Cox’s Bazar Ocean Tours & Travels

Cox’s Bazar Ocean Tours & Travels Online Business
(28)

আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো না: রিকশা চালক বাবা💝
02/04/2024

আমার ছেলের জন্য আর নতুন জামা কেনা হলো না: রিকশা চালক বাবা💝

নীলাদ্রি তাহিরপুর,সুনামগঞ্জ।
12/03/2024

নীলাদ্রি তাহিরপুর,সুনামগঞ্জ।

12/03/2024
ছবির এই লোক গতকাল ৭০০ স্টুডেন্টের উপকার করেছেন। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট ছিল। ঢাকা থেকে আসা একটি ট্রেন...
10/03/2024

ছবির এই লোক গতকাল ৭০০ স্টুডেন্টের উপকার করেছেন। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট ছিল। ঢাকা থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। থ্যাংকফুলি পশ্চিমাঞ্চল ট্রেনের এই মহাব্যবস্থাপক সেটা মনিটর করছিলেন। নিজে রাবির ভিসি স্যারের সাথে কথা বলে পরীক্ষায় লেট এন্ট্রির ব্যবস্থা করেন এবং ওই নষ্ট ট্রেনের কাছাকাছি থাকা অন্য ট্রেনের ইঞ্জিন খুলে এটায় লাগিয়ে দ্রুত রাজশাহী পৌছানোর ব্যবস্থা করেছেন। এত কষ্ট না করে নাকে তেল দিয়ে ঘুমালেও কারও কিছু করার ছিলনা। তবু একটু সহমর্মিতা দেখিয়েছেন বলে অন্তত ৭০০ স্টুডেন্টকে কাল চোখের পানি ফেলতে হয়নি। ওনার নাম অসীম কুমার তালুকদার।
(Collected)

17/02/2024

আলহামদুলিল্লাহ ৭০জনের গ্রুপ নিয়ে আগামীকাল সেন্টমার্টিন যাবে Cox’s Bazar Ocean Tours And Travels(কক্সবাজার ওশান ট্যুর এন্ড ট্রাভেলস) এর প্রতিনিধি।

07/02/2024

আগামী ১০ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন শীপ বন্ধ থাকবে।

কি অসাধারণ ফটোগ্রাফি, যেন গাছের ডালে মেঘ বসে আছে খুব সুন্দর করে।
05/02/2024

কি অসাধারণ ফটোগ্রাফি, যেন গাছের ডালে মেঘ বসে আছে খুব সুন্দর করে।

03/02/2024

এখন শুধু টাঙ্গুয়ার হাওর কিংবা রাঙ্গামাটি নয়
এখন সমুদ্রে ভাসতে ভাসতে উপভোগ করতে পারবেন দুপুরের খাবার কিংবা রাতের খাবার।
দেখতে পারবেন কক্সবাজারের ভ্রমন স্পট মহেশখালী, এই লাক্সারি বোট টিতে ভাসতে ভাসতে।

সমুদ্র ভ্রমন-মহেশখালী-সোনাদিয়া নৌ রুটে... শুভ উদ্বোধন হয়ে গেছে এখন থেকে নিয়মিত চলাচল করবে।

কক্সবাজার পর্যটন সেক্টরে নতুন আকর্ষণ পর্যটকবাহী জাহাজ " এম ভি স্বপ্নতরী "

ভাড়ার তালিকা..দুপুরের খাবার সহ

ক্যামেলিয়া লাউঞ্জ--১৬০০ টাকা
রয়েল লাউঞ্জ-- ১৬০০ টাকা
ভিআইপি কেবিন--৬০০০ টাকা ( ২ জন প্রযোজ্য )

যাত্রার সময়:- সকাল ১০ টা
ফিরে আসা:- বিকাল ৫ টা

প্যাকেজ বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও যোগাযোগ -
Cox’s Bazar Ocean Tours & Travels

Cox’s Bazar Ocean Tours And Travels(কক্সবাজার ওশান ট্যুর এন্ড ট্রাভেলস)

01834872066 Call or ( WhatsApp )
゚ ゚viralシ

সাজেক এর রাস্তা
29/01/2024

সাজেক এর রাস্তা

19/01/2024

゚viralシ ゚viral ゚

'বাংলাদেশের' পরিচ্ছন্ন গ্ৰাম'        মুনলাইপাড়া,রুমা,বান্দরবান
15/01/2024

'বাংলাদেশের' পরিচ্ছন্ন গ্ৰাম'
মুনলাইপাড়া,রুমা,বান্দরবান

সেন্টমার্টিন দ্বীপের এই মুহূর্তে উত্তর বিচ।এগুলা এক জাতের প্লাংক্টন যেগুলা অন্ধকার থাকলে লাইটের মতন দেখা যায় তাই এগুলোক...
15/01/2024

সেন্টমার্টিন দ্বীপের এই মুহূর্তে উত্তর বিচ।

এগুলা এক জাতের প্লাংক্টন যেগুলা অন্ধকার থাকলে লাইটের মতন দেখা যায় তাই এগুলোকে বায়োলুমিনাস বলে।
সমুদ্রের ঢেউ সাথে আসে জোয়ারের সময়।

