Nurul Overseas

Nurul Overseas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurul Overseas, Travel Agency, Cumilla.

29/02/2024
22/12/2023

প্রিয় আমার বিজনেস পাটনার দের যা নাই
আসসালামু আলাইকুম
আমার আগের রবি নাম্বার টাতে
হোয়াটসঅ্যাপ বেন করে দিসে
এখন থেকে এই নাম্বার টা তে হোয়াটসঅ্যাপ
পাবেন
আগের নাম্বার টা ঠিক হলে ঐ নাম্বারে ( এস এম এস) পাবেন
ইনশাআল্লাহ
+8801601667611

01/12/2023

🕋ডিসেম্বর মাসে উমরাহ বুকিং চলছে🕋

০৯ই ডিসেম্বর Air Arabia (G9) ফ্লাইটে ইকোনমি প্যাকেজে আকর্ষণীয় মূল্যে সীট খালি আছে।

যাত্রার তারিখ:
০৯ডিসেম্বর ঢাকা-জেদ্দা ( এয়ার এরাবিয়া)
২৩ ডিসেম্বর মদিনা-ঢাকা (এয়ার এরাবিয়া)

প্যাকেজে যুক্ত:
👉বিমান টিকেট (ট্রানজিট)
👉উমরাহ ভিসা
👉ট্রান্সপোর্ট ৩টি
👉জিয়ারাহ ২টি
👉মক্কা-মদিনা হোটেল
👉খাবার সহ
👉অভিজ্ঞ মোয়াল্লিম

29/11/2023

*🕋🕋 ওমরাহ্ প্যাকেজ 🕋🕋*
আর মাত্র ৬ জন বাকি।
ফ্লাইটের তারিখ = ০৫-ডিসেম্বর -২০২৩ (ঢাকা টু মদিনা)
আসা = ১৯ -ডিসেম্বর -২০২৩ (জেদ্দা টু ঢাকা )
*Saudia Airlines*
*প্যাকেজ এর আওতায় সুবিধা সমূহ-*
১. ভিসা, টিকেট, ফুল ট্রান্সপোর্ট, মক্কা-মদিনা জিয়ারা ও রিয়াজুল জান্নাহের অনুমতি।
২. হোটেল সুবিধা সমূহ- ও মদিনায় আল শাহরাক আল মাদায়ান আল জাদিদ, মক্কায় হোটেল হানিন আল হীয়া ।
৩. হোটেল এর দূরুত্ব- মদিনা ৫০০ মিঃ । মক্কা ৫০০ মিঃ ।
৪. খাবার ব্যবস্থা- সকালের নাস্তা, দুপুর ও রাতের দেশীয় খাবার।
৫. অভিজ্ঞ গাইড দ্বারা সার্বক্ষনিক প্যাকেজ পরিচালনার ব্যবস্থা।
৬. মক্কা মদিনা হোটেল (৪/৫ বেড শেয়ারিং রুম) (৩/২ বেড শেয়ারিং আলোচনা সাপেক্ষে)
সম্পূর্ণ কাফেলাটি অভিজ্ঞ মোয়াল্লেম দ্বারা পরিচালনা করা হবে।
+8801823657611

২০২৪ সালের হজের নিবন্ধন শুরু আগামী ১৫ নভেম্বর থেকে  যোগাযোগ 01823-657611
10/11/2023

২০২৪ সালের হজের নিবন্ধন শুরু
আগামী ১৫ নভেম্বর থেকে
যোগাযোগ 01823-657611

ইনশাআল্লাহ। আগামী 22 নভেম্বর আমাদের একটি অফিসিয়াল গ্রুপ উমরাহর সফরে যাবে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন01823-657611
07/11/2023

ইনশাআল্লাহ। আগামী 22 নভেম্বর আমাদের একটি অফিসিয়াল গ্রুপ উমরাহর সফরে যাবে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করুন
01823-657611

03/11/2023

কম খরচে সহীহ শুদ্ধ ভাবে ওমরাহ্ পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান NBM TOURS & TRAVELS
NURUL OVERSEAS
👉২৫ ই নভেম্বর ওমরাহ্ ১৪ দিন
(খাবার সহ)
📙 আমাদের ওমরাহ্ প্যাকেজে যা থাকছে :
📜ভিসা।
✈️রিটার্ন এয়ার টিকিট।
🌇 থ্রি স্টার মানের হোটেল ( প্রতি রুমে ৪জন)।
🚌 সকল প্রকার ট্রান্সপোর্ট।
👳‍♂️ গাইড সার্ভিস / মুয়াল্লিম।
🤲মক্কা এবং মদিনা জিয়ারাহ্।

✅ মক্কা জিয়ারার :
🚌 নবীজির বাড়ী
🚌 জাবালে নূর
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.

