন্দোলনে যোগ দিই।

আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে টেকনাফ টু সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু হচ্ছে। প্রথম দিন কেয়ারি সিন্দাবাদ আসার কথা। বিঃদ্রঃ...
12/11/2020

আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে টেকনাফ টু সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু হচ্ছে।

প্রথম দিন কেয়ারি সিন্দাবাদ আসার কথা।

বিঃদ্রঃ যেহেতু নির্দিষ্ট সময় অনেকবার চেঞ্জ হয়েছে তাই কাল সেন্টমার্টিন ঘাটে জাহাজ না ভিড়ানো পর্যন্ত শতভাগ নিশ্চয়তা আমি দিতে পারব না। 😁

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অর্থাৎ ছেড়াদ্বীপের কিছু খন্ড চিত্র
09/11/2020

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অর্থাৎ ছেড়াদ্বীপের কিছু খন্ড চিত্র

সন্ধ্যা সূর্যাস্তের সময় সেন্টমার্টিন দ্বীপের অপূর্ব দৃর্শ্য
06/11/2020

সন্ধ্যা সূর্যাস্তের সময় সেন্টমার্টিন দ্বীপের অপূর্ব দৃর্শ্য

সেন্টমার্টিনের ছাত্রসমাজ ও সচেতন সমাজের উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক মুক্ত হলো অন্যন্য সৌন্দর্যের লীলাভূমি ছেঁড়া দ্বীপ সেন...
05/11/2020

সেন্টমার্টিনের ছাত্রসমাজ ও সচেতন সমাজের উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক মুক্ত হলো অন্যন্য সৌন্দর্যের লীলাভূমি ছেঁড়া দ্বীপ

সেন্টমার্টিন ও ছেঁড়া দ্বীপ পলিথিন ও প্লাস্টিক মুক্ত করতে সকলে এগিয়ে আসা উচিৎ। দ্বীপের প্রকৃতি ও সৌন্দর্য দেখতে মানুষ আসে, ময়লা দেখতে নয়।

একজনের ফেলে দেওয়া আবর্জনা অন্যের বিরক্তির কারণ হতে পারে আর দ্বীপের অপূরণীয় ক্ষতি হবে।

বিঃদ্রঃ প্রচারের জন্য নয়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছবি আপলোড দিলাম।

® Tayub Ullah

আলহামদুলিল্লাহসু-খবরআগামি ১০/১১/২০২০ ইং হইতে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল করবে আশা করি,
03/11/2020

আলহামদুলিল্লাহ
সু-খবর
আগামি ১০/১১/২০২০ ইং হইতে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল করবে আশা করি,

31/10/2020

ব্রেকিং নিউজ আগামীকাল থেকে ছেড়াদ্বীপ যাওয়া যাবে। সম্পূর্ণ নির্দেশনা ওটিয়ে নিয়েছে কোস্টগার্ড আজকে সন্ধ্যায় সেন্টমার্টিনের চেয়ারম্যান-মেম্বার কোস্টগার্ড পরিবেশের লোকসহ একটা বিশাল বড় মিটিংনে বসে সেখানে সবাই মিলে ফলাফল নিশ্চিত করেছে এই মাত্র।।
যেন সেখানে কোন প্রবালের ক্ষতি না হয় সে ক্ষেত্রে ছোটখাটো একটা গাটি করার উদ্যোগ নিয়েছে ।।

24/10/2020

আলহামদুলিল্লাহ আগামীকাল ২৫ শে অক্টোবর থেকে কক্সবাজার - সেন্টমার্টিন - কক্সবাজার পুণরায় শীপ সার্ভিস চালু হচ্ছে।

আবহাওয়া এখন স্বভাবিক। কোন সংকেত নেই।
সুতরাং দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে যারা মিস করেছেন তারা পুণরায় শিডিউল করতে পারেন।

বুকিং করতে ফোন করুনঃ- 01316388067

আপনার ভ্রমণ আনন্দময় হোক এটাই আমাদের প্রত্যাশা।

ভাড়ার তালিকা (আসা-যাওয়া):
Per Person...
Lavender- 2000/- (নিচের ডেক)
Marigold - 2000/- (নিচের ডেক)
Gladiolus - 2500/- ( ২য় তলা)
Open Deck - 2500/- ( ২য় তলা)
Lilac Lounge - 2500/- ( ২য় তলা)
Chrysanthemum Lounge - 3000/- ( ৩য় তলা)

ভি ভি আই পি কেবিন: ২০,০০০/- (২ জন)
ভি আই পি কেবিন : ১৫,০০০/- (২ জন)
টুইন বেড কেবিন : ৮০০০/- (২জন)
সিঙ্গেল বেড কেবিন : ৫০০০/- (১জন)

(প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য,সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)

প্রতিটি টিকেট এর সাথে সৌজন্য মূলক সকাল এবং বিকেলের নাস্তা অন্তর্ভুক্ত রয়েছে।

সময় সুচী:
কক্সবাজার বি আই ডব্লিও টি এ ঘাট হতে ছাড়বে সকাল: ৭.০০ মিনিট।
সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল: ৩. ৩০ মিনিট।
( ভাটার সময় ছাড়া)

(জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত রয়েছে)

https://www.prothomalo.com
22/10/2020

https://www.prothomalo.com

গতকাল বুধবার বিকেল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে বুধবার দুপুরে সেন্ট ম.....

সেন্টমার্টিন দ্বীপ
20/10/2020

সেন্টমার্টিন দ্বীপ

12/10/2020

আমাদের ভূবনে আপনাকে স্বাগতম

Address

Saint Martin Island
Cox's Bazar
4762

Telephone

+8801316388067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neel Jolorashi Tour and Travels -নীল জলরাশি ট্যুর এন্ড ট্র্যাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neel Jolorashi Tour and Travels -নীল জলরাশি ট্যুর এন্ড ট্র্যাভেলস:

Share

Category