06/06/2022
*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*
*১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!*
*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!
*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, সিনোফারমা, ফাইজার, মডার্না, এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!
*৪)* যারা অবৈধভাবে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন!
*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!
*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!
*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!
*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!
*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!
*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।
*যেকোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন*
এ্যাংগো বাংলা ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস
কর্ণেল সুপার মার্কেট, ২য় তলা
ফার্মে মোড়, পাড়াডোগা, ডেমরা, ঢাকা
01719924408 (Whatsapp), 01718120030