01/04/2024
বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নেমেছে কানাডার বিখ্যাত 'জলপ্রপাতের শহর' নায়াগ্রায়। আগামী ৮ এপ্রিল এই বিরল ঘটনাটি ঘটবে। নায়াগ্রা জলপ্রপাত সূর্যগ্রহণ দেখার বিশ্বের অন্যতম সেরা স্থান।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ৮ এপ্রিলের সূর্যগ্রহণটি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে। পৃথিবী, চাঁদ এবং সূর্য এক সারিতে অবস্থান করলে গ্রহণ ঘটে। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরণ নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী ৮ এপ্রিল এই ধরণের গ্রহণ দেখা যাবে।
সূর্যগ্রহণের এখনও কয়েক দিন বাকি থাকলেও, ইতিমধ্যে নায়াগ্রার বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং গেস্টহাউসের ব্যস্ততা বেড়েছে। নায়াগ্রা যাওয়ার টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে।
ধারণা করা হচ্ছে ৮এপ্রিল সূর্যগ্রহণ দেখতে নায়গ্রা জলপ্রপাতের সামনে ১০লাখেরও বেশি মানুষ জড়ো হতে পারেন। ইতিপূর্বে এক দিনে এত পর্যটক এই শহরে পা রাখেননি। ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
নায়াগ্রা ফল্স শহরের মেয়র জিম ডিয়োডাটি জানিয়েছেন, ৮ এপ্রিলকে কেন্দ্র করে পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে ভিড় নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, মোবাইল নেটওয়ার্ক এবং জরুরি পরিষেবা সরবরাহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।