হাতিমে কাবার ভিতর নামাজ আদায়
পবিত্র রামাদ্বান মাসের জন্য উমরাহ হজের বুকিং নেওয়া হচ্ছে
২০ ই মার্চ/২৫ ই মার্চ / ১ লা এপ্রিল কাফেলায় আপনি ও ওমরায় গিয়ে হাতিমে কাবার ভিতর নামাজ আদায় করতে পারেন (আল্লাহ সবাইকে এ তৌফিক দান করুক, আমিন )
হাতিম হচ্ছে মুসলমানদের তীর্থস্থান কাবা শরিফের উত্তর পার্শ্বের অর্ধ-বৃত্তাকার দেয়ালঘেরা স্থান। পূর্বে এই স্থানটুকু কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল। এই স্থানে নামাজ পড়ার অর্থ কাবাঘরের ভেতরে নামাজ পড়া। দোয়া কবুলের জন্য হাতিম একটি উত্তম স্থান। এ স্থানের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন।
যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা। |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
চট্টগ্রাম অফিসঃ দারুল ফজল টাওয়ার,
১৪ দিনের ঈদ পরবর্তী ওমরা প্যাকেজ
১,২৫,০০০ টাকায় ঈদের ছুটিতে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারত করে আসুন |
কুরআন ও হাদীসের আলোকে উমরার গুরুত্ব ও ফজিলত
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه.
১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.
(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত
৯ এবং ১০ ই মার্চ ফ্লাইট , রমজানের রহমত এবং মাগফেরাত প্যাকেজ
২২ ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিত করতে হবে
মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালে সুর বা সাওর পর্বত
২,৪৬০ ফুট উপরে জাবালে সুরে নামাজ পড়ার দৃশ্য, আল্লাহর এই সৃষ্টি কতইনা সুন্দর সুবহানাল্লাহ
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন, তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমনই এক স্থান জাবালে সুর বা সাওর পর্বত। কারণ এতে আছে গারে সাওর বা সাওর গুহা। এটি একটি পাহাড়। ইংরেজিতে এর নাম Mount Bull বা Jabal hawr।
#Ramadan #ramadankareem #umrah #hajj #UmrahVisa #umrahhajji #umrahpackage #makkah #umrah2023 #উমরাহ #উমরাহ_সফর #umrah2023 #umrahhaji #Modina #sunni #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত #sunni_hajj_kafela
২,৪৬০ ফুট উপরে জাবালে সুরে নামাজ পড়ার দৃশ্য, আল্লাহর এই সৃষ্টি কতইনা সুন্দর সুবহানাল্লাহ
#Ramadan #umrah #hajj #UmrahVisa
#gare_sur #জাবালে_সুর
মদিনা মসজিদের ফজর নামাজের আজান, কতইনা মধুর সুর !
মন প্রাণ জুড়িয়ে যায়, জানিনা হজরত বিলাল (রাঃ) এর আজানের সুর কেমন ছিল?
আল্লাহ তায়ালা আমাদেরকে বারবার মক্কা -মদিনায় যাওয়ার তৌফিক নাসিব করুক , আমিন ।
#Ramadan #ramadankareem #umrah #hajj #UmrahVisa #umrahhajji #umrahpackage #makkah #umrah2023 #উমরাহ #উমরাহ_সফর #umrah2023 #umrahhaji #Modina #sunni #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত #sunni_hajj_kafela
আলহামদুলিল্লাহ, জমজম হজ্ব কাফেলা কুমিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। এখন থেকে এ কাফেলার মাধ্যমে হাজীগণ সুন্নাহ ও মুহব্বতের সহিত হজ্ব ও ওমরাহ পালন করতে পারবেন।
#umrah #hajj #mokkah #madina #sunni_hajj_kafela #Comilla #Cumilla #sunni #haramain #baitullah #masjidalharam #masjidalnabawi
গারে সূর এ ভিতরে যাওয়ার প্রবেশ মুখ, যে গুহার ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩দিন ৩ রাত অবস্থান করেছেন
গারে সূর থেকে রাতের মক্কা নগরীর সৌন্দর্য
গারে সূর এ ভিতরে যাওয়ার প্রবেশ মুখ, যে গুহার ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩দিন ৩ রাত অবস্থান করেছেন
রমজান মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
--------------------
রমাদ্বান প্যাকেজ > ৯ ই রামাদান (২০/২১ এ মার্চ ) ২৬ ই মার্চ এবং ১৯ ই রামাদান যাওয়া (৩০/৩১ এ মার্চ ) ঈদের পর ১৫ ই এপ্রিল কাফেলা আছে ।
বুকিং দিতে যা যা লাগবে:
1. পাসপোর্টের স্ক্যানিং ফটোকপি (৬মাস মেয়াদ থাকতে হবে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
2. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
3. প্যাকেজ মূল্যের ৫০% টাকা
উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
১. ওমরাহ ভিসা।
২. ট্রানজিট/ডাইরেক্ট ফ্লাইট।
৩. দুই /তিন বেলা রুচিসম্মত খাবার।
৪. মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
৫. মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
৬. মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
৭. সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ,
৮. মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: নবিজির বাড়ি, জাবালে ছুর, জাবালে নুর, মিনা, আরাফাহ, মুজদালিফা, জা
ফেব্রুয়ারী ও রমজান মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
--------------------
ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ।
ফেব্রুয়ারী প্যাকেজ
--------------------
১,৪৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৬০০ মিটার।
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০মিটার
১,৫৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৭০,০০০/- টাকা। (প্রতিরুমে ৩/৪ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৩০০ মিটার।
১,৮০,০০০/- টাকা। (প্রতিরুমে ২ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ২০০ মিটার।
মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
রমাদ্বান প্যাকেজ > সম্ভাব্য তারিখ > ১ম রমাদ্বান এ
খন্দকের প্রান্তর
৫ হিজরিতে (৬২৭ খ্রিষ্টাব্দ) খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে।
প্রতি দশজন সাহাবীর উপর ৪০ হাত পরিখা খননের দায়িত্ব দেয়া হয়।
পরিখা দ্রুত তৈরীর জন্য হযরত মুহাম্মদ (দ:) সহ মদিনার প্রতিটি সবল পুরুষ এই খননকার্যে যোগ দিয়েছিলেন। আল্লাহর রাসূল দ: সাত দিন পেট মোবারকে পাথর বেঁধে রেখেছিলেন !!
উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়।
জান্নাতি পাহাড়, আল্লাহর রাসূলের সাথে এ পাহাড় জান্নাতে যাবে।
আমরাও যেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে পারি। আমিন
এ স্থানেই হজরত মুহাম্মাদ মুস্তফা (দ:) দীর্ঘ দিনযাবত ধ্যান মগ্ন ছিলেন
যতদিন ধ্যান মগ্ন ছিলেন ততদিন মা খাদিজাতুল কোবরা (রাঃ) খাবার নিয়ে যেতেন