S M Air Travels

S M Air Travels Chittagong

09/06/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

_Eid Before Offer_

*SQ DAC SIN 10 June*
Night flight BDT 27,500/-

*SQ DAC SIN 11,14 June*
Night flight BDT 29,500/-
*UK DAC DOH 12 June*
T. 2hr Food BDT 33,500/-

*OV DAC DOH 12,13,15 June*
T. 1hr BDT 33,500/-

*OV DAC DOH 19,20,21 June*
T. 1hr BDT 39,500/-

*J9 DAC HAS 15 June*
T. 3hr BDT 41,000/-

*6E DAC DMM 15,16 June*
T. 6hr BDT 33,000/-

*OV DAC JED 13,14,15,18 June*
T. 5hr BDT 35,500/-

*J9 DAC RUH 14,15,16 June*
T. 3hr BDT 41,000/-

🤝 *_Eid ul Azhar After_* 🤝

*6E DAC RUH 26,27,28 June*
T. 3hr 30min BDT 52,000/-

*G9 DAC RUH 28,29,30 June*
T. 3hr BDT 52,000/-

*6E DAC DMM 28,29,30 June*
T. 6hr Food BDT 43,000/-

*G9 DAC DMM 26,27,28,29,30 June*
T. 5hr Food BDT 43,000/-

*G9 DAC TIF 26 June*
T. 1hr BDT 52,500/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

06/06/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

*OV DAC DOH 11,12 June*
T. 1hr BDT 37,000/-

*SQ DAC SIN 09,11 June*
DBT 30,000/-

*SQ DAC SIN 10,14 June*
BDT 31,000/-

*SQ DAC BWN ব্রুনাই 11 June*
T. 6hrs Food BDT 51,000/-

*BS DAC SIN 09 - 12 June*
BDT 28,500/-

*BS DAC MCT 08 - 15 June*
BDT 28,000/-

*BS DAC SHJ 06 - 15 June*
BDT 31,000/-

*BS DAC AUH 06 - 14 June*
BDT 31,000/-

*BS DAC DXB 06 - 15 June*
BDT 31,000/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করু...
04/06/2024

