Cox's Bazar - কক্সবাজার

Cox's Bazar - কক্সবাজার Passionate guide unlocking Cox's Bazar's wonders. Let's explore together beyond the ordinary.

Shout out to my newest followers! Excited to have you onboard! Sk Zahid, Imran Hasmi
12/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sk Zahid, Imran Hasmi

12/03/2024

Best offer in Ramadan 😀
Shari and ifter complementary + sea view 🌙

You can enjoy the ifter at beach

11/03/2024

চারদিকে রমজানের সুগন্ধ! এটা সাধারন কোনো অনুভূতি না! একটা সুন্দর অনুভূতি, রমজান, সেহরী, তারাবীহ, তাহাজ্জুদ, ইফতার! একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে, আলহামদুলিল্লাহ!🖤

10/03/2024

Best sea view hotel in Cox's bazar 🫶🖤

For more, check comment 😀
Our services :
☑️ Beach view ( sunrise & sunset )
☑️ Hill view
☑️ Swimming pool
☑️ Pleasant, noise - free environment
☑️ Amenities set ( Cosmetics
☑️ Complimentary breakfast
☑️ Restaurant ( Chinese, Thai & sea food.
☑️ Spa & Gym
☑️ High speed free WiFi
☑️ Fully air-condition room.
☑️ 24 hours power supply.
☑️ Car parking facilities
☑️ 24/7 room service arrangement.

For reservation (01795691188)

10/03/2024

পবিত্র মাহে রমজানে কক্সবাজারে (সাহরী ও ইফতার কমপ্লিমেন্টারি ) সহ পার হেড ২০০০ করে সী-ভীউ হোটেল পাবেন আমাদের কাছেই 😀।
আর দেরী না করেই এখনি বুকিং দিয়ে রাখুন।

বুকিংয়ের জন্যে কল করুন:- 01795691188

চলো যাই 🥺
03/03/2024

চলো যাই 🥺

02/03/2024

বেইলি রোড অগ্নি দূর্ঘটনার শিকার কক্সবাজার 'রামুর বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য' ইন্জিনিয়ার মোক্তার আহমদ হেলালীর "কন্যা'জামাতা ও নাতির "নামাজে জানাজা আজ রাত নয়টায় রামু জামে মসজিদ প্রাঙ্গনে।

02/03/2024

কক্সবাজারে আলোবাতাসে পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন কাপল রুম খুজছেন? জনপ্রতি ১৮০০ টাকাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সহ মডার্ন রিসোর্টের কাপল প্যাকেজটি হতে পারে আপনার সেরা পছন্দ। লাঞ্চ এবং ডিনার ছাড়া শুধু রুমটি আপনি পাচ্ছেন ২৫০০ টাকা/নাইট এ, সঙ্গে ব্রেকফাস্ট কিন্তু থাকছেই। আরও পাচ্ছেন ডলফিন মোড় থেকে পিক এন্ড ড্রপ সার্ভিস।

প্রতিটি রুমের সাথেই আপনি পাচ্ছেন বারান্দা আর ওয়াশরুমে গিজার। রুমে সোফা, আলমিরা, টি-টেবিল, ক্লথ রেক, টিভি এবং হাই-স্পিড ওয়াইফাই তো থাকছেই।

২৪ ঘন্টা জেনারেটর, লিফট, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লবি, রুম সার্ভিস এবং একঝাক ফ্রন্ট-ডেস্ক অফিসার আপনার ভ্যাকেশনকে আনন্দময় করে তুলতে সর্বদা সচেষ্ট।

নিরাপত্তাঃ আমাদের হোটেলটি টুরিস্ট পুলিশ সার্ভিস জোন এর টহল এলাকার ভিতরে এবং রিসোর্টের সকল পাবলিক স্পেস সিসি ক্যামেরার আওতাধীন। সারা রাত এখানে যাতায়াতের জন্য অটো পাওয়া যায়। রিসোর্টের নিজস্ব পার্কিং এ বিনামূল্যে আপনি গাড়ী বা বাইক পার্কিং করতে পারবেন।

খাবারের সেট-মেন্যু:
সকালঃ ৩টা পরোটা, ডাল/সবজি, ডিম, ফিল্টার পানি।
দুপুরঃ সিজনাল শাক, আলু/বেগুন/শুটকি ভর্তা, লাউ এর তরকারী, সুরমা মাছ ফ্রাই/লইট্টা মাছ ফ্রাই/মুরগি, ডাল, ভাত, ফিল্টার পানি।
রাতঃ মিক্স সবজি, আলু/বেগুন/শুটকি ভর্তা/ঢেঁড়স ভাজি, লইট্টা ফ্রাই/মুরগি/সুরমা মাছ ভাজি, ডাল, ভাত, ফিল্টার পানি।

