ZamZam Hajj Kafela

ZamZam Hajj Kafela জমজম হজ্ব কাফেলা

সুন্নাহ ও মোহাব্বতপূর্ণ হজ্জ ও ওমরাহ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
(2)

পবিত্র রমাদ্বান মাসের উমরা হজের বুকিং চলছে ৯ ই  রামাদান  (২০/২১ এ মার্চ ) এবং  ১৯ ই  রামাদান  যাওয়া (৩০/৩১ এ মার্চ ) ঈদে...
09/03/2024

পবিত্র রমাদ্বান মাসের উমরা হজের বুকিং চলছে

৯ ই রামাদান (২০/২১ এ মার্চ ) এবং ১৯ ই রামাদান যাওয়া (৩০/৩১ এ মার্চ ) ঈদের পর ১৫ ই এপ্রিল কাফেলা আছে ।

28/02/2024

হাতিমে কাবার ভিতর নামাজ আদায়

পবিত্র রামাদ্বান মাসের জন্য উমরাহ হজের বুকিং নেওয়া হচ্ছে

২০ ই মার্চ/২৫ ই মার্চ / ১ লা এপ্রিল কাফেলায় আপনি ও ওমরায় গিয়ে হাতিমে কাবার ভিতর নামাজ আদায় করতে পারেন (আল্লাহ সবাইকে এ তৌফিক দান করুক, আমিন )

হাতিম হচ্ছে মুসলমানদের তীর্থস্থান কাবা শরিফের উত্তর পার্শ্বের অর্ধ-বৃত্তাকার দেয়ালঘেরা স্থান। পূর্বে এই স্থানটুকু কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল। এই স্থানে নামাজ পড়ার অর্থ কাবাঘরের ভেতরে নামাজ পড়া। দোয়া কবুলের জন্য হাতিম একটি উত্তম স্থান। এ স্থানের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন।

যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা। |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
চট্টগ্রাম অফিসঃ দারুল ফজল টাওয়ার, শীতল ঝর্ণা আবাসিক, অক্সিজেন, চট্টগ্রাম।
Whatsup: 01880-669212
#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

25/02/2024
15/02/2024

১৪ দিনের ঈদ পরবর্তী ওমরা প্যাকেজ

১,২৫,০০০ টাকায় ঈদের ছুটিতে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারত করে আসুন |

কুরআন ও হাদীসের আলোকে উমরার গুরুত্ব ও ফজিলত

عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه.

১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

(তরজমা) মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭

রমজানের ঈদের পর ১৮/১৯ ই এপ্রিল যাওয়া ১৪ দিনের কাফেলা


মক্কায় হোটেল > ৮-১০ মিনিট হাটার দূরত্ব
M Saeed Al Ghamdi Hotel/Ruba Al Hijaz Hotel

মদিনায় হোটেল > ৮-১০ মিনিট হাটার দূরত্ব
Karam Silver Hotel

উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
> ৩ মাসের ওমরাহ ভিসা।
> ট্রানজিট ফ্লাইট / ডাইরেক্ট ফ্লাইট ।
> মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
> মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
> মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
> সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, , মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ,।
> রিয়াজুল জান্নাতে নামায আদায়।

প্যাকেজে অর্ন্তভুক্ত নয়:
১. ব্যাক্তিগত খরচ।
২. সৌদি আরবে মোবাইল সিম ও ইন্টারনেট।
৩. লন্ড্রি বিল।
৪. যে কোন ধরনরে মেডিক্যাল বিল।
৫. যাতায়াতের খাবার বিল।
৬. মাথার চুল মুন্ডানোর রিয়াল এবং মসজিদে আয়েশাতে যাওয়া আসার ভাড়া ।

মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: নবিজির বাড়ি, জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, আরাফাহ, মুজদালিফা, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জ্বীন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি।
দিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: জান্নাতুল বাক্বী, মসজিদে গামামাহ, মসজিদে কুবা, মসজিদে ক্বিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বক্কর,|

>>>> তায়েফ জেয়ারাহ, বদর পাহাড় এবং জ্বীন পাহাড় যেতে চাইলে ৪/৫ জন মিলে গাড়ি ভাড়া করে যেতে হবে

12/02/2024

৯ এবং ১০ ই মার্চ ফ্লাইট , রমজানের রহমত এবং মাগফেরাত প্যাকেজ
২২ ফেব্রুয়ারির মধ্যে নিশ্চিত করতে হবে

মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালে সুর বা সাওর পর্বত

২,৪৬০ ফুট উপরে জাবালে সুরে নামাজ পড়ার দৃশ্য, আল্লাহর এই সৃষ্টি কতইনা সুন্দর সুবহানাল্লাহ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন, তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমনই এক স্থান জাবালে সুর বা সাওর পর্বত। কারণ এতে আছে গারে সাওর বা সাওর গুহা। এটি একটি পাহাড়। ইংরেজিতে এর নাম Mount Bull বা Jabal hawr।

#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

12/02/2024

মদিনা মসজিদের ফজর নামাজের আজান, কতইনা মধুর সুর !
মন প্রাণ জুড়িয়ে যায়, জানিনা হজরত বিলাল (রাঃ) এর আজানের সুর কেমন ছিল?