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করুন।
=====================================
০১. প্রশ্ন : মোটরযান কাকে বলে ?
উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
০২. প্রশ্ন : গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী ?
উত্তরঃ ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি) গাড়ির সঙ্গে রাখা।
খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া।
গ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া।
ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।
ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া।
চ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া।
ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না, নাট-বোল্ট টাইট আছে কি না অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্র“টিমুক্ত আছে কি না পরীক্ষা করা।
জ. ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা।
ঝ. অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা।
ঞ. গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা, চাকা (টায়ার কন্ডিশন/হাওয়া/নাট/এলাইমেন্ট/রোটেশন/স্পেয়ার চাকা) পরীক্ষা করা।
০৩. প্রশ্ন : মোটরযানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ বলতে কী বুঝায় ?
উত্তরঃ ত্রুটিমুক্ত অবস্থায় একটি গাড়ি হতে দীর্ঘদিন সার্ভিস পাওয়ার জন্য প্রতিদিন গাড়িতে যে-সমস্ত মেরামত কাজ করা হয়, তাকে মোটরযানের মেইনটেনেন্স বলে।
০৪. প্রশ্ন : একটি মোটরযানে প্রতিদিন কী কী মেইনটেনেন্স করতে হয় ?
উত্তরঃ ২ নং প্রশ্নের উত্তরের খ থেকে ঞ পর্যন্ত।
০৫. প্রশ্ন : সার্ভিসিং বলতে কী বুঝায় ?
উত্তরঃ মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে-কাজগুলো করা হয়, তাকে সার্ভিসিং বলে।
০৬. প্রশ্ন : গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয় ?
উত্তরঃ ক. ইঞ্জিনের পুরাতন লুবঅয়েল (মবিল) ফেলে দিয়ে নতুন লুবঅয়েল দেওয়া। নতুন লুবঅয়েল দেওয়ার আগে ফ্লাশিং অয়েল দ্বারা ফ্লাশ করা।
খ. ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিংগান দিয়ে পরিষ্কার করা, অতঃপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা।
গ. ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজগান দিয়ে নতুন গ্রিজ দেওয়া।
ঘ. গাড়ির স্পেয়ার হুইলসহ প্রতিটি চাকাতে পরিমাণমতো হাওয়া দেওয়া।
ঙ. লুবঅয়েল (মবিল) ফিল্টার, ফুয়েল ফিল্টার ও এয়ারক্লিনার পরিবর্তন করা।
০৭. প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় ?
উত্তরঃ ক. ড্রাইভিং লাইসেন্স, খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক), গ. ট্যাক্সটোকেন, ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট, ঙ.ফিটনেস সার্টিফিকেট (মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়) এবং চ. রুটপারমিট (মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ ৭ আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
০৮. প্রশ্ন : রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন/কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ?
উত্তরঃ সার্জেন্ট বা সাব-ইনসপেক্টরের নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শকসহ বিআরটিএর কর্মকর্তা এবং মোবাইলকোর্টের কর্মকর্তা।
০৯. প্রশ্ন : মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী ?
উত্তরঃ মোটরসাইকেলে চালক ব্যতীত ১ জন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১০০)।
১০. প্রশ্ন : সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী?
উত্তরঃ ক. অত্যধিক আত্মবিশ্বাস, খ. মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ. অননুমোদিত ওভারটেকিং এবং ঘ. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন।
১১. প্রশ্ন : গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করনীয় কী ?
উত্তরঃ আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা।
১২. প্রশ্ন : আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত ?
উত্তরঃ হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল।
১৩. প্রশ্ন : মোটর ড্রাইভিং লাইসেন্স কী ?
উত্তরঃ সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স।
১৪. প্রশ্নঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে ?
উত্তরঃ যে-লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল, হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান (পরিবহনযান ব্যতীত) চালাতে পারে, তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে।
১৫. প্রশ্ন : ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত ?
উত্তরঃ পেশাদার চালকের ক্ষেত্রে ২১ বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে ১৮ বছর।
১৬. প্রশ্ন : কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে?
উত্তরঃ মৃগীরোগী, উন্মাদ বা পাগল, রাতকানারোগী, কুষ্ঠরোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপব্যক্তি, বধিরব্যক্তি এবং বাহু বা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি।
১৭. প্রশ্ন : হালকা মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক নয়, তাকে হালকা মোটরযান বলে।
১৮. প্রশ্ন : মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাইওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির অধিক কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক নয়, তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে।
১৯. প্রশ্ন : ভারী মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির অধিক, তাকে ভারী মোটরযান বলে।
২০. প্রশ্ন : প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে ?
উত্তরঃ ড্রাইভার ব্যতীত আটজনের বেশি যাত্রী বহনের উপযোগী যে-মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয়, তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে।
২১. প্র্রশ্নঃ ট্রাফিক সাইন বা রোড সাইন (চিহ্ন) প্রধানত কত প্রকার ও কী কী ?
উত্তরঃ ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত তিন প্রকার। ক. বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্তাকৃতির হয়,
খ. সতর্কতামূলক, যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় এবং গ. তথ্যমূলক, যা প্রধানত আয়তক্ষেত্রাকার হয়।
২২. প্রশ্ন : লাল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?
উত্তরঃ নিষেধ বা করা যাবে না বা অবশ্যবর্জনীয় নির্দেশনা প্রদর্শন করে।
২৩. প্রশ্ন : নীল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?
উত্তরঃ করতে হবে বা অবশ্যপালনীয় নির্দেশনা প্রদর্শন করে।
২৪. প্রশ্ন : লাল ত্রিভুজাকৃতির সাইন কী নিদের্শনা প্রদর্শন করে ?
উত্তরঃ সতর্ক হওয়ার নির্দেশনা প্রদর্শন করে।
২৫. প্রশ্ন : নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?
উত্তরঃ সাধারণ তথ্যমূলক সাইন।
২৬. প্রশ্ন : সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তরঃ পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়।
২৭. প্রশ্ন : কালো বর্ডারের সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তরঃ এটিও পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়।
২৮. প্রশ্ন : ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী ?
উত্তরঃ ৩ (তিন) প্রকার। যেমন- ক. বাহুর সংকেত, খ. আলোর সংকেত ও গ. শব্দ সংকেত।
২৯. প্রশ্ন : ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রমগুলি কী কী ?
উত্তরঃ লাল-সবুজ-হলুদ এবং পুনরায় লাল।
৩০. প্রশ্ন : লাল, সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রদশন করে ?
উত্তরঃ লালবাতি জ্বললে গাড়িকে ‘থামুনলাইন’এর পেছনে থামায়ে অপেক্ষা করতে হবে, সুবজবাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদবাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে।
৩১. প্রশ্নঃ নিরাপদ দূরত্ব বলতে কী বুঝায়?
