Sandy Hill Beach, Sonadia

Sandy Hill Beach, Sonadia Sandy Hill Beach, Sonadia is the most attracted tourist spot in Bangladesh.
(25)

The combination of sandy hills and the colossal waves of the Bay of Bengal with the beautiful view of sunrise and sunset has made the beach more glamorous and blooming.

সোনাদিয়া দ্বীপে জনপ্রতি ১২৫০/- টাকা মাত্র।👉🏻ক্যাম্পিং প্যাকেজ🏖🏖🏖প্যাকেজে যা যা থাকছে-------👇🏕️তাবু- ফোমের বেড-বালিশ-ক...
06/09/2024

সোনাদিয়া দ্বীপে জনপ্রতি ১২৫০/- টাকা মাত্র।
👉🏻ক্যাম্পিং প্যাকেজ🏖🏖🏖
প্যাকেজে যা যা থাকছে-------👇
🏕️তাবু- ফোমের বেড-বালিশ-কম্বল
🥘সকালের নাস্তা-ডিম-খিঁচুড়ি-আচার।
🍛দুপুরে খাবার - ভাত-ডাল-সামুদ্রিক মাছ-আলু ভর্তা-শুটকি ভর্তা-সালাদ-সবজি।
🍱রাতে মুরগি বার বি কিউ-রুটি ৩টি-সালাদ-কোক।
♦️প্যাকেজে থাকবে বোট সার্ভিস (ঘটিভাঙ্গা টু সোনাদিয়া-সোনাদিয়া টু ঘটিভাঙ্গা) আসা-যাওয়া খরচ।
🚧 ঘাট ভাড়া (আসা-যাওয়া)
🚽 ওয়াশরুমের সু-ব্যবস্থা আছে।
🔰প্রতি সপ্তাহের যে কোন দিন রাতে ক্যাম্পিং করা যাবে।
⏲️ক্যাম্পিং টাইম- ২৪ ঘন্টা(একদিন একরাত)
মনে রাখতে হবে যে_____
💥আপনি যে কোন দিন বুকিং করতে পারবেন (আসন খালি থাকা পর্যন্ত )।
📞 01829606707
কমপক্ষে ১ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে।
(পেইজের সাথে থাকুন)
🥰ধন্যবাদ🥰
Sandy Hill Beach, Sonadia
Sandy Beach-বালিময় সৈকত

সুখবর💥আগামীকাল হতে স্পিডবোট ভাড়া ৯০ টাকা। গামবোট ভাড়া ৩০ টাকা।
20/08/2024

সুখবর💥
আগামীকাল হতে স্পিডবোট ভাড়া ৯০ টাকা।
গামবোট ভাড়া ৩০ টাকা।

05/08/2024

আল্লাহ্ উত্তম ফয়সালা কারি।
সবাই কে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে।

13/07/2024
13/07/2024

Sandy Beach-বালিময় সৈকত

  beyond the expectation!!সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য নিয়ে বালিময় পাহাড় আর বঙ্গোপসাগরের বৃহৎ ঢেউয়ের সংযোজনে গড়ে...
12/07/2024

beyond the expectation!!

সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য নিয়ে বালিময় পাহাড় আর বঙ্গোপসাগরের বৃহৎ ঢেউয়ের সংযোজনে গড়ে উঠেছে।

বাংলাদেশে ট্যুরিস্টদের সর্বাধিক পছন্দনীয় স্পট হিসেবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি পশ্চিমাংশ নৈসর্গিক তীর সোনাদিয়া বীচ।

এটি বর্তমানে পর্যটক জোন হিসেবে সমগ্র দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং হাজারো পর্যটকদের নজর কেড়েছে।
"Sandy Hill Beach" Sonadia

12/07/2024

প্রকৃতির সান্নিধ্যে ❤️💚ছবি: Mohammed Khaled Mahmud
08/07/2024

প্রকৃতির সান্নিধ্যে ❤️💚
ছবি: Mohammed Khaled Mahmud

06/07/2024

বর্ষা মানেই প্রকৃতির লীলাখেলা।বর্ষায় কি আসলেই ক্যাম্পিং সম্ভব? বর্ষায় সোনাদিয়া ক্যাম্পিং অপরুপ। প্রকৃতির সজাগ,আকাশে মেঘে...
04/07/2024

বর্ষা মানেই প্রকৃতির লীলাখেলা।
বর্ষায় কি আসলেই ক্যাম্পিং সম্ভব?
বর্ষায় সোনাদিয়া ক্যাম্পিং অপরুপ।
প্রকৃতির সজাগ,আকাশে মেঘের কান্না।

চাঁদনি রাত সোনাদিয়া ক্যাম্পিং যেন এক টুকরো স্বর্গ।
21/06/2024

চাঁদনি রাত সোনাদিয়া ক্যাম্পিং যেন এক টুকরো স্বর্গ।

With Md Farhad – I just got recognised as one of their top fans! 🎉
20/06/2024

With Md Farhad – I just got recognised as one of their top fans! 🎉

উৎসর্গ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক পবিত্র "ঈদ উল আযহা"। পৃথিবী ফিরে পাক বহু আকাঙ্খিত শান্তি ও সমৃদ্ধি, ঈদের আনন্দে...
17/06/2024