শুক্রবার ও পুর্ণিমা এক সাথে সব সময় পাওয়া যায় না, যার দরূন চাকুরীজীবিদের জন্য সেন্টমার্টিন বসে ভরা পূর্ণিমা সব সময় দেখার সুযোগ আসে না আর যেহেতু ভরা পূর্নিমা সুতরাং জোয়ার থাকবে জোয়ার থাকলে এরকম দৃশ্য দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

বাস্তবায়ন করতে না পারলেও, ভালো কাজের নিয়্যাত করার সাথে সাথেই নিশ্চিত প্রতিদান মিলে। সুবহানাল্লাহ!
12/01/2024

বাস্তবায়ন করতে না পারলেও, ভালো কাজের নিয়্যাত করার সাথে সাথেই নিশ্চিত প্রতিদান মিলে। সুবহানাল্লাহ!

11/01/2024

বাস টিকেট, বিমান টিকেট, শীপ টিকেট, আচার,শুটকি, ও সেন্টমার্টিন, কক্সবাজার রুম বুকিং এর জন্য যোগাযোগ করুন - ০১৮৩৪৮৭২০৬৬
゚viralシ ゚viral ゚

ক্ষমা"একটি মহৎ গুণ -ক্ষমা করলে মানুষ ছোট হয় না- মহৎ হয়।জীবনে চলার পথে জানিনা কার সাথে কত ভুল করেছি সকল ভুলের জন্য সবার ক...
31/12/2023

ক্ষমা"একটি মহৎ গুণ -
ক্ষমা করলে মানুষ ছোট হয় না- মহৎ হয়।

জীবনে চলার পথে জানিনা কার সাথে কত ভুল করেছি সকল ভুলের জন্য সবার কাছে ক্ষমার অনুরোধ করছি।

জীবনের হায়াত থেকে আরো একটা বছর চলে গেল।

- পাওয়া না পাওয়ার সাবজেক্টটা অমিল রয়ে গেল!
একটুও হতাশ নয়-রবের ফয়সালার উপর সবকিছু হয়।
সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

- যদি আল্লাহ তৌফিক দেন তাহলে,
২০২৪- সুন্দর কিছু দিয়ে শুরু হবে - ইনশাআল্লাহ। 🤲


ধোঁয়া ধোঁয়া সকালের কুয়াশা দিয়ে শুরু হয় শীত,সাথে থাকবে হালকা হালকা বাতাস।এই শীতল বাতাস বলে দেয় শীত অনেক কাছেই চলে এসেছে।এ...
26/12/2023

ধোঁয়া ধোঁয়া সকালের কুয়াশা দিয়ে শুরু হয় শীত,সাথে থাকবে হালকা হালকা বাতাস।এই শীতল বাতাস বলে দেয় শীত অনেক কাছেই চলে এসেছে।এই সুন্দর শীতের দিনগুলো কাটাতে আমরা চলে যাই দেশের দৃষ্টিনন্দন স্থানগুলোতে ছুটি কাটাতে!
তাই তো শীতের ছুটি আরো সহজ এবং নির্বিঘ্ন করতে আমরা Cox’s Bazar Ocean Tours & Travels রয়েছি আপনাদের পাশে।

সেন্টমার্টিনে সমুদ্রবিলাস উপভোগ করতে আমাদের কাছে পাচ্ছেন ট্রাভেল সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা।
বাস টিকেট,শিপ টিকেট,রিসোর্ট বুকিং সহ সম্পূর্ণ প্যাকেজ!

এবং কোনোরকম অতিরিক্ত ফি ছাড়াই পাচ্ছেন এই সার্ভিস সমূহ!

☎️ বুকিংয়ের জন্য আমাদের ফেসবুক গ্রুপ Cox’s Bazar Ocean Tours And Travels(কক্সবাজার ওশান ট্যুর এন্ড ট্রাভেলস) ভিজিট করুন কিংবা ফোন করুন- 01834872066এই নাম্বারে।

20/12/2023

কার কার লাগবে পেইজ এ ইনবক্স করুন অথবা যোগাযোগ : 01834-872066

-আমাদের বাবা'রা এভাবেই পরিশ্রম করে পরিবারের জন্য।
12/12/2023

-আমাদের বাবা'রা এভাবেই পরিশ্রম করে পরিবারের জন্য।

নয়নাভিরাম
12/12/2023

নয়নাভিরাম

সেন্টমার্টিন 🛳️শীপ টিকেট, 🚍ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা বাস টিকেট, ✈️বিমান টিকেট, শুটকি,আচার,কক্সবাজার,সেন্টমার্...
08/12/2023