আল্লাহ তায়ালা আমাদেরকে বারবার মক্কা -মদিনায় যাওয়ার তৌফিক নাসিব করুক , আমিন ।

#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

10/02/2024

আলহামদুলিল্লাহ, জমজম হজ্ব কাফেলা কুমিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। এখন থেকে এ কাফেলার মাধ্যমে হাজীগণ সুন্নাহ ও মুহব্বতের সহিত হজ্ব ও ওমরাহ পালন করতে পারবেন।

09/02/2024

গারে সূর এ ভিতরে যাওয়ার প্রবেশ মুখ, যে গুহার ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩দিন ৩ রাত অবস্থান করেছেন

গারে সূর থেকে রাতের মক্কা নগরীর সৌন্দর্য

05/02/2024

রমজান মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
--------------------
রমাদ্বান প্যাকেজ > ৯ ই রামাদান (২০/২১ এ মার্চ ) ২৬ ই মার্চ এবং ১৯ ই রামাদান যাওয়া (৩০/৩১ এ মার্চ ) ঈদের পর ১৫ ই এপ্রিল কাফেলা আছে ।

বুকিং দিতে যা যা লাগবে:
1. পাসপোর্টের স্ক্যানিং ফটোকপি (৬মাস মেয়াদ থাকতে হবে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
2. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
3. প্যাকেজ মূল্যের ৫০% টাকা

উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
১. ওমরাহ ভিসা।
২. ট্রানজিট/ডাইরেক্ট ফ্লাইট।
৩. দুই /তিন বেলা রুচিসম্মত খাবার।
৪. মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
৫. মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
৬. মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
৭. সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ,
৮. মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: নবিজির বাড়ি, জাবালে ছুর, জাবালে নুর, মিনা, আরাফাহ, মুজদালিফা, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জ্বীন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি।
৯. মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: জান্নাতুল বাক্বী, মসজিদে গামামাহ, মসজিদে কুবা, মসজিদে ক্বিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, ।
১১. রিয়াজুল জান্নাতে নামায আদায়।

দেশের স্বনামধন্য ৩জন ইসলামিক স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত....
১. শায়েখ সৈয়দ হাসান আজহারী
২. শায়েখ মোস্তফা আজহারী
৩. শায়েখ মুফতি খন্দকার মোবারক হোসাইন

দেশের স্বনামধন্য ৩জন ইসলামিক স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত....
১. শায়েখ মুফতি খন্দকার মোবারক হোসাইন {Chairman> Al-Azhar International School and College- AISC }
২. শায়েখ মোস্তফা আজহারী
৩. শায়েখ সৈয়দ হাসান আজহারী

যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা। |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
চট্টগ্রাম অফিসঃ জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার পাশে, বিবিরহাট,মুরাদপুর, চট্টগ্রাম ।

Whatsup: 01880-669212

#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

03/02/2024

ফেব্রুয়ারী ও রমজান মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
--------------------
ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ।

ফেব্রুয়ারী প্যাকেজ
--------------------
১,৪৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৬০০ মিটার।
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০মিটার
১,৫৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৭০,০০০/- টাকা। (প্রতিরুমে ৩/৪ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৩০০ মিটার।
১,৮০,০০০/- টাকা। (প্রতিরুমে ২ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ২০০ মিটার।

মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।

মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
রমাদ্বান প্যাকেজ > সম্ভাব্য তারিখ > ১ম রমাদ্বান এবং ১৪-১৫ রমাদ্বান
১,৮০,০০০/- টাকা (ট্রানজিট ফ্লাইট )
২,০৫০০০ টাকা (ডিরেক্ট ফ্লাইট )

বুকিং দিতে যা যা লাগবে:
1. পাসপোর্টের স্ক্যানিং ফটোকপি (৬মাস মেয়াদ থাকতে হবে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
2. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
3. প্যাকেজ মূল্যের ৫০% টাকা

উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
১. ওমরাহ ভিসা।
২. ট্রানজিট/ডাইরেক্ট ফ্লাইট।
৩. তিন বেলা রুচিসম্মত খাবার।
৪. মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
৫. মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
৬. মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
৭. সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, তায়েফ জেয়ারাহ, মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ, জ্বীন পাহাড়, মদিনা এয়ারপোর্ট।
৮. রিয়াজুল জান্নাতে নামায আদায়।
দেশের স্বনামধন্য ৩জন ইসলামিক স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত....
১. শায়েখ সৈয়দ হাসান আজহারী
২. শায়েখ মোস্তফা আজহারী
৩. শায়েখ মুফতি খন্দকার মোবারক হোসাইন

যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা। |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
চট্টগ্রাম অফিসঃ দারুল ফজল টাওয়ার, শীতল ঝর্ণা আবাসিক, অক্সিজেন, চট্টগ্রাম।
Whatsup: 01880-669212
#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

22/01/2024
ফেব্রুয়ারী ও রমজান মাসের জন্য  বিশেষ  ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)--------------------ওমরাহ আপনার সম্পদের পরি...
22/01/2024

ফেব্রুয়ারী ও রমজান মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজ | ইকোনমি প্যাকেজ (১৪ দিন)
--------------------
ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন
ইকোনমি প্যাকেজ (১৪ দিন)

ফেব্রুয়ারী প্যাকেজ
--------------------
১,৪৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৬০০ মিটার।
ট্রানজিট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০মিটার
১,৫৫,০০০/- টাকা। (প্রতিরুমে ৪/৫ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৪০০ মিটার।
১,৭০,০০০/- টাকা। (প্রতিরুমে ৩/৪ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ৩০০ মিটার।
১,৮০,০০০/- টাকা। (প্রতিরুমে ২ বেড)
ডাইরেক্ট ফ্লাইট, হোটেল দূরত্ব ২০০ মিটার।
মক্কায় হোটেল: কাবা শরিফ থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।
থ্রি স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্বে।

রমাদ্বান প্যাকেজ > সম্ভাব্য তারিখ > ১ম রমাদ্বান এবং ১৪-১৫ রমাদ্বান
১,৮০,০০০/- টাকা (ট্রানজিট ফ্লাইট )
২,০৫০০০ টাকা (ডিরেক্ট ফ্লাইট )

বুকিং দিতে যা যা লাগবে:
1. পাসপোর্টের স্ক্যানিং ফটোকপি (৬মাস মেয়াদ থাকতে হবে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
2. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
3. প্যাকেজ মূল্যের ৫০% টাকা

উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
১. ওমরাহ ভিসা।
২. ট্রানজিট/ডাইরেক্ট ফ্লাইট।
৩. তিন বেলা রুচিসম্মত খাবার।
৪. মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
৫. মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
৬. মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
৭. সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, তায়েফ জেয়ারাহ, মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ, জ্বীন পাহাড়, মদিনা এয়ারপোর্ট।
৮. মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: নবিজির বাড়ি, জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, আরাফাহ, মুজদালিফা, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, তায়েফ ভ্রমন, মসজিদে জ্বীন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি।
৯. মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: জান্নাতুল বাক্বী, মসজিদে গামামাহ, মসজিদে কুবা, মসজিদে ক্বিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, জিন পাহাড়, খেজুর বাগান, মসজিদে আবু বক্কর, মসজিদে আলী।
১১. রিয়াজুল জান্নাতে নামায আদায়।
প্যাকেজে অর্ন্তভুক্ত নয়:
১. ব্যাক্তিগত খরচ।
২. সৌদি আরবে মোবাইল সিম ও ইন্টারনেট।
৩. লন্ড্রি বিল।
৪. যে কোন ধরনরে মেডিক্যাল বিল।
৫. যাতায়াতের খাবার বিল।
দেশের স্বনামধন্য ৩জন ইসলামিক স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত....
১. শায়েখ সৈয়দ হাসান আজহারী
২. শায়েখ মোস্তফা আজহারী
৩. শায়েখ মুফতি খন্দকার মোবারক হোসাইন
১৪ দিনের প্যাকেজ সকল খরচসহ কাপল ও প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এছাড়াও ওমরাহ প্যাকেজের সময়সীমা কমানো/বাড়ানোর ব্যবস্থা থাকছে।
২০২৫ সালের হজ্ব বুকিং চলছে....

