CoxsbazarVisit.com

CoxsbazarVisit.com পর্যটন নগরী কক্সবাজারে অাপনাকে স্বাগতম
(1)

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে। ★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য......  √ নামঃ কক্সবা...
12/12/2023

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে।

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য......

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট। (ঢাকা/কক্সবাজার অভিমুখী (৩৬-৬০ সীটগুলো) (চট্রগ্রাম অভিমুখী - ১ থেকে ৩৫ নম্বর সীটগুলো)

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷ (ঢাকা/কক্সবাজার অভিমূখী ৩১-৫৫ নম্বর সীট)

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

ধন্যবাদ সকলকে।

11/12/2023

পর্যটন নগরী কক্সবাজারে আপনাকে স্বাগতম🏖️🏖️🏖️

"আপনার ভ্রমণে আপনারে পাশে আমরা"

|| CoxsbazarVisit.com ||

কক্সবাজারের খুরুশকূলে নির্মাণাধীন দেশের বৃহত্তম (৬০ মেগাওয়াট) বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন উত্তোলনের কাজ সম্পন্ন...
31/10/2022

কক্সবাজারের খুরুশকূলে নির্মাণাধীন দেশের বৃহত্তম (৬০ মেগাওয়াট) বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন উত্তোলনের কাজ সম্পন্ন হয়েছে।

২০২৩ইং সালের মে-জুন মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

ঘূর্ণিঝড় সিত্রাং  আপডেট ৯আপডেট, ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টা। উত্তর মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় স...
24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট ৯
আপডেট, ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টা।

উত্তর মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত
ঘূর্ণিঝড় সিত্রাং আরও কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এখন উত্তর বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এবং এটি আজ ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৫ টা বেজে ৫০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো। এবং চট্টগ্রাম বন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো
এবং এটি সামান্য দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।
ইতিমধ্যে ঘূর্ণিঝড় কেন্দের অগ্রভাগ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি উপকূলে হিট করা শুরু করেছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঔ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে, সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নাম্বার বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলেছে।

ঘূর্ণিঝড় আঘাত : এই ঘূর্ণিঝড় সিত্রাং আজ রাত ৯ টার পর, বরগুনা ও এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম শুরু করতেপারে।
ঘূর্ণিঝড় টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার এর ভেতরে থাকতেপারে।
ঘূর্ণিঝড় অতিক্রম কালে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম উপকূলে ঘন্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওড়া বয়ে যেতেপারে।
ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে সরাসরি Bwot হট লাইনে কল করে তথ্য নিতে পারেন।
Bwot হট লাইন ০১৭১০৮৫১৭৬৫ নাম্বারে যোগাযোগ করুন, সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত, এবং ঝড় আঘাত করলে ২৪ ঘন্টাই কল করতে পারেন।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ইতিমধ্যে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েগেছে, এবং সেইসঙ্গে দেশের অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।, সময়ের সাথে সাথে বৃষ্টি এবং বাতাস দুটোই বাড়তেপারে। এদিকে আজ বিকেল সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী ১২ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতেপারে ও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেপারে।

পাহাড়ধ্বস : এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতেপারে।

সতর্কতা! ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আজই সময় থাকতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি।

আমরা এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দিবো।
সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সুপার সাইক্লোন সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ : Bwot weather.
আপডেট : ২৪ শে অক্টোবর সন্ধ্যা ৬ টা
চিত্র : হিমাওরি ৮
পরবর্তী আপডেট, রাত ১০ টায় ইনশাআল্লাহ্।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত। বিসর্জন অনুষ্ঠানে প্রধা...
05/10/2022

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত।
বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চোধুরী নওফেল, এমপি। এতে কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক, জেলাপ্রশাসক জনাব মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার জনাব মাহফুজুল ইসলাম, র‍্যাব-১৫ এর সিইও লে. কর্নেল খাইরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এসপি জনাব জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব মো: মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট রণজিত দাশ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মো: মুজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব মো: নজিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশসহ ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।
শুভ বিজয়া।

Address

Cox'sbazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when CoxsbazarVisit.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CoxsbazarVisit.com:

Videos

Share

Category