সেন্টমার্টিন 🛳️শীপ টিকেট, 🚍ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা বাস টিকেট, ✈️বিমান টিকেট, শুটকি,আচার,কক্সবাজার,সেন্টমার্টিন হোটেল রুম, গাইড সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে।
যোগাযোগ : 01834872066
আলহামদুলিল্লাহ গত কয়েকদিন এর সেন্টমার্টিন এর সার্ভিস Cox’s Bazar Ocean Tours & Travels এর মাধ্যমে।

আলহামদুলিল্লাহ আগামী ৮ই ডিসেম্বর-২০২৩ ইং রোজঃ-শুক্রবার থেকে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করবে বিলাসবহুল জ...
07/12/2023

আলহামদুলিল্লাহ
আগামী ৮ই ডিসেম্বর-২০২৩ ইং রোজঃ-শুক্রবার থেকে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করবে বিলাসবহুল জাহাজ এল সি টি কাজল

বর্তমান টিকেট মূল্যঃ
টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ (যাওয়া-আসা)

১-মেইন ডেক - ১২০০/-
২-ওপেন ডেক- ১৪০০/-
৩-বিজনেস ক্লাস ১৬০০/-
৪. লাক্সারি লাউঞ্জ--২০০০/-
৫. ভিআইপি কেবিন-- ৫০০০/-

* ৫ বছরের নিচে ছোট বাচ্চা ফ্রি আর ৫ বছরের উপরে হলে শিপ টিকেট নিতে হবে।

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
০১. সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত
০২. শিপের বাইরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগের সুযোগ

বুকিং নাম্বারঃ ☎️ 01834872066

এইটা একটা স্টলের নাম 😅😅😅
06/12/2023

এইটা একটা স্টলের নাম 😅😅😅

অর্ডার_দিতে_ফোন_করুন-01834-872066সামুদ্রিক নির্ভেজাল ও কোন প্রকার কেমিক্যাল মুক্ত শুটকি ঘরে বসে Cox’s Bazar Ocean Tours ...
04/12/2023

অর্ডার_দিতে_ফোন_করুন-01834-872066
সামুদ্রিক নির্ভেজাল ও কোন প্রকার কেমিক্যাল মুক্ত শুটকি ঘরে বসে Cox’s Bazar Ocean Tours & Travels এ অর্ডার করলেই পেয়ে যাবেন আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে.

সেন্টমার্টিন 🛳️শীপ টিকেট, 🚍ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা বাস টিকেট, ✈️বিমান টিকেট, শুটকি,আচার,কক্সবাজার,সেন্টমার্...
26/11/2023

সেন্টমার্টিন 🛳️শীপ টিকেট, 🚍ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা বাস টিকেট, ✈️বিমান টিকেট, শুটকি,আচার,কক্সবাজার,সেন্টমার্টিন হোটেল রুম, গাইড সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে।
যোগাযোগ : 01834872066
আলহামদুলিল্লাহ আজকের সার্ভিস আগামীকাল সেন্টমার্টিন যাবে ১৪জন Cox’s Bazar Ocean Tours & Travels এর মাধ্যমে।

25/11/2023

নভেম্বর মাসে ধোঁয়া ধোঁয়া সকালের কুয়াশা দিয়ে শুরু হয় শীত,সাথে থাকবে হালকা হালকা বাতাস।এই শীতল বাতাস বলে দেয় শীত অনেক কাছেই চলে এসেছে।এই সুন্দর শীতের দিনগুলো কাটাতে আমরা চলে যাই দেশের দৃষ্টিনন্দন স্থানগুলোতে ছুটি কাটাতে!
তাই তো শীতের ছুটি আরো সহজ এবং নির্বিঘ্ন করতে আমরা Cox’s Bazar Ocean Tours & Travels রয়েছি আপনাদের পাশে।

সেন্টমার্টিনে সমুদ্রবিলাস উপভোগ করতে আমাদের কাছে পাচ্ছেন ট্রাভেল সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা।
বাস টিকেট,শিপ টিকেট,রিসোর্ট বুকিং সহ সম্পূর্ণ প্যাকেজ!

এবং কোনোরকম অতিরিক্ত ফি ছাড়াই পাচ্ছেন এই সার্ভিস সমূহ!

☎️ বুকিংয়ের জন্য আমাদের ফেসবুক গ্রুপ Cox’s Bazar Ocean Tours And Travels(কক্সবাজার ওশান ট্যুর এন্ড ট্রাভেলস) ভিজিট করুন কিংবা ফোন করুন- 01834872066এই নাম্বারে।

Yafa Sea Beachফিলিস্তিন, ১৯৪৪
25/11/2023

Yafa Sea Beach

ফিলিস্তিন, ১৯৪৪

আপনার সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা কতদিন ধরে করছেন কিন্তু যাওয়া হয়নি।
19/11/2023

আপনার সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা কতদিন ধরে করছেন কিন্তু যাওয়া হয়নি।

- নদী ও জীবন রঙ্গিন হলেই সুন্দর ❤️🌸
19/11/2023

- নদী ও জীবন রঙ্গিন হলেই সুন্দর ❤️🌸

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox’s Bazar Ocean Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox’s Bazar Ocean Tours & Travels:

Videos

Share