উত্তরঃ সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ নিরাপদ দূরত্ব বলে।
৩২. প্রশ্ন : পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে?
উত্তরঃ ২৫ মিটার।
৩৩. প্রশ্ন : পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে ?
উত্তরঃ ৫০ গজ বা ১৫০ ফুট।
৩৪. প্রশ্ন : লাল বৃত্তে ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কি.মি. অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।
৩৫. প্রশ্ন : নীল বৃত্তে ঘণ্টায় ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৫০ কি.মি. অর্থাৎ ঘণ্টায় ৫০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না।
৩৬. প্রশ্ন : লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ হর্ন বাজানো নিষেধ।
৩৭. প্রশ্ন : লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বুঝায় ?
উত্তরঃ বড় বাস প্রবেশ নিষেধ।
৩৮. প্রশ্ন : লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ পথচারী পারাপার নিষেধ।
৩৯. প্রশ্ন : লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে।
৪০. প্রশ্ন : লাল বৃত্তের ভিতর একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কী বুঝায়?
উত্তরঃ ওভারটেকিং নিষেধ।
৪১. প্রশ্ন : আয়তক্ষেত্রে ‘চ’ লেখা থাকলে কী বুঝায় ?
উত্তরঃ পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।
৪২. প্রশ্ন : কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ ?
উত্তরঃ নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাবে চিহ্নিত।
৪৩. প্রশ্ন : কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ?
উত্তরঃ ক. ওয়ারটেকিং নিষেধ সম্বলিত সাইন থাকে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্ব, ঘ. সরু রাস্তায়, ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।
৪৪. প্রশ্ন : কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ ?
উত্তরঃ ক. যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্টের ওপর, ঘ. সরু রাস্তায়,
ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, চ. পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশেপাশে, ছ. বাস স্টপেজ ও তার আশেপাশে এবং জ. রেলক্রসিং ও তার আশেপাশে।
৪৫. প্রশ্ন : গাড়ি রাস্তার কোনপাশ দিয়ে চলাচল করবে ?
উত্তরঃ গাড়ি রাস্তার বামপাশ দিয়ে চলাচল করবে। যে-রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বামপাশের লেনে ধীর গতির গাড়ি, আর ডানপাশের লেনে দ্রুত গাতির গাড়ি চলাচল করবে।
৪৬. প্রশ্ন : কখন বামদিক দিয়ে ওভারটেক করা যায় ?
উত্তরঃ যখন সামনের গাড়ি চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছনের গাড়ির চালক বামদিক দিয়ে ওভারটেক করবেন।
৪৭. প্রশ্ন : চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত ?
উত্তরঃ (ক) সামনের গাড়ির গতি (স্পিড) ও গতিবিধি, (খ) সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কি না, (গ) সামনের গাড়ি ডানে/বামে ঘুরার সংকেত দিচ্ছে কি না, (ঘ) সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কি না।
৪৮. প্রশ্ন : রাস্তারপাশে সতর্কতামূলক ‘‘স্কুল/শিশু” সাইন বোর্ড থাকলে চালকের করণীয় কী ?
উত্তরঃ (ক) গাড়ির গতি কমিয়ে রাস্তার দু-পাশে ভালোভাবে দেখে-শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে।
(খ) রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে।
৪৯. প্রশ্ন : গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকেত দিবেন ?
উত্তরঃ চালক তার ডানহাত গাড়ির জানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে-নীচে উঠানামা করাতে থাকবেন।
৫০. প্রশ্ন : লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার ও কী কী ?
উত্তরঃ লেভেলক্রসিং বা রেলক্রসিং ২ প্রকার। ক. রক্ষিত রেলক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেলক্রসিং, খ. অরক্ষিত রেলক্রসিং বা পাহারাদারবিহীন রেলক্রসিং।
৫১. প্রশ্নঃ রক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?
উত্তরঃ গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে, আর খোলা থাকলে ডানেবামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে।
৫২. প্রশ্নঃ অরক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?
উত্তরঃ গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে, প্রয়োজনে লেভেলক্রসিংয়ের নিকট থামাতে হবে। এরপর ডানেবামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে।
৫৩. প্রশ্ন : বিমানবন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন ?
উত্তরঃ (ক) বিমানের প্রচণ্ড শব্দে গাড়ির চালক হঠাৎ বিচলিত হতে পারেন, (খ) সাধারণ শ্রবণ ক্ষমতার ব্যাঘাত ঘটতে পারে, (গ) বিমানবন্দরে ভিভিআইপি/ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়ে সতর্ক থাকতে হয়।
৫৪. প্রশ্নঃ মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন ?
উত্তরঃ মানুষের মাথা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে।
তাই দুর্ঘটনায় মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত।
৫৫. প্রশ্ন : গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হবে ?
উত্তরঃ প্রতিমিনিটে ৬ থেকে ৮ বার।
৫৬. প্রশ্নঃ পাহাড়ি রাস্তায় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় ?
উত্তরঃ সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১ নং গিয়ারে বা ফার্স্ট গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে ওপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ার কাছে গিয়ে আরো ধীরে উঠতে হবে, কারণ চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত। নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়তে থাকে বিধায় সামনের গাড়ি থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে। ওঠা-নামার সময় কোনোক্রমেই ওভারটেকিং করা যাবে না।
৫৭. প্রশ্নঃ বৃষ্টির মধ্যে গাড়ি চালনার বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়?
উত্তরঃ বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে। এই কারণে বাড়তি সতর্কতা হিসাবে ধীর গতিতে (সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে) গাড়ি চালাতে হবে, যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজেই গাড়ি থামানো যায়। অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজেই থামানো বা নিয়ন্ত্রণ করা যায়, সেইরূপ ধীর গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে।
৫৮. প্রশ্ন : ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কী ?
উত্তরঃ ব্রিজ বিশেষকরে উঁচু ব্রিজের অপরপ্রান্ত থেকে আগত গাড়ি সহজে দৃষ্টিগোচর হয় না বিধায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে উঠতে হবে। তাছাড়া, রাস্তার তুলনায় ব্রিজের প্রস্থ অনেক কম হয় বিধায় ব্রিজে কখনো ওভারটেকিং করা যাবে না।
৫৯. প্রশ্ন : পার্শ্বরাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় ?
উত্তরঃ পার্শ্বরাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমায়ে, প্রয়োজনে থামায়ে, প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘেœ আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগমত সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে।
৬০. প্রশ্ন : রাস্তার ওপর প্রধানত কী কী ধরনের রোডমার্কিং অঙ্কিত থাকে ?
উত্তরঃ রাস্তার ওপর প্রধানত ০৩ ধরনের রোডমাকিং অঙ্কিত থাকে।
ক. ভাঙালাইন, যা অতিক্রম করা যায়।
খ. একক অখন্ডলাইন, যা অতিক্রম করা নিষেধ, তবে প্রয়োজনবিশেষ অতিক্রম করা যায়।
গ. দ্বৈত অখন্ডলাইন, যা অতিক্রম করা নিষেধ এবং আইনত দণ্ডনীয়। এই ধরনের লাইন দিয়ে ট্রাফিকআইল্যান্ড বা রাস্তার বিভক্তি বুঝায়।
৬১. প্রশ্ন : জেব্রাক্রসিংয়ে চালকের কর্তব্য কী ?
উত্তরঃ জেব্রাক্রসিংয়ে পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রাক্রসিং দিয়ে পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে। জেব্রাক্রসিংয়ের ওপর গাড়িকে থামানো যাবে না বা রাখা যাবে না।
