JR Travels

JR Travels Your Trustrd B2B Partner. Air Ticketing, Tourist & Medical Visa Services.

01/10/2024

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত (১৪ দিন) মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ...

02/09/2024

IVAC বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট অফার করতে শুরু করেছে যাদের জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার প্রয়োজন পাঁচটি স্থানে।
ভারত বাংলাদেশে সীমিত ভিসা অপারেশন পরিষেবা পুনরায় চালু করেছে।
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার (IVAC) বলেছে যে এটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা নামক পাঁচটি স্থানে জরুরী মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা প্রয়োজন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে।
এছাড়াও, এই পাঁচটি IVAC কেন্দ্র জরুরী ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লটও খুলেছে যেখানে বাংলাদেশী ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য তাদের ইতিমধ্যেই ভারতে বিদেশী দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।
"অনুগ্রহ করে নোট করুন যে এই পরিষেবাগুলি প্রকৃতিতে সীমিত থাকবে যতক্ষণ না IVAC পরবর্তী তারিখে তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে," এটি একটি বিবৃতিতে বলেছে৷

17/07/2024

দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির কারণে সকল ভিসা সেন্টার আগামিকাল বন্ধ।

16/06/2024
আপনি কি চিকিৎসার জন্য ইন্ডিয়া অথবা থাইল্যান্ড যেতে চান?সকল ধরনের ডকুমেন্ট সাপোর্ট এবং দ্রুত ভিসা প্রসেস এর জন্য আজই যোগ...
04/06/2024

আপনি কি চিকিৎসার জন্য ইন্ডিয়া অথবা থাইল্যান্ড যেতে চান?
সকল ধরনের ডকুমেন্ট সাপোর্ট এবং দ্রুত ভিসা প্রসেস এর জন্য আজই যোগাযোগ করুন
JR Travels and Tours

𝐏𝐡𝐨𝐧𝐞 : 01714-959515, 01316373101
𝐌𝐚𝐢𝐥: [email protected]
𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: Chawkbazar, Sadar, Cumilla

মালয়েশিয়া যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি
04/06/2024

মালয়েশিয়া যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ: ১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানা...
03/06/2024

ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ:

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

সকল দেশের বিমান টিকেটে চলছে বিশাল ছাড়।এছাড়াও রয়েছে - ★ ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা প্রসেস,★ ভারত ও থাইল্যান্ডের মেডিক্যাল...
03/06/2024

সকল দেশের বিমান টিকেটে চলছে বিশাল ছাড়।

এছাড়াও রয়েছে -
★ ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা প্রসেস,
★ ভারত ও থাইল্যান্ডের মেডিক্যাল এপয়েন্টমেন্ট ও ফ্রি পিক-আপ,
★ হোটেল রিজার্ভেশন ও ট্রান্সপোর্ট,
★ ট্যুর প্যাকেজ (নিজেদের পছন্দ অনুযায়ী প্রস্তুত করা হয়),
★ হানিমুন প্যাকেজ ইত্যাদি সেবা পেতে আজই যোগাযোগ করুন -

জে.আর ট্রাভেলস
সোস্যাল ইসলামী ব্যাংকের নিচতলা
আদর্শ সদর, কুমিল্লা।
01714-959515
01316373101
[email protected]

ভারত ও থাইল্যান্ডের সেরা হসপিটাল/ডাক্তারের এপয়েন্টমেন্ট, ফ্রি পিক-আপের জন্য হোয়াটসঅ্যাপ করুন 01714959515 এবং ★ ভারত ও থা...
02/06/2024

ভারত ও থাইল্যান্ডের সেরা হসপিটাল/ডাক্তারের এপয়েন্টমেন্ট, ফ্রি পিক-আপের জন্য হোয়াটসঅ্যাপ করুন 01714959515

এবং

★ ভারত ও থাইল্যান্ডের সাশ্রয়ী ট্যুর প্যাকেজ
★ হোটেল ও ট্রান্সপোর্ট বুকিং সার্ভিস
★ ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা সার্ভিস
★সব দেশের বিমান টিকেট ও ডেট পরিবর্তনের জন্য যোগাযোগ করুন।

জে.আর ট্রাভেলস্
সোস্যাল ইসলামি ব্যাংকের নীচতলা, চকবাজার
কুমিল্লা।
01714959515
01316373101