#প্রতি মাসে আমাদের ওমরাহ প্যাকেজ চলমান আছে ইনশাআল্লাহ......
যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা। |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
চট্টগ্রাম অফিসঃ দারুল ফজল টাওয়ার, শীতল ঝর্ণা আবাসিক, অক্সিজেন, চট্টগ্রাম।
WhatsApp: 01880-669212

#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

11/01/2024

খন্দকের প্রান্তর

৫ হিজরিতে (৬২৭ খ্রিষ্টাব্দ) খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে।

প্রতি দশজন সাহাবীর উপর ৪০ হাত পরিখা খননের দায়িত্ব দেয়া হয়।

পরিখা দ্রুত তৈরীর জন্য হযরত মুহাম্মদ (দ:) সহ মদিনার প্রতিটি সবল পুরুষ এই খননকার্যে যোগ দিয়েছিলেন। আল্লাহর রাসূল দ: সাত দিন পেট মোবারকে পাথর বেঁধে রেখেছিলেন !!

11/01/2024

উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়।
জান্নাতি পাহাড়, আল্লাহর রাসূলের সাথে এ পাহাড় জান্নাতে যাবে।

আমরাও যেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে পারি। আমিন

11/01/2024

বিশেষ ওমরাহ প্যাকেজ
--------------------
ওমরাহ আপনার সম্পদের পরিমাণ কমায় না। বরং বাড়িয়ে দেয় বহুগুণে। তাই ওমরাহ ও যেকোনো ইবাদত দুনিয়া ও আখিরাতে আপনার জন্য বিনিয়োগ স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে ওমরাহ আদায় করার তাওফিক দান করুক। আমিন
ইকোনমি প্যাকেজ (১৪ দিন)

মক্কায় হোটেল: পবিত্র কাবা শরিফ থেকে ০ মিটার দুরত্বে ফাইভ স্টার মানের হোটেল।
মদিনায় হোটেল: মসজিদে নববী থেকে ৫মিনিট হাঁটার দুরত্ব। থ্রি স্টার মানের হোটেল।
উক্ত প্যাকেজে যা পাচ্ছেন:
১. ওমরাহ ভিসা।
২. ট্রানজিট/ডাইরেক্ট ফ্লাইট।
৩. তিন বেলা রুচিসম্মত খাবার।
৪. মক্কায় থ্রি স্টার মানের হোটেল।
৫. মদিনায় থ্রি স্টার মানের হোটেল।
৬. মক্কায় ৭দিন এবং মদিনায় ৭দিন অবস্থান।
৭. সকল ট্রান্সপোর্টেশনস: জেদ্দা-মক্কা, মক্কা জেয়ারাহ, তায়েফ জেয়ারাহ, মক্কা-মদিনা যাওয়া, মদিনা জেয়ারাহ, জ্বীন পাহাড়, মদিনা এয়ারপোর্ট।
৮. মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: নবিজির বাড়ি, জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, আরাফাহ, মুজদালিফা, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, তায়েফ ভ্রমন, মসজিদে জ্বীন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, আবু জেহেলের বাড়ি।
৯. মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও জিয়ারাহ: জান্নাতুল বাক্বী, মসজিদে গামামাহ, মসজিদে কুবা, মসজিদে ক্বিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, জিন পাহাড়, খেজুর বাগান, মসজিদে আবু বক্কর, মসজিদে আলী।
১১. রিয়াজুল জান্নাতে নামায আদায়।
প্যাকেজে অর্ন্তভুক্ত নয়:
১. ব্যাক্তিগত খরচ।
২. সৌদি আরবে মোবাইল সিম ও ইন্টারনেট।
৩. লন্ড্রি বিল।
৪. যে কোন ধরনরে মেডিক্যাল বিল।
৫. যাতায়াতের খাবার বিল।
দেশের স্বনামধন্য ৩জন ইসলামিক স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত....
১. শায়েখ সৈয়দ হাসান আজহারী
২. শায়েখ মোস্তফা আজহারী
৩. শায়েখ মুফতি খন্দকার মোবারক হোসাইন
১৪ দিনের প্যাকেজ সকল খরচসহ কাপল ও প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এছাড়াও ওমরাহ প্যাকেজের সময়সীমা কমানো/বাড়ানোর ব্যবস্থা থাকছে।
২০২৪/২০২৫ সালের হজ্ব বুকিং চলছে....
#প্রতি মাসে আমাদের ওমরাহ প্যাকেজ চলমান আছে ইনশাআল্লাহ......
যোগাযোগঃ
ঢাকা অফিসঃ বাসা-৩২৪, রোড-১৫, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা।
কুমিল্লা অফিসঃ জান্নাত টাওয়ার, কুমিল্লা জিলা স্কুল,কান্দিরপাড়, কুমিল্লা |
ভৈরব অফিসঃ নিউ টাউন মোড়, বাসস্ট্যান্ড, ভৈরব, কিশোরগঞ্জ।
WhatsApp: 01880-669212
#উমরাহ #উমরাহ_সফর #গ্রুপ #সুন্নীউমরাহ #আহলেসুন্নাত #কাবা #মাদিনা #জিয়ারত #রিয়াজুলজান্নাত