৬২. প্রশ্ন : কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে ?
উত্তরঃ যে-গাড়ির গতি বেশি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিস, ভিভিআইপি গাড়ি ইত্যাদিকে।
৬৩. প্রশ্ন : হেড লাইট ফ্ল্যাশিং বা আপার ডিপার ব্যবহারের নিয়ম কী ?
উত্তরঃ শহরের মধ্যে সাধারণত ‘লো-বিম বা ডিপার বা মৃদুবিম’ ব্যবহার করা হয়। রাতে কাছাকাছি গাড়ি না থাকলে অর্থাৎ বেশিদূর পর্যন্ত দেখার জন্য হাইওয়ে ও শহরের বাইরের রাস্তায় ‘হাই বা আপার বা তীক্ষ্ম বিম’ ব্যবহার করা হয়। তবে, বিপরীতদিক থেকে আগত গাড়ি ১৫০ মিটারের মধ্যে চলে আসলে হাইবিম নিভিয়ে লো-বিম জ্বালাতে হবে। অর্থাৎ বিপরীতদিক হতে আগত কোনো গাড়িকে পাস/পার হওয়ার সময় লো-বিম জ্বালাতে হবে।
৬৪. প্রশ্ন : গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কী ?
উত্তরঃ গাড়ির ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিতে হবে। ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে। এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে। এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড, ডিভাইডার, ফুটপাত বা সুবিধামত অন্যকিছুর সাথে ঠেকিয়ে গাড়ি থামাতে হবে। ঠেকানোর সময় যানমালের ক্ষয়ক্ষতি যেনো না হয় বা কম হয় সেইদিকে সজাগ থাকতে হবে।
৬৫. প্রশ্ন : গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কী ?
উত্তরঃ গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই সময় গাড়ির চালককে স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে। চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না। এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
৬৬. প্রশ্ন : হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কী ?
উত্তরঃ প্রতিটি গাড়ির সামনে ও পিছনে উভয়পাশের কর্ণারে একজোড়া করে মোট দু-জোড়া ইন্ডিকেটর বাতি থাকে। এই চারটি ইন্ডিকেটর বাতি সবগুলো একসাথে জ্বললে এবং নিভলে তাকে হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি বলে। বিপজ্জনক মুহূর্তে, গাড়ি বিকল হলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বাতিগুলো ব্যবহার করা হয়।
৬৭. প্রশ্ন : গাড়ির ড্যাশবোর্ডে কী কী ইন্সট্রুমেন্ট থাকে ?
উত্তরঃ ক. স্পিডোমিটার- গাড়ি কত বেগে চলছে তা দেখায়।
খ. ওডোমিটার – তৈরির প্রথম থেকে গাড়ি কত কিলোমিটার বা মাইল চলছে তা দেখায়।
গ. ট্রিপমিটার- এক ট্রিপে গাড়ি কত কিলোমিটার/মাইল চলে তা দেখায়।
ঘ. টেম্পারেচার গেজ- ইঞ্জিনের তাপমাত্রা দেখায়।
ঙ. ফুয়েল গেজ- গাড়ির তেলের পরিমাণ দেখায়।
৬৮. প্রশ্ন : গাড়িতে কী কী লাইট থাকে ?
উত্তরঃ ক. হেডলাইট, খ. পার্কলাইট, গ. ব্রেকলাইট, ঘ. রিভার্সলাইট ঙ. ইন্ডিকেটরলাইট, চ. ফগলাইট এবং ছ. নাম্বারপ্লেট লাইট।
৬৯. প্রশ্ন : পাহাড়ি ও ঢাল/চূড়ায় রাস্তায় গাড়ি কোন গিয়ারে চালাতে হয় ?
উত্তরঃ ফার্স্ট গিয়ারে। কারণ ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের শক্তি বেশি প্রয়োজন হয়।
৭০. প্রশ্ন : গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি “খ” অক্ষরটি বড় আকারে লেখা থাকলে এরদ্বারা কী বুঝায় ?
উত্তরঃ এটি একটি শিক্ষানবিশ ড্রাইভারচালিত গাড়ি। এই গাড়ি হতে সাবধান থাকতে হবে।
৭১. প্রশ্ন : শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈধ কী ?
উত্তরঃ ইনসট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম (ডাবল স্টিয়ারিং ও ব্রেক) সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে “খ” লেখা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ।
৭২. প্রশ্ন : ফোরহুইলড্রাইভ গাড়ি বলতে কী বুঝায় ?
উত্তরঃ সাধারণত ইঞ্জিন হতে গাড়ির পেছনের দু-চাকায় পাওয়ার (ক্ষমতা) সরবরাহ হয়ে থাকে। বিশেষ প্রয়োজনে যে-গাড়ির চারটি চাকায় (সামনের ও পিছনের) পাওয়ার সরবরাহ করা হয়, তাকে ফোরহুইলড্রাইভ গাড়ি বলে।
৭৩. প্রশ্ন : ফোরহুইলড্রাইভ কখন প্রয়োগ করতে হয় ?
উত্তরঃ ভালো রাস্তাতে চলার সময় শুধুমাত্র পেছনের দু-চাকাতে ড্রাইভ দেওয়া হয়। কিন্তু পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায় চলার সময় চার চাকাতে ড্রাইভ দিতে হয়।
৭৪. প্রশ্ন : টুলবক্স কী ?
উত্তরঃ টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বাক্স, যা গাড়ির সঙ্গে রাখা হয়। মোটরযান জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখা হয়।
৭৫. প্রশ্ন : ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কী ?
উত্তরঃ সর্বোচ্চ ৪ মাস কারাদণ্ড অথবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৮ ধারা)। এই ক্ষেত্রে মালিক ও চালক উভয়েই দণ্ডিত হতে পারেন।
৭৬. প্রশ্ন : গাড়িতে গাড়িতে নিষিদ্ধ হর্ন কিংবা উচ্চশব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন ও তা ব্যবহার করলে শাস্তি কী ?
উত্তরঃ ১০০ টাকা পর্যন্ত জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৩৯ ধারা)।
৭৭. প্রশ্ন : রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট ও রুটপারমিট ব্যতীত গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কী?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড অথবা ২০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ড। দ্বিতীয়বার বা পরবর্তী সময়ের জন্য সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড অথবা ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ড (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৫২ ধারা)। এই ক্ষেত্রে মালিক ও চালক উভয়েই দণ্ডিত হতে পারেন।
৭৮. প্রশ্ন : মদ্যপ বা মাতাল অবস্থায় গাড়ি চালনার শাস্তি কী ?
উত্তরঃ সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড। পরবর্তী সময়ে প্রতিবারের জন্য সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড এবং নির্দিষ্ট মেয়াদে ড্রাইভিং লাইসেন্স বাতিল (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪৪ ধারা)।
৭৯. প্রশ্ন : নির্ধারিত গতির চেয়ে অধিক বা দ্রুত গতিতে গাড়ি চালনার শাস্তি কী?
উত্তরঃ প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ ৩০ দিন কারাদণ্ড বা ৩০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড। পরবর্তীতে একই অপরাধ করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা ১ মাসের জন্য স্থগিত (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪২ ধারা)।
৮০. প্রশ্ন : বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালনার শাস্তি কী ?
উত্তরঃ সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা এবং যে-কোনো মেয়াদের জন্য ড্রাইভিং লাইসেন্সের কার্যকারিতা স্থগিত (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪৩ ধারা)।
৮১. প্রশ্ন : ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কী ?
উত্তরঃ ২০০ টাকা জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১৫০)।
৮২. প্রশ্ন : নির্ধারিত ওজন সীমার অধিক ওজন বহন করে গাড়ি চালালে বা চালানোর অনুমতি দিলে শাস্তি কী ?
উত্তরঃ প্রথমবার ১,০০০ পর্যন্ত জরিমানা এবং পরবর্তী সময়ে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ড (ধারা-১৫৪)। এই ক্ষেত্রে মালিক ও চালক উভয়েই দণ্ডিত হতে পারেন ।
৮৩. প্রশ্ন : ইন্স্যুরেন্স বিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কী ?
উত্তরঃ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১৫৫)।
৮৪. প্রশ্ন : প্রকাশ্য সড়কে অথবা প্রকাশ্য স্থানে মোটরযান রেখে মেরামত করলে বা কোনো যন্ত্রাংশ বা দ্রব্য বিক্রয়ের জন্য সড়কে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে শাস্তি কী ?
উত্তরঃ সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা। অনুরূপ মোটরযান অথবা খুচরা যন্ত্র বা জিনিসপত্র বাজেয়াপ্ত করা যাবে (ধারা-১৫৭)।
৮৫. প্রশ্ন : ফুয়েল গেজের কাজ কী ?
উত্তরঃ ফুয়েল বা জ্বালানি ট্যাংকে কী পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায়।
(সংগৃহীত)