✅ মদিনা মনোয়ারা জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ
🚌 জান্নাতুল বাকী
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল (রা)
🚌 মসজিদে আবু বকর (রা)
🚌 মসজিদে গমামাহ

🕋 মক্কা হোটেলঃ ৪০০ থেকে ৫০০( মিটার দূরত্বে)
🕌 মদিনা হোটেলঃ ৩০০ থেকে ৪০০( মিটার দূরত্বে)
যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ্‌।

🤝অতএব পাসপোর্ট ও পেমেন্ট প্রদান করে আপনার সফর নিশ্চিত করুন।
উমরাহ্‌ জন্য বুকিং দিতে যোগাযোগের ঠিকানাঃ

01/11/2023

নভেম্বর মাসে উমরা প্যাকেজ।
প্যাকেজ সমূহের মধ্যে যা থাকছে।
ভিসা
টিকিট( ট্রানসিট বিমান)
মক্কা হোটেল
মদিনা হোটেল ৫l
ঐতিহাসিক স্থান সমূহ যিয়ারা
মক্কা, মদিনা।
ট্রান্সপোর্ট
খাবার সহ ফুল প্যাকেজ
*অভিজ্ঞ মেয়াল্লেমসহ
🌺যদি কেও সুদু টিকেট চান দেওয়া যাবে 🌺

29/10/2023

Biman Bangladesh
Dhaka--> Kualalampur
16 Nov # 05 sit 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞-->32,500/-

29/10/2023

রিয়াদ থেকে ঢাকা
নভেম্বর ৩০
ইন্ডিগো ইয়ার ১৮ হাজার
বেগ ৪৪ কেজি
সৌদি ইয়ার ২৪ হাজার
বেগ ৪৪
কুয়েত ইয়ার ২৩ হাজার
বেগ ৪৪
ইয়ার আরবিয়া ১৯ হাজার
গাল্গ ইয়ার ১৯ হাজার

ওমরাহ  কিছু কাজ আছে খুব কম রেট
29/10/2023

ওমরাহ কিছু কাজ আছে খুব কম রেট

29/10/2023

নভেম্বর মাসে উমরা প্যাকেজ।
১ লাখ ২০ হাজার টাকা।
***প্যাকেজ সমূহের মধ্যে যা থাকছে।
# ভিসা
# টিকিট( ট্রানসিট বিমান)
#মক্কা হোটেল ৬০০-৭০০ মিটার।
# মদিনা হোটেল ৫০০ মিটার।
#ঐতিহাসিক স্থান সমূহ যিয়ারা
মক্কা, মদিনা।
# ট্রান্সপোর্ট
#খাবার নিজের। বি: দ্র: টিকিট এবং ভিসা কনফার্ম করার পর টাকা প্রদানের পরে কোন কারণে না যেতে পারলে টাকা অফেরতযোগ্য।
এই অফার ১৫ দিন থাকবে।

অফিসে যাওয়ার সময়   বাসার নিচে দেখা
17/10/2023

অফিসে যাওয়ার সময়
বাসার নিচে দেখা

15/10/2023

মানবজীবনে আদব-কায়দা’র গুরুত্ব ও তাৎপর্য
🌼✨🌸✨🌼✨

মানবজীবন তথা মুসলিম ব্যক্তির জীবনে আদব-কায়দার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:

« *إِنَّ الْهَدْىَ الصَّالِحَ ، وَالسَّمْتَ الصَّالِحَ ، وَالاِقْتِصَادَ جُزْءٌ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ » . (رواه أبو داود*).

“নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়্যাতের পঁচিশ ভাগের এক ভাগ সমতুল্য।”[1] আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন:

*اُطْلُبْ الْأَدَبَ فَإِنَّهُ زِيَادَةٌ فِي الْعَقْلِ ، وَدَلِيلٌ عَلَى الْمُرُوءَةِ ، مُؤْنِسٌ فِي الْوَحْدَةِ ، وَصَاحِبٌ فِي الْغُرْبَةِ ، وَمَالٌ عِنْدَ الْقِلَّةِ » . (ذَكَرَهُ الْحَاكِمُ فِي تَارِيخِهِ*).

“তুমি আদব অন্বেষণ কর; কারণ, আদব হলো বুদ্ধির পরিপুরক, ব্যক্তিত্বের দলীল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, প্রবাসজীবনের সাথী এবং অভাবের সময়ে সম্পদ।”[2]

আর আদব বা শিষ্টাচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার দ্বারা ব্যক্তির জীবন পরিশুদ্ধ ও পরিপাটি হয়; আর এ আদব হলো দীন ইসলামের সারবস্তু; সুতরাং মুসলিম ব্যক্তির জন্য জরুরি হলো আল্লাহ তা‘আলার সাথে, তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং সাধরণ মানুষসহ সকল সৃষ্টির সাথে আদব রক্ষা করে চলা; আর এ আদবের মাধ্যমেই একজন মুসলিম জানতে পারবে তার খাবার ও পানীয় গ্রহণের সময় তার অবস্থা কেমন হওয়া উচিৎ; কিভাবে তার সালাম প্রদান, অনুমতি গ্রহণ, বসা, কথা বলা, আনন্দ ও শোক প্রকাশ করা, হাঁচি দেওয়া ও হাই তোলার মত বিবিধ কাজ সম্পন্ন হবে; আর কেমন ব্যবহার হবে তার পিতামাতা, ভাইবোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের সাথে। এক কথায় এ আদব-কায়দা রক্ষা করে চলার মাধ্যমেই একজন মুসলিম কাঙ্খিত মানের ভদ্র ও সভ্য মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে অন্যান্য জাতির চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে; ফলে দীন ইসলামের সৌন্দর্য ছড়িয়ে যাবে সমাজ, রাষ্ট্র ও দুনিয়ার দিক দিগন্তে। তাইতো কেউ কেউ শিক্ষার চেয়ে আদব বা শিষ্টাচারের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন; ওমর রাদিয়াল্লাহু ‘আনহু বলেন:

« *تَأَدَّبُوا ثُمَّ تَعَلَّمُوا* » .

“তোমরা আগে সুসভ্য হও, তারপর জ্ঞান অর্জন কর।”[3] আল-কারাফী তাঁর ‘আল-ফারুক’ গ্রন্থে বলেন:

*وَاعْلَمْ أَنَّ قَلِيلَ الْأَدَبِ خَيْرٌ مِنْ كَثِيرٍ مِنْ الْعَمَل* »

“আর জেনে রাখবে, অনেক বেশি কাজের চেয়ে অল্প আদব অনেক বেশি উত্তম।”[4] আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন:

« *لَا يَنْبُلُ الرَّجُلُ بِنَوْعٍ مِنْ الْعِلْمِ مَا لَمْ يُزَيِّنْ عِلْمَهُ بِالْأَدَبِ* »

“ব্যক্তি কোনো প্রকার জ্ঞান দ্বারা মহৎ হতে পারবে না, যতক্ষণ না সে তার জ্ঞানকে আদব দ্বারা সৌন্দর্যমণ্ডিত করবে।”[5] তিনি আরও বলেন:

« *نَحْنُ إلَى قَلِيلٍ مِنْ الْأَدَبِ أَحْوَجُ مِنَّا إلَى كَثِيرٍ مِنْ الْعِلْمِ* »

“আমরা অনেক বেশি জ্ঞানের চেয়ে কম আদবকে অনেক বেশি জরুরি বা প্রয়োজন মনে করতাম।”[6] কোনো কোনো দার্শনিক বলেন:

*لَا أَدَبَ إلَّا بِعَقْلٍ ، وَلَا عَقْلَ إلَّا بِأَدَبٍ* »