উৎসর্গ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক পবিত্র "ঈদ উল আযহা"। পৃথিবী ফিরে পাক বহু আকাঙ্খিত শান্তি ও সমৃদ্ধি, ঈদের আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন, এই শুভ কামনায়, আপনাদের পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা। ।। ঃ ঈদ মোবারক ঃ ।।

সোনাদিয়া দ্বীপে নিশিন্দা ও সাগর লতার কারণে বালিয়াড়ি গড়ে উঠে।নিশিন্দার যত যত গুণ রয়েছে তা আমাদের অনেকেরই জানা নেই। নি...
14/06/2024

সোনাদিয়া দ্বীপে নিশিন্দা ও সাগর লতার কারণে বালিয়াড়ি গড়ে উঠে।

নিশিন্দার যত যত গুণ রয়েছে তা আমাদের অনেকেরই জানা নেই। নিশিন্দা একটি গুল্ম জাতীয় ও বৃক্ষ সংকর নামেও বলা হয়। নিশিন্দা ইংরেজি Chaste Tree নামে পরিচিত। এর রয়েছে নানাবিধ ভেষজ গুণ। আমাদের দৈনন্দিন রোগ প্রতিরোধে নিশিন্দার রয়েছে নানাবিধ উপকারিতা। নিশিন্দার গুণাগুণ সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। চলুন আজকে জেনে নেই নিশিন্দার গুণাগুণ সম্পর্কে-

নিশিন্দার গঠনঃ

নিশিন্দা ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। নিশিন্দার ঘন ঘন শাখা ও প্রশাখা থাকে। এই গাছ সাধারণত ২ মি.-৫মি. পর্যন্ত লম্বা পত্রক থাকে। এই পত্রকগুলি অসমান, ফুল নীলাভ এবং বেগুনি হয়ে থাকে। নিশিন্দার ফল ছোট ডিম্বাকৃতির হয়ে থাকে।

পাওয়ার স্থানঃ

নিশিন্দা সাধারণত সমুদ্রের আশপাশে ভাল জন্মে থাকে। এছাড়াও আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই এই গাছের উপস্থিতি দেখা যায়।

নিশিন্দার উপকারিতা ও গুণাগুণঃ

১। নিশিন্দার পাতা অন্তঃপরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যান্সারবিরোধী গুণ রয়েছে। নিয়মিত নিশিন্দা পাতা খেলে মারাত্মক সব রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

২। নিশিন্দা পাতা গরম করে যে কোনো ফোলা বা মচকানোর ব্যথাযুক্ত কিংবা প্রদাহের স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। প্রতিদিন ৪ থেকে ৫ বার করে। এতে করে আক্রান্ত স্থান দ্রুত ভাল হয়ে যায়।

৩। শরীরের কোনো স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার থাকবে না।

৪। নিশিন্দা পাতার রস কিংবা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ১ থেকে ২ ফোঁটা করে কানে দিলে যদি কানে কোন রোগ থাকে তা ভাল হয়ে যায়।

৫। নিশিন্দা পাতার চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে গুঁড়া কৃমির উপদ্রব অনেকাংশে কমে যায়।

৬। নিশিন্দা পাতা গেঁটে বাত সারাতেও বেশ কাজে আসে। যদি জ্বর থকে, তবুও এতে সুফল পাওয়া যাবে। নিশিন্দা ৫ গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয়।

৭। তাছাড়াও নিশিন্দা হ্যাঁপানি কিংবা ঠান্ডাজনিত রোগেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

Peace ❤️
11/06/2024

Peace ❤️

পৃথিবী ঘুরার অনেক ইচ্ছা। ❤️কিন্তু অভাবে ঘুরতে পারি না। 😰
07/06/2024

পৃথিবী ঘুরার অনেক ইচ্ছা। ❤️
কিন্তু অভাবে ঘুরতে পারি না। 😰

“যারা পরিবেশ রক্ষা করে, যারা পরিবেশ দূষণ প্রতিরোধ করে, তাঁরা শুধু নিজেকে না, অন্যকেও ভালবাসার মানসিকতা রাখে”🌍আমরাই পারি ...
05/06/2024

“যারা পরিবেশ রক্ষা করে, যারা পরিবেশ দূষণ প্রতিরোধ করে, তাঁরা শুধু নিজেকে না, অন্যকেও ভালবাসার মানসিকতা রাখে”

🌍আমরাই পারি গড়তে
সবুজ পৃথিবী

🌪দূষিত বায়ু
কমায় আয়ু

🌳সবুজ বাঁচাও,
পৃথিবী হাসুক

With Najma Sari Azizah – I just got recognised as one of their top fans! 🎉
25/05/2024

With Najma Sari Azizah – I just got recognised as one of their top fans! 🎉

Address

Sonadia Island, Moheshkhali, Cox’s Bazar
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when Sandy Hill Beach, Sonadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandy Hill Beach, Sonadia:

Videos

Share

Category