02/06/2024

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার আসতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্টটি।

আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি।
তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে । ⭐⭐⭐

বিঃদ্রঃ বিষয়টা অনেকেই জানেন আবার বেশির ভাগ মানুষ জানেন না তাই পোস্ট করলাম।। হয়তো কারো উপকার হবে।।এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!

02/06/2024

*OV DAC DOH 10 June*
T. 1hr 37,000/-

*G9 DAC RUH 06 June*
T.5hrs Food BDT 45,000/-

02/06/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

*OV DAC DOH 19 June*
T. 1hr BDT 40,000/-

*G9 DAC RUH 06 June*
T.5hr Food BDT 44,500/-

*G9 DAC DMM 04,06,07 June*
T. 5hr 20min BDT 38,500/-

*OV DAC DMM 13 June*
T. 6hr BDT 35,500/-

*G9 DAC AHB 06,07 June*
T. 3hr 40min BDT 47,500/-

*G9 DAC TUU 04,08 June*
T. 4hr BDT 46,500/-

*BS DAC MCT 05 - 10 June*
BDT 27,500/-

*BS DAC SHJ 05 - 15 June*
BDT 30,500/-

*BS DAC AUH 05 - 14 June*
BDT 30,500/-

*BS DAC DXB 04 - 15 June*
BDT 30,500/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

29/05/2024

আজকে ওমানের ভিসা চালু করেছে
তবে সব ভিসা না যেমন ডাক্তার, ইন্জিনিয়ার বড় পদের ভিসা চালু হয়েছে
আবার যাদের ফ্যামিলি আছে তারাও ফ্যামিলির জন্য লোক আনতে পারে। 🇴🇲