এছাড়াও যারা শুধুমাত্র রুম নিবেন তারাও আমাদের নিজস্ব রেস্টুরেন্টে ৩ বেলা সুলভমূল্যে খাওয়াদাওয়া করতে পারবেন। শুধু তাই না, ফুড-পান্ডা সার্ভিস জোন এর ভিতরে থাকায় রাত ১১:৩০ পর্যন্ত আপনারা ফুড-পান্ডায় অর্ডার করতে পারবেন। আর আমাদের ২৪ ঘণ্টা রুম সার্ভিসতো আছেই আপনার যেকোন প্রয়োজনে।

রুম অ্যাভেলেবেল থাকা সাপেক্ষে আমরা আর্লি চেক-ইন এলাও করি। লেট চেক-আউট সম্ভব না হলেও আপনি আমাদের লকার এ ব্যাগ রেখে বাইরে থেকে ঘুরে আসতে পারবেন অথবা আপনার বাস ছাড়ার আগ পর্যন্ত আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত লবিতে অপেক্ষা করতে পারবেন।

ফ্রন্ট ডেস্ক থেকেই আপনি রেজিস্টার্ড লোকাল অটো, বাইক, রিসোর্টের নিজস্ব কার, মাইক্রোবাস, জীপ রেন্টে নিতে পারবেন।

এছাড়াও বিমানের যাত্রীদের জন্য সকল এয়ারলাইন্সে ফ্লাইট বুকিং এ বিশেষ ছাড়তো থাকছেই। এবং মাত্র ৫০০ টাকায় প্রাইভেট কার/জীপ এ এয়ারপোর্ট পিক/ড্রপ সার্ভিস নিতে পারছেন।

01/03/2024

সমুদ্রের পাশে পছন্দের মানুষটিকে সারপ্রাইজ দিতে চান 😀?

২৯ ফেব্রুয়ারি ২০২৪ ! ইন্না লিল্লাহ!জীবন কতটা অনিশ্চিত! নিঃশ্বাসেরই যেখানে বিশ্বাস নেই সেখানে ভবিষ্যতের জন্য অধিক জল্পনা...
01/03/2024

২৯ ফেব্রুয়ারি ২০২৪ !
ইন্না লিল্লাহ!
জীবন কতটা অনিশ্চিত!
নিঃশ্বাসেরই যেখানে বিশ্বাস নেই সেখানে ভবিষ্যতের জন্য অধিক জল্পনা-কল্পনা নিছক বিলাসিতা।
নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি
আমরা শোকাহত।

26/02/2024
Hotel  ★★কক্সবাজারের  কলাতলিতে শৈবাল পয়েন্টের পূর্বে এবং সুগন্ধা পয়েন্টের কিছু পরে হোটেল "ড্রিম গেস্ট ইন"প্লট-৭,ব্লক-বি,...
22/02/2024

Hotel

★★কক্সবাজারের কলাতলিতে শৈবাল পয়েন্টের পূর্বে এবং সুগন্ধা পয়েন্টের কিছু পরে হোটেল "ড্রিম গেস্ট ইন"
প্লট-৭,ব্লক-বি,রোড-২,কলাতলি মেইনরোড(হোটেল-মোটেল জোন) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে।

তাই আর কাল বিলম্ব না করে, কক্সবাজারের মনোরম দৃশ্য আপনার ভ্রমণকে করুন স্মরণীয়।

হোটেল এর পক্ষ থেকে আকর্ষণীয় সেবাসমূহ লুফে নিতে আজই আপনার বুকিংটি নিশ্চিত করুন ।

কল করুন :

📞 +880 1860930082 ( whatsapp)
📞 +880 01795691188

💓 Dream Guest Inn 🏖️

★★সাংস্কৃতিক কেন্দ্রের সামনে , সুগন্ধা পয়েন্টের পরে এবং শৈবাল পয়েন্টের আগে,সামনে হোটেল রয়েল টিউলিপ এর অফিস রয়েছে।

আমাদের আছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ….,,, ডাবল ও সিঙ্গেল বেড রুম। প্রতিটি রুমের সাথে আছে প্রাইভেট/সংযুক্ত বাথরুম ও বারান্দা

আমাদের সুবিধা সমুহঃঃ

♣♣ হোটেল Hotel Dream Guest Inn এ আরও যা যা থাকছে।

★★ শীততাপ নিয়ন্ত্রিত ডাবল বেড রুম

★ কাপল রুম এসি-ননএসি((🛌২জন)

★ ১ রুম ২ বেড ১ বাথরুম কানেক্টেং রুম, বেলকনি এসি-ননএসি (🛌২/৪ জন)