06/01/2024

জাবালে নূর

এই পর্বতের উচ্চতা ৬৪২ মিটার, এবং এটি ৩৮০ মিটার থেকে তীব্রভাবে নেমে ৫০০ মিটারের স্তরে পৌঁছেছে, এর পাদদেশ ৫ কিমি।

হেরা গুহা খুবই ছোট এর মধ্যকার জায়গা এত কম যে, প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে। এ স্থানেই হজরত মুহাম্মাদ মুস্তফা (দ:) ধ্যান মগ্ন থাকতেন। যা লম্বায় ৪ মিটার আর পাশে ১.৫ তথা দেড় মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর। যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় ২,১০০ ফুট।

এ স্থানেই হজরত মুহাম্মাদ মুস্তফা (দ:) দীর্ঘ দিনযাবত ধ্যান মগ্ন ছিলেন
যতদিন ধ্যান মগ্ন ছিলেন ততদিন মা খাদিজাতুল কোবরা (রাঃ) খাবার নিয়ে যেতেন

হেরা গুহা এ পাহাড়ের চূড়ায় অবস্থিত, এটা পাহাড়ের উপর একটা ফাঁকাস্থান, এর দরজা উত্তর দিকে, দৈর্ঘ ৪ গজ, প্রস্থ প্রায় দুগজ। এক সাথে পাঁচজন বসতে পারে।

#জাবালে_নূর

06/01/2024

রিয়াজুল জান্নাহ: পৃথিবীতে এক টুকরো জান্নাত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লালাম যে স্থানকে জান্নাতের বাগান বলেছেন

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ وَمِنْبَرِي عَلَى حَوْضِي

‘আমার ঘর (বর্তমান দাফনের স্থান) এবং আমার মিম্বরের মাঝের জায়গা (রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ) জান্নাতের বাগানগুলোর একটি বাগান। আর আমার মিম্বর আমার হাওজের উপর অবস্থিত।’ (বুখারি)

#রিয়াজুল_জান্নাত

06/01/2024

Jabal al-Thawr (Mount Thawr)

মক্কার নেতারা হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদীনায় যাত্রা করেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাওর পর্বতের গুহায়। সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।

এর উচ্চতা ৭’শ ৬০ মিটার বা ২৪৯৩ ফুট এর বেশি। মসজিদুল হারম থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে সাওর পর্বত বা গারে সাওর।

মহান খোদা তায়ালার ইচ্ছায় গারে সাওর অর্থাৎ সাওর পর্বত গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতর। মাকড়সা জাল বুনেছিল, যেন বাইরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরদেরকে। একারণে তাদের জন্য খাবার নিয়ে আসেন গারে সাওর দেখতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা।

#জাবালে_সুর বা #সাওর_পর্বত ( )

#গারে_সূর

হযরত আব্বাস (রা:)।রাসূলে আকরাম (দ)-এর চাচাতো ভাই,রাইসুল মুফাস্সিরিন এবং একজন বিখ্যাত সাহাবী।তায়েফের প্রধান মসজিদকে ইবনে ...
06/01/2024

হযরত আব্বাস (রা:)।রাসূলে আকরাম (দ)-এর চাচাতো ভাই,রাইসুল মুফাস্সিরিন এবং একজন বিখ্যাত সাহাবী।তায়েফের প্রধান মসজিদকে ইবনে আব্বাস মসজিদ বলা হয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মাজার মোবারাক মসজিদ সংলগ্ন কবরস্থানে। এ কবরস্থানে রয়েছে আরও অনেক সাহাবির মাজার মোবারাক। মসজিদ সংলগ্ন আছে একটি লাইব্রেরি । সেটা অবশ্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে সেখানে প্রাচীন অনেক কিতাবের সংগ্রহ আছে। রয়েছে হজরত আব্বাস (রা.)-এর হাতের লেখা কোরআনের কপিসহ বিভিন্ন সময়ে পাথর ও কাগজে লিখিত কোরআনের প্রাচীন কপি।হযরত আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর উসিলায় রাব্বে কারীম আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং সবার নেক বাসনা কবুল করুন।

#মক্কা

Address

কুমিল্লা সদর হাসপাতালের বিপরীতে, শিফা আল্ট্রাসনোগ্রাফি বিল্ডিং, কুমিল্লা।
Cumilla
3500

Telephone

+8801880669212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZamZam Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZamZam Hajj Kafela:

Videos

Share

Category

Nearby travel agencies