29/05/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

*OV DAC DOH 04,08 June*
T. 1hrs BDT 40,000/-

*G9 DAC RUH 04 June*
T.5hr 30min Food BDT 47,000/-

*FZ DAC DMM 09,10,11 June*
T. 2hr BDT 39,500/-

*G9 DAC ELQ 03,04,07 June*
T. 3hr 35min BDT 46,000/-

*G9 DAC TIF 05 June*
T. 3hr 40min BDT 48,500/-

*G9 DAC AHB 04,05,06 June*
T. 3hr 40min BDT 49,000/-

*SQ DAC SIN 07,09,11,14 June*
Night flight BDT 29,000/-

*6E DAC SIN 08,08,09,10 June*
T. 2hr 35min BDT 26,000/-

*BS DAC MCT 03 - 10 June*
Direct Flight Food BDT 28,000/-

*BS DAC SHJ 04 - 15 June*
BDT 31,000/-

*BS DAC AUH 05 - 14 June*
BDT 31,000/-

*BS DAC DXB 04 - 15 June*
BDT 31,000/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

28/05/2024

𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐨𝐧 𝐆𝐫𝐨𝐮𝐩 𝐅𝐚𝐫𝐞

*OV DAC DOH 04,08 June*
T. 1hrs BDT 40,000/-

*G9 DAC RUH 04,06 June*
T.5hr 30min Food BDT 48,000/-

*UL DAC RUH 02,03,04 June*
T. 2hr 35 min Food BDT 49,000/-

*UK DAC DMM 08,11 June*
T. 6hr Food BDT 38,000/-

*FZ DAC DMM 09,10,11 June*
T. 2hr BDT 39,500/-

*G9 DAC ELQ 03,04 June*
T. 3hr 35min BDT 46,000/-

*G9 DAC TIF 05 June*
T. 3hr 40min BDT 48,500/-

*G9 DAC AHB 04,05,06 June*
T. 3hr 40min BDT 52,000/-

*SQ DAC SIN 07,09,11,14 June*
Night flight BDT 29,000/-

*6E DAC SIN 04,05,06,07,08 June*
T. 2hr 35min BDT 26,000/-

*BS DAC MCT 03 - 10 June*
Direct Flight Food BDT 28,000/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

সৌদি আরবের আমেল আদি ১ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।যোগাযোগ করুন।+8801832-481817নামঃ মোঃ সাকিবুল হাসান সাইমুনরারিরচর, চান্দ...
28/05/2024

সৌদি আরবের আমেল আদি ১ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।

যোগাযোগ করুন।

+8801832-481817

নামঃ মোঃ সাকিবুল হাসান সাইমুন
রারিরচর, চান্দিনা, কুমিল্লা।

27/05/2024

𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐨𝐧 𝐆𝐫𝐨𝐮𝐩 𝐅𝐚𝐫𝐞

*OV DAC DOH 01,04, 08 June*
T. 1hrs BDT 40,000/-

*G9 DAC RUH 31 May*
T. 5hr Food BDT 49,000/-

*G9 DAC RUH 04,06 June*
T.5hr 30min Food BDT 48,000/-

*UK DAC DMM 08,09,10 June*
T. 6hr Food BDT 38,000/-

*FZ DAC DMM 09,10,11 June*
T. 2hr BDT 39,500/-

*G9 DAC ELQ 01,03,04 June*
T. 3hr 35min BDT 46,000/-

*G9 DAC TIF 03,05 June*
T. 3hr 40min BDT 48,500/-

*G9 DAC AHB 02,04,05,06 June*
T. 3hr 40min BDT 52,000/-

*SQ DAC SIN 07,09,11,14 June*
Night flight BDT 28,500/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

27/05/2024

*❌ সতর্ক হউনঃ* আমার জানামতে কন্ট্রাকে খাদ্দামা ট্রেনিং সার্টিফিকেটের(PDO) কাজ হয় না বা অফ আছে! কিছু লোক খাদ্দামা ট্রেনিং সার্টিফিকেটের কাজ হবে বলে মার্কেট থেকে ফুল পেমেন্ট এডভান্স নিয়ে ফাইল জমা নিচ্ছে! যেখানে পুরুষ ফাইলের কাজই ঠিকমতো হচ্ছে না, সেখানে খাদ্দামা ফাইল হওয়ার তো প্রশ্নই আসে না!

*মক্কা মদিনা/আল্লাহ রসুলের* নাম দিয়ে খোলা এসব আইডি থেকে ১০০ হাত দূরে থাকুন? দয়া করে কেউ এসব সুযোগ সন্ধানী ও অপরিচিত বা অবিশ্বস্ত লিংকে টাকা এডভান্স দিয়ে হো* মারা খাবেন না!

কোরবানীর ঈদকে সামনে রেখে কিছু লোক মার্কেট থেকে টাকা মেরে গরু কিনার তহবিল সংগ্রহে ব্যস্ত!

সাবধান হউন, ভাল থাকুন!

