শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী

শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী শেখ রাসেল শিশু পার্ক মহেশখালীর একমাত্র শিশু পার্ক, যেখানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

আবার আসিব ফিরে    --দরবেশআবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,হয়...
13/08/2024

আবার আসিব ফিরে
--দরবেশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।

05/06/2024

বঙ্গ/বাঙ্গালা

আমি কী বঙ্গে আছি নাকি গঙ্গায়?
আমি কি মোগল আমলে থাকি, নাকি সুলতানীয়?
থাকি নাকি ইংরেজ আমলের দাঙ্গাপীড়িত দেশে,
নাকি তেইশ বছরের হাইনাদের যুগে?

একাত্তরের চেতনা কী স্বাধীন বঙ্গ ছিল?
নাইবা যদি হয়-
কেন তাদের মৃত্যু গঙ্গায় ভাসাল?
আমার আছে নাকি কোনো অধিকার,
তৃপ্তিভরে ক্ষুধা মিটাবার,
নাকি বৈষম্যের কাছে তারে
আজ হারাবার পথে

ইংরেজ আমলের অস্তমিত সূর্য,
কী ভোরের আলো দেখাবে?
নাকি আজও বৈষম্য তুমি
তেইশ বৎসরের ইতিহাস শুনাবে?

কলমের ভাষা প্রকাশ, জানি না কেমন হয়েছে তবে বর্তমান পরিস্থিতি নিয়ে না লিখে পারলাম না।

মফিজ

25/02/2024

আলহামদুলিল্লাহ!! মুসলিম ঘরে জন্ম নিয়েছি এর চেয়ে আর বড় কী হতে পারে?মুসলিম ঘরে জন্ম নেওয়া মানেই সব শ্রেষ্ঠ জিনিস গুলো পাওয়াই বুঝায়।আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন পাপ মোচনের দিনগুলো আসে,সবাই আবার সুযোগ পাই নতুন করে নিজেকে সাজানোর, আল্লাহর সান্নিধ্যে আসার পায় আরেকটি সুযোগ।শুধু একটি না অগনিত সুযোগ তার সামনে আসে,এর চেয়ে আর কী পাওয়ার আছে?মনে হয় না অন্য কোথাও আছে।আমাদের কীসের অভাব নিজেরা স্বয়ংসম্পূর্ণ সবচেয়ে খুশির দিনগুলো আমাদের, সবচেয়ে ভালো সংস্কৃতি আমাদের,সব দামী,নামী জিনিসগুলোই আমাদের কিন্তু এগুলোতে আমাদের আর মন
চায় না।কেন চায় না?পশ্চিমা বিশ্বের সংস্কৃতি চাই, নইলে?নইলে আমি মেসিউর না।বিশ্ববিদ্যালয় এসে এক মেয়ের সাথে কথা বলে বলেই রাস্তা পার হয়নি এজন্যই আমি মেসিউর না।এই হলো আমাদের সংস্কৃতি, আজ আমরা কোথায় সবাই জানে, কেন মার খাচ্ছি তাও জানি,কিন্তু কী করলে মার খাবো না তা করতে রাজি নই।একটু অন্য পথে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে, আমাদের সংস্কৃতি নিয়ে বাচাঁর তৌফিক দান করুক।

অভিনন্দন 🎉মহেশখালী উপজেলা বালক ফুটবল দল।
20/10/2023

অভিনন্দন 🎉
মহেশখালী উপজেলা বালক ফুটবল দল।

04/10/2023

বাংলাদেশের জন্য

24/09/2023

#কক্সবাজার বাসীর আবেগ
শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী

 #মহেশখালী_কক্সবাজার_টেকনাফ যুক্ত হতে যাচ্ছে  #ক্যাবল_কারের মাধ্যমে। #কক্সবাজার_উন্নয়ন_কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কম...
15/09/2023

#মহেশখালী_কক্সবাজার_টেকনাফ যুক্ত হতে যাচ্ছে #ক্যাবল_কারের মাধ্যমে।

#কক্সবাজার_উন্নয়ন_কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার ইন্টারনাল স্টাডি ট্যুর অব ক্যাপস্টোন কোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনে যুক্ত হবে ভিন্নমাত্রা। এতে করে কক্সবাজার দেশি ও বিদেশী পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

#ক্যাবল_কার_কি❓
ক্যাবল কার হল যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে আকাশ পথে একস্থান থেকে অন্য স্থানে নিরাপদে ভ্রমণ করা যায়। এর মাধ্যমে আপনি একসাথে সমুদ্র দর্শন, সবুজ পাহাড়, এক মাথা থেকে আরেক মাথায় ক্যাবল কার, মাটি থেকে শ দুয়েক ফুট উঁচুতে চড়া, সব মিলিয়ে এক অসাধারণ নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে পারবেন। বিভিন্ন দেশে মাধ্যমে ভ্রমণের পাশাপাশি স্বল্প সময়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্যও ব্যাবহার করা হয়। বিশেষ করে যানজট থেকে বাঁচার জন্য।

দেশের প্রথম ক্যাবল কার চালু হয় ২০১৩ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কে। এর পর রাঙামাটি, হাতিরঝিল, কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র এই প্রকল্প চালু হতে যাচ্ছে।

ইতোমোধে ক্যাবল কার জাপান, নেপাল, থাইল্যান্ড, সিংগাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে।

#এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, এতে #মহেশখালী_বাসির কি লাভ❓
যেহেতু পর্যটকেরা মহেশখালী ভ্রমণে আসবেন, ফলে মহেশখালী একটা ইকুসিস্টেম-এ পরিণত হবে। এর মাধ্যমে শ্রমিক থেকে ব্যাবসায়ী শ্রেনি সকলেই লাভবান হবেন। ফলে মহেশখালী বাসির অর্থনীতির চক্র সক্রিয় থাকবে এবং তা ঊর্ধ্বমুখী হবে।