“আকল (বুদ্ধি) ছাড়া আদব হয় না; আবার আদব ছাড়া আকলও হয় না।”[7] অর্থাৎ একটি আরেকটির পূরিপূরক। আর জনৈক সৎব্যক্তি তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন:

« *اجْعَلْ عَمَلَك مِلْحًا وَأَدَبَك دَقِيقًا* » “তুমি তোমার আমলকে মনে করবে লবণ, আর তোমার আদবকে মনে করবে ময়দা।”[8] অর্থাৎ তুমি আমলের চেয়ে আদবকে এত বেশি গুরুত্ব দিবে, লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণে উভয়ের অনুপাত যেভাবে কম বেশি হয়।

[1] আবূ দাউদ, হাদিস নং- ৪৭৭৮; আলবানী হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। [2] হাকেম রহ. তাঁর ‘আত-তারীখ’ গ্রন্থে বর্ণনটি উল্লেখ করেছেন। [3]

পৃথিবীর যে কোনো যায় গার হোটেল বুকিং করার জন্য কল করুন
13/10/2023

পৃথিবীর যে কোনো যায় গার
হোটেল বুকিং করার জন্য কল করুন

12/10/2023

🌺🌺🌺🌹🌹🌹
বিমান বাংলাদেশ একটি সিট সুদু মাএ
৩০ অক্টোবর
৩২৫০০

12/10/2023

🌺ওমরাহ 🌺
J9 উমরা ভিসা + মক্কা-মদিনা হোটেল জিয়ারা ওয়াল ট্রান্সপোর্ট রিয়াজুল জান্নাত জিয়ারা খাবার সহ ফুল প্যাকেজ ও ননপ্যাকেজ। অভিজ্ঞ মোয়াল্লেমআছে

21,22 25 October

Alhamdurillah kosovo and Slovakia permit
11/10/2023

Alhamdurillah kosovo and Slovakia permit

🌹🌹Next week interview for Slovakia....🌺🌺
11/10/2023

🌹🌹Next week interview for Slovakia....🌺🌺

11/10/2023

*যেসব দরজা থেকে আপনি ফিরে
এসেছেন অসহায় অবস্থায়.......

*সেসব দরজার ঠিকানা
কখনোই ভুলবেন না......
*ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথহারালে অসুবিধা নেই

*কিন্তু আপনার চিনা রাখা উচিত যে.......
*কোন কোন রাস্তায় আর কোনোদিন পা বাড়ানো যাবে না.....
*যেখান থেকে একবার
তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ফিয়ে এসেছেন..
*সেখানে আর কখনোই.....
*ফিরে তাকানো উচিত নয়.....

Copy Paste

৭ % ডিসকাউন্ট অফার* এয়ার টিকেট / ভিসা প্রসেসিং করুন নুরুল ওভারসীজ  থেকেআমাদের সেবা:✅ অভ্যন্তরীণ/ আন্তর্জাতিক বিমান টিকেট...
06/10/2023

৭ % ডিসকাউন্ট অফার* এয়ার টিকেট / ভিসা প্রসেসিং করুন নুরুল ওভারসীজ থেকে

আমাদের সেবা:
✅ অভ্যন্তরীণ/ আন্তর্জাতিক বিমান টিকেট
✅ ভিসা প্রসেসিং
✅ বিমান টিকেটের তারিখ পরিবর্তন /ডেট চেঞ্জ
✅ ম্যানপাওয়ার কার্ড (BMET) করা হয়।