*👉 সাবধানের মার নাই!*

27/05/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

*OV DAC DOH 01,04 June*
T. 1hrs BDT 40,500/-

*G9 DAC RUH 04,06 June*
T.5hr 30min Food BDT 48,300/-

*UK DAC DMM 08,09,10 June*
T. 6hr Food BDT 38,000/-

*FZ DAC DMM 09,10,11 June*
T. 2hr BDT 39,500/-

*G9 DAC ELQ 03,04 June*
T. 3hr 35min BDT 46,000/-

*G9 DAC TIF 03,05 June*
T. 3hr 40min BDT 48,500/-

*G9 DAC AHB 04,05,06 June*
T. 3hr 40min BDT 52,000/-

*SQ DAC SIN 05,07,09,11,14 June*
Night flight BDT 28,500/-

*BS DAC MCT 01 - 10 June*
Direct Flight Food BDT 30,500/-
*............................................*
𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-481817

সৌদি আরবের ফ্যামিলি ভিসা আজকে লাগছে। ফ্যামিলি ভিসার অনুবাদ, মিনিষ্ট্রিরি, এপারমেন্ট নিয়ে দেওয়ার হয়।
26/05/2024

সৌদি আরবের ফ্যামিলি ভিসা আজকে লাগছে।
ফ্যামিলি ভিসার অনুবাদ, মিনিষ্ট্রিরি, এপারমেন্ট নিয়ে দেওয়ার হয়।

26/05/2024

এইবার ঈদে বাড়ি ফেরা হোক নিরাপদে ও আরামে।

ঈদ এর আগাম টিকেট করে টেনশন ফ্রি হোন এখনই।

আমরা টিকেট দিচ্ছি সল্প মূল্যে বিমান টিকেট

সাথে থাকছে আকর্ষণীয় উপহার।

আর টাকা পরিশোধ করুন যে কোনো ডেবিট কার্ড/বিকাশ/অনলাইন

ব্যাঙ্কিং/ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে.

যোগাযোগঃ
+8801832-481817, 01580-808195

WhatsApp,

যাত্রীদের বিমানবন্দর এ ১৮০ মিনিট (সর্বাধিক) এবং ১২০ মিনিট (সর্বনিম্ন) ফ্লাইট ছাড়ার পূর্বে রিপোর্ট করাতে হবে।

25/05/2024
24/05/2024

যারা নতুন ব্যবসা করতে এসে মোবাইল নাম্বার চুরি করে। তাদের ধংস হবেই একদিন। মিথ্যা প্রচার-প্রচারণা চালাচ্ছে।

21/05/2024

আগামী তিন দিনের মধ্যে সৌদি অবস্থানকারী সকল ওমরাহ যাত্রীদের দেশে ফিরে আসতে হবে।
নয়তো প্রতি যাত্রী ২৫ হাজার রিয়াল জরিমানা আরোপ হওয়ার ঘোষনা এসেছে।

তাই টিকেট পেতে ইনবক্স করুন অথবা

কল করুন
+8801832-481817

সৌদি আরবের আমেল আদি ১ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।যোগাযোগ করুন। #01832-481817নামঃ   সুব্রত  রামচন্দ্রপুর, বাড়েরা, চান্দি...
20/05/2024

সৌদি আরবের আমেল আদি ১ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।

যোগাযোগ করুন।

#01832-481817

নামঃ সুব্রত
রামচন্দ্রপুর, বাড়েরা, চান্দিনা, কুমিল্লা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম এস এম এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এস এম এয়...
12/05/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

এস এম এয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

এস এম এয়ার ট্রাভেলস।

আর নয় ঢাকা আর নয় কুমিল্লা এখন আপনার হাতের কাছেই স্বল্প মূল্যে বিমানের টিকেট পাওয়া যায়,
যেমন ইন্টারন্যাশনাল এয়ার টিকেট এবং ডমিষ্টিক এয়ার টিকেট ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিন যেকোন সময় চলে আসুন এস এম এয়ার ট্রাভেলসে।

অফিস - মাইজখার (দঃ) পাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে, বদরপুর বাজারের পূর্ব পার্শ্বে, আছিয়া খাতুন সুপার মার্কেট, মাইজখার, বদরপুর বাজার, চান্দিনা, কুমিল্লা।

আমরাই দিচ্ছি বিশ্বের সকল দেশের টিকেট এবং ভিসা চেকিং, ভিসা প্রসেসিং, ম্যান-পাওয়ার, ওমরাহ প্যাকেজ, বিমানের টিকেট কনফার্ম রি-কনফার্ম,
বিমানের টিকেটের তারিখ পরিবর্তন এবং বিদেশগামী যাত্রীদের সকল প্রকার সেবা প্রদান করা হয়।

এস এম এয়ার ট্রাভেলস একটি নির্ভরযোগ্য এবং বিশস্ত প্রতিষ্ঠান।

প্রোপাইটর

এস এম মহিব উল্লাহ (মহিব)

মোবাইল +8801832-481817, +8801580-808195

অফিস- মাইজখার (দঃ) পাড়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে, বদরপুর বাজারের পূর্ব পার্শ্বে, আছিয়া খাতুন সুপার মার্কেট, মাইজখার, বদরপুর বাজার, চান্দিনা, কুমিল্লা।

05/05/2024

*বিশেষ ঘোষণা* 🚨📢
রানওয়ের উন্নয়ন মূলক কাজের জন্য আগামী ৬,৭,৮ মে ২০২৪ইং তারিখে প্রতিদিন রাত ১২ টা ০১ মিনিট থেকে রাত ৩ টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে সকল ধরনের বিমান উঠা এবং নামা বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে যে সকল এয়ারলাইনস এর ফ্লাইট ছিলো তারা সে সকল ফ্লাইট গুলো সময় পরিবর্তন করে নতুন টাইম দিয়েছে।

দয়া করে এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট আছে তারা নিজ দায়িত্বে খোঁজ নিয়ে নতুন শিডিউল এবং সময় জেনে নিবেন।