#মহেশখালীর বিভিন্ন পর্যটনের জায়গা সমূহকে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করা যাবে।

#ক্যাবল #কার #ক্যাবল_কার

ছোট মহেশখালী শেখ রাসেল শিশু পার্ক- আগামীর পরিকল্পনা- 45 ফুট লম্বা, 5 ফিট উচ্চতা* ডিজিটাল সাইন একটা হবে* লাভ পয়েন্ট একটা...
22/07/2022

ছোট মহেশখালী শেখ রাসেল শিশু পার্ক- আগামীর পরিকল্পনা-
45 ফুট লম্বা, 5 ফিট উচ্চতা
* ডিজিটাল সাইন একটা হবে
* লাভ পয়েন্ট একটা হবে
ইনশাআল্লাহ- যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে।
ধন্যবাদ মাননীয় সংসদ জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি মহোদয়, উপজেলা নির্বাহি অফিসার মাহফুজুর রহমান স্যার যার আন্তরিকতার বহিঃপ্রকাশ আগামীর উন্নয়ন ও বর্তমান উপজেলা প্রশাসনকে।

 #আলহামদুলিল্লাহ এক বছর পূর্ণ হলো শেখ রাসেল শিশু পার্ক - ছোট মহেশখালীর।২২/০৭/২০২১
22/07/2022

#আলহামদুলিল্লাহ
এক বছর পূর্ণ হলো শেখ রাসেল শিশু পার্ক - ছোট মহেশখালীর।
২২/০৭/২০২১

 #মা ❤️সন্তানের প্রতি একজন মায়ের ভালবাসার গল্প : ৭০ বছর বয়সী ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে শতবর্ষী মাপ্রতিদিনের মতো বুধবারও...
12/05/2022

#মা ❤️

সন্তানের প্রতি একজন মায়ের ভালবাসার গল্প : ৭০ বছর বয়সী ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে শতবর্ষী মা

প্রতিদিনের মতো বুধবারও (১১ মে) কয়েকশ রোগী চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। তাদের মধ্যে শতবর্ষী নারীর সঙ্গে ছিলেন বয়স্ক একজন পুরুষও। এদিন দুপুর পৌনে দুইটায় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিনের নজরে পড়ে বিষয়টি।

বয়স্ক বিবেচনায় সবার আগে চিকিৎসা দেওয়ার জন্য ডাকেন। দুজনের মধ্যে কে রোগী জানতে চাইলে শতবর্ষী বৃদ্ধা তার সঙ্গে থাকা ব্যক্তিকে দেখিয়ে দেন। তখন চিকিৎসক তাদের মধ্যকার সম্পর্কের কথা জানতে চাননি। ব্যবস্থাপত্র নিয়ে চলে যাওয়ার সময় ওই নারী তার সঙ্গে আসা বৃদ্ধের উদ্দেশে বলে ওঠেন, ‘‘ওঠ, তাড়াতাড়ি চল।’’

তখন কৌতুহল থেকে রোগীর কে হন তা ওই বৃদ্ধার কাছে জানতে চান চিকিৎসক। জবাবে শতবর্ষী বৃদ্ধা জানান, ৭০ বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন তিনি।

ডা. মকসেদুল মোমিন জানান, বাড়িতে তার সবাই আছে। তারপরেও ৭০ বছরের ছেলেকে নিজেই হাসপাতালে নিয়ে এসেছেন চিকিৎসা করাতে। ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ।

বিষয়টি জানাজানি হলে হাসপাতালে ভিড় জমে যায়। মায়ের অফুরান ভালোবাসার দৃষ্টান্ত একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন অনেকেই।

মাগুরার মুহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলা সদরের গোপালনগর গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, হাসপাতালে এসে আজ বিরল ঘটনার সাক্ষী হলাম। মা তো মা-ই। মায়ের ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। সন্তান মাকে ছেড়ে যায়, কিন্তু মা সন্তানকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যান না।

শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী
05/05/2022

শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী

দর্শনার্থীদের আনাগোনাশেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী।
05/05/2022

দর্শনার্থীদের আনাগোনা
শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী।

শিশুদের দিয়েই পূর্ণতা,এদের দিয়েই সৌন্দর্যতা ❤️
05/05/2022

শিশুদের দিয়েই পূর্ণতা,
এদের দিয়েই সৌন্দর্যতা ❤️

04/05/2022
 #শেখ_রাসেল_শিশু_পার্কশিশু নিয়ে পূর্ণতা
04/05/2022

#শেখ_রাসেল_শিশু_পার্ক
শিশু নিয়ে পূর্ণতা

মূল্যায়ন না করুন, অপমান করবেন কেনো?
04/01/2022

মূল্যায়ন না করুন, অপমান করবেন কেনো?

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2021

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

শেখ রাসেল শিশু পার্কের অধিকতর উন্নয়নের কাজ শুরু হয়েছে🤟🏾💖
12/11/2021

শেখ রাসেল শিশু পার্কের অধিকতর উন্নয়নের কাজ শুরু হয়েছে🤟🏾💖

রাতের মহেশখালী শিশু পার্ক🤍সময়ঃ ৭ঃ00 মিনিট
01/09/2021

রাতের মহেশখালী শিশু পার্ক🤍
সময়ঃ ৭ঃ00 মিনিট

Address

ছোট মহেশখালী-৪৭১০
Cox's Bazar
4710

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+8801614765713

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেখ রাসেল শিশু পার্ক, ছোট মহেশখালী:

Videos

Share