সুবিধা সমূহ 🏖️

★সী-বীচের কাছাকাছি।
★সি ভিউ ও হিল ভিউ
★ফ্রি ওয়াইফাই ।
★২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা (জেনারেটর সহ)
★ বিশুদ্ধ পানীয় পানির ব্যবস্থা ।
★কাপড় রাখার জন্য দেয়াল আলমিরার ব্যবস্থা ।
★গাড়ী পার্কিং এর সু ব্যবস্থা।
★পুরো ভবন সিসি টিভি ক্যামেরা দ্বারা নিয়িন্ত্রত।
★২৪ ঘন্টা রুম সাভির্স।
★সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি গার্ড দ্বারা নিরাপত্তা ব্যবস্থা।
★ট্যুরস এন্ড ট্রাভেল
★আমাদের হোটেল পাশেই রয়েছে উন্নত মানের অনেক গুলো রেস্তোরাঁ।
★২৪ ঘন্টা ফুড সার্ভিস
★স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এবং কর্পোরেট অফিসের বুকিং এর ক্ষেত্রে স্পেশাল ডিস্কাউন্ট এর ব্যবস্থা আছে।
★ডিশ সংযোগসহ এলইডি টিভি
★ইন্টারকম টেলিফোন সার্ভিস
রুম বুকিং বা বুকিং সংক্রান্ত যে কোন তথ্যর জন্য ঊল্লেখিত মোবাইল নম্বরে সরাসরি কল বা মেসেজ করুন�

01860-930082 (whatsapp)
For booking (01795691188)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটি উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে কক্স...
21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটি উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। হোটেল-মোটেলগুলোতে ঠাঁই মিলছে না। ট্যুরিস্ট পুলিশের ধারণা, গতকাল সৈকতে সমবেত হন প্রায় লাখের অধিক পর্যটক। বুধবার (২১ ফেব্রুয়ারি) এ সংখ্যা আরও বাড়ছে। আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সাড়ে চার শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজের সব রুম পর্যটকে ভরপুর থাকবে।

এদিকে সকাল থেকে বেলা ১২টা অবধি দেখা যায়, হোটেলে রুম না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিয়াড়িতেই অবস্থান করছেন, অনেকেই দাঁড়িয়ে আছেন সাগরতীরে। কেউ কেউ সড়কে পায়চারি করে সময় পার করছেন। তবে হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন পর্যটকরা।

কুমিল্লা থেকে আগত পর্যটক মোহাম্মদ মির বলেন, সকালে বাস থেকে কলাতলীতে নামি। এরপর অনেক হোটেল খুঁজেও একটা রুম পাইনি। তবে একটি কটেজে রুম পেয়েছি সেটার দাম ৭ হাজার টাকা চায়। অথচ রুমের অবস্থা ভালো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খায়রুল আমিন বলেন, আমরা ৬ জন বন্ধু মিলে আসছিলাম। হোটেলে রুম না পেয়ে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের বাড়িতে উঠেছি।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি জানান, কক্সবাজার সৈকতের নিকটবর্তী ৫ শতাধিক হোটেলে-মোটেলে কোনো রুম খালি নেই। হোটেলের কক্ষ খালি না পেয়ে অনেকে ছুটছেন শহরের দিকে। অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এটি আমার জানা নেই। তবে যেসব হোটেলের বিরুদ্ধে পর্যটক অভিযোগ করবে অভিযোগের প্রমাণ মিললে সদস্য পদ বাতিল করা হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তাহীনতায় প্রথমত টহল, দ্বিতীয়ত চেকিং, তৃতীয়ত গোয়েন্দা নামানো হয়েছে এবং চতুর্থত নারী স্কোয়াড কাজ করছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়েছে। ড্রোন দিয়ে পুরো সৈকত এলাকা মনিটরিং করা হচ্ছে। আমরা সরাসরি সকল পর্যটকদের ইতোমধ্যে পুরোপুরি নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। যেগুলো স্পটে ছিনতাইকারীদের দৌরাত্ম থাকবে সেখানে জেলা পুলিশের সহায়তা নেওয়া হবে।

21/02/2024

Dream view 🥹✨

19/02/2024

এই মৌসুমে আপনিও আসছেন তো কক্সবাজারে ?
সব তথ্য আমাদের কাছেই পাবেন 😀

17/02/2024

কক্সবাজার আসার আগে খুব জরুরী ভাবে হোটেল বুকিং দিয়ে আসবেন।
নয়তো রুম পাবেন না, খুঁজতেই চলে যাবে অর্ধদিন। ঘোরাঘুরির মোটিভেশন টাও নষ্ট হয়ে যায়।

সুতরাং, দেখে শুনে বাসে বা ট্রেনে আসার আগেই হোটেল বুকিং দিয়ে আসবেন।

হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন,

আমরা দিয়ে থাকি :-
হোটেল বুকিং, বাস, ট্রেন, সেন্টমার্টিন ট্রিপ, এয়ার টিকেট ও আসেপাশের দৃষ্টিনন্দন জায়গা গুলো যেমন,
রামু, মহেশখালী দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ, সোনাদিয়া দ্বীপ সহ ইনানী, হিমছড়ি, পাটুয়ারটেক সাগর ও পাহাড় একসাথে এনজয় করার সুবিধা।

আর দেরি কিসের?