ধন্যবাদান্তে,
*এস এম‌ এয়ার ট্রাভেলস্*

আমেল মন্জিল ভিসা ২ মাসে ৩০ এপ্রিল ষ্টামপিং করা হয়েছে।                     কম খরচে আমেল মন্জিলের কাজ করাতে গিয়ে মেডিকেল...
03/05/2024

আমেল মন্জিল ভিসা ২ মাসে ৩০ এপ্রিল ষ্টামপিং করা হয়েছে।

কম খরচে আমেল মন্জিলের কাজ করাতে গিয়ে মেডিকেল মেয়াদ শেষ করে দিয়েন না।

যোগাযোগ করুনঃ +8801832-481817

🚫Deport Penaltyভুয়া ভিসা, ভুয়া BMET, ভুয়া তথ্য দিয়ে ভিসা নানা কারনে যাত্রীকে ডেস্টিনেশন দেশের ইমিগ্রেশন ফেরত পাঠাতে পারে...
27/04/2024

🚫Deport Penalty

ভুয়া ভিসা, ভুয়া BMET, ভুয়া তথ্য দিয়ে ভিসা নানা কারনে যাত্রীকে ডেস্টিনেশন দেশের ইমিগ্রেশন ফেরত পাঠাতে পারে।

অনেকেই খারাপ মানুষের খপ্পরে পরে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয়না, এজেন্সিকেও অর্থিক ক্ষতির মুখে ফেলে দেন।

✅একটা উদাহরন দেই-
যাত্রী কোনো কারনে কোনো দেশে Block Listed হলে অবশ্যই তার ফিংগার প্রিন্ট রাখা হয়। কিছু অসাধু মানুষ, সেইসব মানুষ দেশে আসার পর, পরামর্শ দেন, নতুন পাসপোর্ট, নতুন ভিসা করে গেলে সমস্যা নেই। অথচ, সে যখন উক্ত দেশে আবার ভিসা এবং যাবতীয় খরচাদি করে যেতে চায়, উক্ত ইমিগ্রেশনে পৌঁছানোর পর, যাত্রী ফিঙ্গার প্রিন্টে তার পুরোনো সব ডাটা চলে আসে। এই ক্ষেত্রে, ইমিগ্রেশনের যাবতীয় জরিমানা এজেন্সি মারফত আদায় করে থাকে। এই ধরনের মিথ্যা প্রলোভনে পরে কেউ প্রতারিত হবেন না। এজেন্সিরও ক্ষতি করবেন না।

ব্যবসা টিকিয়ে রাখতে এজেন্সিগুলো কোটি কোটি টাকা নিজেদের পকেট থেকে দিতে হয়। যাত্রীকেতো আর খুঁজেও পাওয়া যায়না।

#সংগীত

S M Air Travels

সৌদি আরবের আমেল আদি ২ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।যোগাযোগ করুন। #01832-481817নামঃ  সাকিবুল ইসলাম অলিপুর, কোতয়ালী, কুমিল্...
22/04/2024

সৌদি আরবের আমেল আদি ২ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।

যোগাযোগ করুন।

#01832-481817

নামঃ সাকিবুল ইসলাম
অলিপুর, কোতয়ালী, কুমিল্লা।

নামঃ মোঃ মোসলেম রিদয়
নোয়াখালী

21/04/2024

*বিসমিল্লাহির রাহমানির রাহীম*

*OV DAC DOH 30 April*
T. 1h 10m BDT 44,000/-

*SQ DAC SIN 22,23,24,26,28 April*
Night Flight Food BDT 30,000/-

*SQ DAC SIN 27 April*
flight Night BDT 29,500/-

*OV DAC DOH 07,09,11 May*
T.1hrs Food BDT 43,500/-

*OV DAC JED 02 May*
T. 5hr 30m Food BDT 43,000/-

*G9 DAC ELQ 03 May*
T. 3hrs Food BDT 53,000/-

*G9 DAC DMM 01,02,03,04,05 May*
T. 5hr 35m Food BDT 43,500/-

*6E DAC DMM 03 May*
T. 5h 40m Food BDT 44,000/-

*G9 DAC RUH 01,02,03,04,05 May*
T. 4 hr 45m Food BDT 48,000/-

*G9 DAC SHJ 24,26,27,30 April*
Flight T. 16:40 BDT 35,000/-

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 𝐨𝐫 𝐒𝐌𝐒
🪀+8801832-4181817

সৌদি আরবের আমেল আদি ৩ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।যোগাযোগ করুন। #+8801832-481817নামঃ  দীপক চন্দ্র দেবনাথ রামচন্দ্রপুর, বা...
15/04/2024

সৌদি আরবের আমেল আদি ৩ টা ভিসা আজ ষ্টামপিং করা হল।

যোগাযোগ করুন।

#+8801832-481817

নামঃ দীপক চন্দ্র দেবনাথ
রামচন্দ্রপুর, বাড়েরা, চান্দিনা, কুমিল্লা।

নামঃ মোঃ আলমগীর হোসেন
আবিদপুর, আবিদপুর, বুড়িচং, কুমিল্লা।

নামঃ মোহাম্মদ আলমগীর
লাকসাম।

09/04/2024

আজ দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার ১১ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর।

Address

Nimsar, Burichang
Cumilla

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 14:00 - 20:00
Saturday 09:00 - 23:30
Sunday 09:00 - 23:30

Telephone

+8801580808195

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S M Air Travels:

Videos

Share

Category