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা...
27/05/2024

বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। ফ্রান্সের ভিজিট ভিসা (শেঞ্জেন ভিসা) ৯০ দিনের কম সময়ের জন্য ভ্রমণকারীদের জন্য হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো:
ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ
আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল অনুযায়ী, আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন তা নির্ধারণ করুন। সাধারণত, ফ্রান্সের জন্য শেঞ্জেন ভিজিট ভিসা (শর্ট স্টে) পর্যটন, ব্যবসা, বা পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য হয়ে থাকে।
ধাপ ২: আবেদন ফর্ম পূরণ
ফ্রান্সের শেঞ্জেন ভিজিট ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। এটি অনলাইনে পাওয়া যেতে পারে [France-Visas ওয়েবসাইটে](https://france-visas.gouv.fr/)।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ
নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সাধারণত ফ্রান্সের ভিজিট ভিসার জন্য প্রয়োজন হয়:
1. পাসপোর্ট: আপনার পাসপোর্টটি ভিসার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর পর্যন্ত বৈধ হতে হবে এবং এতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
2. আবেদন ফর্ম: সম্পূর্ণ পূরণ করা এবং স্বাক্ষর করা শেঞ্জেন ভিসা আবেদন ফর্ম।
3. ফটো: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (বায়োমেট্রিক ফটো)।
4. ফ্লাইট বুকিং: ফ্রান্সে আসা-যাওয়ার নিশ্চিত ফ্লাইট টিকেট।
5. হোটেল রিজার্ভেশন: ফ্রান্সে থাকার সময়কালীন হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা।
6. বীমা: ভ্রমণ স্বাস্থ্য বীমা, যা শেঞ্জেন অঞ্চলে আপনার পুরো থাকার সময়কালের জন্য অন্তত ৩০,০০০ ইউরো পর্যন্ত কভার করবে।
7. আর্থিক ক্ষমতার প্রমাণ: আপনার ভ্রমণ এবং ফ্রান্সে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ। এটি ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সার্টিফিকেট, বা স্পনসরশিপ লেটার হতে পারে।
8. কাভার লেটার: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং বিস্তারিত বিবরণ সহ একটি চিঠি।
9. ভিসা ফি: নির্ধারিত ভিসা ফি জমা দেওয়া।
ধাপ ৪: ভিসা আবেদন জমা
ফ্রান্সের ভিসা আবেদন গ্রহণের জন্য নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্র (VFS Global) বা ফ্রান্সের দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে হবে। VFS Global বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।
ধাপ ৫: বায়োমেট্রিক তথ্য প্রদান
ভিসা আবেদন জমা দেওয়ার সময়, আপনাকে আপনার বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি) প্রদান করতে হবে।
ধাপ ৬: সাক্ষাৎকার
কিছু ক্ষেত্রে, ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকতে পারেন। এই সময় আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।
ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ভিসা আবেদন জমা দেওয়ার পর সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জানা যায়। তবে, কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে।
ধাপ ৮: পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প করা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি VFS Global বা দূতাবাস থেকে এটি সংগ্রহ করতে পারেন।
এটি ফ্রান্সের ভিজিট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করার সাধারণ ধাপ। সঠিক এবং আপডেটেড তথ্যের জন্য ফ্রান্সের দূতাবাস বা VFS Global এর ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
17/01/2024

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star

শুভ জন্মদিন বাবা❤️😍🥰
26/12/2023

শুভ জন্মদিন বাবা❤️😍🥰

01/04/2023

বাই রোডে আগরতলা বর্ডার দিয়ে যেতে হলে লাগবে অগ্রীম হোটেল বুকিং ও মানি রসিদ। না হলে যেতে পারবেন না৷

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।আগামী ৩১ মা...
24/03/2023

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

Holiday 🤳🤗
10/09/2022

Holiday 🤳🤗

চিকিৎসার উদ্দেশ্য ভারতে গমনে কর আদায়ের প্রস্তাব।
25/08/2022

চিকিৎসার উদ্দেশ্য ভারতে গমনে কর আদায়ের প্রস্তাব।

চীনের গুয়াংজু রুটের ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ক...
19/08/2022

চীনের গুয়াংজু রুটের ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী ছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমানের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ১৮ আগস্ট বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের বিজি-৩৬৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একইদিন ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছে রাত ৯টা ৩০ মিনিটে।

এদিকে চীনের কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করছে বিমান।

মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস আন্তদেশিয় ট্রেনের ভাড়ার তালিকা।
26/07/2022

মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস আন্তদেশিয় ট্রেনের ভাড়ার তালিকা।

09/07/2022

সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
تقبل الله منا ومنكم صالح الأعمال
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
🎙️আল্লাহ আমাদের ও আপনাদের সকলের নেক আমলগুলো কবুল করুক। আমিন 🌙.

বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্ট আবেদনকারীদের NID এর তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র।পাসপোর্ট এবং NID এর মধ্...
05/07/2022

বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্ট আবেদনকারীদের NID এর তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান সংক্রান্ত পরিপত্র।
পাসপোর্ট এবং NID এর মধ্যে তথ্যের গড়মিল হলে NID অনুযায়ী পাসপোর্ট করা যাবে।

Address

Chawkbazar, Adarsha Sadar
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801714959515

Alerts

Be the first to know and let us send you an email when JR Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JR Travels:

Share

Category


Other Travel Agencies in Cumilla

Show All