02/12/2023

Tuileries Garden, France 🇫🇷

28/11/2023

❤️১ হাজার টাকা কাপল রুম ❤️
সম্মানিত অতিথিবৃন্দ,
নভেম্বর আর ডিসেম্বর মাসে থাকছে ধামাকা সব ডিসকাউন্ট🔥কক্সবাজার আপনার উইকএন্ড এর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে হোটেল বে ওয়ান্ড়ারস দিচ্ছে অসাধারণ কিছু অফার,আমাদের সকল রুমের সাথে !
হোটেল বে ওয়ান্ড়ারস দিচ্ছে সকল রুমের উপর ৬০% পর্যন্ত ডিসকাউন্ট। শুক্রবার ও শনিবার ব্যাতিত।
অগ্রিম বুকিং এর জন্য এখনই কল করুন :
01795691188 (WHATSAPP)
রুম সমূহ
♦️কাপল এসি রুম - ১৫০০
♦️নন এসি কাপল রুম - ১২০০
♦️ডাবল বেড এসি রুম - ২০০০
♦️ডাবল বেড নন এসি রুম - ১৮০০
হোটেলের এর সুবিধা সমূহ নিম্নরূপ :
* ২৪ ঘন্টা হাই স্পিড ওয়াইফাই
* ২৪ ঘন্টা রুম সার্ভিস
* ২৪ ঘন্টা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ
* ২৪ ঘন্টা স্ট্যান্ডবাই জেনারেটর
* ২৪ ঘন্টা লিফট সার্ভিস
* ২৪ ঘন্টা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
* এসি /নন এসি রুম ব্যবস্থা
* ডোর লক সিস্টেম
* আধুনিক রুম ডিজাইন
* অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত রুম
* সেন্ট্রাল এয়ারকন রিসিপশন/লবি
* গেস্টদের লাগেজ রাখার লকার
* নামাজ আদায়ের নিরিবিলি স্থান
* সর্বাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা
* লোকাল ট্যুরিজম হেল্প ডেস্ক
* নিজস্ব লন্ড্রি সার্ভিস
* বাথরুমে গরম/ঠান্ডা পানির ব্যবস্থা
* প্রতি রুমে মিনারেল পানির বোতল
* লোকাল ট্রান্সপোর্ট সার্ভিস
* প্রতি রুমে টুথপেষ্ট, টুথব্রাশ, শ্যাম্পু সাবান
* নিরাপদ গাড়ি পার্কিং সুবিধা
* কলাতলী সী বিচ থেকে ১ মিনিটের দূরত্ব
তাই মে মাসে বেস্ট ডিসকাউন্টে আপনার রুমটি বুকিং করুন এখনই অগ্রিম বুকিং ও বিস্তারিত জানতে কল করুন ঃ
☎️ 01795691188 (Whatsapp)
হোটেল লোকেশন : কলাতলী ডলফিন মোড়। আপনাদের সেবা আমাদের মূল উদ্দেশ্য ❤️
বি:দ্র : অফারটি চলমান থাকবে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত

27/11/2023

ডিসেম্বরের আগে বুকিং দিলেই পাবেন আকর্ষণীয় অফার 😀.
কাপল : ১২০০/-
ডাবল : ২০০০/-

27/11/2023

আমাদের কাছেই পাচ্ছেন কম বাজেটে সবচেয়ে উন্নত মানের হোটেল সাথে ব্রেকফাস্ট ফ্রি 😀

27/11/2023

হোটেল বুকিং এ চলছে অফার 😀

24/11/2023

এই শীতে আপনার কক্সবাজার হোটেল বুকিং পার্টনার হউক Cox's Bazar - কক্সবাজার .

আমাদের কাছেই পাবেন,
সী ভিউ সাথে ব্রেকফাস্ট এবং ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ যাবতীয় সব সুবিধা।

ফিরে যাওয়া কি আদৌ সম্ভব? সেই ছোটবেলাতে
22/11/2023

ফিরে যাওয়া কি আদৌ সম্ভব?
সেই ছোটবেলাতে

🖤☕
16/11/2023

🖤☕

16/11/2023

Can weee !!

Cox's bazar 🖤
07/10/2023

Cox's bazar 🖤

28/08/2023

Address

Cox's Bazar
Cox's Bazar
4700

Telephone

+8801795691188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar - কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like