বিস্তারিত জানতে কল করুন:
01823-657611
01601667611

06/10/2023

সবচেয়ে কম মূল্যে এয়ার টিকিট- 01823-657611
01601667611
Dhaka to New York- 85,000/- Taka
Dhaka to Toronto-1,15,000/- Taka
Dhaka to Montreal- 1,21,500/- Taka
Dhaka to Vancouver- 1,11,000/- Taka
Dhaka to Toronto to Dhaka- 1,58,000/- Taka
Dhaka to Montreal to Dhaka- 1,55,500/- Taka
Dhaka to Vancouver to Dhaka- 1,45,000/- taka
Dhaka to New York to Dhaka- 1,10,000/- Taka
Dhaka to Louis Armstrong- 1,10,000/- Taka
Dhaka to San Francisco- 1,12,000/- Taka
Dhaka to Dallas- 95,999/- Taka
Dhaka to Detroit-94,999/- Taka
Dhaka to Miami-89,000/- Taka
Dhaka to Indianapolis-95,999/- Taka
Dhaka to Los Angeles- 96,999/-
Dhaka to Seattle-1,03,000/- Taka
Dhaka to Boston-81,000/- Taka
Dhaka to London-51,000/- Taka
Dhaka to Manchester- 53,000/- Taka
Dhaka to Birmingham- 68,000/- Taka
Dhaka to Napolis,Italy-71,000/- Taka
Dhaka to Rome-58,000/- Taka
Dhaka to Milan- 53,500/- Taka
Dhaka to Venice- 63,000/- Taka
Dhaka to Denmark-65,000/- Taka
Dhaka to Sydney-59,000 Taka
Dhaka to Melbourne- 64,000/- Taka
Dhaka to Perth- 67,000/- Taka
Dhaka to Frankfurt- 59,000/- Taka
Dhaka to Berlin-61,000/- Taka
Dhaka to Switzerland- 71,000/- Taka
Dhaka to Narita- 61,000/-Taka
Dhaka to Osaka- 67,000/- Taka
Dhaka to Tokyo-68,000/- Taka
Dhaka to Doha- 39,000/- Taka
Dhaka to Brunei – 57,000/- Taka
Dhaka to Manila- 43,600/- Taka
Dhaka to Ho Chi Minh – 41,500/- Taka
Dhaka to Bali – 49,999/- Taka
Dhaka to Hanoi- 40,500/- Taka
Dhaka to Cairo -47,500/- Taka
Dhaka to Cambodia-41,000/-Taka
Dhaka to Singapore- 30,500/- Taka
Dhaka to Maldives- 30,000/- Taka
Dhaka to Guangzhou – 33,000/- Taka
Dhaka to Riyadh-42,500/- Taka
Dhaka to Madina-45,000/- Taka
Dhaka to Damdam-43,000/- Taka
Dhaka to Jedda- 45,000/- Taka
Dhaka to Muscat – 30,000/- Taka
Dhaka to Kuala Lumpur- 40,500/- Taka
Dhaka to Abu Dhabi –28,000/- Taka
Dhaka to Sharjah- 38,500/- Taka
Dhaka to Dubai- 33,000/- Taka
Dhaka to Bangkok-Dhaka- 31,000/- Taka
Dhaka to Kathmandu- 17,500/- Taka
Dhaka to Kolkata- 7,000/- Taka
Dhaka to Chennai- 13,000/- Taka
Dhaka to Delhi - 13,000/- Taka
Dhaka to Mumbai - 14,900/- Taka
Dhaka to Cox's Bazar - 4,200/- BDT
Dhaka to Chittagong – 2,900/- BDT
Dhaka to Jashore - 2,700/- BDT
Dhaka to Rajshali - 3,100/- BDT
Dhaka to Saidpur - 3,000/- BDT
Dhaka to Barishal - 2,800/- BDT
Dhaka to Sylhet – 2,800/- BDT
আমাদের সেবা সমূহ-
• অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকিট করে থাকি।
• সততার সাথে ওমরাহ হজ্জের প্যাকেজ দিয়ে থাকি।
• ভারতের ট্যুরিস্ট, বিজনেস এবং মেডিক্যাল ভিসার জন্য সহযোগিতা করে থাকি।
• সকল দেশের ভিসা প্রসেসিং করে থাকি।
• সকল দেশের ট্যুর প্যাকেজ করে থাকি।
• সকল দেশের হোটেল বুকিং করে থাকি।

• দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, বাহারাইন, সৌদি, কাতার, কুয়েত গামী সকল রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সাশ্রয়ী মূল্যে গ্রুপ টিকিট দিয়ে যাচ্ছি।
বিঃ দ্রঃ- আমাদের নিজস্ব ক্রয়কৃত স্থান। কোন প্রকার ঝামেলা বিহীন ভাবে আমাদের সাথে লেনদন করতে পারেন।

06/10/2023

All International Air Tickets, &
Domestic Tickets available.

06/10/2023

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801823657611

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Overseas:

Share

Category


Other Travel Agencies in Cumilla

Show All

You may also like